Advertisement
প্রশ্ন সমাধান: শিল্পোদ্যোগ উন্নয়ন চক্র বলতে কি বুঝ?,শিল্পোদ্যোগ উন্নয়ন চক্র কাকে বলে?,শিল্পোদ্যোগ উন্নয়ন চক্র এর সংজ্ঞা দাও
শিল্প উন্নয়ন তথা অর্থনৈতিক উন্নয়নে উদ্যোক্তার ভূমিকা অতি গুরুত্বপূর্ণ । নতুন পণ্য, সেবা বা ধারণার উদ্ভাবন, উৎপাদনের নতুন পদ্ধতির প্রবর্তন, নতুন বাজার সৃষ্টি, ইত্যাদির মাধ্যমে একটি দেশের ব্যাপক শিল্পায়ন, তথা অর্থনৈতিক উন্নয়ন সম্ভব এবং এসব উদ্ভাবনে একজন উদ্যোক্তার ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ। দেশের অর্থনৈতিক উন্নয়নে শিল্পোদ্যোর বিকাশ ও প্রবৃদ্ধির লক্ষ্যে শিল্পস্থাপনের প্রাথমিক পর্যায় থেকে চূড়ান্ত পর্যায় পর্যন্ত সম্ভাব্য উদ্যোক্তাদের অনুপ্রাণিত ও তাদের উদ্যোগকে সফল করে তোলার জন্য প্রদেয় সামগ্রিক সাহায্য ও সহায়তার সমন্বিত রূপই হলো শিল্পোদ্যোগ উন্নয়ন চক্র। এ চক্রে তিন প্রকারের সহায়তা অন্তর্ভুক্ত থাকে ।
আরো ও সাজেশন:-
উদ্দীপনামূলক :
১. শিল্পোদ্যোগ শিল্প ।
২. শিল্পোদ্যোগ সুযোগ সুবিধার পরিকল্পিত প্রচারণা ।
৩. বৈজ্ঞানিক পদ্ধতিতে সম্ভাব্য শিল্পোদ্যোক্তা চিহ্নিতকরণ ।
৪. নতুন শিল্পোদ্যোক্তার প্রেষণামূলক প্রশিক্ষণ ।
৫. পণ্য নির্বাচন ও প্রকল্প রিপোর্ট প্রস্তুতকরণে সাহায্য ও নির্দেশনা দান ।
৬. কারিগারি অর্থনৈতিক ও পণ্যের মুনাফা তথ্য সরবরাহ ।
৭. স্থানীয় উপযুক্ত নতুন পণ্য ও প্রক্রিয়া নির্ধারণ করা।
৮. শিল্পোদ্যোগ বিষয়ে পরামর্শ ও সাহায্য করার জন্য প্রশিক্ষণ প্রাপ্ত কর্মী তৈরি।
৯. শিল্পোদ্যোগ ফোরাম সংগঠিতকরণ।
[ বি:দ্র: নমুনা উত্তর দাতা: রাকিব হোসেন সজল ©সর্বস্বত্ব সংরক্ষিত (বাংলা নিউজ এক্সপ্রেস)]
সমর্থনমূলক :
১. সংগঠিত প্রতিষ্ঠান নিবন্ধনকরণ।
২. অর্থায়নের ব্যবস্থা।
৩. জমি, শেড়, শক্তি, পানি প্রভৃতি সরবরাহ করা ।
৪. যন্ত্রপাতি নির্বাচন ও সংগ্রহের বিষয়ে পরামর্শ। ৫. দুষ্প্ৰাপ্য কাঁচামাল সরবরাহ।
৬. আমদানি লাইসেন্স পেতে সাহায্য । ৭. সাধারণ সুবিধাদির সরবরাহ করা।
৮. কর অব্যাহতি ও অন্যান্য ভর্তুকি মঞ্জুর । ৯. ব্যবস্থাপনা বিষয়ক পরামর্শ ।
১০. পণ্য বাজারজাতকরণে সাহায্য ।
Advertisement
Paragraph/Composition/Application/Email/Letter/Short Stories | উত্তর লিংক |
ভাবসম্প্রসারণ/প্রবন্ধ, অনুচ্ছেদ/ রচনা/আবেদন পত্র/প্রতিবেদন/ চিঠি ও ইমেল | উত্তর লিংক |
সংরক্ষণমূলক :
১. আধুনিকীকরণ সাহায্য ।
২. বৈচিত্র্যকরণ/ সম্প্রসারণ/ বিকল্প দ্রব্য উৎপাদন সাহায্য।
৩. আসল/ সুদ পরিশোধ মুলতবি রাখা ।
৪. শিল্পীয় বর্ধিতকরণ / পরামর্শ ক্ষেত্র নির্ণয় করা ।
৫. উৎপাদন/ নীতি পরিবর্তন সংক্রান্ত আইনানুগ পরামর্শ।
৬. পণ্য উন্নয়ন ও নতুন বাজারের সন্ধান ।
৭. মান নিয়ন্ত্রণ ও সেবার উন্নয়ন ।
৮. চাহিদাভিত্তিক সাধারণ সুবিধাদি কেন্দ্র স্থাপন ।
উপসংহার : পরিশেষে বলা যায় যে, তিন ধরনের সহায়তা কোনোটিই উদ্যোক্তা সৃষ্টিতে এককভাবে স্বয়ংসম্পূর্ণ নয়। বরং একটি অন্যটির পরিপূরক হিসেবে কাজ করে ।
প্রশ্ন ও মতামত জানাতে পারেন আমাদের কে ইমেল : info@banglanewsexpress.com
আমরা আছি নিচের সামাজিক যোগাযোগ মাধ্যমে গুলোতে ও
Advertisement 5
Advertisement 2
- What do you near by Business communication?, Explain the concept of business communication
Advertisement 5
- Describe the barriers to effective communication in business organization
- সমাজদর্শন ও রাষ্ট্র দর্শনের সম্পর্ক, সমাজদর্শ ও রাষ্ট্রদর্শনের সম্পর্ক, Relation between Social Philosophy & Political Philosophy
- দর্শনের বিষয়বস্তুকে প্রধানত কয় ভাগে ভাগ করা যায়?, দর্শনের বিষয়বস্তু হিসেবে অধিবিদ্যা আলোচনা করুন।
- দর্শনের প্রকৃতি ও স্বরূপ আলোচনা কর
- দর্শন বলতে কী বোঝো?, দর্শনের বৈশিষ্ট্য ,দর্শন ও বিজ্ঞানের সাদৃশ্য ,“দর্শনের প্রত্যয়”- পাশ্চাত্য দর্শন
Advertisement 2
Advertisement 3