Google Adsense Ads
প্রশ্ন সমাধান: মূলধন বাজারের প্রধান খেলোয়াড় ও তাদের ভূমিকা আলােচনা কর
উত্তর : বাংলাদেশের মূলধন বাজারের প্রধান খেলােয়াড়ও তাদের ভূমিকা নিম্নে আলােচনা করা হলাে :
১. বিনিযােগ ব্যাংক : মূলধন বাজারে অর্থের যােগান দিয়ে। মূলধন বাজারকে মূলধন সগ্রহে বিভিন্ন বিনিয়ােগ ব্যাংক ও লিজিং কোম্পানি সমূহ সহায়তা করে থাকে। .
২. শেয়ার বাজার : সাধারণত শেয়ার বাজারই হলাে মূলধন বাজারের প্রধান ক্ষেত্র। এ বাজারে বিভিন্ন কোম্পানি তাদের শেয়ার বিক্রয় করে থাকে। দেশে সুসংগঠিত শেয়ার বাজার না থাকলে কোনো বিনিয়ােগকারী তার সঞ্চয় বাজারে বিনিয়ােগ করতে পারে না। সেক্ষেত্রে ৪ ঢাকা স্টক এক্সচেঞ্জ ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ মূলধন বাজারে উল্লেখ ভুমিকা রাখে।
৩. দালাল ও শেয়ার বাজারের সাধারণ সদস্যাকে দালা বলে। বিভিন্ন ধরনের আমানত পত্র, যৌথ প্রতিষ্ঠানের .. প্রভূতি ক্রয়ের বা বিক্রয়ের জন্য দালালকেই ক্রেতা ও বিকে প্রতিনিধিত্ব করতে হয়। তাই এদের সাহায্যে ছাড়া আইনগত কেউই সেকেন্ডারি বাজার থেকে শেয়ার ও সিকিউরিটি কেনাবেচা করতে পারে না।
৪. অবলেখক : শেয়ারের দলিল, লগ্নিকারী প্রভৃতি কারবারি | বিমা কোম্পানির মতাে অর্থ লগ্নিকারী প্রতিষ্ঠান অনেকালয় যৌথ মূলধন ব্যবসার উদ্যোক্তাদের সাথে কোম্পানির বিধিযােগ্য সিকিউরিটিজ এর সময় বা অংশ বিশেষ বিক্রয় এবং অবিক্রিত অংশ ক্রয়ের প্রতিশ্রুতি প্রদান করে চুক্তিতে আবদ্ধ হয়ে থাকে বলে এদেরকে দায়গ্রাহক বা অবলেখক বলে।
[ বি:দ্র: নমুনা উত্তর দাতা: রাকিব হোসেন সজল ©সর্বস্বত্ব সংরক্ষিত (বাংলা নিউজ এক্সপ্রেস)]
প্রকৃতপক্ষে মূলধন বাজারে মূলধনসহ কার্যে মধ্যস্থতাকারী হিসেবে এদের কার্যকরী সহযােগিতা ব্যতীত বড় বড় শিল্প প্রতিষ্ঠান গড়ে ওঠা অসম্ভব। সিকিউরিটি বিক্রয় করে নব প্রতিষ্ঠান কোম্পানির মূলধন সংগ্রহে ও মূলধন সংগ্রহের নিশ্চয়তা অথবা কালক্ষেপন পরিহার সমগ্র মূলধন সংগ্রহ পরামর্শ প্রদান সহজে সিকিউরিটি | বিক্রয় স্থান ও কাল অনুযায়ী সিকিউরিটি বিক্রয় ইত্যাদি বিভিন্ন ব্রা | প্রকারের উল্লেখযােগ্য সুবিধা প্রদানকারী হিসেবে এরা অপরিমের | গুরুত্বপূর্ণ ভূমিকা অধিকারী বলে বিবেচিত হয়।
৫. বিশেষায়িত আর্থিক প্রতিষ্ঠান : সাধারণত এসকল প্রতিষ্ঠান মূলধন বাজারে অর্থের যােগান দিয়ে মূলধনের তারল্যের বিকাশ ঘটায়। এক্ষেত্রে বিশেষায়িত আর্থিক প্রতিষ্ঠান আইসিবি এর ভূমিকা অগ্রগণ্য। বিগত প্রায় দুই দশকে আইসিবি সঞ্চয় সংগ্রহ, বিনিয়ােগ ক্ষেত্র সম্প্রসারণ এবং মূলধন বাজারে উন্নয়নে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। বিভিন্ন মিউচুয়াল ফান্ডসহ আইসিবি এর বিনিয়োেগ হিসাব অত্যন্ত সফল ও আকর্ষণীয় সঞ্চয় এবং বিনিয়ােগ মাধ্যম হিসেবে সুপরিচিত লাভ করেছে। পরিশেষে বলা যায় উপরিউক্ত আলােচনা মূলধন বাজারের খেলােয়াড় ও তাদের ভূমিকা কতটুকু গুরুত্বপূর্ণ তা সম্পদ আলােকপাত করা হয়েছে।
প্রশ্ন ও মতামত জানাতে পারেন আমাদের কে ইমেল : info@banglanewsexpress.com
আমরা আছি নিচের সামাজিক যোগাযোগ মাধ্যমে গুলোতে ও
Google Adsense Ads
- সিনিয়র স্বাধীন পরিচালক বলতে কি বুঝ উদাহরণসহ ব্যাখ্যা কর
- দীর্ঘমেয়াদি প্রণোদনা ইস্কিমের জন্য শেয়ার অপশন ব্যবহার অসুবিধের সময় আলোচনা কর
- শেয়ার অপশন বলতে কি বুঝায় উদাহরণসহ ব্যাখ্যা কর , শেয়ার অপশন কী?, শেয়ার অপশন বলতে কী বুঝ?
- শেয়ারহোল্ডারদের অধিকার ও ক্ষমতা গুলো কি কি
- পরিচালক পর্ষদের দায়িত্বসমূহ বর্ণনা কর
- বার্ষিক সাধারণ সভা সম্পর্কে লিখ
Google Adsense Ads