অর্জন বনাম স্বীকৃতি

লক্ষ্য থেকে সরে যাওয়া বা লক্ষ্যচ্যূত হওয়া

শিক্ষা জানা অজানা

Google Adsense Ads

‼‼লক্ষ্য থেকে সরে যাওয়া বা লক্ষ্যচ্যূত হওয়া‼‼
শুরুতেই একটা প্রশ্ন করি ধরুণ আমি স্বপ্ন দেখছেন ব্যবসা করে কোটিপতি হবো।তো রাস্তা দিয়ে হাটার সময় রাস্তার ধারে ৫০০০০টাকা পড়ে থাকতে দেখলেন। রাস্তায় কেউ নেই। তখন আপনি কি করবেন???🙆🙆

জানিনা আমি ঠিক কিনা তবে আমার মনে হয় বেশিরভাগ আমার মতো মানুষরা টুপ করে টাকাটা তুলে ব্যাগে ভরে বলবে আমি দেখিনাই কেউ দেখেনাই। 🙊🙊কেউ আবার ভয়ে তুলবেনা যদি কোন বিপদ হয়।

কিন্তু এমন একজন লোক খুজে পাওয়া কষ্টকর যে কিনা তার সুযোগ থাকা সত্ত্বেও শুধু লোভকে সংবরণ করার জন্য টাকাটা তুলবেনা।এই শ্রেনীর লোকও আছে তবে সংখ্যায় অনেক কম।

কে জানে আজ যে লোভ কে সংবরণ করতে না পেরে টাকাটা তুলে নিলো সে হয়তো তার কোটি টাকার লক্ষ্য থেকে সরে গেলো।হয়তো তার গন্ডিটা ঐ ৫০০০০টাকায় আটকে গেল।

প্রত্যেকটি মানুষের জীবনের লক্ষ্য রয়েছে।হয়তো সচেতন বাবা মায়ের সন্তান আগে লক্ষ্য নির্ধারণ করে আর কেউবা আমার মতো অশিক্ষিত বাবা মায়ের সন্তান হয়ে গ্রামের স্কুলে পড়ে বুঝতেই পারেনা জীবনেরও লক্ষ্য আছে।আর সেই লক্ষ্যেই আগাতে হয়।

এমন এক দেশের ছাত্র আমরা যে দেশে মানবিকের ছাত্রও জীবনের লক্ষ্য রচনায় আমি ডাক্তার হতে চাই লিখে ফেলে কয়েক পৃষ্ঠা।আর শিক্ষকরাও সেখানে নম্বর দিয়ে থাকেন।

যে ছাত্র জানেই না মানবিক পড়ে ডাক্তার হওয়া যায়না সে আদৌ কি হবে তা নিয়ে শুধুই আশংকা।

তাই ছাত্রজীবনেই নিজের লক্ষ্য ঠিক করা খুবই জরুরী।আর সে লক্ষ্যেই কাজ করা উচিত।
যদি কখনো লক্ষ্য অর্জনের পথে লক্ষ্যের চেয়ে বড় কিছু পেয়ে যাও তাহলেও সেটি ত্যাগ করা উচিত।

যেমন : বারাক ওবামা বিশ্ববিদ্যালয়ে পড়ার জন্য ইঞ্জিনিয়ারিং সাবজেক্ট পাবার পরেও তিনি তা নেননি বরং আইন বিষয় নিয়েছিলেন। কারণ তিনি তার জীবনটাকে ছোট গন্ডিতে আটকাতে চাননি। তিনি চেয়েছিলেন প্রেসিডেন্ট হতে তাই আইন বিষয়ই তাঁর কাছে ঊপযুক্ত মনে হয়েছিল। এবং শেষ পর্যন্ত তিনি আইন বিষয়েই পড়েন এবং লক্ষ্যে পৌছান।

ধন্যবাদ সবাইকে।

আমি আপনাদের রিকা আপু
টাঙ্গাইলের মেয়ে

নিয়োগ পরিক্ষা

Google Adsense Ads

Google Adsense Ads

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *