মূলধন ও মুনাফা জাতীয় প্রাপ্তি এবং ব্যয় সংক্রান্ত লেনদেন চিহ্নিত করার ০৩ টি করে উপায় উল্লেখসহ একটি ব্যবসায় প্রতিষ্ঠানের ২ টি মুনাফা জাতীয় প্রাপ্তি ;

Advertisement

শ্রেণি: ৯ম -2021 বিষয়: হিসাববিজ্ঞান এসাইনমেন্টেরের উত্তর 2021
এসাইনমেন্টের ক্রমিক নংঃ 04
বাংলা নিউজ এক্সপ্রেস// https://www.banglanewsexpress.com/

এসাইনমেন্ট শিরোনামঃ

ক , মূলধন ও মুনাফা জাতীয় প্রাপ্তি এবং ব্যয় সংক্রান্ত লেনদেন চিহ্নিত করার ০৩ টি করে উপায় উল্লেখসহ একটি ব্যবসায় প্রতিষ্ঠানের ২ টি মুনাফা জাতীয় প্রাপ্তি ; ২ টি মুনাফা জাতীয় ব্যয় এবং ২ টি মূলধন জাতীয় প্রাপ্তি ; ২ টি মূলধন জাতীয় ব্যয় সংক্রান্ত লেনদেন লেখ ।

খ . নিম্মের তথ্য থেকে কোনটি মূলধন জাতীয় ব্যয় , কোনটি মুনাফা জাতীয় প্রাপ্তি এবং মুনাফা জাতীয় ব্যয় চিহ্নিত কর।

বেতন প্রদান ঋণ গ্রহণ ; আলমারি ক্রয় , পুরাতন যন্ত্রপাতি বিক্রয় , ভাড়া প্রাপ্তি , বিদ্যুৎ বিল পরিশােধ , কমিশন প্রদান , বিনিয়ােগের সুদ প্রাপ্তি , ব্যাংক চার্জ , কম্পিউটার ক্রয়

শিখনফল/বিষয়বস্তু :

  • মূলধন ও মুনাফা জাতীয় লেনদেনের ধারণা। 
  • মূলধন জাতীয় প্রাপ্তি ও আয়। মূলধন জাতীয় ব্যয়।
  • মুনাফা জাতীয় প্রাপ্তি ও আয়। মুনাফা জাতীয় প্রদান/ব্যয়। 
  • মূলধন ও মুনাফা জাতীয় লেনদেন পার্থক্যকরণের প্রয়ােজনীয়তা। 
  • মূলধন ও মুনাফা জাতীয় লেদেনের প্রভাব। 
  • বিলম্বিত মুনাফা জাতীয় ব্যয়। মূলধন ও মুনাফা জাতীয় হিসাবের তালিকা।

এসাইনমেন্ট সম্পর্কে প্রশ্ন ও মতামত জানাতে পারেন আমাদের কে Google News <>YouTube : Like Page ইমেল : assignment@banglanewsexpress.com

Advertisement

মূলধন ও মুনাফা জাতীয় প্রাপ্তি এবং ব্যয় সংক্রান্ত লেনদেন চিহ্নিত করার ০৩ টি করে উপায় উল্লেখসহ

মূলধন জাতীয় আয়-ব্যয় এর বৈশিষ্ট্য :

  • অনিয়মিত ভাবে সংঘটিত হয়।
  • বৃহৎ অঙ্কের লেনদেন।
  • একাধিক হিসাব কালে প্রভাব ফেলে।
  • এ ধরনের লেনদেন এর ফলে স্থায়ী সম্পত্তি বা অফেরত যোগ্য দায়ের সৃষ্টি হয়।
  • আর্থিক বিবরণীর উদ্বৃত্ত পত্রে প্রকাশ করা হয়।

[ বি:দ্র: নমুনা উত্তর দাতা: রাকিব হোসেন সজল ©সর্বস্বত্ব সংরক্ষিত (বাংলা নিউজ এক্সপ্রেস)]

একটি ব্যবসায় প্রতিষ্ঠানের ২ টি মুনাফা জাতীয় প্রাপ্তি

 যেসব প্রাপ্তি নির্দিষ্ট সময় পরপর নিয়মিত আদায় হয় এবং নির্দিষ্ট সময়ের মধ্যেই উপযোগিতা শেষ হয়ে যায়, তাকে মুনাফা-জাতীয় প্রাপ্তি (সাধারণত আয়-সংক্রান্ত হিসাব) বলে।

মুনাফা-জাতীয় প্রাপ্তি ও মুনাফা-জাতীয় আয় একই অর্থবোধক হলেও এদের মধ্যে পার্থক্য বিদ্যমান। যেমন চলতি বছর বিনিয়োগের সুদ বাবদ পাওয়া গেল ৬,০০০ টাকা, এর মধ্যে ২,০০০ টাকা আগামী বছরের। এখানে মুনাফা-জাতীয় প্রাপ্তি হলো (মোট প্রাপ্ত টাকা) ৬,০০০ টাকা এবং মুনাফা-জাতীয় আয় হলো চলতি বছরের অংশ (৬,০০০-২,০০০)=৪,০০০ টাকা।

[ বি:দ্র: নমুনা উত্তর দাতা: রাকিব হোসেন সজল ©সর্বস্বত্ব সংরক্ষিত (বাংলা নিউজ এক্সপ্রেস)]

২ টি মুনাফা জাতীয় ব্যয়

 ব্যবসায়ের দৈনন্দিন কার্যসম্পাদনের জন্য নিয়মিত যেসব ব্যয় নির্দিষ্ট সময় পরপর সংঘটিত হয় এবং স্বল্প সময়ের মধ্যেই উপযোগিতা নিঃশেষ হয়ে যায়, তাকে মুনাফা-জাতীয় প্রদান/ব্যয় (সাধারণত ব্যয়-সংক্রান্ত হিসাব) বলে।

মুনাফা-জাতীয় প্রদান ও মুনাফা-জাতীয় ব্যয় একই অর্থবোধক হলেও এদের মধ্যে পার্থক্য বিদ্যমান। ব্যয়-সংক্রান্ত হিসাব খাতে চলতি, বিগত ও পরবর্তী (অগ্রিম) হিসাবকাল সংশ্লিষ্ট মোট পরিশোধকৃত অর্থ মুনাফা-জাতীয় প্রদান। এর মধ্যে শুধু চলতি হিসাবকালের অংশটুকুই মুনাফা-জাতীয় ব্যয় হিসেবে গণ্য হবে।

[ বি:দ্র: নমুনা উত্তর দাতা: রাকিব হোসেন সজল ©সর্বস্বত্ব সংরক্ষিত (বাংলা নিউজ এক্সপ্রেস)]

২ টি মূলধন জাতীয় প্রাপ্তি

যেসব প্রাপ্তি অনিয়মিত, টাকার পরিমাণ বড় এবং এক বছরের অধিক সময় সুবিধা ভোগ করা যায়, তা-ই মূলধন-জাতীয় প্রাপ্তি। মূলধন-জাতীয় প্রাপ্তি ও মূলধন-জাতীয় আয় একরূপ মনে হলেও কিছুটা পার্থক্য বিদ্যমান। মূলধন-জাতীয় আয় মূলধন-জাতীয় প্রাপ্তিরই একটি অংশ।

যেমন ব্যবসায়ে ব্যবহারের জন্য একটি মেশিন ২৫,০০০ টাকায় ক্রয় করে কোনো কারণে ৩০,০০০ টাকায় বিক্রয় করা হলে, মূলধন-জাতীয় প্রাপ্তি হবে (মোট প্রাপ্ত টাকা) ৩০,০০০ টাকা এবং মূলধন-জাতীয় আয় হবে লাভের অংশটুকু (৩০,০০০-২৫,০০০)=৫,০০০ টাকা।

[ বি:দ্র: নমুনা উত্তর দাতা: রাকিব হোসেন সজল ©সর্বস্বত্ব সংরক্ষিত (বাংলা নিউজ এক্সপ্রেস)]

২ টি মূলধন জাতীয় ব্যয় সংক্রান্ত লেনদেন

৫০০০ টাকা একটি টিবি ্ক্রয় করা হলো

জমি ক্রয় করা হলো ৮০০০০ টাকা

Advertisement 2

[ বি:দ্র: নমুনা উত্তর দাতা: রাকিব হোসেন সজল ©সর্বস্বত্ব সংরক্ষিত (বাংলা নিউজ এক্সপ্রেস)]

খ . নিম্মের তথ্য থেকে কোনটি মূলধন জাতীয় ব্যয় , কোনটি মুনাফা জাতীয় প্রাপ্তি এবং মুনাফা জাতীয় ব্যয় চিহ্নিত কর।

[ বি:দ্র: নমুনা উত্তর দাতা: রাকিব হোসেন সজল ©সর্বস্বত্ব সংরক্ষিত (বাংলা নিউজ এক্সপ্রেস)]

বিবরনলেনদেনের ধরন
বেতন প্রদান মুনাফা জাতীয় ব্যয়
ঋণ গ্রহণমূলধন জাতীয় আয়
আলমারি ক্রয় মূলধন জাতীয় ব্যয়
পুরাতন যন্ত্রপাতি বিক্রয় মূলধন জাতীয় আয়
ভাড়া প্রাপ্তি মুনাফা জাতীয় আয়
বিদ্যুৎ বিল পরিশােধ মুনাফা জাতীয় ব্যয়
কমিশন প্রদান মুনাফা জাতীয় ব্যয়
বিনিয়ােগের সুদ প্রাপ্তি মুনাফা জাতীয় আয়
ব্যাংক চার্জ মুনাফা জাতীয় ব্যয়
কম্পিউটার ক্রয় মূলধন জাতীয় ব্যয়

[ বি:দ্র: নমুনা উত্তর দাতা: রাকিব হোসেন সজল ©সর্বস্বত্ব সংরক্ষিত (বাংলা নিউজ এক্সপ্রেস)]

সবার আগে Assignment আপডেট পেতে Follower ক্লিক করুন

এসাইনমেন্ট সম্পর্কে প্রশ্ন ও মতামত জানাতে পারেন আমাদের কে Google News <>YouTube : Like Page ইমেল : assignment@banglanewsexpress.com

অন্য সকল ক্লাস এর অ্যাসাইনমেন্ট উত্তর সমূহ :-

  • ২০২১ সালের SSC / দাখিলা পরীক্ষার্থীদের অ্যাসাইনমেন্ট উত্তর লিংক
  • ২০২১ সালের HSC / আলিম পরীক্ষার্থীদের অ্যাসাইনমেন্ট উত্তর লিংক
  • ভোকেশনাল: ৯ম/১০ শ্রেণি পরীক্ষার্থীদের অ্যাসাইনমেন্ট উত্তর লিংক
  • ২০২২ সালের ভোকেশনাল ও দাখিল (১০ম শ্রেণির) অ্যাসাইনমেন্ট উত্তর লিংক
  • HSC (বিএম-ভোকে- ডিপ্লোমা-ইন-কমার্স) ১১শ ও ১২শ শ্রেণির অ্যাসাইনমেন্ট উত্তর লিংক
  • ২০২২ সালের ১০ম শ্রেণীর পরীক্ষার্থীদের SSC ও দাখিল এসাইনমেন্ট উত্তর লিংক
  • ২০২২ সালের ১১ম -১২ম শ্রেণীর পরীক্ষার্থীদের HSC ও Alim এসাইনমেন্ট উত্তর লিংক

৬ষ্ঠ শ্রেণীর এ্যাসাইনমেন্ট উত্তর ২০২১ , ৭ম শ্রেণীর এ্যাসাইনমেন্ট উত্তর ২০২১ ,

Advertisement 2

৮ম শ্রেণীর এ্যাসাইনমেন্ট উত্তর ২০২১ , ৯ম শ্রেণীর এ্যাসাইনমেন্ট উত্তর ২০২১

বাংলা নিউজ এক্সপ্রেস// https://www.banglanewsexpress.com/

উন্মুক্ত বিশ্ববিদ্যালয় SSC এসাইনমেন্ট :

উন্মুক্ত বিশ্ববিদ্যালয় HSC এসাইনমেন্ট :

Advertisement 5

Advertisement 3

Leave a Comment