যৌতুক কী?, যৌতুক আইনে অপরাধীর সর্বোচ্চ শাস্তি কি?, যৌতুক সম্পর্কিত যে কোন ধরনের বিচার কোন আদালতে হয়?, বাংলাদেশে কত সালে যৌতুক নিরোধ আইন পাস হয়?

যৌতুক কী?, যৌতুক আইনে অপরাধীর সর্বোচ্চ শাস্তি কি?, যৌতুক সম্পর্কিত যে কোন ধরনের বিচার কোন আদালতে হয়?, বাংলাদেশে কত সালে যৌতুক নিরোধ আইন পাস হয়?

যৌতুক কী?
উত্তর : বিয়ের সময় পাত্রপক্ষ কনেপক্ষের কাছে দাবি জানিয়ে যে সমস্ত স্থাবর ও অস্থাবর সম্পত্তি আদায় করে তাকেই এক কথায় যৌতুক বলে ।

যৌতুক আইনে অপরাধীর সর্বোচ্চ শাস্তি কি?
উত্তর : যৌতুক আইনে অপরাধীর সর্বোচ্চ শাস্তি ৫ বছর কারাদন্ড । তাছাড়া অপরাধী অর্থদন্ডেও দণ্ডিত হতে পারে ।

আরো ও সাজেশন:-

যৌতুক সম্পর্কিত যে কোন ধরনের বিচার কোন আদালতে হয়?
উত্তর : কমপক্ষে প্রথম শ্রেণির ম্যাজিস্ট্রেট আদালতে ।

বাংলাদেশে কত সালে যৌতুক নিরোধ আইন পাস হয়?
উত্তর : বাংলাদেশে ১৯৮০ সালে যৌতুক নিরোধ আইন পাস হয়। নারী পাচার ও যৌন হয়রানী

নারী পাচার কী?
উত্তর : সাধারণত নারীদের অসহায়ত্বের সুযোগে বিভিন্ন প্রলোভন দেখিয়ে বিভিন্ন দেশে অবৈধভাবে পাঠিয়ে দেওয়াকে নারী পাচার বলে।

নারী পাচারের কত শতাংশ নারী শিশু?
উত্তর : ৮০ শতাংশ ।

[ বি:দ্র: উত্তর দাতা: রাকিব হোসেন সজল ©সর্বস্বত্ব সংরক্ষিত (বাংলা নিউজ এক্সপ্রেস)]

যৌন হয়রানী কি?
উত্তর : যৌন হয়রানি হচ্ছে অযাচিত যৌন প্রকৃতির কোনো আচরণ অথবা অন্য কোনো ধরনের যৌন আচরণ যা কর্মক্ষেত্রে কোনো পুরুষ বা নারীর মর্যাদাহানি করে।

ইভটিজিং কি?
উত্তর : ইভটিজিং নারী নির্যাতনের একটি ধরন। ঘরে-বাইরে তথা রাস্তা-ঘাটে চলা ফেরার সময় প্রায় সব বয়সের মেয়েদের অশ্লীল ইংগিত বা অশোভন মন্তব্য দ্বারা উত্যক্ত করাই ইভটিজিং।

বাংলাদেশের কত শতাংশ নারী মাতৃত্ব ও প্রজনন স্বাস্থ্য সেবা থেকে বঞ্চিত?

উত্তর : শতকরা ৭০ ভাগ ।

GOT (১০) পিতৃতন্ত্রের তিনটি সংস্থার নাম লিখ।

উত্তর : পিতৃতন্ত্রের তিনটি সংস্থার নাম হলো- ১. পরিবার, ২. সমাজ ও ৩. রাষ্ট্র। [জা.বি. ২০১৭ (ডিগ্রি)।

গৃহশ্রমে নারীর অবদান কত শতাংশ?

উত্তর : ৮০ শতাংশ।

বাংলাদেশের পোশাক শিল্পে কত শতাংশ নারী নিয়োজিত?
উত্তর : ৮০ শতাংশ।

NBFO-এর পূর্ণরূপ কী?
উত্তর : NBFO-এর পূর্ণরূপ হলো- The National Black Feminist Organization.

নারীরা দ্বৈত ভূমিকা কি?
উত্তর : নারীর দ্বৈত ভূমিকা হলো তার পারিবারিক ক্ষেত্রে এবং অর্থনৈতিক কর্মক্ষেত্রে নারীর দায়িত্ব ও কর্তব্যবোধ ।

Leave a Comment