মুসলিম স্থাপত্য ও প্রত্নতত্ত্বের ক্রমোন্নতি অনার্স ৪র্থ বর্ষ সাজেশন

Advertisement

অনার্স ৪র্থ বর্ষের মুসলিম স্থাপত্য ও প্রত্নতত্ত্বের ক্রমোন্নতি পরীক্ষার সাজেশন, অনার্স চতুর্থ বর্ষ মুসলিম স্থাপত্য ও প্রত্নতত্ত্বের ক্রমোন্নতি সাজেশন,

অনার্স ৪র্থ বর্ষের মুসলিম স্থাপত্য ও প্রত্নতত্ত্বের ক্রমোন্নতি সাজেশন ২০২৪

জাতীয় বিশ্ববিদ্যালয় অনার্স পাস এবং সার্টিফিকেট কোর্স ৪র্থ বর্ষের
BA, BSS, BBA & BSC অনার্স ৪র্থ বর্ষের [২০১৩-১৪ এর সিলেবাস অনুযায়ী]
মুসলিম স্থাপত্য ও প্রত্নতত্ত্বের ক্রমোন্নতি (Development of Muslim Architecture and Archeology) সুপার সাজেশন ২০২৪
Department of : Islamic History and Culture & Other Department
Subject Code: 241607
২০২৪ এর অনার্স ৪র্থ বর্ষের ১০০% কমন সাজেশন

অনার্স ৪র্থ বর্ষের মুসলিম স্থাপত্য ও প্রত্নতত্ত্বের ক্রমোন্নতি সাজেশন,মুসলিম স্থাপত্য ও প্রত্নতত্ত্বের ক্রমোন্নতি অনার্স ৪র্থ বর্ষ সাজেশন, চূড়ান্ত সাজেশন অনার্স ৪র্থ বর্ষের মুসলিম স্থাপত্য ও প্রত্নতত্ত্বের ক্রমোন্নতি, অনার্স ৪র্থ বর্ষের মুসলিম স্থাপত্য ও প্রত্নতত্ত্বের ক্রমোন্নতি ব্যতিক্রম সাজেশন pdf, অনার্স ৪র্থ বর্ষের ১০০% কমন মুসলিম স্থাপত্য ও প্রত্নতত্ত্বের ক্রমোন্নতি সাজেশন,

অনার্স ৪র্থ বর্ষের পরীক্ষার সাজেশন ২০২৪ (PDF) লিংক

সর্বশেষ সংশোধিত ও সাজেশন টি আপডেটের করা হয়েছে ২০২৪

মুসলিম স্থাপত্য ও প্রত্নতত্ত্বের ক্রমোন্নতি অনার্স ৪র্থ বর্ষ সাজেশন ২০২৪

ক-বিভাগ: অতিসংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর

১. আরকিওলজি শব্দের অর্থ কী?
অথবা, ‘Archaeology’ শব্দের অর্থ কী?
উত্তর : আরকিওলজি শব্দের অর্থ প্রত্নতত্ত্ব।

২. কোন মসজিদকে আদর্শ মসজিদ বলা হয়?
উত্তর : দামেস্ক মসজিদকে আদর্শ মসজিদ বলা হয়।

৩. ‘কাবা’ শব্দের অর্থ কী?
উত্তর : ‘কাবা’ শব্দের অর্থ হলো উঁচু কিংবা মর্যাদাসম্পন্ন বস্তু।

Advertisement

৪. মুসলমানদের প্রথম কেবলা কোনটি?
অথবা, ইসলামের প্রথম কেবলা কোনটি?
উত্তর : মুসলমানদের প্রথম কেবলা হচ্ছে বায়তুল মুকাদ্দাস।

৫. খিলান কী?
উত্তর : একটি উন্মুক্ত স্থানের সংযোগ সাধনের উদ্দেশ্যে ইট, পাথর কিংবা অন্য কোনো নির্মাণ উপকরণ ব্যবহার করে গোজাকৃতি ও মৌলিক জোড় স্থাপনের দ্বারা এক অর্ধগোলাকৃতি স্থাপত্য কৌশল খিলান নামে অভিহিত।

৬. টেরাকোটা কী?
উত্তর : টেরাকোটা হলো পোড়ামাটির ফলকের উপর লতাপাতা, ফুল ফল, দেবদেবী, নরনারী, জীবজন্তু, জ্যামিতিক নকশা প্রভৃতির উৎকীর্ণ অলংকরণ।

৭. মিহরাব কাকে বলে?
অথবা, মিহরাব কী?
উত্তর : নামাজ আদায়ের সময় ইমাম সাহেবের দাঁড়ানোর জন্য মসজিদের অভ্যন্তরীণ কেবলা দেওয়ালে যে ছোট কুঠুরি থাকে তাকে মিহরাব বলে।

৮. মিম্বর কী?
উত্তর : মিম্বর হলো বক্তৃতা মঞ। অর্থাৎ ইমাম যার ওপর দাঁড়িয়ে খুতবা পাঠ করেন।

৯. মসজিদ স্থাপত্যে কে মাকসূরা প্রবর্তন করেন?
উত্তর : মসজিদ স্থাপত্যে মাকসুরার প্রবর্তন করেন হযরত মুয়াবিয়া (রা.)।

১০. মদিনা মসজিদ নির্মাণ করেছেন কে?
অথবা, মদিনা মসজিদের স্থপতি কে?
উত্তর : মদিনা মসজিদ নির্মাণ করেছেন হযরত মুহম্মদ (সা.)।

১১. দারুল ইমারা কোন মসজিদে ছিল?
উত্তর : দারুল ইমারা বসরা ও কুফা মসজিদে ছিল।

১২. কুফা নগরীর গোড়াপত্তন করেন কে?
অথবা, কুফা নগরী কে নির্মাণ করেন?
উত্তর : কুফা নগরীর গোড়াপত্তন করেন সাদ বিন আবি ওয়াক্কাস।

১৩. উমাইয়া স্থাপত্যে কোন অঞ্চলের প্রভাব বেশি?
উত্তর : উমাইয়া স্থাপত্যে বাইজান্টাইন অঞ্চলের প্রভাব বেশি।

১৪. কে ‘Dome of the Rock’ বা কুব্বাত আস সাখরার প্রতিষ্ঠাতা?
অথবা, কুব্বাত আস সাখরা কে নির্মাণ করেন?
উত্তর : খলিফা আব্দুল মালিক ‘Dome of the Rock’ বা কুব্বাত আস সাখরার প্রতিষ্ঠাতা।

১৫. দামেস্ক মসজিদ নির্মাণ করেন কে?
অথবা, দামেস্ক মসজিদ কে প্রতিষ্ঠা করেন?
উত্তর : দামেস্ক মসজিদ নির্মাণ করেন খলিফা আল ওয়ালিদ।

১৬. কুসায়ের আমরা প্রাসাদ কীসের জন্য বিখ্যাত?
উত্তর : কুসায়ের আমরা প্রাসাদ স্নানাগারের জন্য বিখ্যাত।

১৭. আব্বাসিগণ তাদের মসজিদ স্থাপত্যে কোন প্রাচীন স্থাপত্যরীতি ব্যবহার করতেন?
অথবা, আব্বাসি স্থাপত্যে কোন অঞ্চলের প্রভাব বেশি?
উত্তর : আব্বাসিগণ তাদের মসজিদ স্থাপত্যে মেসোপটেমীয় স্থাপত্যরীতি ব্যবহার করতেন।

১৮. পৃথিবীর সর্ববৃহৎ জামে মসজিদ কোনটি?
উত্তর : পৃথিবীর সর্ববৃহৎ জামে মসজিদ হলো সামাররা জামে মসজিদ।

১৯. মানারা আল মালবিয়া অর্থ কী?
উত্তর : মানারা আল মালবিয়া অর্থ পেঁচানো মিনার।

২০. আবু দুলাফের মসজিদ কোন শহরে নির্মিত হয়?
উত্তর : আবু দুলাফের মসজিদ আল জাফারিয়া শহরে নির্মিত হয়।

২১. কে আবু দুলাফ মসজিদ নির্মাণ করেন?
উত্তর : আব্বাসি খলিফা আল মুতাওয়াক্কিল আবু দুলাফ মসজিদ নির্মাণ করেন।

Advertisement 2

২২. কর্ডোভা মসজিদের প্রতিষ্ঠাতা কে?
অথবা, কর্ডোভা মসজিদের নির্মাতা কে?
উত্তর : কর্ডোভা মসজিদের প্রতিষ্ঠাতা আব্দুর রহমান আদ দাখিল।

২৩. দিল্লির কুওয়াতুল ইসলাম মসজিদ কে নির্মাণ করেন?
উত্তর : দিল্লির কুওয়াতুল ইসলাম মসজিদ নির্মাণ করেন কুতুবউদ্দিন আইবেক।

২৪. কুওয়াতুল ইসলাম মসজিদ সংলগ্ন মিনারের নাম কী?
উত্তর : কুওয়াতুল ইসলাম মসজিদ সংলগ্ন মিনারের নাম কুতুব মিনার।

২৫. কুতুব মিনার কে নির্মাণ করেন?
উত্তর : কুতুব মিনার নির্মাণ করেন কুতুবউদ্দিন আইবেক।

২৬. ‘আড়াই দিনকা ঝোপড়া’ মসজিদের প্রতিষ্ঠাতা কে?
উত্তর : ‘আড়াই দিনকা ঝোপড়া’ মসজিদের প্রতিষ্ঠাতা কুতুবউদ্দিন আইবেক।

২৭. দিল্লির জামি মসজিদ কে প্রতিষ্ঠা করেন?
উত্তর : দিল্লির জামি মসজিদ সম্রাট শাহজাহান প্রতিষ্ঠা করেন।

২৮. তাজমহল কোথায় অবস্থিত?
উত্তর : তাজমহল ভারতের আগ্রায় অবস্থিত।

২৯. তাজমহল কয় গম্বুজ বিশিষ্ট একটি ইমারত?
অথবা, তাজমহলে কয়টি গম্বুজ?
উত্তর : তাজমহল এক গম্বুজ বিশিষ্ট একটি ইমারত।

৩০. ভারতীয় প্রত্নতত্ত্বের জনক কাকে বলা হয়?
উত্তর : জেনারেল কানিংহামকে ভারতীয় প্রত্নতত্ত্বের জনক বলা হয়।

৩১. ষাটগম্বুজ মসজিদ কোথায় অবস্থিত?
উত্তর : ষাটগম্বুজ মসজিদ বাংলাদেশের খুলনা বিভাগের বাগেরহাট জেলায় অবস্থিত।

৩২. পরিবিবির সমাধি কোথায় অবস্থিত?
উত্তর : পরিবিবির সমাধি লালবাগ কেল্লার ভিতরে অবস্থিত।

আরো ও সাজেশন:-

Honors Suggestion Linksপ্রশ্ন সমাধান সমূহ
Degree Suggestion LinksBCS Exan Solution
HSC Suggestion Links2016 – 2024 জব পরীক্ষার প্রশ্ন উত্তর
SSC Suggestion Linksবিষয় ভিত্তিক জব পরিক্ষার সাজেশন

মুসলিম স্থাপত্য ও প্রত্নতত্ত্বের ক্রমোন্নতি অনার্স ৪র্থ বর্ষ সুপার সাজেশন PDF Download ২০২৪

খ-বিভাগ: সংক্ষিপ্ত প্রশ্ন

১. প্রত্নতত্ত্বের সংজ্ঞা দাও।
২. প্রত্নতত্ত্ব পাঠের গুরুত্ব লেখ।
অথবা, প্রত্নতত্ত্ব পাঠের গুরুত্ব আলোচনা কর।
৩. মসজিদ স্থাপত্যের গুরুত্ব আলোচনা কর।
৪. বিভিন্ন ধরনের খিলানের বিবরণ দাও।

৫. অশ্বনলাকৃতি খিলান বলতে কী বুঝ?
৬. মসজিদ স্থাপত্যে মিহরাবের গুরুত্ব
৭. মসজিদ স্থাপত্যে জুল্লাহ, সাহন ও জিয়াদার স্থান নির্দেশ কর।
অথবা, মসজিদ স্থাপত্যে সাহন ও জিয়াদার স্থান নির্দেশ কর।
অথবা, মসজিদ স্থাপত্যে জুল্লাহ ও সাহনের স্থান নির্দেশ কর।

৮. মসজিদ স্থাপত্যে মিম্বর ও মাকসুরার প্রয়োগ সম্পর্কে যা জান লেখ।
৯. মদিনা মসজিদের বৈশিষ্ট্যসমূহ লেখ।
অথবা, মদিনা মসজিদের বৈশিষ্ট্যসমূহ আলোচনা কর।
১০. কুফা মসজিদের স্থাপত্যিক বৈশিষ্ট্য উল্লেখ কর।
অথবা, কুফা মসজিদের স্থাপত্যিক বর্ণনা দাও।
অথবা, কুফা মসজিদের বৈশিষ্ট্য আলোচনা কর।

১১. ফুস্তাত জামে মসজিদের পুনর্নির্মাণের প্রয়োজনীয়তা ব্যাখ্যা কর।
১২. কুসায়ের আমরা প্রাসাদের ভূমি নকশা উল্লেখ কর।
১৩. কুসায়ের আমরা প্রাসাদের স্থাপত্য বৈশিষ্ট্য উল্লেখ কর।
১৪. আব্বাসি মসজিদের পাঁচটি বৈশিষ্ট্য লেখ।
১৫. মানারা আল মালবিয়া মিনারের বর্ণনা দাও।
অথবা, মানারা আল মালবিয়া কী?

১৬. কুব্বাত আস সুলাইবিয়ার ওপর একটি টীকা লেখ।
১৭. ইবনে তুলুন মসজিদের মেসোপটেমীয় উপাদান উল্লেখ কর।
অথবা, আহমদ ইবনে তুলুন মসজিদের মেসোপটেমীয় উপাদানসমূহ উল্লেখ কর।
অথবা, কায়রোস্থ ইবনে তুলুন মসজিদের মেসোপটেমীয় উপাদানগুলো উল্লেখ কর।

Advertisement 4

১৮. ইস্পাহান জামে মসজিদের স্থাপত্যিক বৈশিষ্ট্য লেখ।
১৯. কুওয়াতুল ইসলাম মসজিদের নান্দনিক সৌন্দর্য লেখ।
অথবা, দিল্লির কুওয়াতুল ইসলাম মসজিদের নান্দনিক সৌন্দর্যের বিবরণ দাও।
অথবা, কুওয়াতুল ইসলাম মসজিদের নান্দনিক সৌন্দর্যের বর্ণনা দাও।

২০. কুতুব মিনার সম্পর্কে লেখ।
অথবা, কুতুব মিনার সম্পর্কে একটি টীকা লেখ।
২১. রাজশাহীর বাঘা মসজিদ সম্পর্কে লেখ।
অথবা, রাজশাহীর বাঘা মসজিদ সম্বন্ধে যা জান লেখ।
অথবা, রাজশাহীর বাঘা মসজিদ সম্বন্ধে কী জান লেখ।
২২. ভারতীয় প্রত্নতত্ত্বে জেনারেল কানিংহামের অবদান লেখ।

PDF Download মুসলিম স্থাপত্য ও প্রত্নতত্ত্বের ক্রমোন্নতি অনার্স ৪র্থ বর্ষ সুপার সাজেশন ২০২৪

গ-বিভাগ: রচনামূলক প্রশ্ন

১. প্রত্নতত্ত্ব বলতে কী বুঝ? প্রত্নতত্ত্ব পাঠের গুরুত্ব বর্ণনা কর।
২. কাবাশরিফের স্থাপত্যিক ইতিহাসের একটি বিবরণ দাও।
৩. আদর্শ নকশার মসজিদ বলতে কী বুঝ? প্রথম আদর্শ নকশার মসজিদের নির্মাণ পর্যন্ত ইসলামে মসজিদ স্থাপত্যের ক্রমবিকাশ আলোচনা কর।

Advertisement 2

[ বি:দ্র: উত্তর দাতা: রাকিব হোসেন সজল ©সর্বস্বত্ব সংরক্ষিত (বাংলা নিউজ এক্সপ্রেস)]

৪. কুফা জামে মসজিদের নির্মাণ ও পুনর্নির্মাণের বর্ণনা দাও।
অথবা, কৃষ্ণা মসজিদের নির্মাণ ও পুনঃনির্মাণের ধারাবাহিকতা বর্ণনা কর।
৫. ফুস্তাত জামে মসজিদের নির্মাণ ও পুনর্নির্মাণের বিবরণ লেখ।
অথবা, ফুস্তাত জামে মসজিদের নির্মাণ ও পুনর্নির্মাণের একটি ধারাবাহিক বর্ণনা দাও।
৬. উমাইয়া স্থাপত্যের প্রধান বৈশিষ্ট্যসমূহ আলোচনা কর।

৭. কুব্বাত আস সাখরার স্থাপত্যিক বৈশিষ্ট্য লেখ।
অথবা, কুব্বাত আস সাখরার স্থাপত্যিক বৈশিষ্ট্যের বিবরণ দাও।
৮. দামেস্কের জামে মসজিদের বিবরণ দাও। একে পূর্ণাঙ্গ মসজিদ বলা হয় কেন?
অথবা, দামেস্ক জামে মসজিদের স্থাপত্যিক বৈশিষ্ট্য বর্ণনা কর। ইহাকে প্রথম পূর্ণাঙ্গ মসজিদ বলা হয় কেন?
৯. কুসায়ের আমরার স্থাপত্যিক বৈশিষ্ট্য লেখ।

১০. আব্বাসি মসজিদ স্থাপত্যের বৈশিষ্ট্যসমূহ আলোচনা কর।
১১. মানারা আল মালবিয়ার বিশেষ উল্লেখপূর্বক সামাররা জামে মসজিদের স্থাপত্যিক বৈশিষ্ট্য বর্ণনা কর।
অথবা, মানারা আল মালবিয়ার বিশেষ উল্লেখপূর্বক সামাররা জামে মসজিদের একটি স্থাপত্যিক বিবরণ দাও।
১২. আবু দুলাফ মসজিদের স্থাপত্যিক বৈশিষ্ট্য বর্ণনা কর।

১৩. উমাইয়া ও আব্বাসি মসজিদ স্থাপত্যের একটি তুলনামূলক আলোচনা কর।
১৪. ইবনে তুলুন মসজিদের স্থাপত্যিক বৈশিষ্ট্যসমূহ বর্ণনা কর।
১৫. বাগেরহাটের ষাটগম্বুজ মসজিদের স্থাপত্যিক ও অলংকারিক বৈশিষ্ট্য লেখ।
অথবা, বাগেরহাটের ষাটগম্বুজ মসজিদের স্থাপত্যিক ও অলংকারিক বৈশিষ্ট্য বর্ণনা কর।
১৬. ভারতীয় প্রত্নতত্ত্বের ক্রমবিকাশে জেনারেল কানিংহামের অবদান মূল্যায়ন কর।

2024 মুসলিম স্থাপত্য ও প্রত্নতত্ত্বের ক্রমোন্নতি অনার্স ৪র্থ বর্ষ সাজেশন পিডিএফ ডাউনলোড

ক বিভাগ 

  • স্হাপত্য অর্থ কী 
  • মুসলিম স্হাপত্য কত প্রকার ও কী কী 
  • কোন মসজিদকে আদর্শ মসজিদ বলা হয় 
  • কাবা শব্দের অর্থ কী
  • ARCH অর্থ কী 
  • খিলান কী 
  • জুল্লাহ কাকে বলে 
  • মিম্বর কী 
  • দারুল  ইমারা কোন মসজিদে ছিল 
  • কুফা নগরী কে নির্মান করেন 
  • কুব্বাত আস সাখরা কে নির্মান করেন
  • কোন গম্বুজকে দ্বি গম্বুজ বলা হয়
  • আব্বাসি স্হাপত্যে কোন অঞ্চলের প্রভাব বেশী 
  • রাক্কা শব্দের অর্থ কী 
  • সামাররা নগরীর প্রতিষ্ঠাতা কে 
  • আবু দুলাফের মসজিদ কোন শহরে নির্মিত হয়
  • কুওয়াতুল ইসলাম মসজিদ সংলগ্ন মিনারের নাম কী 
  • কুতুব মিনার কে নির্মান করেন 
  • আড়াই দিনকা ঝোপড়া মসজিদের প্রতিষ্ঠাতা কে 
  • দিল্লির জামি কে প্রতিষ্ঠা করেন 
  • তাজমহল কয়টি গম্বুজ 
  • ভারতীয় প্রত্নততত্বের জনক কাকে বলা হয়
  • জেনারেল কানিংহাম কে ছিলেন 
  • বাগেরহাটের ষাট গম্বুজ মসজিদে গম্বুজ কয়টি 
  • লালবাগের কেল্লা কে নির্মাণ করেন 

২০২৪ জাতীয় বিশ্ববিদ্যালয়ের এর 2024 অনার্স ৪র্থ বর্ষের মুসলিম স্থাপত্য ও প্রত্নতত্ত্বের ক্রমোন্নতি পরীক্ষার সাজেশন, 2024 অনার্স চতুর্থ বর্ষ মুসলিম স্থাপত্য ও প্রত্নতত্ত্বের ক্রমোন্নতি সাজেশন

খ বিভাগ 

  • প্রন্ততন্তের সংজ্ঞা দাও
  • মসজিদ স্হাপত্যের গুরুত্ব আলোচনা কর
  • খিলান সম্পর্কে একটি টীকা লেখ 
  • অশ্বনলাকৃতি খিলান বলতে কী বুঝ 
  • খিলান সারির পরিচয় দাও
  • মসজিদ স্হাপত্যে মিহরাবের গুরুত্ব কী 
  • মসজিদ স্হাপত্যে জুল্লাহ সাহন ও জিয়াদার স্হান নির্দেশ কর 
  • মসজিদ স্হাপত্যে মিম্বর ও মাকসুরার প্রয়োগ সম্পর্কে যা জান লেখ 
  • মুসলিম স্হাপত্যে মিম্বর ও মিহরাবের গুরুত্ব লেখ 
  • কুফা মসজিদে স্হাপত্যিক বৈশিষ্ট্য উল্লেখ কর
  • ফুস্তাত জামে মসজিদের পুনঃনির্মানের প্রয়োজনীয়তা ব্যাখ্যা কর 
  • উমাইয়া স্হাপত্যের পাঁচটি বৈশিষ্ট্য লেখ 
  • কুব্বাত আস সাখরা নির্মানের উদ্দেশ্য লেখ 
  • দামেস্ক জামে মসজিদকে  প্রথম পূরাঙ্গ মসজিদ বলা হয় কেন 
  • কুসায়ের আমরা সম্পর্কে ধারণা দাও
  • মানারা আল মালবিয়া মিনারের বর্ণনা দাও
  • ইস্পাহান জামে মসজিদের স্হাপত্যিক বৈশিষ্ট্য লেখ 
  • তাজমহলের ওপর টিকা লেখ 
  • ষাট গম্বুজ মসজিদকে কেন বিশ্ব ঐতিজ্য ঘোষণা করা হয়েছে 

Honors 4th year Common Suggestion 2024

গ বিভাগ 

  • প্রাক ইসলামি আরব স্হাপত্যের বিবরণ দাও
  • প্রন্ততত্ব বলতে কী বুঝ? প্রত্নত্ব পাঠের গুরুত্ব বর্ণনা কর
  • প্রত্নতত্বের উৎসসমূহ উল্লেখ কর এবং এর স্বরুপ বিশ্লেষণ কর 
  • খিলানের প্রকারভেদ আলোচনা কর
  • মদিনা মসদিদের স্হাপত্যিক বৈশিষ্ট্য বর্ণনা কর৷ পরবর্তী মসজিদ স্হাপত্যে এর প্রভাব উল্লেখ কর
  • মদিনা মসজিদের সম্প্রসাপণের ইতিহাস বর্ণনা  কর
  • আদর্শ নকশার মসজিদ বলতে কী বুঝ? প্রথম আদর্শ নকশার মসজিদের নির্মান পর্যন্ত ইসলামের মসজিদ স্হাপত্যের ক্রমবিকাশ আলোচনা কর 
  • কুফা মসজিদের নির্মান ও পুনঃনির্মাণের ধারাবাহিকতা বর্ণনা কর 
  •  উমাইয়া স্হাপত্যের প্রধান বৈশিষ্ট্যসমূহ আলোচনা কর 
  • কুব্বাত আস সাখরার পরিচয় দাও৷ পরববর্তী মুসলিম স্হাপত্যে এর ভূমিকা আলোচনা কর
  • আব্বাসি মসজিদ স্হাপত্যের বৈশিষ্ট্যসমূহ আলোচনা কর 
  • আবু দুলাফ মসজিদেপ স্হাপত্যিক বৈশিষ্ট্য  বর্ণনা কর 
  • কর্ডোভা জামে মসজিদের স্হাপত্যিক বৈশিষ্ট্য বর্ণনা কর
  • ইবনে তুলুন মসজিদেপ স্হাপত্যিক বৈশিষ্ট্যসমূহ বর্ণনা কর 
  • কায়রোয়ান মসজিদের স্হাপত্যিক বৈশিষ্ট্যসমূহের বিবরণ দাও
  • ইস্পাহান জামে মসজিদের স্হাপত্যিক বৈশিষ্ট্য আলোচনা কর 
  • দিল্লির কুওয়াতুল ইসলাম মসজিদের স্হাপত্যিক বৈশিষ্ট্য ও এর নান্দনিক সৌন্দর্য উল্লেখ কর
  • লালবাগ দুর্গের পরিবিবির সমাধির বিশেষ বৈশিষ্ট্যগুলো আলোচনা কর 
  • ভারতীয় প্রত্মতত্বের ক্রমবিকাশে জেনারেল কানিংহামের অবদান মূল্যায়ন কর

আজকের সাজেশস: অনার্স ৪র্থ বর্ষের মুসলিম স্থাপত্য ও প্রত্নতত্ত্বের ক্রমোন্নতি স্পেশাল সাজেশন 2024,Honors Development of Muslim Architecture and Archeology Suggestion 2024

PDF Download মুসলিম স্থাপত্য ও প্রত্নতত্ত্বের ক্রমোন্নতি অনার্স ৪র্থ বর্ষ সুপার সাজেশন, মুসলিম স্থাপত্য ও প্রত্নতত্ত্বের ক্রমোন্নতি অনার্স ৪র্থ বর্ষ সাজেশন পিডিএফ ডাউনলোড, মুসলিম স্থাপত্য ও প্রত্নতত্ত্বের ক্রমোন্নতি সাজেশন অনার্স ৪র্থ বর্ষের, অনার্স ৪র্থ বর্ষ মুসলিম স্থাপত্য ও প্রত্নতত্ত্বের ক্রমোন্নতি সাজেশন, মুসলিম স্থাপত্য ও প্রত্নতত্ত্বের ক্রমোন্নতি অনার্স ৪র্থ বর্ষ সাজেশন,

প্রশ্ন ও মতামত জানাতে পারেন আমাদের কে ইমেল : info@banglanewsexpress.com

আমরা আছি নিচের সামাজিক মাধ্যম গুলোতে ও

Advertisement 5

Advertisement 3

Leave a Comment