শিক্ষার্থী শিক্ষকের মানস সন্তান একটি ভাব সম্প্রসারণ লিখুন, ভাব সম্প্রসারণ রচনা শিক্ষার্থী শিক্ষকের মানস সন্তান , শিক্ষার্থী শিক্ষকের মানস সন্তান ভাব সম্প্রসারণ রচনা, শিক্ষার্থী শিক্ষকের মানস সন্তান ভাব সম্প্রসারণ PDF Download

বিষয়: শিক্ষার্থী শিক্ষকের মানস সন্তান একটি ভাব সম্প্রসারণ লিখুন, ভাব সম্প্রসারণ রচনা শিক্ষার্থী শিক্ষকের মানস সন্তান , শিক্ষার্থী শিক্ষকের মানস সন্তান ভাব সম্প্রসারণ রচনা, শিক্ষার্থী শিক্ষকের মানস সন্তান ভাব সম্প্রসারণ PDF Download

শিক্ষার্থী শিক্ষকের মানস সন্তান একটি ভাব সম্প্রসারণ লিখুন

মূলভাব :সভ্যতার শুরু থেকে শিক্ষার্থীদের মধ্যে জ্ঞানের আলাে ছড়িয়ে চলছে শিক্ষক বা শিক্ষাগুরু। শিক্ষার মধ্য দিয়ে এককালের আদিম মানুষ তার আদিমতা থেকে মুক্তি পেয়েছে। আজকের দিনের সভ্যতায় সে পদার্পণ করতে পেরেছে।

সম্প্রসারিত ভাব : শিক্ষক মানুষের দ্বিতীয় জন্মদাতা। বাবা-মা সন্তানকে জন্ম দেন ঠিকই, কিন্তু প্রকৃত মানুষ হিসেবে তার মানবিক দিক থেকে শুরু করে জীবন-গঠনের সকল বিষয়ে শিক্ষা দিয়ে গড়ে তােলেন একজন শিক্ষক। ফলে শিক্ষার্থী হয়ে ওঠে শিক্ষকের মানস সন্তান। এজন্য শিক্ষককে বলা হয় মানুষ গড়ার কারিগর। মানুষ জন্ম মাত্রই মানুষ নয়। সেও অপরাপর জীবের মতাে একটি প্রাণী মাত্র। শিক্ষকের যাদুর কাঠির প্রত্যাশিত স্পর্শে সে প্রাণী মানুষে পরিণত হয়। শিক্ষক এমন এক পরশ পাথর সদৃশ যার স্পর্শে জন্মসূত্রে মানবাকৃতির প্রাণীটি বুদ্ধিদীপ্ত মানুষে পরিণত হয়।

কেননা, শিক্ষক মানুষকে মনুষ্যত্বলােকের সঙ্গে পরিচয় করিয়ে দেন। তিনি মানুষ হিসেবে আমাদের করণীয় কাজগুলাে কী হতে পারে তার পথ জানিয়ে দেন। তিনি শেখান- কী করে মানুষ হিসেবে নিজেকে গঠন করা যায়, কী করে জীবনকে সার্থক ও সুন্দরভাবে উপভােগ করতে হয়, কী করে মনের মালিক হয়ে অনুভূতি ও কল্পনার রস আস্বাদন করা যায়।

শিক্ষক শুধু প্রাণীত্বের বাঁধন থেকেই মুক্তি দেন না, মনুষ্যত্বের উচ্চ শিখরেও তিনি তাকে নিয়ে যান। শিক্ষক মানুষের মনের আলাে, পথের দিশা জীবন-যাপন পদ্ধতির নির্দেশক।
তিনি তার স্বীয় মেধা, শিক্ষা ও মনননের সমন্বয়ে শিক্ষার্থীকে গড়ে তােলেন অনুরূপভাবে। আর এজন্যই শিক্ষার্থীকে শিক্ষকের মানস সন্তান হিসেবে গণ্য করা হয়।

মন্তব্য : শিক্ষকের বিদ্যা-বুদ্ধি ছাত্রের মধ্যে সঞ্চারিত হয়। তাই মনুষ্যত্বের এ অমিয় ফল ভােগকারী ব্যক্তি ও জাতিগতভাবে মানুষ শিক্ষকের কাছ ঋণী। এ জন্য প্রতিটি মানুষের কাছে শিক্ষক পূজনীয়।

[ বি:দ্র: নমুনা উত্তর দাতা: রাকিব হোসেন সজল ©সর্বস্বত্ব সংরক্ষিত (বাংলা নিউজ এক্সপ্রেস)]

Paragraph & Composition/Application/Emali উত্তর লিংক ভাবসম্প্রসারণ উত্তর লিংক
আবেদন পত্র/প্রতিবেদন/ চিঠি ও ইমেল উত্তর লিংক প্রবন্ধ, অনুচ্ছেদ রচনা উত্তর লিংক

এখানে সকল প্রকাশ শিক্ষা বিষয় তথ্য ও সাজেশন পেতে আমাদের সাথে থাকুন ।

প্রশ্ন ও মতামত জানাতে পারেন আমাদের কে ইমেল : info@banglanewsexpress.com

আমরা আছি নিচের সামাজিক মাধ্যম গুলোতে ও

Leave a Comment