Advertisement
যারা হাট-বাজারের খাজনা/হাসিল আদায়ে ফাঁকিবাজি করে তারা সাবধান! পাঠ – ১
▬▬▬◆◯◆▬▬▬
প্রশ্ন: হাট-বাজারের খাজনা/হাসিল না দিয়ে চলে এলে মাফ হবে কি? এ জন্য শেষ বিচারের দিন কি জবাবদিহি করতে হবে?
উত্তর:
আমাদের দেশের হাট-বাজারগুলো সরকার কর্তৃক নির্ধারিত মূল্যে ইজারা দেওয়া হয়। ইজারা গ্রহীতাগণ উক্ত বাজারে যে সকল ব্যবসায়ী ব্যবসা করে বা যে সকল কৃষকরা তাদের পণ্য ও মালামাল বিক্রয় করে তাদের নিকট থেকে অথবা কোন কোন ক্ষেত্রে ক্রেতার নিকট থেকেও (যেমন: গরু-ছাগলের হাট) সরকার কর্তৃক নির্ধারিত মূল্যে খাজনা/হাসিল আদায় করে থাকে।
সুতরাং কেউ যদি কৌশলে খাজনা/হাসিল আদায় না করে তাহলে একদিকে যেমন সরকারি আইন লঙ্ঘন করা হয় অন্য দিকে ইজারা গ্রহণকারীর প্রাপ্য হক নষ্ট করা হয়।
নি:সন্দেহে উভয় দিক থেকে এ কাজটি অন্যায়। আর এমন অন্যায় ও ফাঁকিবাজি ইসলামের দৃষ্টিতে হারাম তা বলার অপেক্ষা রাখে না।
কারো হক নষ্ট করা হলে আখিরাতে বিচারের দিন আল্লাহর কাঠ গড়ায় মানুষের হক নষ্ট করার অপরাধে বিচারের মুখোমুখি হতে হবে-যদি দুনিয়ায় বেঁচে থাকা অবস্থায় প্রাপককে তার প্রাপ্য বুঝিয়ে না দেয়া হয় বা তার নিকট ক্ষমা চাওয়ার মাধ্যমে বিষয়টি মিটমাট করা না হয়।
মনে রাখতে হবে, পৃথিবীতে এক জন মানুষ অন্যজনের প্রতি যে জুলুম-নিপীড়ন করেছে, অধিকার ক্ষুণ্ণ করেছে, সম্পদ হরণ ও সম্মানের ওপর যে আঘাত করেছে তার বিচার হবে কিয়ামতের দিন।-এ ব্যাপারে অনেক হাদিস বর্ণিত হয়েছে। যেমন:
◈ আবু হুরায়রা রাদিয়াল্লাহু ‘আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন,
«مَنْ كَانَتْ لَهُ مَظْلَمَةٌ لِأَخِيهِ مِنْ عِرْضِهِ أَوْ شَيْءٍ، فَلْيَتَحَلَّلْهُ مِنْهُ اليَوْمَ، قَبْلَ أَنْ لاَ يَكُونَ دِينَارٌ وَلاَ دِرْهَمٌ، إِنْ كَانَ لَهُ عَمَلٌ صَالِحٌ أُخِذَ مِنْهُ بِقَدْرِ مَظْلَمَتِهِ، وَإِنْ لَمْ تَكُنْ لَهُ حَسَنَاتٌ أُخِذَ مِنْ سَيِّئَاتِ صَاحِبِهِ فَحُمِلَ عَلَيْهِ»
“যে ব্যক্তি তার ভাইয়ের প্রতি কোনও অন্যায় করেছে অথবা তার সম্মানহানি করেছে কিংবা অন্য কোনভাবে তার ক্ষতি করেছে সে যেন যেদিন কোনও টাকা-পয়সা কাজে আসবে না সে দিন আসার পূর্বে আজই (দুনিয়াতে থাকাবস্থায়) তার প্রতিকার করে নেয়।
Advertisement
কিয়ামতের বিচারে অন্যায়কারীর কোনও নেক আমল থাকলে তা থেকে ক্ষতিগ্রস্ত ব্যক্তির পাওনা আদায় করা হবে। আর যদি অন্যায়কারীর নেক আমল না থাকে তাহলে ক্ষতিগ্রস্ত ব্যক্তির পাপগুলো তার উপর চাপিয়ে দেওয়া হবে”।[ সহীহ বুখারী, হাদিস নং ২৪৪৯।]
আরো
লাইসেন্স বিহীন অনলাইন ব্যবসা এবং ভেজাল পণ্য বিক্রয়ের বিধান
‘মুযারাবা’ তথা ‘একজনের অর্থ আরেকজনের শ্রম’ ভিত্তিতে ব্যবসা করার পদ্ধতি ও বিধিবিধান
যারা হাট-বাজারের খাজনা/হাসিল আদায়ে ফাঁকিবাজি করে তারা সাবধান! পাঠ ১
যারা হাট-বাজারের খাজনা/হাসিল আদায়ে ফাঁকিবাজি করে তারা সাবধান! পাঠ ২
Advertisement 5
Advertisement 2
- BMTTI এর কম্পিউটার অপারেটর পদের প্রশ্ন উত্তর pdf ২০২৪
- কীভাবে প্যারাসিটামল কার্যকরভাবে ব্যবহার করবেন,কেন ব্যথা উপশমের জন্য প্যারাসিটামল প্রস্তাবিত হয়
- ডিগ্রি ১ম বর্ষের রেজাল্ট NU Degree 1st Year Result
- ডেলিভারির পর মায়েদের ব্লিডিং কতদিন হয়,সিজারের কতদিন পর ২য় বাচ্চা,সিজারের কতদিন পর আম খাওয়া যায়
- কীভাবে প্যারাসিটামল ওভারডোজের লক্ষণগুলি চিনবেন,কেন দীর্ঘস্থায়ী ব্যথা ব্যবস্থাপনার জন্য প্যারাসিটামল ব্যবহার করা হয়,
Advertisement 2
Advertisement 3