সংরক্ষণ বাণিজ্য কি?,মুক্ত বাণিজ্য কাকে বলে?, অবাধ বাণিজ্য কি?,প্রত্যক্ষ কোটা কি,পরোক্ষ কোর্ট কাকে বলে?

সংরক্ষণ বাণিজ্য কি?,মুক্ত বাণিজ্য কাকে বলে?, অবাধ বাণিজ্য কি?,প্রত্যক্ষ কোটা কি,পরোক্ষ কোর্ট কাকে বলে?

1. ট্রেড পলিসি কী? অথবা, বাণিজ্য নীতি কি?

উত্তর : দেশের আন্তর্জাতিক বাণিজ্য পরিচালনা ও নিয়ন্ত্রণের জন্য বিভিন্ন সময়ে সরকার যে নীতি প্রণয়ন করে

2. তাকে নীতি/ট্রেড পলিসি বলে । বাণিজ্য নীতি কয় প্রকার ?

উত্তর : বাণিজ্য নীতি দুই প্রকার ।

3. রপ্তানি নীতি কি?

উত্তর : যে নীতির ভিত্তিতে নিজ দেশ হতে অন্য দেশে পণ্যসামগ্রী বিক্রয় করা হয় তাকে রপ্তানি নীতি বলে ।

4. আমদানি নীতির কয়টি অংশ?

উত্তর : আমদানি নীতির ২টি অংশ।

5.ডাম্পিং কী?

উত্তর : কোনো দেশ অন্য দেশে নিজের পণ্য যখন অপরাপর প্রতিযোগীর তুলনায় কম মূল্যে বিক্রয়ের চেষ্টা করে তখন তাকে ডাম্পিং বলে ।

6.WTO এর পূর্ণরূপ কি?

উত্তর : WTO এর পূর্ণরূপ হলো : World Trade Organization.

7.সংরক্ষণের দুটি পদ্ধতি লিখ ।

উত্তর : ২. আমদানি শুল্ক ২. আমদানি কোটা

8. কোটা কী?

উত্তর : একটি দেশ একটি নির্দিষ্ট সময়ে কি পরিমান পণ্য আমদানি বা রপ্তানি করতে পারবে তা নিরুপণের পদ্ধতিকে কোটা বলে ।

Click%20to%20get%2070%20to%20100%25%20common%20topic%20based%20suggestions

9.কোটা কয় প্রকার ও কি কি?

উত্তর : কোর্ট ২ প্রকার যথা- ২. প্রত্যক্ষ কোটা ২. পরোক্ষ কোটা

10.শুল্ক কী? অথবা, শুষ্ক কাকে বলে?

উত্তর : শুল্ক এক ধরনের কর যা বাধ্যতামূলকভাবে একটি স্বাধীন দেশ এবং সীমান্ত পারাপারের সময় রপ্তানি বা আমদানি পণ্যের উপর আরোপ করা হয়।

11. শুল্ক কোটা কি?

উত্তর : যে কোটা ব্যবসায় পণ্য সামগ্রীর আমদানির ক্ষেত্রে একটি নির্দিষ্ট পরিমাণকে শুল্কমুক্ত বা সীমিত শুল্কে আমদানির অনুমতি দেয়া হয় তাকে শুল্ক কোটা বলে ।

12. কোটা ও শুল্কের মধ্যে পার্থক্য কী?

উত্তর : কোটা : একটি দেশ একটি নির্দিষ্ট সময়ে কি পরিমান পণ্য আমদানি বা রপ্তানি করতে পারবে তা নিরুপণের পদ্ধতিকে কোটা বলে ।

শুল্ক : শুল্ক এক ধরনের কর যা বাধ্যতামূলকভাবে একটি স্বাধীন দেশ এবং সীমান্ত পারাপারের সময় রপ্তানি বা আমদানি পণ্যের উপর আরোপ করা হয়।

আরো ও সাজেশন:-

13. ‘UNCTAD’ কি?

উত্তর : জাতিসংঘের সদস্যভুক্ত উন্নয়নশীল দেশগুলোর বাণিজ্যের উন্নয়ন সংক্রান্ত সমস্যা সমাধানের লক্ষ্যে গঠিত

সংস্থাকে ‘UNCTAD’ বলে।

14.UNCTAD এর পূর্ণরূপ লিখ ।

উত্তর : UNCTAD এর পূর্ণরূপ হলো- United Nations Conference on Trade and Development.

15.SAPTA এর পূর্ণরূপ কি?

উত্তর : SAPTA এর পূর্ণরূপ – South Asian Preferential Trade Agreement.

16.SAPTA কি?

উত্তর : দক্ষিণ এশিয়ার দেশসমূহের মধ্যে অগ্রাধিকার বাণিজ্যসংক্রান্ত চুক্তিকে SAPTA বলে ।

17.ASEAN এর পূর্ণরূপ লিখ।

উত্তর : ASEAN এর পূর্ণরূপ Association of Southeast Asian Nations.

18.OPEC এর পূর্ণনাম কি?

উত্তর : OPEC এর পূর্ণনাম Organization for Petroleum Exporting Countries.

19.GATT এর পূর্ণরূপ লিখ ।

উরব : GATT এর পূর্ণরূপ The General Agreement on Tariffs and Trade

20.GATT কি?

উত্তর : বিশ্ববাণিজ্য সম্প্রসারণের লক্ষ্যে পৃথিবীর বিভিন্ন দেশের মধ্যে যে শুল্ক ও বাণিজ্য সংক্রান্ত সাধারণ চুক্তি ১৯৪৮ সালে সংগঠিত হয় তাকে সংক্ষেপে GATT বলে।

21.সংরক্ষণ বাণিজ্য কি?

উত্তর : আন্তর্জাতিক বাণিজ্য যখন প্রত্যক্ষভাবে সরকার দ্বারা নিয়ন্ত্রিত হয় তখন তাকে সংরক্ষণ বাণিজ্য বলে ।

22.মুক্ত বাণিজ্য কাকে বলে? অথবা, অবাধ বাণিজ্য কি?

উত্তর : যখন আন্তর্জাতিক বাণিজ্যের উপর সরকারি নিয়ন্ত্রণ থাকে না তাকে মুক্ত বা অবাধ বাণিজ্য বলে ।

23.প্রত্যক্ষ কোটা কি

উত্তর : পরিমাণের ভিত্তিতে কোটা প্রকাশ করলে তাকে প্রত্যক্ষ কোটা বলে ।

24. পরোক্ষ কোর্ট কাকে বলে?

উত্তর : মূল্যের ভিত্তিতে কোটা প্রকাশ করলে তাকে পরোক্ষ কোটা বলে।

25. বাণিজ্য নীতির ২টি হাতিয়ারের নাম লিখ? উত্তর : ১. রপ্তানি শুল্ক এবং ২. রপ্তানি ভর্তুকি ।

Click%20to%20get%2070%20to%20100%25%20common%20topic%20based%20suggestions

[ বি:দ্র: উত্তর দাতা: রাকিব হোসেন সজল ©সর্বস্বত্ব সংরক্ষিত (বাংলা নিউজ এক্সপ্রেস)]

26. শুল্ক সংঘ কাকে বলে?

উত্তর : শুল্ক সংঘ বলতে কয়েকটি দেশের মধ্যে একটি বাণিজ্য চুক্তিকে বুঝায় ।

27. BOP এর পূর্ণ রূপ কি?

উত্তর : BOP এর পূর্ণ রূপ Balance of Paynirts.

28. BIS এর পূর্ণরূপটি লিখ।

উত্তর : BIS এর পূর্ণরূপ হলো- Bank for International Settlements.

29. সংরক্ষণ বাণিজ্যের দুটি সুবিধা লিখ ।

উত্তর : ১. দেশের অর্থ দেশে রাখা ২. দেশীয় পণ্যের বাজার বৃদ্ধি ।

30. ASEAN কত সালে উদ্ভব হয়।

উত্তর : ১৯৬৭ সালের ৮ আগস্ট।

31. ASEAN ঘোষণাকে কি নামে অভিহিত করা হয়?

উত্তর : ASEAN ঘোষণাকে Declaration of Bangkok বলা হয় ।

32.ECM ও EEC এর পূর্ণরূপ লিখ ।

উত্তর : ECM = European Common Market. EEC = European Economic Community.

Leave a Comment