সবচেয়ে বেশি প্রবাসী আয় এসেছে

Advertisement

বাংলাদেশ বিষয়াবলী
০১. ২০১৯-২০ অর্থবছরে মোট প্রবাসী আয় কত হয়েছে?
উত্তরঃ ১ হাজার ৮২০ কোটি মার্কিন ডলার।
সবচেয়ে বেশি প্রবাসী আয় এসেছে – সৌদি আরব থেকে।
বর্তমান বৈদেশিক মুদ্রার রিজার্ভ – ৩ হাজার ৬১৪ কোটি মার্কিন ডলার।

০২. দেশে বর্তমানে মিডিয়া তালিকাভুক্ত সংবাদপত্রের সংখ্যা কয়টি?
উত্তরঃ ৫৫২টি।
তথ্যসূত্র – সরকারের চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর (DFP), ১ জানুয়ারি, ২০২০.

০৩. বাংলাদশ ব্যাংকের ১১তম গভর্নর কে?
উত্তরঃ ফজলে কবির।

০৪. দেশের বেসরকারি খাতের প্রথম ব্যাংক কোনটি?
উত্তরঃ এবি ব্যাংক।
প্রতিষ্ঠিত – ২ এপ্রিল, ১৯৮২.
পুরাতন নাম – আরব বাংলাদেশ ব্যাংক লিমিটেড।
আন্তর্জাতিক বিষয়াবলী

০১. কোন চুক্তির মাধ্যমে ব্রিটিশরা হংকংকে চীনের কাছে ‘এক দেশ দুই পদ্ধতি’ নীতিতে হস্তান্তর করে?
উত্তরঃ সিনো-ব্রিটিশ জয়েন্ট ডিক্লিয়ারেশন।
চুক্তি কার্যকর – ১ জুলাই, ১৯৯৭.
চুক্তির মেয়াদ – ২০৪৭ সাল পর্যন্ত (৫০ বছরের জন্য)।

০২. বিশ্বের কোথায় সবচেয়ে বেশি জেড পাথর পাওয়া যায়?
উত্তরঃ হপাকান্ত এলাকা, কাচিন রাজ্য, মিয়ানমার।

সম্প্রতি এই অঞ্চলের একটি জেড পাথরখনিতে ভূমিধসে ১২৬ জন নিহত হয়েছেন।

Advertisement

০৩. যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন পোস্ট পত্রিকায় কাজ করা সৌদি আরবের আলোচিত লেখক ও সাংবাদিক জামাল খাসোগিকে কবে হত্যা করা হয়?
উত্তরঃ ২ অক্টোবর, ২০১৮.
সম্প্রতি তুরস্কের একটি আদালতে সেই হত্যার বিচার কাজ শুরু হয়েছে।

০৪. নেপালের প্রধানমন্ত্রীর সরকারি বাসভবনের নাম কী?
উত্তরঃ বালুওয়াটার।
নেপালের বর্তমান প্রধানমন্ত্রী – কেপি শর্মা ওলি।

০৫. ভারতের উত্তর প্রদেশ রাজ্যের রাজধানীর নাম কী?
উত্তরঃ লক্ষ্ণৌ।

০৬. NHK কোন দেশের রাষ্ট্রীয় টেলিভিশন চ্যানেল?
উত্তরঃ জাপান।

০৭. কিউবার রাজধানীর নাম কী?
উত্তরঃ হাভানা।

০৮. আন্তর্জাতিক কোন পুরষ্কারকে ব্যবসা ক্ষেত্রে নোবেল পুরষ্কার বলা হয়?
উত্তরঃ বিজনেস ফর পিস অ্যাওয়ার্ড, অসলো, নরওয়ে।

০৯. ২০১৯ সালের বিশ্ব অর্থনীতিতে পর্যটন খাতের অবদান কত ছিল?
উত্তরঃ ২ লাখ ৯০ হাজার কোটি মার্কিন ডলার।

বিজ্ঞান ও প্রযুক্তি
০১. মাটির সূক্ষ্মকণার ফাঁকে লেগে থাকা পানিকে কী বলা হয়?
উত্তরঃ কৈলিক পানি।
০২. মাইক্রোসফট এর বর্তমান প্রধান নির্বাহীর নাম কী?
উত্তরঃ সত্য নাদেলা।

মাইক্রোসফট সার্চ ইঞ্জিনের নাম – Bing.

খেলাধুলা
০১. ক্রিকেট বিশ্বের কোন তিন জনকে ‘থ্রি ডব্লিউজ’ বলা হয়?
উত্তরঃ ফ্রাঙ্ক ওরেল, এভারটন উইকস এবং ক্লাইভ অয়ালকট।
তাঁরা তিনজনই ওয়েস্ট ইন্ডিজের বিখ্যাত ক্রিকেটার।

এই তিনজনের মধ্যে বেঁচে থাকা শেষ ব্যক্তি এভারটন উইকসও সম্প্রতি মারা যান।
০২. ‘বিশ্ব ক্রীড়া সাংবাদিক দিবস’ কবে পালিত হয়?
উত্তরঃ ৩ জুলাই।

১৯২৪ সালের ৩ জুলাই প্রতিষ্ঠিত হওয়া International Sports Press Association (AIPS) এর প্রতিষ্ঠাবার্ষিকীতেই ‘বিশ্ব ক্রীড়া সাংবাদিক দিবস’ পালিত হয়।

Advertisement 5

Advertisement 2

Advertisement 2

Advertisement 3

Leave a Comment