ষষ্ঠ শ্রেণির ৪র্থ সপ্তাহের এ্যাসাইনমেন্ট বিজ্ঞান এর উত্তর ২০২১

ষষ্ঠ শ্রেণির ৪র্থ সপ্তাহের এ্যাসাইনমেন্ট বিজ্ঞান এর উত্তর ২০২১

শিক্ষা Assignment Writing Side পরীক্ষা প্রস্তুতি

Google Adsense Ads

এ্যাসাইনমেন্ট বা নিধারিত কাজ:

তােমার পড়ার টেবিলের দৈর্ঘ্য, প্রস্থ ও উচ্চতা একটি স্কেলের সাহায্যে পরিমাপ করে খাতায় লিখ।

  • ১. পড়ার টেবিলের পৃষ্ঠের ক্ষেত্রফল নির্ণয় কর।
  • ২. এটি ঘরের কতটুকু জায়গা (আয়তন) দখল করেছে তা বের কর।
  • ৩. পড়ার টেবিল যে আয়তনের জায়গা দখল করে সে আয়তনের একটি পাত্রে কত লিটার পানি ধরবে তা যৌক্তিক কারণসহ ব্যাখ্যা কর।

উত্তর:

নির্দেশনা মোতাবেক আমার পড়ার টেবিলের পড়ার টেবিলের দৈর্ঘ্য, প্রস্থ ও উচ্চতা একটি স্কেলের সাহায্যে পরিমাপ করে পেলাম: টেবিলের দৈর্ঘ্য ১০০ সেন্টিমিটার, প্রস্থ ৫০ সেন্টিমিটার এবং উচ্চতা ৪০ সেন্টিমিটার।

১. পড়ার টেবিলের পৃষ্ঠের ক্ষেত্রফল নির্ণয়;

সমাধান: এখানে, টেবিলের দৈর্ঘ্য ১০০ সেন্টিমিটার, টেবিলের প্রস্থ ৫০ সেন্টিমিটার পড়ার টেবিলের পৃষ্ঠের ক্ষেত্রফল = দৈর্ঘ্য X প্রস্থ ( ১০০ X ৫০ ) বর্গ সেন্টিমিটার

৫০০০ বর্গ সেন্টিমিটার৫০০০/(১০০) বর্গমিটার। = ০.৫ বর্গমিটার সুতরাং, পড়ার টেবিলের পৃষ্ঠের ক্ষেত্রফল = ০.৫ বর্গমিটার

২. এটি ঘরের কতটুকু জায়গা (আয়তন) দখল করেছে তা বের করা;

সমাধান:  এখানে, টেবিলের দৈর্ঘ্য ১০০ সেন্টিমিটার, প্রস্থ ৫০ সেন্টিমিটার এবং উচ্চতা ৪০ সেন্টিমিটার যতটুকু জায়গা আয়তন দখল করেছে তা হল-  দৈর্ঘ্য X প্রস্থ X উচ্চতা = (১০০ X ৫০ X ৪০) ঘন সেন্টিমিটার = ২,০০,০০০ ঘন সেন্টিমিটার সুতরাং, ২,০০,০০০ ঘন সেন্টিমিটার আয়তনের জায়গা দখল করেছে।

প্রশ্ন-৩. পড়ার টেবিল যে আয়তনের জায়গা দখল করে সে আয়তনের একটি পাত্রে কত লিটার পানি ধরবে তা যৌক্তিক কারণসহ ব্যাখ্যা করা হল।

সমাধান: ২ নং হতে পাই, টেবিলের আয়তন = ২,০০,০০০  ঘন সেন্টিমিটার সিজিএস পদ্ধতিতে আয়তনের একক ঘন সেন্টিমিটার। তরল পদার্থের আয়তন মাপা হয় লিটারে। আমরা জানি, ১০০০ ঘন সেন্টিমিটার = ১ লিটার ১ ঘন সেন্টিমিটার = ( ১ / ১০০০ )  লিটার ২,০০,০০০  ঘন সেন্টিমিটার = ( ১ X ২০০০০০) / ১০০০ লিটার = ২০০ লিটার। সুতরাং, পড়ার টেবিল যে আয়তনের জায়গা দখল করে সে আয়তনের একটি পাত্রে ২০০ লিটার পানি ধরবে। যৌক্তিক কারন সহ ব্যাখ্যা করা হলো ।

Google Adsense Ads

Google Adsense Ads

3 thoughts on “ষষ্ঠ শ্রেণির ৪র্থ সপ্তাহের এ্যাসাইনমেন্ট বিজ্ঞান এর উত্তর ২০২১

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *