রমজান এলো কবি মোঃ ফিরোজ খান, রমজান এলো কবি মোঃ ফিরোজ খান, নতুন কবিতা রমজান এলো কবি মোঃ ফিরোজ খান

রমজান এলো –মোঃ ফিরোজ খান

রমজান এলো সারা পৃথিবী জুড়ে
ইবাদতে মশগুল মুসলিমদের ঘরে
দাও খোদা বেড়ে দাও ঈমানের দৃষ্টির

মজানের রোজাটা মুমিনের কৃষ্টি।

রমজানের শক্তি রহমতে পূর্ণ

ভেঙ্গে গেছে সকল পাপরাশি চূর্ণ

রমজানের ফলটা আহা বেশ মিষ্টি
চেয়ে দেখো চারদিকে মধুময় দৃষ্টি।

রমজানের এই ডাকে সাড়া দেয় বুদ্ধ

মাসব্যাপী চলমান ঈমানী যুদ্ধ
ছোট বড় সকলেই থাকে হাসিখুশি
রমজানের একমাস থাকে সবাই সুখী।

মুমিনের আমলে ভরে যায় খাতা

পূণ্যের শ্যামলে মন হয় সাদা

শয়তান হয়ে যায় ভয়াবহ ক্রুদ্ধ
ঈমানের জোরে শয়তান জব্দ।

পাপরাশি মুছে দিয়ে মুক্তির চেষ্টা

এই রোজা মিটে দিক আত্মিক তেষ্টা
গরীব ধনী একহয়ে কেটে যাক রেশটা
রমজানে খুঁজে পাই আত্বার সুখটা।

মন্দকে নাচাতে চায় না মনটা

আত্মাকে বাঁচাতে সকলের চেষ্টা

রমজানে বেড়ে যাক ঈমানি বেশটা
পূর্ণতায় ভরে যাক রমজানের শেষটা।

রমজান মুমিনের রহমতলুব্ধের 

রমজান মুনাফিকের অতিশয় ক্ষুব্ধের

জীবনের যুক্তি সঠিকভাবে চলবো

পরিমিত মুক্তি মন থেকে বলবো।

রমজান এলো কবি মোঃ ফিরোজ খান, রমজান এলো কবি মোঃ ফিরোজ খান, নতুন কবিতা রমজান এলো কবি মোঃ ফিরোজ খান

Leave a Comment