প্রশ্ন সমাধান: শিল্পোদ্যোগ বলতে কি বোঝ?, শিল্পোদ্যোক্তার শ্রেণিবিভাগ আলোচনা কর, শিপ্পোদ্যোক্তার প্রকারভেদ আলোচনা কর, শিল্পোদ্যোগের সংজ্ঞা দাও, শিল্পোদ্যোক্তার কয় ভাবে ভাগ করার হয়েছে
শিল্পোদ্যোগ বলতে কি বোঝ?, শিল্পোদ্যোগের সংজ্ঞা দাও
ভূমিকা : উদ্যোগ বলতে কোন কিছু করা বোঝালেও শিল্পোদ্যোগ বলতে ভিন্ন কিছু বোঝায়। এ ক্ষেত্রে উদ্যোগ অবশ্যই কোন সৃজনশীল ও দূরদৃষ্টিসম্পন্ন ব্যক্তি কর্তৃক নতুন শিল্প বা ব্যবসার প্রতিষ্ঠান স্থাপন ও যথাযথভাবে পরিচালনাকে বোঝানো হয়। শিল্পোদ্যোগের ইংরেজি প্রতিশব্দ হলো Entrepreneurship ধারণা নিয়ে শিল্পোদ্যোগ : সাধারণ অর্থ নতুন কোনো বিষয়ে নতুন কাজ করার অঙ্গীকার ব্যক্ত করা এবং সে মোতাবেক কাজ করাকে উদ্যোগ বলে। কোন ব্যবসা বা শিল্পপ্রতিষ্ঠানে স্থাপন তথা ঝুকি ও নিয়ন্ত্রণ গ্রহণ করার জন্য মানসিকভাবে প্রস্তুত হওয়ার পাশাপাশি সে অনুযায়ী কার্যক্রম গ্রহণ করার প্রক্রিয়াকে বলা হয় শিল্পোদ্যোগ।
প্রামাণ্য সংজ্ঞা : বিভিন্ন মনীষী শিল্পোদ্যোগের সংজ্ঞা বিভিন্নভাবে প্রদান করেছেন। নিম্নে তাদের উল্লেখযোগ্য কয়েকটি উপস্থাপন করা হলো : আর্থার কোল এর মতে, “শিল্পোদ্যোগ হচ্ছে কোন ব্যক্তি বা ব্যক্তির সাথে সংযুক্ত গোষ্ঠীর উদ্দেশ্যমূলক কর্মকাণ্ড বা মূলত অর্থনৈতিক পণ্য বা সেবার উৎপাদন বা বণ্টন দ্বারা মুনাফার্জনের লক্ষ্যে উদ্যোক্তা গ্রহণ করে।”
ফিনারী এর মতে, “সৃজনশীল ও উদ্ভাবনী ইচ্ছার পক্ষে সাড়া দিয়ে পারিপার্শ্বিক চাহিদার আলোকে কাজের উদ্যোগ নেওয়া, কাজের স্বীকৃতি লাভ ও কর্ম সম্পাদনের আওতায় অর্থনৈতিক সুযোগকে কাজে লাগানোর ক্ষমতাকে শিল্পোদ্যোগ বলে।”
আরো ও সাজেশন:-
শিল্পোদ্যোক্তার শ্রেণিবিভাগ আলোচনা কর, শিপ্পোদ্যোক্তার প্রকারভেদ আলোচনা কর ।
ভূমিকা : একজন শিল্প উদ্যোক্তা তার সৃজনশীল কর্মকান্ডের দ্বারা দেশের অর্থনৈতিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। অর্থনৈতিক উন্নয়ন একটি পর্যায়ক্রমিক বিষয়। এর এক একটি পর্যায়ে এক এক ধরনের উদ্যোক্তার আবির্ভাব ঘটে। উন্নয়নের পর্যায়, উদ্যোক্তার বৈশিষ্ট্য, দক্ষতা, শিল্পোদ্যোগ উন্নয়ন ইত্যাদি বিবেচনা করে উদ্যোক্তাদের শ্রেণিবিভাগ আলোচনা করা হলো :
১. উদ্ভাবনী উদ্যোক্তা : যে উদ্যোক্তা নতুন কোনো পণ্য, উদ্ভাবন, উৎপাদনের নতুন কৌশলের প্রবর্তন, বাজার সৃষ্টি অথবা নতুন শিল্পপ্রতিষ্ঠান স্থাপন করেন তাকে উদ্ভাবনী উদ্যোক্তা বলে। এ ধরনের উদ্যোক্তারা সবসময় নতুন কিছু উদ্ভাবনের চেষ্টা চালান !
২. সাংগঠনিক উদ্যোক্তা : যে উদ্যোক্তা কোনো প্রতিষ্ঠানের ভিতরে কর্মরত থেকে কোনো পণ্য উদ্ভাবন, নতুন পদ্ধতি প্রবর্তন, নতুন বাজার সৃষ্টি, প্রাতিষ্ঠানিক কার্য পরিধির সম্প্রসারণ ঘটান তাকে সাংগঠনিক বা প্রাতিষ্ঠানিক উদ্যোক্তা বলে ।
৩. অনুকরণপ্রিয় উদ্যোক্তা : যে সকল উদ্যোক্তা অন্যের উদ্ভাবিত পণ্য বা সেবা পরিবর্তন বা পরিমার্জনের মাধ্যমে নিজের পণ্য প্রয়োগের চেষ্টা করে তাকে অনুকরণপ্রিয় উদ্যোক্তা বলে ।
[ বি:দ্র: নমুনা উত্তর দাতা: রাকিব হোসেন সজল ©সর্বস্বত্ব সংরক্ষিত (বাংলা নিউজ এক্সপ্রেস)]
৪. সুযোগ-সন্ধানী উদ্যোক্তা : যে সকল উদ্যোক্তা প্রযুক্তিগত উন্নয়ন অথবা সামাজিক ও অর্থনৈতিক যেকোনো সুযোগ-সুবিধা নিজের আয়ত্তে ব্যবহার করে প্রাতিষ্ঠানিক সাফল্য অর্জন করে তাকে সুযোগ-সন্ধানী উদ্যোক্তা বলে ।
৫. কারিগরি দক্ষতাসম্পন্ন উদ্যোক্তা : যে সকল উদ্যোক্তাগণ শিক্ষাগত ও মানসিকভাবে কারিগরি জ্ঞান ও দক্ষতা সম্পন্ন হয়ে থাকেন তাদেরকেই কারিগরি দক্ষতা সম্পন্ন উদ্যোক্তা বলে ৷
৬. পরিশ্রমজীবী উদ্যোক্তা : এই ধরনের উদ্যোক্তারা অন্যের পরিশ্রমের উপর ভিত্তি করে উদ্যোগ গ্রহণ করেন। ক্ষতির সম্মুখীন হলেও উদ্যোগ পরিবর্তন করতে চান না ।
উপসংহার : পরিশেষে বলা যায় যে, অর্থনৈতিক কর্মকাণ্ডের চলমান ধারায় বর্তমানে উপরে বর্ণিত উদ্যোক্তাদের অস্তিত্ব পরিলক্ষিত হলেও ভবিষ্যতে অর্থনৈতিক কর্মকান্ডে নতুন মাত্রা যুক্ত হলে হয়তো আরও বিবিধ রকমের উদ্যোক্তর আবির্ভাব ঘটতে পারে।
প্রশ্ন ও মতামত জানাতে পারেন আমাদের কে ইমেল : info@banglanewsexpress.com
আমরা আছি নিচের সামাজিক যোগাযোগ মাধ্যমে গুলোতে ও
- খিলাফত রাষ্ট্র ও আধুনিক মুসলিম রাষ্ট্র পার্থক্য । খিলাফত রাষ্ট্র vs আধুনিক মুসলিম রাষ্ট্র পার্থক্য
- What do you near by Business communication?, Explain the concept of business communication
- Describe the barriers to effective communication in business organization
- সমাজদর্শন ও রাষ্ট্র দর্শনের সম্পর্ক, সমাজদর্শ ও রাষ্ট্রদর্শনের সম্পর্ক, Relation between Social Philosophy & Political Philosophy
- দর্শনের বিষয়বস্তুকে প্রধানত কয় ভাগে ভাগ করা যায়?, দর্শনের বিষয়বস্তু হিসেবে অধিবিদ্যা আলোচনা করুন।
- দর্শনের প্রকৃতি ও স্বরূপ আলোচনা কর