হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার ইনাতগঞ্জ ইউনিয়নের ঘোলডুবা গ্রামের বাসিন্দা স্বেচ্ছায় পরিবারের সব সদস্যকে নিয়ে ইসলাম ধর্ম গ্রহণ করেছেন।
জানা যায়, কাজল দাশ নবীগঞ্জ উপজেলার ইনাতগঞ্জ ইউনিয়নের ঘোলডুবা নতুন বাজারের ব্যবসায়ী।
গত ৭ মে হবিগঞ্জ কোর্টে এফিডেভিটের মাধ্যমে কাজল দাশের পরিবারের তিন সদস্য ইসলাম ধর্ম গ্রহন করেন। কাজল দাশের নতুন নাম রাখা হয়েছে মোহাম্মদ আইয়ুব।
ইনাতগঞ্জ ইউনিয়নের চেয়ারম্যান বজলুর রশিদ ও মেম্বার জয়নাল মিয়ার মাধ্যমে ঘোলডুবা জামে মসজিদে গিয়ে স্বেচ্ছায় মসজিদের ইমাম মাওলানা আজিজুল হক এর কাছে কালিমা পড়ে হিন্দু ধর্ম ত্যাগ করে ইসলাম ধর্ম গ্রহণ করে।
তারপর পরিবারের অন্য সদস্যরাও শরীয়ত মোতাবেক ইসলাম ধর্ম গ্রহণ করে। পরে কাজল মসজিদে জুমার নামাজ আদায় করে।
মোহাম্মদ আইয়ুব দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন।
সূত্র/ নয়াদিগন্ত
- Degree 3rd Year Exam Marketing 5th paper Suggestion
- ডিগ্রি ৩য় বর্ষের সাজেশন (১০০% কমন ডাউনলোড করুন), ডিগ্রি ৩য় বর্ষের পরীক্ষার সাজেশন [নিশ্চিত ১০০% কমন সকল বিষয়ে]
- ডেঙ্গু জ্বরের ইতিহাস, ডেঙ্গু জ্বর উইকিপিডিয়া
- ডেঙ্গু জ্বরের লক্ষণ ও চিকিৎসা
- BA/BSS/BBA ডিগ্রী ৩য় বর্ষের সাজেশন