মামলা ও রীট পার্থক্য, মামলা ও রীট তুলনামূলক আলোচনা, রীট ও মামলা মধ্যে পার্থক্য, মামলা ও রীট কাকে বলে,তুলনা করি: মামলা ও রীট আলোচনা

প্রশ্ন সমাধান: মামলা ও রীট পার্থক্য, মামলা ও রীট তুলনামূলক আলোচনা, রীট ও মামলা মধ্যে পার্থক্য, মামলা ও রীট কাকে বলে,তুলনা করি: মামলা ও রীট আলোচনা

রিট আর মামলার মধ্যে পার্থক্য কি আমাদের মধ্যে যারা আইনি ঝামেলায় পড়ে থাকেন বা আইনি ঝামেলা সংক্রান্ত বিষয় নিয়ে কাজ করে থাকে তাদের কাছে রিড এবং মামলা দুটি আলাদা বিষয় আজকের আর্টিকেলটিতে আমরা এবং মামলার মধ্যে পার্থক্য কি জানার চেষ্টা করব।

দুটির মধ্যে পার্থক্য জানতে হলে আপনাকে প্রথমে জানতে হবে রিট আসলে কি আবার মামলা কি যদি আপনি দুটি বিষয় সম্পর্কে পরিস্কার ভাবে জানেন তাহলে আপনি দুটি বিষয়ের মধ্যে সহজে পার্থক্য নির্ধারণ করতে পারবেন।

তো চলুন প্রথমে বিষয় দুটির সম্পর্কে একটু জেনে নেয়া যাক পরবর্তীতে বিষয় দুটির মধ্যে পার্থক্য আপনি নিজেও বের করতে পারবেন আর পার্থক্য সম্পর্কে আমরা কিছু তথ্য তুলে ধরবো।


আরো ও সাজেশন:-

রিট কি

রিট শব্দের অর্থ হলো আদালত বা যথাযথ কর্তৃপক্ষ কর্তৃক ঘোষিত বিধান আদেশ বা নির্দেশ। রিসিটের মাধ্যমে হাইকোর্ট কোন ব্যক্তি বা প্রতিষ্ঠানকে কোন কাজ করতে বা কোন কাজ করা থেকে বিরত থাকার নির্দেশ দিয়ে থাকে। সর্বপ্রথম রিড এর উদ্ভব হয়েছে ইল্যান্ডে।

বিষয়টি আরেকটু সহজ করে বলে আদালত করতে কোন কাজ করতে নিষেধ করা হলে আদালত কর্তৃক কোন কিছু করাকে নিষেধ করা হলে বা কোন কিছু করার পথে বাধা প্রদান করলে তখন আদালতে একটি রিট প্রকাশ করে থাকে যার মাধ্যমে কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান বন্ধ করতে বাধ্য থাকে

মামলা কি

মামলা হলো কোনো ঘটনায় আদালতের কাছে বিচার চাওয়ার প্রক্রিয়া। অপরাধের যেমন ধরন রয়েছে, ঠিক তেমনই মামলা ও আদালতেরও ধরন রয়েছে। সকল অপরাধের জন্য সকল মামলা হয় না। এছাড়াও আইনের মারপ্যাঁচে মামলা করার প্রক্রিয়াও বেশ জটিল।

[ বি:দ্র: নমুনা উত্তর দাতা: রাকিব হোসেন সজল ©সর্বস্বত্ব সংরক্ষিত (বাংলা নিউজ এক্সপ্রেস)]

মামলা সহজ ভাষায় বলতে গেলে আদালতের কাছে আপনি কারো প্রতি নালিশ করেছে কে কোন ধরনের অপরাধ করেছে কোন অপরাধের শাস্তি কি রকম। আদালতের তার একটি নির্দেশনা রয়েছে আপনি একজন অপরাধীর বিরুদ্ধে আদালতের নির্দেশনা বা আদালতের নিয়মাবলী রয়েছে তার মধ্য থেকে তার বিরুদ্ধে অভিযোগ জানাতে পারবেন বা তার উপর বিচার চাইতে পারবেন।

রিট আর মামলার মধ্যে পার্থক্য কি

আমরা ইতিমধ্যে রিট আবেদনটি এবং আমরা জানতে পেরেছি যে মামলা আসলে কি যখন কোন ব্যক্তি কোন প্রতিষ্ঠান কোন ব্যক্তির কাজের উপর আদালতের হস্তক্ষেপ কামনা করে উক্ত কাজটি বাধাগ্রস্থ করতে তখন আদালত উক্ত কাজের বিবেচনা করে রিট আবেদন করে থাকেন।

রিট আবেদনের মাধ্যমে উক্ত ব্যক্তি বা প্রতিষ্ঠানকে স্টিকার করতে পারেনা রিট আবেদনের পর কাজটি ওখানে থমকে থাকে পরবর্তীতে রিট আবেদন তুলে নেয়া হলে ঐ কাজটি করতে পারেন।

অপরদিকে মামলা হচ্ছে একজনের প্রতি আরেকজনের বিচার প্রক্রিয়া বা বিচার চাওয়ার তাই রিট আবেদন আর মামলার মধ্যে পার্থক্য রয়েছে রিট আবেদনের মাধ্যমে একজনের প্রতি সাধারণত নিষেধাজ্ঞা দেয়া হয়ে থাকে আর মামলার মাধ্যমে একজনের প্রতি অভিযোগ বা শাস্তি কামনা করা হয়ে থাকে।

আমাদের এই আর্টিকেলটিতে আমরা তথ্যগুলো একেবারেই নিজস্ব ভাষায় সহজ ভাষায় উপস্থাপনের চেষ্টা করেছে তবে আমাদের আর্টিকেল এছাড়া আপনি কিন্তু আরও আর্টিকেল রয়েছে তাদের মাধ্যমে তাদের থেকে জেনে নিতে পারেন এই বিষয়গুলো সম্পর্কে ?


Paragraph/Composition/Application/Email/Letter/Short Storiesউত্তর লিংক
ভাবসম্প্রসারণ/প্রবন্ধ, অনুচ্ছেদ/ রচনা/আবেদন পত্র/প্রতিবেদন/ চিঠি ও ইমেলউত্তর লিংক

সাধারণত যেকোন বিষয়ে হোক সেটা দেওয়ানী অথবা ফৌজদারী মামলা হাইকোর্টের অধিন্যস্ত দেওয়ানী/ফৌজদারী আদালতে করা হয় শুধু মাত্র কিছু মামলা আছে যেগুলোতে সরাসরি হাইকোর্টে যেতে হয়। যেমন, কোম্পানী সংক্রান্ত মামলা, খ্রিস্টান বিবাহ সংক্রান্ত মামলা, কপি রাইট মামলা, এডমিরালটি বা সমুদ্রগামী জাহাজ সংক্রান্ত মামলা। রিট সংবিধানের ১০২ অনুচ্ছেদ অনুসারে যেকোন নাগরিক রিট আবেদন করতে পারেন।

রিটের বিষয়টি মামলার মত হলেও মৌলিক একটি পার্থক্য আছে। আমরা মামলা করি প্রচলিত আইনের অধীনে হাইকোর্টের অধিন্যস্ত কোর্টে কিন্তু অনেক ক্ষেত্রে দেখা যায়, কোন আইনের অধীনে উক্ত সমস্যার কোন প্রতিকার পাওয়া যাচ্ছে না। কিন্তু কোন ব্যক্তি বা প্রতিষ্ঠানের ওপর অন্যায় করা হচ্ছে। তখন ক্ষতিগ্রস্ত পক্ষ জনস্বার্থে এর প্রতিকার চেয়ে হাইকোর্টে আবেদন করতে পারে যাকে রীট বলা হয়। বিষয়টি পর্যালোচনা করে হাইকোর্ট সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে প্রয়োজনীয় নির্দেশ দেন। আবার কেউ যদি মনে করেন সরকারের প্রণীত কোন আইন প্রচলিত অন্য আইনের পরিপন্থী বা সংবিধানের সাথে সাংঘর্ষিক, সে ক্ষেত্রেও আইনটিকে চ্যালেঞ্জ করে রিট করা যায়।যিনি মামলা করার যোগ্যতা রাখেন তিনি রীট ও করতে পারবেন। তবে খেয়াল রাখতে হবে যে বিষয়ে রীট করতে চান সে বিষয়ের প্রতিকার সরাসরি অন্য আইনে উল্লেখ নেই।

প্রশ্ন ও মতামত জানাতে পারেন আমাদের কে ইমেল : info@banglanewsexpress.com

আমরা আছি নিচের সামাজিক যোগাযোগ মাধ্যমে গুলোতে ও

Leave a Comment