ষষ্ঠ শ্রেণির ৪র্থ সপ্তাহের এ্যাসাইনমেন্ট বিজ্ঞান এর উত্তর ২০২১

এ্যাসাইনমেন্ট বা নিধারিত কাজ:

তােমার পড়ার টেবিলের দৈর্ঘ্য, প্রস্থ ও উচ্চতা একটি স্কেলের সাহায্যে পরিমাপ করে খাতায় লিখ।

  • ১. পড়ার টেবিলের পৃষ্ঠের ক্ষেত্রফল নির্ণয় কর।
  • ২. এটি ঘরের কতটুকু জায়গা (আয়তন) দখল করেছে তা বের কর।
  • ৩. পড়ার টেবিল যে আয়তনের জায়গা দখল করে সে আয়তনের একটি পাত্রে কত লিটার পানি ধরবে তা যৌক্তিক কারণসহ ব্যাখ্যা কর।

উত্তর:

নির্দেশনা মোতাবেক আমার পড়ার টেবিলের পড়ার টেবিলের দৈর্ঘ্য, প্রস্থ ও উচ্চতা একটি স্কেলের সাহায্যে পরিমাপ করে পেলাম: টেবিলের দৈর্ঘ্য ১০০ সেন্টিমিটার, প্রস্থ ৫০ সেন্টিমিটার এবং উচ্চতা ৪০ সেন্টিমিটার।

১. পড়ার টেবিলের পৃষ্ঠের ক্ষেত্রফল নির্ণয়;

সমাধান: এখানে, টেবিলের দৈর্ঘ্য ১০০ সেন্টিমিটার, টেবিলের প্রস্থ ৫০ সেন্টিমিটার পড়ার টেবিলের পৃষ্ঠের ক্ষেত্রফল = দৈর্ঘ্য X প্রস্থ ( ১০০ X ৫০ ) বর্গ সেন্টিমিটার

৫০০০ বর্গ সেন্টিমিটার৫০০০/(১০০) বর্গমিটার। = ০.৫ বর্গমিটার সুতরাং, পড়ার টেবিলের পৃষ্ঠের ক্ষেত্রফল = ০.৫ বর্গমিটার

২. এটি ঘরের কতটুকু জায়গা (আয়তন) দখল করেছে তা বের করা;

সমাধান:  এখানে, টেবিলের দৈর্ঘ্য ১০০ সেন্টিমিটার, প্রস্থ ৫০ সেন্টিমিটার এবং উচ্চতা ৪০ সেন্টিমিটার যতটুকু জায়গা আয়তন দখল করেছে তা হল-  দৈর্ঘ্য X প্রস্থ X উচ্চতা = (১০০ X ৫০ X ৪০) ঘন সেন্টিমিটার = ২,০০,০০০ ঘন সেন্টিমিটার সুতরাং, ২,০০,০০০ ঘন সেন্টিমিটার আয়তনের জায়গা দখল করেছে।

প্রশ্ন-৩. পড়ার টেবিল যে আয়তনের জায়গা দখল করে সে আয়তনের একটি পাত্রে কত লিটার পানি ধরবে তা যৌক্তিক কারণসহ ব্যাখ্যা করা হল।

সমাধান: ২ নং হতে পাই, টেবিলের আয়তন = ২,০০,০০০  ঘন সেন্টিমিটার সিজিএস পদ্ধতিতে আয়তনের একক ঘন সেন্টিমিটার। তরল পদার্থের আয়তন মাপা হয় লিটারে। আমরা জানি, ১০০০ ঘন সেন্টিমিটার = ১ লিটার ১ ঘন সেন্টিমিটার = ( ১ / ১০০০ )  লিটার ২,০০,০০০  ঘন সেন্টিমিটার = ( ১ X ২০০০০০) / ১০০০ লিটার = ২০০ লিটার। সুতরাং, পড়ার টেবিল যে আয়তনের জায়গা দখল করে সে আয়তনের একটি পাত্রে ২০০ লিটার পানি ধরবে। যৌক্তিক কারন সহ ব্যাখ্যা করা হলো ।

3 thoughts on “ষষ্ঠ শ্রেণির ৪র্থ সপ্তাহের এ্যাসাইনমেন্ট বিজ্ঞান এর উত্তর ২০২১”

Leave a Comment