Google Adsense Ads
হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার ইনাতগঞ্জ ইউনিয়নের ঘোলডুবা গ্রামের বাসিন্দা স্বেচ্ছায় পরিবারের সব সদস্যকে নিয়ে ইসলাম ধর্ম গ্রহণ করেছেন।
জানা যায়, কাজল দাশ নবীগঞ্জ উপজেলার ইনাতগঞ্জ ইউনিয়নের ঘোলডুবা নতুন বাজারের ব্যবসায়ী।
গত ৭ মে হবিগঞ্জ কোর্টে এফিডেভিটের মাধ্যমে কাজল দাশের পরিবারের তিন সদস্য ইসলাম ধর্ম গ্রহন করেন। কাজল দাশের নতুন নাম রাখা হয়েছে মোহাম্মদ আইয়ুব।
ইনাতগঞ্জ ইউনিয়নের চেয়ারম্যান বজলুর রশিদ ও মেম্বার জয়নাল মিয়ার মাধ্যমে ঘোলডুবা জামে মসজিদে গিয়ে স্বেচ্ছায় মসজিদের ইমাম মাওলানা আজিজুল হক এর কাছে কালিমা পড়ে হিন্দু ধর্ম ত্যাগ করে ইসলাম ধর্ম গ্রহণ করে।
তারপর পরিবারের অন্য সদস্যরাও শরীয়ত মোতাবেক ইসলাম ধর্ম গ্রহণ করে। পরে কাজল মসজিদে জুমার নামাজ আদায় করে।
মোহাম্মদ আইয়ুব দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন।
সূত্র/ নয়াদিগন্ত
Google Adsense Ads
- পরিচলন পর্ষদ বলতে কি বুঝ এবং পরিচালক পর্ষদের বিধিবদ্ধ দায়িত্বসমূহ আলোচনা কর
- কোম্পানি ও শেয়ারহোল্ডারদের মধ্যকার ইলেক্ট্রনিক কমিউনিকেশন সুবিধা ও অসুবিধা সমূহ লেখ
- সিনিয়র স্বাধীন পরিচালক বলতে কি বুঝ উদাহরণসহ ব্যাখ্যা কর
- দীর্ঘমেয়াদি প্রণোদনা ইস্কিমের জন্য শেয়ার অপশন ব্যবহার অসুবিধের সময় আলোচনা কর
- শেয়ার অপশন বলতে কি বুঝায় উদাহরণসহ ব্যাখ্যা কর , শেয়ার অপশন কী?, শেয়ার অপশন বলতে কী বুঝ?
Google Adsense Ads