সঠিক লে-আউট নির্ধারণ কেন গুরুত্বপূর্ণ? একটি উৎপাদনমুখী কারখানা বা ফ্যাক্টরির জন্য কোনটি আদর্শ লে-আউট হতে পারে বলে আপনি মনে করেন? বর্ণনা করুন

শ্রেণি: ১১শ/hsc/ উন্মুক্ত-2021 বিষয়: উৎপাদন ব্যবস্থাপনা ও বিপণন ১ম পত্র এসাইনমেন্টেরের উত্তর 2021
এসাইনমেন্টের ক্রমিক নংঃ 05 বিষয় কোডঃ 1888
বিভাগ: বাণিজ্য শাখা
বাংলা নিউজ এক্সপ্রেস// https://www.banglanewsexpress.com/

এসাইনমেন্ট শিরোনামঃ সঠিক লে-আউট নির্ধারণ কেন গুরুত্বপূর্ণ? একটি উৎপাদনমুখী কারখানা বা ফ্যাক্টরির জন্য কোনটি আদর্শ লে-আউট হতে পারে বলে আপনি মনে করেন? বর্ণনা করুন।

এসাইনমেন্ট সম্পর্কে প্রশ্ন ও মতামত জানাতে পারেন আমাদের কে Google News <>YouTube : Like Page ইমেল : assignment@banglanewsexpress.com

যে কোনো ধরণের বিন্যাসের প্রধান উদ্দেশ্য হলো, জনবল যন্ত্রপাতি, মালামাল ও অফিসের প্রয়োজনীয়/ব্যবহার্য সরঞ্জামাদী এবং স্থানের (ংঢ়ধপব)-এর দক্ষ ব্যবহারের মাধ্যমে যথাসময়ে কার্য সম্পাদন করা। তাই বিন্যাস যে কোনো প্রতিষ্ঠানের জন্যই গুরুত্বপূর্ণ। ক্ষেত্র ভেদে বিন্যাস বা লে-আউট বিভিন্ন রকমের হতে পারে। যেমন: অফিস বিন্যাস, কারখানা বিন্যাস, গুদামঘর বিন্যাস, অভ্যর্থনাকেন্দ্র বিন্যাস ইত্যাদি। প্রতিটি ধরন পৃথকভাবে গুরুত্বপূর্ণ। এ সকল গুরুত্ব নিম্নে আলোচিত হলো:

সাধারণ গুরুত্ব

১. স্থানের যথোপযুক্ত ব্যবহার : প্রতিষ্ঠানের জায়গার যথাযথ ব্যবহার যেকোন ধরনের লে-আউটের জন্য গুরুত্বপূর্ণ। লে-আউট এমনভাবে করতে হবে যেন স্থান বিন্যাসে কোনো দুর্বলতা না থাকে। দুর্বলতা থাকলে জায়গার অপব্যবহার ঘটে এবং উৎপাদন ও অন্যান্য ব্যয় বাড়ানোর মাধ্যমে প্রতিষ্ঠানের লক্ষ্য অর্জনে বাধা সৃষ্টি করে।

২. নমনীয়তা : অনেক সময় স্থানের পুন:বিন্যাস করার প্রয়োজন দেখা দেয়, তাই লে-আউট ডিজাইন করার সময় সর্বদা নমনীয়তা বজায় রাখা জরুরী তা না হলে জিনিস পত্রের রদবদল ঘটালে বিপত্তি ঘটতে পারে। ৩. মান নিয়ন্ত্রণ কৌশল প্রয়োগ (ঊধংব ড়ভ ছঁধষরঃু পড়হঃৎড়ষ ঞবপযহরয়ঁব অঢ়ঢ়ষরপধঃরড়হ): আদর্শ লে-আউট মান নিয়ন্ত্রণের কৌশল প্রয়োগ করা সহজসাধ্য করে তোলে। ফলে, পণ্য মানসম্মত হয় আর গ্রাহকও হয় সন্তুষ্ট। লে-আউট/বিন্যাসের গুরুত্ব

উৎপাদন নিয়ন্ত্রণে গুরুত্ব

১. পর্যাপ্ত মানসম্পন্ন পণ্য উৎপাদন : সঠিক লে-আউট বিভিন্ন উপকরণ ও উপযোগের সুষ্ঠ ব্যবহারের মাধ্যমে পর্যাপ্ত মানসম্পন্ন পণ্য উৎপাদন নিশ্চিত করে। ফলে ক্রেতারা চাহিদা অনুযায়ী পণ্য ন্যায্য দামে ক্রয় করতে পারে।

২. স্বল্প সময়ে অধিক উৎপাদন : উত্তম লে-আউটের মাধ্যমে অপচয় রোধ ও কর্মদক্ষতা বৃদ্ধি করা যায় বলে স্বল্প সময়ে অধিক পণ্য উৎপাদন করা সম্ভব হয়।

৩. সমন্বয়সাধন : একটি প্রতিষ্ঠানের বিভিন্ন উপাদানসমূহ সমন্বয় সাধানের মাধ্যমে সংরক্ষণ করার ক্ষেত্রে সুচিন্তিত লে-আউট গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

জনবল সংক্রান্ত গুরুত্ব (

১. দক্ষতা বৃদ্ধি : যদি একটি প্রতিষ্ঠানের সকল ক্ষেত্র সুষ্ঠ লে-আউটের মাধ্যমে সজ্জিত হয় তাহলে অনেক কম সময়েই কর্মীরা তাদের কাজ শেষ করতে পারে। ফলে তারা অধিকতর ইউনিট আরো কম সময়ে দক্ষভাবে উৎপাদন করতে পারে।

২. নিরাপত্তা নিশ্চিতকরণ : উৎপাদন কাজে কারখানায় নানাবিধ যন্ত্রপাতি ব্যবহার করে কর্মীরা কার্যসম্পাদন করে। এই যন্ত্রপাতিগুলোর অনেকগুলোই সতর্কতার সাথে ব্যবহার করা জরুরী, নয়তো তা ধরণের দূর্ঘটনা ঘটতে পারে। তাই নিরাপদ কর্মক্ষেত্র নিশ্চিত করতে একটি সুপরিকল্পিত লে-আউট অত্যন্ত গুরুত্বপূর্ণ।

৩. সুষ্ঠু কর্মপরিবেশ নিশ্চিতকরণ: শিল্প কারখানার উৎপাদন কার্যক্রম কর্মপরিবেশের সাথে ওতপ্রোতভাবে জড়িত। পর্যাপ্ত আলো-বাতাস, শব্দ-নিয়ন্ত্রণসহ একটি স্বাস্থ্যকর পরিবেশ নির্মাণে সুপরিকল্পিত লে-আউটের গুরুত্ব অপরিসীম।

অর্থনৈতিক গুরুত্ব

১. স্বল্প পুঁজি উত্তম লে-আউটের মাধ্যমে স্বল্প পুঁজি বিনিয়োগ করে অধিক উৎপাদন করা সম্ভব।

২. ব্যয় হ্রাস : উত্তম লে-আউটের কারণে সঠিকভাবে উৎপাদন কার্য সংঘটিত হয় বিধায় বিভিন্ন ধরনের অপচয় রোধ করা সম্ভব। এর মাধ্যমে কম কর্মঘন্টায় দক্ষতার সাথে পণ্য/সেবা পর্যাপ্ত পরিমাণে উৎপাদন করা যায় বলে ব্যয় হ্রাস করা সম্ভব হয়। দক্ষ লে-আউটের ফলে মালামাল কম নাড়াচাড়া হয়, স্থানের সর্বোচ্চ ব্যবহার হয় বলে ব্যয় অনেকাংশে হ্রাস পায়।

৩. পরিবহন ব্যয় হ্রাস : উৎপাদনশীল কারবারে উৎপাদিত পণ্য ও সেবা প্রায়শ একস্থান থেকে অন্যত্র পরিবহন করার প্রয়োজন দেখা দেয়। যেসব ক্ষেত্রে পণ্য/সেবা ও কর্মীদের চলাচল খুব বেশি সেসব ক্ষেত্রে বিজ্ঞাসম্মতভাবে লে-আউট গঠন ও সাজানো খুবই গুরুত্বপূর্ণ। উপরিউক্ত কারণসমূহের জন্য বিন্যাস বা লে-আউট অতীব গুরুত্বপূর্ণ। তাই সুষ্ঠুভাবে লে-আউট তৈরি করা প্রয়োজন যে ব্যবসায় এর পূর্ণ সদ্ব্যবহার করতে পারে।

[ বি:দ্র: নমুনা উত্তর দাতা: রাকিব হোসেন সজল ©সর্বস্বত্ব সংরক্ষিত (বাংলা নিউজ এক্সপ্রেস)]

সঠিক লে-আউট নির্ধারণ কেন গুরুত্বপূর্ণ? একটি উৎপাদনমুখী কারখানা বা ফ্যাক্টরির জন্য কোনটি আদর্শ লে-আউট হতে পারে বলে আপনি মনে করেন? বর্ণনা করুন
সঠিক লে-আউট নির্ধারণ কেন গুরুত্বপূর্ণ? একটি উৎপাদনমুখী কারখানা বা ফ্যাক্টরির জন্য কোনটি আদর্শ লে-আউট হতে পারে বলে আপনি মনে করেন? বর্ণনা করুন
সঠিক লে-আউট নির্ধারণ কেন গুরুত্বপূর্ণ? একটি উৎপাদনমুখী কারখানা বা ফ্যাক্টরির জন্য কোনটি আদর্শ লে-আউট হতে পারে বলে আপনি মনে করেন? বর্ণনা করুন

[ বি:দ্র: নমুনা উত্তর দাতা: রাকিব হোসেন সজল ©সর্বস্বত্ব সংরক্ষিত (বাংলা নিউজ এক্সপ্রেস)]

সবার আগে Assignment আপডেট পেতে Follower ক্লিক করুন

এসাইনমেন্ট সম্পর্কে প্রশ্ন ও মতামত জানাতে পারেন আমাদের কে Google News <>YouTube : Like Page ইমেল : assignment@banglanewsexpress.com

অন্য সকল ক্লাস এর অ্যাসাইনমেন্ট উত্তর সমূহ :-

  • ২০২১ সালের SSC / দাখিলা পরীক্ষার্থীদের অ্যাসাইনমেন্ট উত্তর লিংক
  • ২০২১ সালের HSC / আলিম পরীক্ষার্থীদের অ্যাসাইনমেন্ট উত্তর লিংক
  • ভোকেশনাল: ৯ম/১০ শ্রেণি পরীক্ষার্থীদের অ্যাসাইনমেন্ট উত্তর লিংক
  • ২০২২ সালের ভোকেশনাল ও দাখিল (১০ম শ্রেণির) অ্যাসাইনমেন্ট উত্তর লিংক
  • HSC (বিএম-ভোকে- ডিপ্লোমা-ইন-কমার্স) ১১শ ও ১২শ শ্রেণির অ্যাসাইনমেন্ট উত্তর লিংক
  • ২০২২ সালের ১০ম শ্রেণীর পরীক্ষার্থীদের SSC ও দাখিল এসাইনমেন্ট উত্তর লিংক
  • ২০২২ সালের ১১ম -১২ম শ্রেণীর পরীক্ষার্থীদের HSC ও Alim এসাইনমেন্ট উত্তর লিংক

৬ষ্ঠ শ্রেণীর এ্যাসাইনমেন্ট উত্তর ২০২১ , ৭ম শ্রেণীর এ্যাসাইনমেন্ট উত্তর ২০২১ ,

৮ম শ্রেণীর এ্যাসাইনমেন্ট উত্তর ২০২১ , ৯ম শ্রেণীর এ্যাসাইনমেন্ট উত্তর ২০২১

বাংলা নিউজ এক্সপ্রেস// https://www.banglanewsexpress.com/

উন্মুক্ত বিশ্ববিদ্যালয় SSC এসাইনমেন্ট :

উন্মুক্ত বিশ্ববিদ্যালয় HSC এসাইনমেন্ট :

Leave a Comment