লিঙ্গের মাথায় ঘা হলে করণীয় কি?, পুরুষ যৌনাঙ্গের ইনফেকশন, পুরুষাঙ্গে ঘা হলে করণীয় জেনে নিন

লিঙ্গের মাথায় ঘা হলে করণীয় কি?, পুরুষ যৌনাঙ্গের ইনফেকশন

স্বাস্থ্য গোপন সমস্যা

Google Adsense Ads

লিঙ্গের মাথায় ঘা হলে করণীয় কি?, পুরুষ যৌনাঙ্গের ইনফেকশন

পেনিস বা পুরুষ লিঙ্গের আলসার হলো পুরুষের জননাঙ্গে ঘা হওয়া, ফুলে যাওয়া এবং ব্যাথা এবং পুজ বের হওয়া , যা পুরুষের প্রজনন পদ্ধতিতে একটি বড় রকমের সমস্যা হয়ে দাঁড়ায়। লিঙ্গের রোগ শুধুমাত্র অস্বস্তি বা ব্যথার কারণ নয়, সেই সঙ্গে আক্রান্ত ব্যক্তির যৌন ক্রিয়াকেও প্রভাবিত করে। লিঙ্গের মাথায় ঘা হলে করণীয় কি

এই রোগের অনেক গুলো জটিলতা এবং উপসর্গ রয়েছে :

  • পেনিস বা পুরুষাঙ্গে লালভাব দেখা দেওয়া
  • পুরুষাঙ্গে ব্যথা হওয়া
  • ত্বকের ফুসকুড়ি (Skin rash)
  • অস্বাভাবিক ত্বক
  • জ্বর (Fever)
  • মুত্রত্যাগের সময় ব্যথা হওয়া
  • পুজ বের হওয়া
  • তলপেটের নিচের দিকে ব্যথা হওয়া
  • পেনিস বা পুরুষাঙ্গ দিয়ে তরল নির্গত হওয়া
  • ত্বকের ক্ষত
  • চুলকানি

লিঙ্গের সমস্যার কারন এর মধ্যে রয়েছ-

১. ব্যালানাইটিস, প্রিয়াপিজম, পাইরোনিস ডিজিজ, সিফিলিস, গনোরিয়া, যৌনাঙ্গের ক্যানসার,
২. পুরুষাঙ্গের অগ্রভাগে কোনভাবে কেটে গেলে বা আঁচড় লাগলে পরে সেখান থেকে আলসার হতে পারে,
৩. ডায়াবেটিসে আক্রান্ত রোগীদের ইনফেকশনে হওয়ার ঝুঁকি বেশি।
৪. ইনফেকশন থেকে হতে পারে।চিকিৎসা,
৫. মুসলমানি করা হয়নি এমন যে কোনো বয়সী পুরুষের যে কোনো সময় লিঙ্গমুন্ডুতে প্রদাহ হতে পারে।

সতর্কতা এবং করনীয়:

১, যে স্থানটিতে ইনফেকশন দেখা দেয় স্থানটি সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখা।
২, প্রতিদিন অন্তর্বাস পরিবর্তন করা অর্থাৎ একদিন যেটা ব্যবহার করেন সেটা পরবর্তী এক সপ্তাহ ব্যবহার না করাই ভালো। লিঙ্গের মাথায় ঘা হলে করণীয় কি?, পুরুষ যৌনাঙ্গের ইনফেকশন, পুরুষাঙ্গে ঘা হলে করণীয় জেনে নিন
৩, চুলকালে না চুলকানো ভালো এতে করে সমস্যা আরো প্রকট আকারে দেখা দেয়, এছাড়াও শরীরের বিভিন্ন অংশে ছড়িয়ে পড়ে।
৪, আক্রান্ত স্থান রাখবেন না যতটা পারুন দ্রুত শুকিয়ে নিন এবং শুকনো রাখার চেষ্টা করুন।
৫, সব সময় সুতি অন্তর্বাস পরিধান করার অভ্যাস করুন।
৬, ডাক্তারের সাথে পরামর্শ করে ডাক্তারের পরামর্শ অনুযায়ী ট্রিটমেন্ট নিন।

Google Adsense Ads

পরিশেষে : লিঙ্গের মাথায় ঘা হলে করণীয় কি?, পুরুষ যৌনাঙ্গের ইনফেকশন, পুরুষাঙ্গে ঘা হলে করণীয় জেনে নিন

আপনার জন্য স্বাস্থ্য বিষয়ক আরো কিছু পোস্ট

স্বাস্থ্য উদ্ভিদ ও প্রাণী ঔষধি গুন গোপন সমস্যা রূপচর্চা রোগ প্রতিরোধ

Google Adsense Ads

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *