মেরোপ্লাজম কাকে বলে, Chara কে স্টোনওয়ার্ট বলা হয় কেন, এপিক্যাল ক্যাপ কী,প্রোটোনেমা কী

মেরোপ্লাজম কাকে বলে, Chara কে স্টোনওয়ার্ট বলা হয় কেন, এপিক্যাল ক্যাপ কী,প্রোটোনেমা কী

(ক) Phycology-এর সংজ্ঞা দাও। (Define Phycology.)
উত্তর : উদ্ভিদবিজ্ঞানের যে শাখায় শৈবাল সম্পর্কে আলোচনা করা হয় তাকে শৈবাল বিজ্ঞান বা ফাইকোলজি বলে।

(খ) দুটি আদিকোষী শৈবালের উদাহরণ দাও। (Give examples of two prokaryotic algae)
উত্তর: Nostoc Anabaena.

(গ) এন্ডোফাইটিক শৈবাল কী? (What is endophytic algae?)
উত্তর : যেসব শৈবাল অন্য উদ্ভিদের কোষের ভেতরে অবস্থান করে তাঁদেরকে এন্ডোফাইটিক শৈবাল বলে।

(ঘ) অ্যাপ্লানোস্পোর কী? (What is aplanospore?)
উত্তর : নিশ্চল স্পোরকে অ্যাপ্লানোস্পোর বলে।

(ঙ) সিস্টোকার্পের সংজ্ঞা দাও। (Define cystocarp.)
উত্তর : কার্পোস্পোর, বন্ধ্যা সূত্র সমষ্টি এবং কার্পোগোনিয়াম এর অবশিষ্ট অংশকে নিয়ে মিলিতভাবে যে গঠন দেখা যায় তাকে সিস্টোকার্প বলা হয়।

চ) Kelp বলতে কী বোঝ? (What do you mean by kelp?)
উত্তর : Kelp হলো এক ধরনের পদার্থ যা সামুদ্রিক শৈবাল থেকে উৎপাদন করা হয়। এটি মানুষের খাদ্য হিসেবে ব্যবহৃত হয় ।

(ছ) ডায়াটম কাকে বলে? (What is Diatom?)
উত্তর : এককোষী, মুক্ত অবস্থায় এককভাবে অথবা কলোনি গঠন করে পানিতে ভাসমান অবস্থায় থাকে তাকে ডায়াটম বলে।

(জ) খাদ্য হিসাবে ব্যবহৃত দুটি শৈবালের নাম লিখ। (Write down the name of two algae used as food.)
উত্তর : (i) Laminaria, (ii) Sargassum |

(ঝ) অ্যামাইলাম স্টার কী? (What is amilum star?)
উত্তর : Chara-র কেন্দ্রীয় অক্ষের গোড়ার দিকের পর্বে কতিপয় অক্ষের গোড়ার কোষ একত্রিত হয়ে তারকার ন্যায় গঠন সৃষ্টি করে একে অ্যামাইলাম স্টার বলে।

(ঞ) মেরোপ্লাজম কাকে বলে? (What is meroplasm?)
উত্তর : Oedognium নামক শৈবাল জীবনের কোন একসময় পানিতে ভাসমান অবস্থায় কাটানোর সময় এর কোষে যে মেমব্রেন তৈরি হয় তাকে মেরোপ্লাজম বলে।

(ট) Chara কে স্টোনওয়ার্ট বলা হয় কেন? (Why chara is called stonewart? )
উত্তর : Chara-র দেহের উপরিভাগে সিলিকা ও ক্যালসিয়াম কার্বনেটের আস্তরণ থাকে বলে একে স্টোনওয়ার্ট বলা হয়।

(ঠ) এপিক্যাল ক্যাপ কী? (What is apical cap?)
উত্তর : Oedogonium এর কোষ বিভাজনের সময় যখন একটি কোষ বিভাজিত হয়ে দুই কোষে পরিণত হয় তখন উপরের কোষের শীর্ষভাগ যে ক্যাপ সৃষ্টি হয় তাকে এপিক্যাল ক্যাপ বলে।

(ক) প্রোটোনেমা কী? (What is protonema?)
উত্তর : কোন কোন শৈবালের যেসব ক্ষুদ্র উপবৃদ্ধি অঙ্গজ জননের মাধ্যমে নতুন থ্যালাস গঠনে সক্ষম, তাদের নাম প্রোটোনিমা ।

(খ) বৃহত্তম শৈবালের নাম লিখ। (Write the name of the largest algae.)
উত্তর : Marcrocystis pyrifera নামক শৈবাল ।

(গ) অটোম্পোর কী? (What is autospore?)
উত্তর : মাতৃকোষের আকৃতিবিশিষ্ট অ্যাপ্লানোস্পোরকে অটোস্পোর বলে।

(ঘ) সিনোজুস্পোর বলতে কী বুঝ? (What do you mean by coenozoospore?)
উত্তর : জুস্পোরাঞ্জিয়ামের অভ্যন্তরে বহু নিউক্লিয়াস ও বহু ফ্ল্যাজেলাযুক্ত একটি মাত্র জুস্পোর সৃষ্টি হলে এই জুস্পোরকে সিনোজুস্পোর বলে ।

(ঙ) কলোনী সৃষ্টিকারী একটি শৈবালের নাম লিখ। (Write the name of a colony forming alga.)
উত্তর : কলোনি গঠনকারী দুটি শৈবালের নাম Volvox ও Hydrodictyon.

(চ) মহাকাশ গবেষণায় ব্যবহৃত হয় এমন একটি শৈবালের নাম লিখ। (Write down the name of an algae used in space research.)
উত্তর : Chlorella sp. নামক শৈবাল ব্যবহৃত হয়।

(ছ) গ্যালেট কী? (What is gullet?)
উত্তর : Euglena-র ফ্যাজেলাম ও ব্লেফারোপ্লাস্ট-এর উৎপন্ন স্থল যেটি কাপের ন্যায় গঠন করে তাকে গ্যালেট বলা হয় ।

জ) পামেলা দশা কাকে বলে? (What is called pamella stage?)
উত্তর : অনাবৃষ্টির সময় পরিবেশে শুষ্কতার কারণে কিছু সংখ্যক এককোষী সচল শৈবাল ফ্ল্যাজেলাবিহীন হয়ে জিলেটিনের আবরণে আবৃত হয়। অতঃপর কোষবিভাজনের মাধ্যমে বহুসংখ্যক অপত্য কোষ সৃষ্টি করে প্রতিকূল পরিবেশ এড়ানোর জন্য এ অবস্থাটিতে পামেলা দশা নামে পরিচিত। যেমন- Chlamydomonas.

(ঝ) হর্মোগোনিয়াম কী? (What is hormogonium?)
উত্তর : হেটারোসিস্ট ভেঙ্গে যাবার ফলে ট্রাইকোম এর খণ্ডিত অংশগুলোর প্রত্যেকটিকে এক একটি হরমোগোনিয়াম বলা হয়।

(ঞ) অ্যাগার অ্যাগার কোন শৈবাল থেকে তৈরি হয়? (From which algae Agar-Agar is produced ?
উত্তর : Gelidium নামক শৈবাল থেকে।

(ট) সিনোবিয়াম কী? (What is coenobium?)
উত্তর : কতগুলো কোষ একটি সুনির্দিষ্ট পদ্ধতিতে পরস্পর যুক্ত হয়ে একটি মাত্র একক হিসেবে বা কলোনি হিসেবে বাস করাকে সিনোবিয়াম বলে।

(ঠ) থার্মোফাইটিক শৈবাল বলতে কী বুঝ? (What do you mean by theromophytic algae?)
উত্তর : ৭০-৮৫০ সে. তাপমাত্রায় পানিতে বসবাসকারী শৈবালকে থার্মোফাইটিক শৈবাল বলে

আরো ও সাজেশন:-

(ক) বাংলাদেশের শৈবালবিজ্ঞানের জনক বলা হয় কাকে?
উত্তর : ড. এ. কে. এম নূরুল ইসলাম।

(খ) কেল্প কি?
উত্তর : Kelp হলো এক ধরনের পদার্থ যা সামুদ্রিক শৈবাল থেকে উৎপাদন করা হয় ও মানুষের খাদ্য হিসাবে ব্যবহৃত হয়।

গার্ডল-আকৃতির ক্লোরোপ্লাস্ট উপস্থিত থাকে কোন শৈবালে?
উত্তর : Chaetophorales বর্গ, Phaeophyta, Rhodophyta প্রভৃতি শ্রেণির শৈবালে গার্ডল (girdle) আকৃতির ক্রোমোটাফোর দেখা যায়।

(ঘ) ওয়াটার ব্লুম কি?
উত্তর : স্বাদু পানির জলাশয়ে নাইট্রোজেন, ফসফরাস ও ক্যালসিয়াম বেশি থাকলে ফাইটোপ্ল্যাংক্টনের আধিক্য বেশি হলে পানির উপরে বিভিন্ন বর্ণের আস্তরণ পরে থাকে যাকে ওয়াটার ব্লুম বলে ।

(ঙ) একটি পরজীবী শৈবালের নাম লিখ।
উত্তর: Cephaleuros sp.

(চ) অ্যামাইলাম স্টার কি?
উত্তর : Chara-র কেন্দ্রীয় অক্ষের গোড়ার দিকের পর্বে কতিপয় অক্ষের গোড়ার কোষ একত্রিত হয়ে তারকার ন্যায় গঠন সৃষ্টি করে একে অ্যামাইলাম স্টার বলে।

(ছ) কোন রঞ্জক পদার্থের উপস্থিতির কারণে লোহিত শৈবালের বর্ণ লাল হয়?
উত্তর : আলফা ক্যারোটিন, বিটা ক্যারোটিন ওe
ক্যারোটিন।

(জ) রেড টাইড কি?
উত্তর : ফাইটোপ্ল্যাঙ্কটনের আধিক্যের কারণে সমুদ্রের পানির রং বিবর্ণ হয়ে লালচে বাদামী বা হলদে আভাযুক্ত হতে পারে। এই রং দিনের বেলা থেকে রাতে দ্বিগুণ হয়। অনেক ক্ষেত্রে উজ্জ্বল আলোয় পরিণত হয়। রাতে ঢেউ এর মাথায় উজ্জ্বল লাল আলো দূর থেকে দেখে মনে হয়। এই অবস্থাকে রেড-টাইড বলে।

(ঝ) একটি অপকৃত-শাখান্বিত শৈবালের নাম লিখ।
উত্তর : Scytonema.

(ঞ) শৈবালের বিবর্তনের ধারা কয়টি ও কি কি?
উত্তর : তিনটি । যথা- (i) Volvocine, (ii) Chlorococcine ও (iii) Tetrasporine.

(ট) সেপারেশন ডিস্ক কাকে বলে?
উত্তর : নীলাভ সবুজ শৈবালের ট্রাইকোম এর এখানে সেখানে বিদ্যমান দ্বি-অবতল স্বচ্ছ কোষগুলোর প্রত্যেকটি Heterocyst বা Seperation disc।

(ঠ) মেরোপ্লাংটন কি?
উত্তর : কিছু কিছু শৈবাল প্রকৃত অর্থে প্ল্যাংকটন নয়। কিন্তু জীবনচক্রের কোন এক অবস্থায় পানিতে ভাসমান অবস্থায় কাটায় তাদের মেরোপ্ল্যাংক্টন বলে। যেমন- Oedogonium.

[ বি:দ্র: উত্তর দাতা: রাকিব হোসেন সজল ©সর্বস্বত্ব সংরক্ষিত (বাংলা নিউজ এক্সপ্রেস)]

(ক) এপিজোয়িক শৈবাল কী?
উত্তর : যেসব শৈবাল অন্য প্রাণীর দেহের বহির্ভাগে জন্মায় তাদেরকে এপিজোয়িক শৈবাল বলে।

(খ) একটি এপিফাইটিক শৈবালের নাম লিখ
উত্তর : Oedogonium.

(গ) পাইরিনয়েড কী?
উত্তর : শৈবালের ক্রোমাটোফোরের মধ্যে প্রোটিন নির্মিত থলে আকৃতির গঠনকে পাইরিনয়েড বলা হয়।

(ঘ) সিনোজুস্পোর কোন শৈবালে দেখা যায়?
উত্তর : Vaucheria শৈবালে সিনোজুস্পোর দেখা যায়।

(ঙ) পামেলা দশা কী?
উত্তর : অনাবৃষ্টির সময় পরিবেশে শুষ্কতার কারণে কিছু সংখ্যক এককোষী সচল শৈবাল ফ্ল্যাজেলাবিহীন হয়ে জিলেটিনের আবরণে আবৃত হয়। অতঃপর কোষবিভাজনের মাধ্যমে বহুসংখ্যক অপত্য কোষ সৃষ্টি করে প্রতিকূল পরিবেশ এড়ানোর জন্য এ অবস্থাটিতে পামেলা দশা নামে পরিচিত। যেমন- Chlamydomonas.

(চ) ইনভার্সন কী?
উত্তর : Volvox-এর গোনিয়ামের কোষ বিভাজন শেষে প্লাকিয়া দশা সৃষ্টির পর গোলকের এক প্রান্তের ফায়ালোপোর নামক ছিদ্রের সৃষ্টি হয়। উক্ত ছিদ্রটি ছিদ্রের মাধ্যমে গোলকটি উল্টে যাওয়ার পদ্ধতিকে ইনভার্সন বা ইনভ্যাজিনেশন বলে।

(ছ) খাদ্য হিসেবে ব্যবহৃত দুটি শৈবালের নাম লিখ।
উত্তর : Laminaria, Sargassum |

(জ) Chara এর পুং ও স্ত্রী জননাঙ্গের নাম লিখ।
উত্তর : Chara-র পুং জননাঙ্গের নাম স্পার্মাট্যাঞ্জিয়াম এবং স্ত্রী জননাঙ্গের নাম কার্পোগোনিয়াম।

(ঝ) অ্যাকাইনিটি কী?
উত্তর : সাধারণত অঙ্গজ কোষে খাদ্য সঞ্চিত হলে কোষগুলো আকারে বড় হয় এবং প্রাচীর পুরু ও দৃঢ়তা লাভ করে। পরবর্তীতে এসব অঙ্গজ কোষকে অ্যকাইনিটি বলে।

(ঞ) সিস্টোকার্প এর সংজ্ঞা দাও।
উত্তর : কার্পোস্পোর, বন্ধ্যা সূত্র সমষ্টি এবং কার্পোগোনিয়াম এর অবশিষ্ট অংশকে নিয়ে মিলিতভাবে যে গঠন দেখা যায় তাকে সিস্টোকার্প বলা হয়।

ট) এপিক্যাল ক্যাপ কী?
উত্তর : Oedogonium এর কোষ বিভাজনের সময় যখন একটি কোষবিভাজিত হয়ে দুই কোষে পরিণত হয় তখন উপরের কোষের শীর্ষভাগ টুপির ন্যায় যে গঠন সৃষ্টি হয় তাকে এপিক্যাল ক্যাপ বলে।

(ঠ) বায়ু থলি কোন শৈবালে দেখা যায়?
উত্তর : Sargassum নামক শৈবালে ।

Leave a Comment