রাবার ও প্লাস্টিক পার্থক্য, রাবার vs প্লাস্টিক পার্থক্য, রাবার ও প্লাস্টিক তুলনামূলক আলোচনা, প্লাস্টিক ও রাবার মধ্যে পার্থক্য, রাবার ও প্লাস্টিক কাকে বলে,তুলনা রাবার: রাবার ও প্লাস্টিক আলোচনা

Advertisement

প্রশ্ন সমাধান: রাবার ও প্লাস্টিক পার্থক্য, রাবার vs প্লাস্টিক পার্থক্য, রাবার ও প্লাস্টিক তুলনামূলক আলোচনা, প্লাস্টিক ও রাবার মধ্যে পার্থক্য, রাবার ও প্লাস্টিক কাকে বলে,তুলনা রাবার: রাবার ও প্লাস্টিক আলোচনা


প্লাস্টিক এবং রাবারের মধ্যে পার্থক্যঃ

রাবার এক ধরনের হাইড্রোকার্বন পলিমার। রাবার বৃক্ষের রসকে রাবার ল্যাটেক্স বলে। প্লাস্টিক এবং রাবারের মধ্যে পার্থক্য নিচে আলোচনা করা হয়েছে-

১। প্লাস্টিক কোন সিন্থেটিক বা আধা-কৃত্রিম জৈব পলিমার হয়। অন্যদিকে, রাবার এক ধরনের হাইড্রোকার্বন পলিমার। রাবার বৃক্ষের রসকে রাবার ল্যাটেক্স বলে।

২। প্লাস্টিকের বিকৃতিটি তার মূল অবস্থায় ফিরে আসা সহজ নয়। অন্যদিকে, রাবার তুলনামূলকভাবে সহজ।

৩। প্লাস্টিকের স্থিতিস্থাপকতা খুব কম, সাধারণত 100% এরও কম হয়। অন্যদিকে, রাবারের 1000% বা তারও বেশি পৌঁছতে পারে।

৪। বেশিরভাগ প্লাস্টিকের ছাঁচনির্মাণ প্রক্রিয়াটি সমাপ্ত। অন্যদিকে, রাবারের প্রক্রিয়াটির ভ্যালকানাইজেশন প্রয়োজন।

৫। রাবার উল্লেখযোগ্য উচ্চ স্থিতিস্থাপকতা, প্রাকৃতিক রাবার এবং সিন্থেটিক রাবার সহ পলিমার যৌগগুলির একটি শ্রেণিকে বোঝায়।

Advertisement


রাবার (Rubber):

রাবার এক ধরনের হাইড্রোকার্বন পলিমার। রাবার বৃক্ষের রসকে রাবার ল্যাটেক্স বলে। এই ল্যাটেক্স তঞ্চন করে প্রাকৃতিক রাবার পাওয়া যায়। এই ল্যাটেক্স রাবার ইমালসন অবস্থায় প্রলম্বিত থাকে। এই ল্যাটেক্স-এ পানি ও এসিটিক এসিড যোগ করলে তঞ্চনের ফলে রাবার অধঃক্ষিপ্ত হয়। জমানো অবস্থায় রোলের দ্বারা প্রয়োজনীয় আকার দিয়ে শুকানো হয়। পরে ধূম ঘরে ৭২ ঘন্টা অগ্নিতাপে রেখে RSS (Ribbed Smoke Sheet) তৈরী করা হয়। এই RSS হচ্ছে রাবার শিল্পের কাঁচামাল।

প্রাকৃতিক রবার জৈব যৌগ আইসোপ্রিনের একটি পলিমার যা প্রকৃতিতে রবার গাছের সাদা, ঘন, আঠালো তরল নিঃসরণ হিসেবে আহরণ করা হয়। এর সাথে সামান্য পরিমাণে অন্যান্য জৈব যৌগ মিশে থাকতে পারে। এছাড়া এতে জলও থাকে। মালয়েশিয়া ও ইন্দোনেশিয়া সর্বাধিক পরিমাণে প্রাকৃতিক রবার উৎপাদনকারী দুইটি দেশ। রবার গাছের বাকল কেটে পাত্রে রবারের নির্যাস সংগ্রহ করা হয়। পরবর্তীতে এই নির্যাসকে পরিশোধিত করে বাণিজ্যিক প্রক্রিয়াকরণের জন্য রবার প্রস্তুত করা হয়। রবার অত্যন্ত প্রসারণক্ষম, স্থিতিস্থাপক ও জলনিরোধী বলে এটিকে বহু ক্ষেত্রে ব্যবহার করা হয়।

[ বি:দ্র: নমুনা উত্তর দাতা: রাকিব হোসেন সজল ©সর্বস্বত্ব সংরক্ষিত (বাংলা নিউজ এক্সপ্রেস)]

প্লাস্টিক (Plastic):

প্লাস্টিক কোন সিন্থেটিক বা আধা-কৃত্রিম জৈব পলিমার হয়। অন্য কথায়, অন্যান্য উপাদান উপস্থিত থাকতে পারে তবে প্লাস্টিকগুলি সবসময় কার্বন এবং হাইড্রোজেন অন্তর্ভুক্ত করে। যদিও প্লাস্টিকের কোনও জৈব পলিমার থেকে তৈরি করা যায়, তবে অধিকাংশ প্লাস্টিকের প্লাস্টিকের পেট্রোকেমিক্যালগুলি থেকে তৈরি করা হয়। কম খরচ, সহজ উৎপাদনযোগ্যতা, বহুমুখীতা, পানির সাথে সংবেদনহীনতা ইত্যাদি কারণে প্লাস্টিক কাগজের ক্লিপ থেকে মহাকাশযানের বিভিন্ন ধরনের বহুমুখী পণ্যে ব্যবহার করা হয়ে থাকে।


Paragraph/Composition/Application/Email/Letter/Short Storiesউত্তর লিংক
ভাবসম্প্রসারণ/প্রবন্ধ, অনুচ্ছেদ/ রচনা/আবেদন পত্র/প্রতিবেদন/ চিঠি ও ইমেলউত্তর লিংক

প্রশ্ন ও মতামত জানাতে পারেন আমাদের কে ইমেল : info@banglanewsexpress.com

আমরা আছি নিচের সামাজিক যোগাযোগ মাধ্যমে গুলোতে ও

Advertisement 5

Advertisement 2

ধর্মঅন্যানশিক্ষাস্বাস্থ্য
মতামতচাকরিশিক্ষা সংবাদParagraph

Advertisement 2

Advertisement 3

Leave a Comment