সন্তান পাবার দোয়া,সৎ সন্তান লাভের দোয়া,নেক সন্তান লাভের দোয়া,নেক সন্তান পাওয়ার দোয়া,ভাল সন্তান পাওয়ার দোয়া

আজকের বিষয়: সন্তান পাবার দোয়া,সৎ সন্তান লাভের দোয়া,নেক সন্তান লাভের দোয়া,নেক সন্তান পাওয়ার দোয়া,ভাল সন্তান পাওয়ার দোয়া

সন্তানের জন্য মা-বাবার দোয়ার বিকল্প হয় না। তাদের জন্য কল্যাণকর দোয়া করা মা-বাবার নিত্য-নৈমিত্তিক দায়িত্ব। তাদের কল্যাণে যেকোনো দোয়া করা যায়। তবে পবিত্র কোরআন-হাদিসে সন্তানের জন্য কী কী দোয়া করা যায়, তার অনেক বর্ণনা রয়েছে। দোয়াগুলো সন্তানের জন্য অনেক কার্যকরী ও সবিশেষ তাৎপর্যবহ।

পাঠকদের সুবিধার্থে এর কয়েকটি উল্লেখ করা হলো—

সন্তান উত্তম হওয়ার দোয়া
আদর্শ, সৎ-নিষ্ঠাবান ও উত্তম সন্তানের প্রত্যাশা সবার থাকে। তাই মা-বাবারও উচিত এমন সন্তানের জন্য দোয়া করা। পবিত্র কোরআনে বলা হয়েছে,
رَبِّ هَبْ لِي مِنَ الصَّالِحِينَ

হে আমার প্রতিপালক! আমাকে নেককার সন্তান দিন।

(সুরা সফফাত, আয়াত : ১০০)

দেশ-ভূমির নিরাপত্তা প্রার্থনা
মা-বাবা সন্তানের নিরাপত্তার জন্য দোয়া করবে। পাশাপাশি সন্তান যে দেশে বসবাস করে, সে দেশের নিরাপত্তা কামনা করেও দোয়া করবে। আল্লাহ বলেন,

وَإِذْ قَالَ إِبْرَاهِيمُ رَبِّ اجْعَلْ هَـذَا الْبَلَدَ آمِنًا وَاجْنُبْنِي وَبَنِيَّ أَن نَّعْبُدَ الأَصْنَامَ

‘যখন ইবরাহিম বলেছিল, হে আমার পালনকর্তা! এ নগরকে নিরাপদ-শান্তিময় করে দিন এবং আমাকে ও আমার সন্তানদের মূর্তি-প্রতিমা পূজা থেকে দূরে রাখুন।’

(সুরা ইবরাহিম, আয়াত : ৩৫)

নিরাপদ জীবিকার দোয়া করা
সন্তানের উত্তম জীবিকা মা-বাবার সবসময়ের কামনা। তাই তাদের জীবন যেন শঙ্কামুক্ত ও সমৃদ্ধ হয়— সেই দোয়া করা চাই। পবিত্র কোরআনে ইরশাদ হয়েছে,

رَّبَّنَا إِنِّي أَسْكَنتُ مِن ذُرِّيَّتِي بِوَادٍ غَيْرِ ذِي زَرْعٍ عِندَ بَيْتِكَ الْمُحَرَّمِ رَبَّنَا لِيُقِيمُواْ الصَّلاَةَ فَاجْعَلْ أَفْئِدَةً مِّنَ النَّاسِ تَهْوِي إِلَيْهِمْ وَارْزُقْهُم مِّنَ الثَّمَرَاتِ لَعَلَّهُمْ يَشْكُرُونَ

‘হে আমার প্রতিপালক! আমি আমার বংশধরদের কতককে বসবাস করালাম অনুর্বর উপত্যকায় আপনার পবিত্র ঘরের কাছে; হে আমাদের প্রতিপালক! এ জন্য যে তারা যেন নামাজ কায়েম করে। অতএব কিছু লোকের অন্তর তাদের প্রতি আকৃষ্ট করে দিন এবং ফল-ফলাদি দিয়ে তাদের জীবিকা দান করুন, যাতে তারা কৃতজ্ঞতা প্রকাশ করে।’

(সুরা ইবরাহিম, আয়াত : ৩৭)


আল কোরআনের সূরা সমূহ বাংলা অনুবাদ, ফজিলত, আয়ত, রুকু আরবি ও বাংলা উচ্চারণ  


শয়তান থেকে মুক্তির দোয়া
সন্তানের অকল্যাণ কোনো মা-বাবাই কামনা করে না। তাই মা-বাবা আবশ্যিকভাবে সন্তান অকল্যাণ থেকে দূরে থাকার দোয়া করবে। বিশেষত শয়তানের প্ররোচনা, মানুষের কুদৃষ্টি ও সব ধরনের অনিষ্ট-মন্দ থেকে বেঁচে থাকার দোয়া করবে।

আবদুল্লাহ ইবনে আব্বাস (রা.) থেকে বর্ণিত রয়েছে, মহানবী (সা.) হাসান-হুসাইন (রা.)-এর জন্য আল্লাহর আশ্রয় প্রার্থনা করতেন এভাবে—

أعوذ بكلمات الله التامة من كل شيطان وهامة ومن كل عين لامة

উচ্চারণ : আউজু বিকালিমাতিল্লাহিত তাম্মাতি মিন কুল্লি শায়তানিঁও ওয়া হাম্মাহ; ওয়া মিন কুল্লি আইনিন লাম্মা।

আমি তোমাদের দুজনের জন্য আল্লাহর পূর্ণাঙ্গ কালেমাগুলোর মাধ্যমে প্রত্যেক শয়তান ও বিষাক্ত প্রাণী থেকে এবং সর্বপ্রকার কুদৃষ্টি থেকে মুক্তি কামনা করছি।

(সুনানে আবি দাউদ, হাদিস :  ৪৭৩৭)

দ্বীনদারিতে যত্নবান হওয়ার দোয়া
সন্তান যেন দ্বীনদার হয় এবং উদাসীন না হয়— সে জন্য দোয়া করতে হবে। পবিত্র কোরআনে বলা হয়েছে,

رَبِّ اجْعَلْنِي مُقِيمَ الصَّلاَةِ وَمِن ذُرِّيَّتِي رَبَّنَا وَتَقَبَّلْ دُعَاء

উচ্চারণ : রাব্বিজ আলনি মুকিমাস সালাতি ওয়ামিন জুররিয়্যাতি, রাব্বানা ওয়া তাকাব্বাল দুয়া।

অর্থ : সে আমার প্রতিপালক! আমাকে নামাজ আদায়কারী করুন এবং আমার বংশধরদের মধ্য থেকেও। হে আমার প্রতিপালক! আমার প্রার্থনা কবুল করুন। (সুরা ইবরাহিম, আয়াত : ৪০)

ভালো কিংবা মন্দ সব বাবা-মায়েরাই নেক সন্তান চায়। যারা বিয়ে করবেন, যারা বিয়ে করেছেন এবং যারা আরো সন্তান নেওয়ার পরিকল্পনা করছেন, তাদের জন্য কোরআন-সুন্নাহর দিকনির্দেশনা অনুযায়ী তিনটি আমল খুবই জরুরি। আর এসব আমলেই মহান আল্লাহ তাদের দান করবেন নেক সন্তান। কী সেই তিন আমল?

১. আল্লাহর কাছে দোয়া করা
আল্লাহ তাআলা মানুষকে তাঁর কাছে চাওয়ার নির্দেশ দিয়েছেন। চাইতে হবে শুধুমাত্র তাঁর কাছেই। কীভাবে চাইতে হবে তা-ও তুলে ধরেছেন কোরআনে। আল্লাহর কাছে নেক সন্তান চাওয়ার জন্য চমৎকার কিছু আয়াত তুলে ধরেছেন। তাহলো-
رَبَّنَا هَبۡ لَنَا مِنۡ اَزۡوَاجِنَا وَ ذُرِّیّٰتِنَا قُرَّۃَ اَعۡیُنٍ وَّ اجۡعَلۡنَا لِلۡمُتَّقِیۡنَ اِمَامًا
উচ্চারণ : ‘রাব্বানা হাবলানা মিন আযওয়াঝিনা ওয়া জুররিয়্যাতিনা কুররাতা আইয়ুনাও ওয়াঝআলনা লিলমুত্তাক্বিনা ইমামা।’
অর্থ : ‘হে আমাদের রব্ব! আমাদেরকে এমন স্ত্রী ও সন্তানাদি দান করুন যারা আমাদের জন্য নয়ন প্রীতিকর এবং আমাদেরকে মুত্তাকীদের জন্য আদর্শ স্বরূপ করুন।’ (সুরা ফুরকান : আয়াত ৭৪)

আবার যাদের সন্তান হয় না, তাদের জন্য এটি অত্যন্ত সুন্দর একটি দোয়া। বার্ধক্যে হজরত জাকারিয়া আলাইহিস সালামের সে আবেদনও মানুষের জন্য আল্লাহ তাআলা এভাবে তুলে ধরেছেন-
رَبِّ لَا تَذَرۡنِیۡ فَرۡدًا وَّ اَنۡتَ خَیۡرُ الۡوٰرِثِیۡنَ
উচ্চারণ : ‘রাব্বি লা তাজারনি ফারদাও ওয়া আংতা খায়রুল ওয়ারিছিনা।’
‘হে আমার রব! আমাকে একা রেখো না, তুমি তো শ্রেষ্ঠ মালিকানার অধিকারী (অতএব আমাকে উত্তম ওয়ারিশ/সন্তান দান করুন)।’ (সুরা আম্বিয়া : আয়াত ৮৯)

হজরত জাকারিয়া আলাইহিস সালাম সন্তানের জন্য আরো একটি দোয়া করেন। সেই দোয়ায় আছে আল্লাহর প্রতি বিনয় ও নেক সন্তান পাওয়ার আশা। তাহলো-
رَبِّ هَبۡ لِیۡ مِنۡ لَّدُنۡکَ ذُرِّیَّۃً طَیِّبَۃً ۚ اِنَّکَ سَمِیۡعُ الدُّعَآءِ
উচ্চারণ : ‘রাব্বি হাবলি মিল্লাদুংকা জুররিয়াতান ত্বাইয়েবাতান; ইন্নাকা সামিউদ দোয়া।’
অর্থ : ‘হে আমার প্রভু! আমাকে তোমার পক্ষ থেকে পবিত্র সন্তান দান করো, নিশ্চয়ই তুমি দোয়া শ্রবণকারী।’ (সুরা আল-ইমরান : আয়াত ৩৮)

২. সুন্নাহ সম্মত আমল করা
নেক সন্তান পাওয়ার জন্য আগে থেকেই শয়তান থেকে বেঁচে থাকা জরুরি। তাই সব সময় আল্লাহর কাছে এভাবে আবেদন করা-
بِسْمِ اللّهِ اللّهُمَّ جَنِّبْنَا الشَّيْطَانَ وَ جَنِّبِ الشَّيْطَانَ مَا رَزَقْتَنَا
উচ্চারণ : ‘বিসমিল্লাহি আল্লাহুম্মা জান্নিবনাশ শায়ত্বানা ওয়া জান্নিবিশ শায়ত্বানা মা রাযাক্বতানা।’
অর্থ : ‘আল্লাহর নামে, হে আল্লাহ, আমাদেরকে শয়তান থেকে দূরে রাখুন এবং আমাদের যা রিজিক (সন্তান) দেবেন তা থেকে শয়তানকে দূরে রাখুন।
নবিজী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, দাম্পত্য মিলনের আগে যদি কেউ এ কথা বলে তবে তাদের মিলনে সন্তান জন্ম নিলে তাকে শয়তান ক্ষতি করবে না। (বুখারি)

৩. গুনাহ থেকে বিরত থাকা
নেক সন্তান পেতে হলে স্বামী-স্ত্রীকে নেককার হতে হবে। তাদের উভয়কে নেক আমল করতে হবে। গুনাহের কাজ থেকে বেঁচে থাকতে হবে। তবেই মহান আল্লাহ তাদের দান করবেন নেক সন্তান।

মনে রাখতে হবে
নেক সন্তান দুনিয়া ও আখেরাতের জন্য বিরাট এক নেয়ামত। নেক সন্তান হচ্ছে সাদক্বায়ে জারিয়াহ, কারণ নেক সন্তান বাবা-মায়ের ইন্তেকালের পরেও তাদের জন্য দোয়া করে থাকেন। নেক সন্তানের নেক আমলের সওয়াব মা-বাবা কবরে শুয়ে শুয়ে অবিরাম পেতে থাকেন।

সুতরাং নেক সন্তান পাওয়ার জন্য কোরআন ও হাদিসের আমলগুলো করার পাশাপাশি গুনাহ থেকে বিরত থাকা জরুরি। তবেই আল্লাহ মানুষকে দান করবেন নেক সন্তান।

আল্লাহ তাআলা উম্মতে মুসলিমার সবাইকে নেক সন্তান দান করুন। আমিন।

প্রশ্ন ও মতামত জানাতে পারেন আমাদের কে ইমেল : info@banglanewsexpress.com

আমরা আছি নিচের সামাজিক যোগাযোগ মাধ্যম গুলোতে ও

Leave a Comment