রাসুল (সা.)এর পছন্দ অপছন্দের, রাসুল (সা.)এর প্রিয় খাবার সমূহ…,রাসূল (সা.) যেসব খাবার পছন্দ করতেন,রাসুল সাঃ এর পছন্দের খাবার,রাসূল সাঃএর পছন্দের খাবর

রাসুল (সা.)এর পছন্দ অপছন্দের, রাসুল (সা.)এর প্রিয় খাবার সমূহ…,রাসূল (সা.) যেসব খাবার পছন্দ করতেন,রাসুল সাঃ এর পছন্দের খাবার,রাসূল সাঃএর পছন্দের খাবর

আমাদের জীবন তো রাসুল (সা.)এর পছন্দ অপছন্দের ভিত্তিতে হওয়া দরকার।

তাই আসুন জেনে নিই রাসুল(সা.)এর কিছু অপছন্দের কাজ-

১.প্রস্রাবরত অবস্থায় সালাম দেয়া অপছন্দ করতেন।( ইবনে মাজাহ-৩৫৮)

২.বিবাহিত নারীর ঘরে রাত্রিযাপন করা এবং একাকি গমন করা অপছন্দ করতেন(স্বামী বা মুহরিম বাদে)।(মুসলিম-২১৭১,২১৭৩)

৩.কোথাও মহামারি হলে সেখান থেকে বের হওয়া কিংবা বাইরে থাকলে সেখানে প্রবেশ করা অপছন্দ করতেন।(বুখারী-৫৭২৮,মুসলিম-২২১৮)

৪.খুতবা কালীন কারো সাথে আলাপচারিতা অপছন্দ করতেন। (বুখারী-৯৩৪,মুসলিম-৮৫১)

৫.কেউ সালাম দেওয়া ব্যতিত কারো ঘরে প্রবেশের অনুমতি চাইলে তাকে সালাম ছাড়াই ঘরে প্রবেশের অনুমতি দেওয়া অপছন্দ করতেন। (সহিহুল জামি-৭১৯০)
৬.অধিক হাসা অপছন্দ করতেন। (তিরমিযী-২৩০৫,ইবনে মাজাহ-৪২৬৮)

৭.এশার সালাতের আগে ঘুম ও এশার সালাতের পর গল্পগুজব অপছন্দ করা করতেন।(সহিহুল জামি-৬৯১৫)

৮.কারো বায়ু বের হওয়ার আওয়াজে হাসি দেওয়া অপছন্দ করতেন। (সহিহুল জামি-৬৮৯৬)

৯.খাওয়ার শেষে আঙ্গুলগুলো না চেটে হাত ধৌত করা অপছন্দ করতেন। (মুসলিম-২০৩৩)

১০.ব্যবহৃত কোন পশুর গলায় ঘন্টা লাগানো অপছন্দ করতেন। (আবু দাউদ-২৫৫৬,২৫৫৪,নাসায়ী-৫২২১)

(উৎস- রাসুল (সা.) এর ২৪ ঘন্টা বই)

Leave a Comment