শিল্পায়ন কী?,শিল্পায়নের ইংরেজী প্রতিশব্দ কি?,Elements of Social Work গ্রন্থটির লেখক কে?

শিল্পায়ন কী?,শিল্পায়নের ইংরেজী প্রতিশব্দ কি?,Elements of Social Work গ্রন্থটির লেখক কে?

শিল্পায়ন কী?
উত্তর : শিল্পায়ন হচ্ছে এমন একটি প্রক্রিয়া যার মাধ্যমে সনাতন উৎপাদন ব্যবস্থার পরিবর্তে বৈজ্ঞানিক প্রযুক্তি গত উৎপাদন ব্যবস্থার প্রবর্তন ঘটে।

শিল্পায়নের ইংরেজী প্রতিশব্দ কি?
উত্তর : শিল্পায়নের ইংরেজী প্রতিশব্দ Industialization.

Elements of Social Work গ্রন্থটির লেখক কে? উত্তর : অধ্যাপক ডঃ আলী আকবর।

বাংলার মহাদুর্ভিক্ষ ইংরেজি কত সালে হয়? উত্তর : ১৭৭০ সালে ।

শিল্প বিপ্লব সর্বপ্রথম কোথায় শুরু হয়? উত্তর : ইংল্যান্ডে।

অতি নগরায়ণ কী?
উত্তর : নগরায়ণের একটি বিরূপ প্রক্রিয়া ।

হালকা শিল্প কাকে বলে?
উত্তর : ভোগপণ্য উৎপাদনকারী শিল্পকে হালকা শিল্প বলে ।

শিল্প জাতীয়করণ কাকে বলে?
উত্তর : বেসরকারি খাত থেকে সরকারি খাতে শিল্প প্রতিষ্ঠানের মালিকানা আনয়নকে শিল্প জাতীয়করণ বলা হয় ।

আরো ও সাজেশন:-

পরিবেশবাদ কি?
উত্তর : পরিবেশবাদ মানুষ ও প্রকৃতির বন্ধনকে স্বীকৃতি দেয় এবং পরিবেশ সম্পর্কে আরো সচেতন করে গড়ে তোলাকে উৎসাহিত করে।

পরিবেশ দূষণের প্রধান শিকার কারা?
উত্তর : পরিবেশ দূষণের প্রধান শিকার হলো- নারী ও শিশু ।

দুটি পরিবেশবাদী সংগঠনের নাম লিখ ৷
উত্তর : চিপকো আন্দোলন ও গ্রীনবেল্ট আন্দোলন ।

প্রথম নারী সম্মেলন কোথায় এবং কখন হয়েছিল?
উত্তর : ১৯৭৫ সালে মেক্সিকো সিটিতে ।

[ বি:দ্র: উত্তর দাতা: রাকিব হোসেন সজল ©সর্বস্বত্ব সংরক্ষিত (বাংলা নিউজ এক্সপ্রেস)]

GAD-এর পূর্ণরূপ কোনটি?
উত্তর : GAD-এর পূর্ণরূপ হলো- Gender and Development.

WED-এর পূর্ণরূপ কি?
উত্তর : WED-এর পূর্ণরূপ হলো- Women Environment and Development.

কিয়োটো প্রটোকল কী?
উত্তর : কিয়োটো প্রটোকল একটি আন্তর্জাতিক চুক্তি ।

চিপকো আন্দোলন কি?
উত্তর : একটি পরিবেশবাদী আন্দোলন যা বাণিজ্যিক ভাবে বৃক্ষ নির্বাচনের বিপক্ষে পরিচালিত হয় ।

কোন তারিখে বিশ্ব পরিবেশ দিবস পালিত হয়? অথবা, বিশ্ব পরিবেশ দিবস কবে?
উত্তর : ৫ জুন।

পরিবেশ আদালত কী?
উত্তর : কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান যদি পরিবেশ সংক্রান্ত বিধিবিধান ও আইন ভঙ্গ করে তাকে শাস্তি দেওয়ার জন্য যে বিশেষ আদালত রয়েছে তাকে পরিবেশ আদালত বলা হয় ।

পানিতে আর্সেনিকের সহনীয় মাত্রা কত? অথবা, বিশ্বস্বাস্থ্য সংস্থার মতে পানিতে আর্সেনিকের সর্বোচ্চ সহনীয় মাত্রা কত?
উত্তর : ০.০৫ মি. গ্রা./লি. বা ০.০১ পিপিএম ।

Leave a Comment