রাষ্ট্রবিজ্ঞান ১ম পত্র ডিগ্রী ১ম বর্ষ সুপার সাজেশন PDF Download 2024
রাষ্ট্রবিজ্ঞান ১ম পত্র ডিগ্রী ১ম বর্ষ সুপার সাজেশন PDF Download
জাতীয় বিশ্ববিদ্যালয় ডিগ্রী পাস এবং সার্টিফিকেট কোর্স ১ম বর্ষের BA, BSS, BBA & BSC ডিগ্রী ১ম বর্ষের [২০১৩-১৪ এর সিলেবাস অনুযায়ী] রাজনৈতিক তত্ত্ব (Political Theory) সুপার সাজেশন রাষ্ট্রবিজ্ঞান ১ম পত্র সাজেশন ডিগ্রী ১ম বর্ষের Political science 1st paper Suggestion Degree 1st year Subject Code: 111901 |
ডিগ্রী ১ম বর্ষে পরীক্ষার সাজেশন 2024(PDF) লিংক
সর্বশেষ সংশোধিত সাজেশন আপডেটের করা হয়েছে 2024
ডিগ্রী ১ম বর্ষের রাষ্ট্রবিজ্ঞান ১ম পত্র পরীক্ষার সাজেশন, ডিগ্রী প্রথম বর্ষ রাষ্ট্রবিজ্ঞান ১ম পত্র সাজেশন 2024
(ক) বিভাগ: অতি সংক্ষিপ্ত প্রশ্নোত্তর
১. Political science begins and ends with the state – উক্তিটি কার?
উত্তর: উক্তিটি রাষ্ট্রবিজ্ঞানী গার্নারের।
২. রাষ্ট্রবিজ্ঞান অধ্যয়নের তিনটি পদ্ধতির নাম লেখ।
উত্তর: ১. পর্যবেক্ষণমূলক পদ্ধতি, ২. পরীক্ষণমূলক পদ্ধতি, ৩. দার্শনিক পদ্ধতি।
৩. আধুনিক রাষ্ট্রবিজ্ঞানের জনক কে?
উত্তর: নিকোলো ম্যাকিয়াভেলি।
৪. রাষ্ট্রের উপাদান কয়টি?
উত্তর: রাষ্ট্রের উপাদান চারটি।
৫. The Social Contract নামক গ্রন্থটির রচায়িতা কে?
উত্তর: জ্যাঁ জ্যাঁক রুশো।
৬. ‘‘সার্বভৌমত্বের আদেশই আইন।”- উক্তিটি কার?
উত্তর: উক্তিটি জন অস্টিনের।
৭. সার্বভৌমত্বের বহুত্ববাদের সমর্থক দুজন রাষ্ট্রবিজ্ঞানীর নাম লেখ।
উত্তর: সার্বভৌমত্বের বহুত্ববাদের সমর্থক দুজন রাষ্ট্রবিজ্ঞানী হলেন অধ্যাপক লাস্কি ও বার্কার।
৮. আইনের শাসন কী?
উত্তর: আইনের ধারায় যা বলা হয়েছে সে অনুসারে রাষ্ট্র পরিচালিত হওয়াকে আইনের শাসন বলে।
৯. স্বাধীনতার তিনটি রক্ষাকবচ উল্লেখ কর।
উত্তর: ১. গণতন্ত্র, ২. আইনের শাসন, ৩. স্বাধীন বিচার বিভাগ।
চূড়ান্ত সাজেশন ডিগ্রী ১ম বর্ষের রাষ্ট্রবিজ্ঞান ১ম পত্র
১০. Communist Manifesto গ্রন্থটি কার লেখা?
উত্তর: গ্রন্থটি কার্ল মার্কসের লেখা।
১১. জাতীয়তাবাদের তিনটি উপাদানের নাম লেখ।
উত্তর: ১. বংশগত ঐক্য, ২. ভৌগোলিক ঐক্য. ৩. ভাষাগত ঐক্য।
১২. জাতীয়তাবাদের জনক কে?
উত্তর: নিকোলো ম্যাকিয়াভেলি।
১৩. Academy কী?
উত্তর: গ্রিক দার্শনিক প্লেটো কর্তৃক প্রতিষ্ঠিত শিক্ষা প্রতিষ্ঠানের নাম হলো Academy।
১৪. প্লেটো কর্তৃক শিক্ষা প্রতিষ্ঠানের নাম কী?
উত্তর: একাডেমি।
১৫. The Law’s গ্রন্থটির রচায়িতা কে?
উত্তর: গ্রন্থটির রচায়িতা প্লেটো।
১৬. এরিস্টটলের সর্বাধিক বিখ্যাত বইটির নাম কী?
উত্তর: ‘The Politics’.
১৭. ‘The Politics’ গ্রন্থটির রচায়িতা কে?
উত্তর: এরিস্টটল।
১৮. রাষ্ট্রবিজ্ঞানের জনক বলা হয় কাকে?
উত্তর: এরিস্টটলকে।
১৯. এরিস্টটলের মতে নিকৃষ্ট সরকার কোনটি?
উত্তর: গণতন্ত্র।
২০. দুই তরবারি তত্ত্বের প্রবক্তা কে?
উত্তর: সেন্ট অগাস্টিন।
২১. ‘Summa Thealogica’ গ্রন্থটির রচায়িতা কে?
উত্তর: সেন্ট টমাস একুইনাস।
২২. মধ্যযুগের এরিস্টটল বলা হয় কাকে?
উত্তর: সেন্ট টমাস একুইনাসকে।
২৩. ‘রেনেসাঁ’ অর্থ কী?
উত্তর: ‘রেনেসাঁ’ অর্থ পুনর্জন্ম বা নবজাগরণ।
২৪. আধুনিক রাষ্ট্রবিজ্ঞানের জনক কে?
উত্তর: নিকোলো ম্যাকিয়াভেলি।
২৫. ‘A Prince should combine the qualities of a fox and a lion’ উক্তিটি কার?
উত্তর: উক্তিটি নিকোলো ম্যাকিয়াভেলির।
ডিগ্রী ১ম বর্ষের ১০০% কমন রাষ্ট্রবিজ্ঞান ১ম পত্র সাজেশন
২৬. সংসদীয় গণতন্ত্রের জনক কে?
উত্তর: জন লক।
২৭. সম্মতি তত্ত্বের প্রবক্তা কে?
উত্তর: জন লক।
২৮. কখন ‘গৌরবময় বিপ্লব’ হয়েছিল?
উত্তর: ১৬৮৮ সালে ইংল্যান্ডে ‘গৌরবময় বিপ্লব’ হয়েছিল।
২৯. রুশোর বিখ্যাত বইটির নাম কী?
উত্তর: ‘The Social Contract’.
৩০. ‘Man is born free, but everywhere he is in chain’- উক্তিটি কার?
উত্তর: জ্যাঁ জ্যাঁক রুশোর।
(খ) বিভাগ: সংক্ষিপ্ত প্রশ্নাবলি
১. রাষ্ট্রবিজ্ঞানের সংজ্ঞা দাও।
২. রাষ্ট্রের সংজ্ঞা দাও।
৩. সার্বভৌমত্ব কী?
৪. সার্বভৌমত্বের বৈশিষ্ট্য বর্ণনা কর।
৫. আইনের প্রধান উৎসসমূহ কী কী?
ডিগ্রী ১ম বর্ষের রাষ্ট্রবিজ্ঞান ১ম পত্র স্পেশাল সাজেশন 2024
৬. সাম্য কাকে বলে?
৭. অধিকারের সংজ্ঞা দাও।
৮. জাতীয়তাবাদ কী?
৯. প্লেটোর আদর্শ রাষ্ট্র কী?
১০. প্লেটোর সাম্যবাদ কী?
১১. এরিস্টটলের দাসতত্ত্ব কী?
১২. বিপ্লব প্রতিরোধে এরিস্টটল যেসব পন্থা উল্লেখ করেছেন সংক্ষেপে আলোচনা কর।
১৩. মধ্যযুগের রাষ্ট্রচিন্তার বৈশিষ্ট্য লেখ।
১৪. ম্যাকিয়াভেলির ধর্ম ও রাজনীতি সম্পর্কিত মতামত সংক্ষেপে আলোচনা কর।
১৫. টমাস হবসের মানব প্রকৃতি ব্যাখ্য কর।
১৬. টমাস হবস বর্ণিত প্রকৃতির রাজ্য সম্পর্কে আলোচনা কর।
১৭. মানব প্রকৃতি সম্পর্কে জন লকের ধারণা কী?
১৮. জন লকের সার্বভৌমত্ব তত্ত্ব আলোচনা কর।
১৯. রুশোকে সর্বাত্বকবাদী গণতন্ত্র বলা হয় কেন? আলোচনা কর।
২০. সাধারণ ইচ্ছা ও সকলের ইচ্ছার পার্থক্য লেখ।
জাতীয় বিশ্ববিদ্যালয়ের ডিগ্রী ১ম বর্ষের রাষ্ট্রবিজ্ঞান ১ম পত্র পরিক্ষার প্রশ্ন ও সমাধান 2024
(গ) বিভাগ: রচনামূলক প্রশ্নাবলি
১. রাষ্ট্রবিজ্ঞানের সংজ্ঞা দাও।
২. রাষ্ট্রবিজ্ঞান কী? রাষ্ট্রবিজ্ঞানের প্রকৃতি ও পরিধি আলোচনা কর।
৩. রাষ্ট্র কী? আধুনিক রাষ্ট্রের উদ্দেশ্য ও বার্যাবলি আলোচনা কর।
৪. রাষ্ট্র ও সরকারের মধ্যে সম্পর্ক আলোচনা কর।
৫. রাষ্ট্রের উৎপত্তি সংক্রান্ত বিবর্তনমূলক মতবাদটি আলোচনা কর।
৬. জাতীয়তাবাদ কীভাবে সভ্যতার প্রতি হুমকিস্বরূপ?- আলোচনা কর।
৭. আন্তর্জাতিক আইন কাকে বলে? আন্তর্জাতিক আইনের উৎসসমূহ আলোচনা কর।
৮. জাতি কাকে বলে? জাতি ও জাতীয়তাবাদের মধ্যে পার্থক্য নির্ণয় কর।
৯. আইন কী? আইনের উৎসসমূহ আলোচনা কর।
১০. সমালোচনাসমূহ প্লেটোর শিক্ষা পরিকল্পনা তত্ত্বটি আলোচনা কর।
[ বি:দ্র: উত্তর দাতা: রাকিব হোসেন সজল ©সর্বস্বত্ব সংরক্ষিত (বাংলা নিউজ এক্সপ্রেস)]
১১. প্লেটোর সাম্যবাদ ও আধুনিক সাম্যবাদের মধ্যে তুলনামূলক আলোচনা কর।
১২. এরিস্টটলের মতে বিপ্লবের কারণ ও প্রতিকারের উপায়সমূহ আলোচনা কর।
১৩. দাসপ্রথা সম্পর্কে এরিস্টটলের ধারণা আলোচনা কর। তুমি কি তার ধারণার সাথে এমত? উত্তরের সপক্ষে যুক্তি প্রদর্শন কর।
১৪. সেন্ট অগাস্টিনের ‘দুই তরবারি তত্ত্ব’ সম্পর্কে আলোচনা কর।
১৫. সেন্ট টমাস একুইনাসকে মধ্যযুগের এরিস্টটল বলা হয় কেন?
১৬. সেন্ট টমাস একুইনাসের আইনতত্ত্বটি বর্ণনা কর।
১৭. ম্যাকিয়াভেলির ধর্ম, নৈতিকতা ও রাজনীতির পৃথকীকরণ সম্পর্কে আলোচনা কর।
১৮. জন লখকে আধুনিক গণতন্ত্রের জনক বলা হয় কেন? আলোচনা কর।
১৯. রুশোর সাধারণ ইচ্ছা তত্ত্বটি ব্যাখ্যা কর।
২০. সাধারণ ইচ্ছা ও সকলের ইচ্ছার মধ্যে পার্থক্য বা বৈসাদৃশ্যসমূহ আলোচনা কর।
রাষ্ট্রবিজ্ঞান ১ম পত্র চূড়ান্ত সাজেশন,রাষ্ট্রবিজ্ঞান ১ম পত্র চূড়ান্ত সাজেশন 2024
পরীক্ষায় ১০০% কমন পেতে অতিরিক্ত যা যা পড়বেন
বিষয়: জাতীয় বিশ্ববিদ্যালয়ের ডিগ্রী ১ম বর্ষ রাষ্ট্রবিজ্ঞান ১ম পত্র পরিক্ষার প্রশ্ন ও সমাধান 2024
ডিগ্রী ১ম বর্ষ পরীক্ষা 2024
বিষয়ঃ রাষ্ট্রবিজ্ঞান ১ম পত্র
বিষয় কোডঃ ১১১৯০১
#ক_বিভাগ(অতি সংক্ষিপ্ত প্রশ্ন):
১। রাষ্ট্রের সবচেয়ে গুরুত্বপূর্ণ উপাদান কোনটি?
উঃ সার্বভৌমত্ব।
অথবা, রাষ্ট্রের উপাদান কয়টি ও কি কি?
উঃ ৪ টি। যথাঃ নির্দিষ্ট ভূখন্ড, জনসমষ্টি, সরকার ও সার্বভৌমত্ব।
২। রাষ্ট্রবিজ্ঞান অধ্যায়নের দুটি পদ্ধতির নাম লিখ।
উঃ তুলনামূলক পদ্ধতি ও মনস্তাত্ত্বিক পদ্ধতি।
৩। সরকারের চতুর্থ অঙ্গ কোনটি?
উঃ নির্বাচকমণ্ডলী।
অথবা, সরকারের অঙ্গ কয়টি ও কি কি?
উঃ তিনটি। যথা : আইন বিভাগ, শাসন বিভাগ ও বিচার বিভাগ।
৪। সংসদীয় পদ্ধতির সরকার প্রধান কে?
উঃ প্রধানমন্ত্রী।
৫। রাষ্ট্রের উতপত্তিতে সঠিক মতবাদ কোনটি?
উঃ ঐতিহাসিক বা বিবর্তনমূলক মতবাদ।
অথবা, রাষ্ট্রের উতপত্তি সংক্রান্ত দুটি মতবাদ লিখ।
উঃ ঐতিহাসিক বা বিবর্তনমূলক ও সামাজিক চুক্তি মতবাদ।
৬। সার্বভৌমত্বের একত্ববাদী ধারণার প্রবক্তা কে?
উঃ জন অস্টিন।
৭। এরিস্টোটলের মতে, উত্তম সরকার কোনটি?
উঃ পলিটি।
৮। The Republic – এর রচয়িতা কে?
উঃ পেটো।
৯। “Virtue is Knowledge” – কার উক্তি?
উঃ গ্রিক দার্শনিক সক্রেটিসের।
[ বি:দ্র:এই সাজেশন যে কোন সময় পরিবতনশীল ১০০% কমন পেতে পরিক্ষার আগের রাতে সাইডে চেক করুন এই লিংক সব সময় আপডেট করা হয় ]
১০। “The Politics” গ্রন্থের রচয়িতা কে?
উঃ এরিস্টটল।
১১। সংসদীয় গণতন্ত্রের জনক কে?
উঃ এরিস্টটল।
১২। সম্মতি তত্ত্বের প্রবক্তা কে?
উঃ জন লক।
১৩। “Academy” কি? কে প্রতিষ্ঠিা করে ছিলেন?
উঃ পেটো কর্তৃক প্রতিষ্ঠিত শিক্ষা প্রতিষ্ঠান। প্লেটো।
১৪। “The Prince” গ্রন্থের লেখক কে?
উঃ নিকোলা ম্যাকিয়াভেলী।
১৫। রুশোর বিখ্যাত বইটির নাম লিখ।
উঃ The Social Contact.
অথবা, “The Social Contact” গ্রন্থের লেখক কে?
উঃ রুশো।
১৬। “Political Science begins and ends with the State” – উক্তিটি কার? উঃ অধ্যাপক গার্নার।
১৭। “Summa Theological” গ্রন্থের রচয়িতা কে?
উঃ সেন্ট টমাস একুইনাস।
১৮। “দুই তরবারী” তত্ত্বের প্রবক্তা কে?
উঃ সেন্ট অগাস্টিন।
১৯। আইনের শাসন কি? আইনের দুটি উতসের নাম লিখ।
উঃ সাধারণভাবে আইনের ভিত্তিতে পরিচালিত শাসনব্যবস্থা কে আইনের শাসন বলে।
আইনের দুটি উতসের নাম : বিজ্ঞানসম্মত আলোচনা এবং বিচার বিভাগীয় কর।
২০। এরিস্টটল স্থাপিত শিক্ষা প্রতিষ্ঠানের নাম কি?
উঃ “লাইসিয়াম”।
২১। “রাষ্ট্রবিজ্ঞান হলো সর্বশ্রেষ্ঠ বিজ্ঞান” – উক্তিটি কার?
উঃ এরিস্টোটল এর।
২২। আধুনিক গণতন্ত্রের জনক কে?
অথবা, সংসদীয় গণতন্ত্রের জনক বলা হয় কাকে?
উঃ জন লক।
সাজেশন সম্পর্কে প্রশ্ন ও মতামত জানাতে পারেন আমাদের কে Google News <>YouTube : Like Page ইমেল : assignment@banglanewsexpress.com
২৩। ফরাসি বিপ্লব কত সালে সংঘটিত হয়?
উঃ ১৭৮৯ সালে।
২৪। “মধ্যযুগ অরাজনৈতিক” – উক্তিটি কার?
উঃ অধ্যাপক ডানিং এর।
২৫। “Demos” ও “Natio” শব্দের অর্থ কি?
উঃ জনগণ এবং জন্ম বা বংশ।
২৬। “On Liberty” – কার লেখা? উঃ জন স্টুয়ার্ট মিল।
[ বি:দ্র: নমুনা উত্তর দাতা: রাকিব হোসেন সজল ©সর্বস্বত্ব সংরক্ষিত (বাংলা নিউজ এক্সপ্রেস)]
নতুন সাজেশন
১) রাষ্ট্রের উপাদান কয়টি?
=চারটি ।
২) রাষ্ট্রবিজ্ঞান অধ্যয়নের দুইটি পদ্ধতির নাম লিখ।
=দার্শনিক পদ্ধতি ও ঐতিহাসিক পদ্ধতি।
৩) রাষ্ট্রের সবচেয়ে গ্রহনযোগ্য সংজ্ঞা দিয়েছেন কে?
=অধ্যাপক গার্নার।
৪) আইন কি?
=আইন হলো রাষ্ট্র কর্তৃক গৃহীত এবং সমাজ কর্তৃক স্বীকৃত কতগুলো বিধি বিধানের সমষ্টি যা মানুষের আচরণ কে নিয়ন্ত্রণ করে ।
৫) জাতীয়তাবাদের তিনটি উপাদানের নাম লিখ।
= *বংশগত ঐক্য *ভৌগলিক ঐক্য *ভাষাগত ঐক্য
৬) রাষ্ট্রবিজ্ঞানের জনক কাকে বলা হয়?
=এরিস্টটলকে ।
৭) রাষ্ট্রের উৎপত্তি সংক্রান্ত দুটি মতবাদ লিখ।
৮) সামাজিক চুক্তি মতবাদের প্রবক্তা কে?
=জ্যাঁ জ্যাক রুশো ।
৯) The Rulling Class এর লেখক কে?
=মসকা ।
১০) সরকারের অঙ্গ কয়টি ও কি কি?
= তিনটি । *আইন বিভাগ * শাসন বিভাগ * বিচার বিভাগ ।
১১) ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতির প্রবক্ত কে?
=মন্টেস্কু ।
১২) Political Science begin and ends with the state কে বলেছেন?
=অধ্যাপক গার্নার ।
১৩) Demos শব্দটির অর্থ কী?
=জনগণ।
১৪) আধুনিক গণতন্ত্রের জনক কে?
=জন লক।
১৫ ) The Spirit of laws গ্রন্থটির রচিয়তা কে?
=মন্টেস্কু ।
১৬) Polis শব্দের অর্থ কী?
= City State বা নগররাষ্ট্র।
১৭) রাষ্ট্র সৃষ্টির গ্রহণযোগ্য মতবাদ কোনটি?
=ঐতিহাসিক মতবাদ ।
১৮) আইনের তিনটি উৎস উল্লেখ কর ।
=1.প্রথা বা রীতিনীতি 2.আইনসভা 3.বিচার বিভাগীয় রায়
১৯) Will, not force is the basis of the state উক্তিটি কার?
=টি. এইচ. গ্রিনের ।
২০) সার্বভৌমত্ব অর্থ কী?
=সার্বভৌমত্ব হলো রাষ্ট্রের চূড়ান্ত ক্ষমতা এবং ক্ষমতা বলে রাষ্ট্র তার অন্তর্গত সকল ব্যক্তি ও প্রতিষ্ঠানের প্রতি আদেশ নিষেধ জারি করে। বস্তুত সার্বভৌমত্ব রাষ্ট্রের এমন এক ক্ষমতা, যা ব্যতীত আধুনিককালে রাষ্ট্রের অস্তিত্ব কল্পনা করা যায় না।
২১) আইনের শাসন কি?
=আইনের শাসন বলতে বুঝায় আইনের প্রাধান্য এবং আইনের চোখে সবাই সমান ।
২২) আইনের উৎস কি কি?
=1.প্রথা বা রীতিনীতি 2.আইনসভা 3.বিচার বিভাগীয় রায়।
২৩) আমলাতন্ত্রের জনক কে?
=ম্যাক্স ওয়েবার ।
২৪) প্লেটোর একটি গ্রন্থের নাম লিখ।
= The Republic.
২৫) প্লেটোর শিক্ষা ব্যবস্থার প্রধান উপাদান কোনটি?
২৬) Academy কি?
= হলো প্লেটো কর্তৃক প্রতিষ্ঠিত শিক্ষা প্রতিষ্ঠান।
২৭) সেন্ট অগাস্টিন কোন যুগের চিন্তাবিদ।
=প্রাচীন যাজক যুগের ।
২৮) সাংবিধানিক আইন কি?
=সংবিধান অনুযায়ী যে আইন প্রনয়ন করা হয় সেটাই সাংবিধানিক আইন ।
২৯) প্লেটোর দুইটি গ্রন্থের নাম উল্লেখ কর।
= * The Republic & *The Laws .
৩০) পলিটি কি?
=পলিটি হল মধ্যতন্ত্র বা মধ্যবিত্তের শাসন।
৩১) এরিস্টটলের মতে নিকৃষ্ট সরকার কোনটি?
=গনতন্ত্র ।
৩২) সদগুণই জ্ঞান উক্তিটি কার।
=সক্রেটিসের ।
৩৩) প্লেটো তার আদর্শ রাষ্ট্রে মানবাত্মাকে কয়ভাগে ভাগ করেন?
=3 অংশে ।*প্রজ্ঞা *সাহস *প্রবৃত্তি ।
৩৪)The Politics গ্রন্থটির রচয়িতা কে?
=এরিস্টটল ।
৩৫) মধ্যযুগ অরাজনৈতিক উক্তিটি কার?
= ডানিং এর ।
৩৬) কখন গৌৱৰম বিপ্লব হয়েছিল?
=১৬৮৮ সালে ।
৩৭) কাকে মধ্যযুগীয় এরিস্টটল বলা হয়?
=সেন্ট টমাস একুইনাসকে ।
৩৮) গণতন্ত্রের জনক কে?
=এরিস্টটল । আর আধুনিক গনতন্ত্রের জনক জন লক ।
৩৯) সংসদীয় পদ্ধতিতে সরকার প্রধান কে?
=প্রধানমন্ত্রী ।
৪০) রেনেসা অর্থ কী?
=রেনেসাঁ হলো একটি বিপ্লব,যার মাধ্যমে একটি সামাজিক ও রাজনৈতিক অবস্থার পরিবর্তন ঘটে প্রত্যাশিত অবস্থায় রুট লাভ করে ।
৪১) রুশোর লিখা বিখ্যাত বইটির নাম লিখ।
= The Social Contract .
৪২) আধুনিক রাষ্ট্রচিন্তার জনক কে ?
=নিকোলো মেকিয়াভেলী
৪৩) দুই তরবারী তত্ত্বের প্রবক্তা কে?
=সেন্ট অগাস্টিন ।
88 ) The Prince গ্রন্থটির লেখক কে?
= ম্যাকিয়াভেলির ।
৪৫) সার্বভৌমত্বের একাত্ববাদী ধারণার প্রবক্তা কে?
=জন এস্টিন ।
৪৬) জাতীয়তাবাদের তিনটি উপাদানের নাম লিখ।
=*বংশগত ঐক্য *ভৌগলিক ঐক্য *ভাষাগত ঐক্য ।
Degree 1st Year Political Science 1st Paper Suggestion 2024
#খ_বিভাগ(সংক্ষিপ্ত প্রশ্ন):
১. ম্যাকভেলীবার কি?ম্যাকভেলীর বর্ণিত”নৈতিকতার মানদণ্ড কি”-১০০
২. রুশোর সাধারণ ইচছা ও সকলের ইচছার মধ্য পার্থক্য কি-১০০%
৩. বিপ্লব কি?এরিস্টটলির মতে বিপ্লবের দুটি কারণ লিখ-১০০%
৪. প্লেটোর দার্শনিক রাজার গুণাবলি উল্লেখ করো-১০০%
৫. যুক্তরাষ্ট্রীয় সরকার ব্যবস্থা বলতে কি বুঝ-১০০%
৬. আইন কি?আইনের উৎসসমূহ কি কি-১০০%
৭. অধিকার কি? অধিকার ও কর্তব্যের মধ্য পার্থক্য লিখ-১০০%
৮. রাষ্ট্র ও সমাজের পার্থক্য বা সমপর্ক কি-১০০%
অথবা,রাষ্ট্র ও সরকারের পার্থক্য বা সমপর্ক-৯৯%
৯. রাষ্ট্র কি?কল্যাণমূলক রাষ্ট্র কাকে বলে-১০০%
১০. জাতি কি?জাতীয়বাদের উপাদান কি কি-৯৯%
১১. আইন কি?মানুষ কেনো আইন মান্য করে-৯৯%
১২. প্লেটোর আদর্শ রাষ্ট্র কি-৮৯%
১৩. সেন্ট টমাস একুইনাসের আইনের শ্রেণিবিভাগ কর-৯৮%
Political science 1st paper Degree 1st Year Exam Suggestion PDF
#গ_বিভাগ(রচনামূলক প্রশ্ন):
১. রাষ্ট্রবিজ্ঞান কাকে বলে?রাষ্ট্রবিজ্ঞান অধ্যয়নের পদ্ধতিসমূহ আলোচনা করো-১০০%
২. রাষ্ট্রের উৎপত্তি সমপর্কিত সামাজিক চুক্তি মতবাদ সমালোচনাসমূহ আলোচনা করো-১০০%
৩. সার্বভৌমত্ব কাকে বলে?জন অস্টিনের সার্বভৌমত্ব সমালোচনাসমূহ ব্যাখ্যা করো-১০০%
৪. স্বাধীনতা কি?আধুনিক গণতান্ত্রিক রাষ্ট্রে স্বাধীনতার রক্ষাকবচসমূহ আলোচনা করো-১০০%
৫. সমালোচনাসহ প্লোটের ন্যায়বিচার তত্ত্বটি আলোচনা করো-১০০%
৬. রাষ্ট্রচিন্তায় এরিস্টটলের অবদান আলোচনা করো-১০০%
৭. দাসপ্রথা সমপর্কে এরিস্টটলের ধারণা আলোচনা করো।তুমি কি তার ধারণার সাথে একমত?উত্তরের স্বপক্ষে যুক্তি দাও-১০০%
৮. জন লককে সংসদীয় গণতন্ত্রের জনক বলা হয় কেনো?আলোচনা করো-১০০%
৯. সেন্ট টমাস একুইনাসের আইন তত্ত্বটি বর্ণনা করো-৯৯%
১০. মানব প্রকৃতি ও প্রকৃতি রাজ্য সমপর্কে হনবস ও জন লকের ধারণা আলোচনা করো-৯৯%
১১. ম্যাকিয়াভেলীবাদ কি?ম্যাকিয়াভেলীবাদকে আধুনিক রাষ্ট্রবিজ্ঞানের জনক বলা হয় কেনো ব্যাখ্যা করো-৯৮%
১২. আধুনিক রাষ্ট্রের উদ্দেশ্য ও কার্যাবলি আলোচনা করো-৯৯%
জাতীয় বিশ্ববিদ্যালয়ের 2024 এর রাষ্ট্রবিজ্ঞান ১ম পত্র চূড়ান্ত সাজেশন,রাষ্ট্রবিজ্ঞান ১ম পত্র চূড়ান্ত সাজেশন
Degree 1st year Common Suggestion 2024