Advertisement
মিরাকল অব কোরআন – পর্ব সতের
‘#মিরাকলঅবকোরআন – পর্ব ছয়’ থেকে আমরা জেনেছিলামঃ সপ্তম শতাব্দীতে পৃথিবীতে দু’টো পরাশক্তি ছিল। একটি রোম অপরটি পারস্য (আজকের ইরান)।
৬১৬ খ্রীস্টাব্দে এই দুই পরাশক্তির মাঝে প্রচন্ড যুদ্ধ বাঁধে। এ যুদ্ধে পারসীয়ানরা রোমানদের পরাজিত করে বৃহত্তর সিরিয়া ও মিশর দখল করে নেয়।
যুদ্ধের পরপরই কোরআন ভবিষ্যৎবাণী করেছিল এই বলে যে, রোমানরা কয়েক বছরের মধ্যেই (৩ থেকে ১০ এর মধ্যবর্তী এক বছরে) আবার বিজয়ী হবে এবং বাস্তবে তাই হয়েছিল।
৬২২ খ্রীস্টাব্দে দুই পরাশক্তির মাঝে আবার যুদ্ধ বাঁধে আর এতে সত্যি সত্যি রোমানরা বিজয়ী হয়। যে আয়াতের মাধ্যমে আল্লাহ তা’আলা রোমানদের যুদ্ধে বিজয়ী হবার সুসংবাদ দিয়েছিলেন সে আয়াতখানা হলোঃ
“রোমকরা পরাজিত হয়েছে, নিকটবর্তী এলাকায় এবং তারা তাদের পরাজয়ের পর অতিসত্বর বিজয়ী হবে, কয়েক বছরের মধ্যে। অগ্র পশ্চাতের কাজ আল্লাহর হাতেই। সেদিন মুমিনগণ আনন্দিত হবে।” [সূরা আর-রূম:২-৪]
উল্লেখিত আয়াতে (আয়াত -৩) মহান রব আরবী শব্দ ‘আদনি’ أدنى ব্যবহার করেছেন। এ শব্দটির দু’টো অর্থ করা যেতে পারে।
একটি হোল ‘নিকটবর্তী’ আর অপরটি হোল ‘নিন্মতম বা সর্বনিন্ম’।
Advertisement
যে স্থানে রোমান ও পারসীয়ানদের মাঝে মূল যুদ্ধ সংগঠিত হয়েছিল সে স্থানটি কোথায় জানেন? সে স্থানটি হোলঃ ওয়েস্ট বেংক ও জর্ডানের সীমান্তবর্তী অঞ্চল যেখানে মৃত সাগর বা Dead Sea অবস্থিত।
ভূবিজ্ঞানের সাম্প্রতিক আবিষ্কার থেকে আমরা জানতে পেরেছি, এ অঞ্চলটিই পৃথিবীর সর্বনিন্ম অঞ্চল। মৃত সাগর তীর (Sea Shore) সমূদ্র স্তর বা সি লেভেল থেকে প্রায় ৪১৮ মিটার নীচে অবস্থিত। এটিই পৃথিবীর সর্বনিন্ম অঞ্চল।
কখন যুদ্ধ সংগঠিত হবে, কে যুদ্ধে জিতবে, কোথায় মূল যুদ্ধ সংগঠিত হবে তা কি একজন মানুষের পক্ষে আগাম বলে দেয়া সম্ভব? কখনোই নয়।
Advertisement 5
Advertisement 2
- সিজারের পর কতদিন পর্যন্ত ব্লিডিং হয়,বাচ্চা হওয়ার কতদিন পর মাসিক হয়
- সমাজকর্মী নিয়োগ পরিক্ষার সাজেশন, Social worker Job Examination Suggestions
- রেলওয়ে ও NSI SI চাকরির পরীক্ষার জন্য কমন, কমন রেলওয়ে ও NSI SI চাকরির পরীক্ষার জন্য
- ভিপিএন কী, ভিপিএন ব্যবহারের অসুবিধা ও সুবিধা
- বিশ্বের সবচেয়ে বিখ্যাত মহিলা, বিশ্বের সেরা ১০ বিখ্যাত মহিলা
Advertisement 2
Advertisement 3