শিয়ারা কয়টি উপশ্রেণিতে বিভক্ত, সুন্নি কারা,সুন্নি কাদের বলা হয়, সুন্নি শব্দটি কোথা থেকে উদ্ভূত, সুন্নিগণ কয়টি মাযহাবে বিভক্ত

শিয়ারা কয়টি উপশ্রেণিতে বিভক্ত, সুন্নি কারা,সুন্নি কাদের বলা হয়, সুন্নি শব্দটি কোথা থেকে উদ্ভূত, সুন্নিগণ কয়টি মাযহাবে বিভক্ত

শিক্ষা জানা অজানা

Google Adsense Ads

শিয়ারা কয়টি উপশ্রেণিতে বিভক্ত, সুন্নি কারা,সুন্নি কাদের বলা হয়, সুন্নি শব্দটি কোথা থেকে উদ্ভূত, সুন্নিগণ কয়টি মাযহাবে বিভক্ত

খারিজি কারা?
উত্তর : সিফফিনের যুদ্ধের পর দুমার মীমাংসার পর যারা আলী (রা.)-এর পক্ষ ত্যাগ করে তারাই খারিজি নামে পরিচিত।

‘খারিজি’ শব্দের অর্থ কি?
উত্তর : ‘খারিজি’ শব্দের অর্থ দলত্যাগী ।

খারিজিরা কাকে দলপতি হিসেবে নির্বাচন করেন?
উত্তর : খারিজিরা আবদুল্লাহ ইবনে ওয়াহাবকে দলপতি হিসেবে নির্বাচন করেন।

আরো ও সাজেশন:-

খারিজি সম্প্রদায় কি সম্প্রদায় নামে পরিচিত?
উত্তর : খারিজি সম্প্রদায় একটি উগ্র ধর্মীয় রাজনৈতিক সম্প্রদায় নামে পরিচিত।

খারিজিগণ কাকে খলিফা হিসেবে স্বীকার করতো?
উত্তর : হযরত আবুবকর (রা.) ও হযরত ওমর (রা.)- কে খলিফা হিসেবে স্বীকার করতো।

ধর্মীয় রাজনৈতিক চিন্তাগোষ্ঠী কি কি? উত্তর : শিয়া, সুন্নি ও খারিজি ।

মুসলিম দর্শনের দুইটি দার্শনিক সম্প্রদায়ের নাম লিখ।
উত্তর : মুসলিম দর্শনের দুইটি দার্শনিক সম্প্রদায় হলো- ১. মুতাজিলা ও ২. আশারিয়া।

কয়েকজন মুসলিম দার্শনিকের নাম লিখ ।
উত্তর : আল-কিন্দি, আল-ফারাবি, ইবনে সীনা, ইমাম গাজ্জালী, ইবনে রুশদ ।

‘শিয়া’ শব্দের অর্থ কী?
উত্তর : শিয়া শব্দের অর্থ দল বা সম্প্রদায়।

শিয়া সম্প্রদায় অন্য কি নামে পরিচিত?
উত্তর : ফাতেমী সম্প্রদায় ।
শিয়ারা কয়টি উপশ্রেণিতে বিভক্ত?
উত্তর : তিনটি। যথা :
১. ইসনা আশারিয়া,
২. জায়েদিয়া ও
৩. ইসমাঈলিয়া ৷

সুন্নি কারা? , সুন্নি কাদের বলা হয়?
উত্তর : রাসুল (সা.)-এর আদেশ, নিষেধ এবং কর্মপ্রণালি অনুসরণকারীদের সুন্নি বলা হয়’।

সুন্নি শব্দটি কোথা থেকে উদ্ভূত?
উত্তর : সুন্নাহ শব্দ থেকে।

[ বি:দ্র: উত্তর দাতা: রাকিব হোসেন সজল ©সর্বস্বত্ব সংরক্ষিত (বাংলা নিউজ এক্সপ্রেস)]

সুন্নিগণ কয়টি মাযহাবে বিভক্ত?
উত্তর : চারটি মাযহাবে বিভক্ত। যথা : হানাফি, মালেকি, শাফেয়ী, হাম্বলি ।

মুসলমানদের প্রধান সম্প্রদায়ের নাম কি?
উত্তর : মুসলমানদের প্রধান সম্প্রদায়ের নাম সুন্নি ।

হানাফি মাযহাবের প্রতিষ্ঠাতা কে?
উত্তর : হানাফি মাযহাবের প্রতিষ্ঠাতা ইমাম আবু হানিফা ।

‘জবর’ শব্দটি অর্থ কি?
উত্তর : বাধ্যবাধকতা, নিয়তি বা অদৃষ্ট।

জাবারিয়া মতবাদের প্রর্বতক কে?
উত্তর : জাহম বিন সাফওয়ান ।

কাদারিয়া সম্প্রদায়ের প্রতিষ্ঠাতা কে?
উত্তর : মা’বাদ আল-জুহানী।

ক্রুসেড কি?
উত্তর : এগারো শতকের শেষ ভাগ থেকে তেরো শতক পর্যন্ত যিশু খ্রিস্টের জন্মভূমি জেরুজালেম উদ্ধারের জন্য ইউরোপীয় খ্রিস্টান জগৎ প্রাচ্যের মুসলমানদের বিরুদ্ধে বর্মে ক্রুশ চিহ্ন ধারণ করে যে সর্বাত্মক যুদ্ধেলিপ্ত হয় ইতিহাসে তাই ক্রুসেড বা ধর্মযুদ্ধ নামে পরিচিত।

‘ক্রুসেড’ শব্দের অর্থ কি?
উত্তর : ‘ক্রুসেড’ শব্দের অর্থ হলো ধর্মযুদ্ধ।

তৃতীয় ক্রুসেড কত সালে হয়?
উত্তর : তৃতীয় ক্রুসেড ১১৮৯-১১৯২ সালে হয় ।

তৃতীয় ক্রুসেড কাদের মধ্যে সংঘটিত হয়েছিল?
উত্তর : তৃতীয় ক্রুসেড সালাউদ্দিন আইয়ুবী ও প্রথম রিচার্ডের মধ্যে সংঘটিত হয়েছিল।

কখন ‘ক্রুসেড’ সমাপ্ত হয়?
উত্তর : ১২৯১ খ্রিস্টাব্দে ক্রসেড সমাপ্ত হয় ৷

আইয়ুবী বংশের প্রতিষ্ঠাতা কে?
উত্তর : আইয়ুবী বংশের প্রতিষ্ঠাতা সালাউদ্দিন আইয়ুবী

সালাহউদ্দিন আইয়ুবী কোথায় জন্মগ্রহণ করেন?
উত্তর : গাজী সালাহউদ্দিন আইয়ুবী ১৩৩৮ খ্রিস্টাব্দে তিকরিতের এক কুর্দী পরিবারে জন্মগ্রহণ করেন।

হিট্রিনের যুদ্ধ কত সালে সংঘটিত হয়?
উত্তর : হিট্টিনের যুদ্ধ ১১৮৭ খ্রিস্টাব্দে শুরু হয়।

কোন আইয়ুবী সুলতানের উপাধি ছিল ‘গাজী’।
উত্তর : সালাউদ্দিনের উপাধি ছিল ‘গাজী’।

আইয়ুবী বংশের পতন ঘটান কারা?
উত্তর : আইয়ুবী বংশের পতন ঘটান মামলুকরা।

ইমামুদ্দিন জঙ্গী কে?
উত্তর : ইমামুদ্দিন জঙ্গী ছিলেন সিরিয়ার জঙ্গী বংশের প্রতিষ্ঠাতা। তিনি ১১২৭-৪৬ খ্রিস্টাব্দ পর্যন্ত আব্বাসীয় খলিফাদের অধীনে আলেপোর প্রাদেশিক শাসনকর্তা ছিলেন।

আইয়ুবী বংশের শেষ শাসক কে?
উত্তর : আইয়ুবী বংশের শেষ শাসক তুরান শাহ ।

Google Adsense Ads

Google Adsense Ads

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *