মাধ্যমিক ৭ম/সপ্তম শ্রেণির বাংলাদেশ ও বিশ্বপরিচয় ৪র্থ সপ্তাহের অ্যাসাইনমেন্টের সমাধান ২০২২,৭ম শ্রেণির বাংলাদেশ ও বিশ্বপরিচয় ৪র্থ সপ্তাহের অ্যাসাইনমেন্টের সমাধান ২০২২, class 7 bangladesh and world identity solution (4th week) 2022

Advertisement

শ্রেণি: ৭ম/ 2022 বিষয়: বাংলাদেশ ও বিশ্বপরিচয় এসাইনমেন্টেরের উত্তর 2022
এসাইনমেন্টের ক্রমিক নংঃ 02
বাংলা নিউজ এক্সপ্রেস// https://www.banglanewsexpress.com/

সকল প্রকার সাজেশন: পিএসসি,জেএসসি,এসএসসি, এইচএসসি, অনাস , ডিগ্রী


এসাইনমেন্ট শিরোনামঃ বাংলাদেশের সাংস্কৃতিক বৈচিত্র্য: বাংলাদেশের প্রচলিত রেওয়াজ হতে সংস্কৃতির চিহ্নিত এবং বৈচিত্রের কারন উল্লেখ করে গ্রাম শহর ও বাঙালি ক্ষুদ্র নৃ গোষ্ঠীর মধ্যে সাংস্কৃতিক ভিন্নতা নিরূপণ

শিখনফল বিষয়বস্তু:

  • ধর্ম ভাষাও সম্প্রদায় বিচারে বাংলাদেশের সাংস্কৃতিক কেমন তা ব্যাখ্যা করতে পারবে;
  • বাংলাদেশের গ্রাম ও শহরের সংস্কৃতি সম্পর্কে বর্ণনা করতে পারবে;
  • বাংলাদেশের লোক সংস্কৃতি ও এর উপাদান বর্ণনা করতে পারবে;
  • বাংলাদেশের নৃগুষ্টি সংস্কৃতি জীবন সম্বন্ধে বর্ণনা করতে পারবে;

অ্যাসাইনমেন্ট প্রয়োজনীয় নির্দেশনা:

নিচের ধাপ অনুসরণ করে অ্যাসাইনমেন্ট সম্পন্ন করতে হবে।

  1. আমাদের প্রচলিত রীতি রেওয়াজ দেখে আমাদের সংস্কৃতির চিহ্নিত করতে হবে
  2. ধর্ম, ভাষা, সম্প্রদায় বিচারে আমাদের সংস্কৃতির বৈচিত্র ব্যাখ্যা করতে হবে।
  3. গ্রাম ও শহরের মধ্যে সাংস্কৃতিক ভিন্নতা ব্যাখ্যা করতে হবে।
  4. বাঙালি এবং ক্ষুদ্র নৃগোষ্ঠী সাংস্কৃতিক জীবন ধারার মধ্য হতে কমপক্ষে চারটি ভিন্ন তা নির্ধারণ করে প্রমাণ করতে হবে যে এদের মধ্যে সাংস্কৃতিক ভিন্নতা রয়েছে।

AVvXsEiUetiS3NTEltVcY9q4rhbU1rs35pgspbzEVK1SWrRjt i5vYtwTrMjgNbYcmER24GHleP17LvmAGl7ph14HRVacu6fInek8XDO9pMxX93n8e

Advertisement 5

খ) সাংস্কৃতিক ভিন্নতা চিহ্নিতকরণ :

ধর্ম, ভাষা, সম্প্রদায় বিচারে সাংস্কৃতিক ভিন্নতা নিচে তুলে ধরা হলাে :

Advertisement

১.ধর্ম বিচারে সাংস্কৃতিক ভিন্নতাঃ ধর্ম মানুষের ব্যক্তি ও সমাজ জীবনে খুবই বড় ভূমিকা পালন করে এক এক ধর্মের এক এক উৎসব যেমন মুসলমানদের ঈদ উৎসব , হিন্দুদের দুর্গা পুজা , বৌদ্ধদের বৌদ্ধ পূর্ণিমা, খ্রিষ্টানদের বড় দিন ইত্যাদি।

২. ভাষা বিচারে সাংস্কৃতিক ভিন্নতাঃ বাংলাদেশের অধিকাংশ বাংলা ভাষায় কথা বলে । অপরদিকে চাকমা, মারমা, গারাে, খাসিয়া ইত্যাদি ক্ষুদ্র নৃ – জাতিগােষ্ঠীর মানুষদের ভিন্ন ভিন্ন ভাষা রয়েছে। এদেশের মানুষের প্রধান ভাষা বাংলা হলেও এই ভাষার মধ্যে দিনে দিনে অনেক ভাষার মিশ্রণ ঘটেছে। বাংলা ভাষায় খোঁজ করলে পাওয়া যায় অস্ট্রিক, দ্রাবিড়, সংস্কৃত অনেক বিদেশী ভাষার মিশ্রণ। অনেক বিদেশী ভাষার মিশ্রণ স্কুত ইত্যাদি ইত্যাদি।

৩. সম্প্রদায় বিচারে সাংস্কৃতিক বৈচিত্র : ধর্ম এবং ভাষার মতাে সম্প্রদায়ের দিক থেকেও সাংস্কৃতিক বৈচিত্র্য দেখা যায় বাংলাদেশে। এদেশের ধর্ম সম্প্রদায়গুলাে দর্শনীয় আচার অনুষ্ঠান ছাড়াও প্রত্যেকের আলাদা সামাজিক জীবন যাপন পদ্ধতি আছে। সামাজিক আচার অনুষ্ঠান পালনে এক এক সম্প্রদায়ের এক এক ধরনের নিয়ককানুন পালনে রয়েছে ভিন্নতা।

[ বি:দ্র: নমুনা উত্তর দাতা: রাকিব হোসেন সজল ©সর্বস্বত্ব সংরক্ষিত (বাংলা নিউজ এক্সপ্রেস)]

গ) গ্রাম ও শহরের সংস্কৃতির উপাদান : গ্রাম ও শহরের মধ্যে ৪ টি সাংস্কৃতিক ভিন্নতা চিহ্নিত করে নিচে ব্যাখ্যা করা হলাে :

১. পেশাগত সাংস্কৃতিক ভিন্নতা : গ্রামের মানুষ নানা ধরনের পেশার সাথে যুক্ত। যে সব পেশাজীবী গ্রামে বাস করে তাদের মধ্যে উল্লেখযােগ্য হচ্ছে কৃষক , জেলে, তাঁতি, কামার । কুমার, মাঝি, দর্জি, কবিরাজ, ডাক্তার ইত্যাদি। অপরদিকে শহরের মানুষ শিক্ষকতা, ডাক্তারি ব্যবসা, শিল্প প্রতিষ্ঠান পরিচালনা ইত্যাদি পেশার সাথে যুক্ত আচাডেম্য।

২. পােষাকগত সাংস্কৃতিক ভিন্নতা : একসময় গ্রামের মানুষ সাধারণ পােশাক পরতেন । পুরুষেরা লুঙ্গি পরে থালি গায়ে অথবা গেঞ্জি বা ফতুয়া পরে কৃষি কাজ করেন। মেয়েরা সাধারণত সুতির শাড়ি পরিধান করে। কিশাের ছেলেরা লুঙ্গি – শার্টের পাশাপাশি প্যান্ট শার্ট পরিধান করে। মেয়েরা ফ্রক, সালােয়ার কামিজ আর শাড়ি পড়ে । পক্ষান্তরে শহরের মানুষের মধ্যে পােষাকগত বেশ পরিবর্তন লক্ষ্য করা যায়। পুরুষেরা প্যান্ট, শার্ট, কোট টি – শার্ট পরিধান করে আর মেয়েরা শাড়ি সালােয়ার কামিজ এবং আধুনিক পােষাক পরিধান করতে স্বাচ্ছন্দবােধ করে।

৩. সাংস্কৃতিক অনুষ্ঠানগত পার্থক্য ; গ্রামের মানুষেরা বিভিন্ন পালা পার্বন, যাত্রা, লাঠিখেলা, নৌকাবাইচ ইত্যাদি সাংস্কৃতিক অনুষ্ঠানে আয়ােজন করে থাকে। শহরের মানুষেরা বিভিন্ন পার্টি, বিভিন্ন ধরনের কনসার্ট , সিনেমা দেখা ইত্যাদি মাধ্যমে অবসর সময় পার করে থাকে।

৪। থাদ্যাভাসগত পার্থক্যঃ গ্রামের মানুষ সাধ্যমতাে মাছ ভাত শাকসবজি, ডাল ইত্যাদি থায় । নানা ধরনের পিঠাপুলি তৈরি হয়। গ্রামের অনেক শাকসবজি ফুলিয়ে নিজেদের থাবারের চাহিদা মিটিয়ে বিক্রি করে থাকে। ভাত, মাছ মাংস থেলেও শহুরে মানুষের থাবারে কিছুটা ভিন্নতা রয়েছে। শহরের মানুষের অনেকেই ফাস্ট ফুডের দোকানে যায়। তাদের অনেকের কাছে স্যান্ডউইচ, বার্গার ইত্যাদি।

[ বি:দ্র: নমুনা উত্তর দাতা: রাকিব হোসেন সজল ©সর্বস্বত্ব সংরক্ষিত (বাংলা নিউজ এক্সপ্রেস)]

ঘ) বাঙালি সংস্কৃতি ও ক্ষুদ্র নৃগােষ্ঠীর সংস্কৃতির মধ্যে ভিন্নতা নিরূপণ

১। উৎসবগত ভিন্নতা : বাঙালি সংস্কৃতি ঘুদ্র নৃগােষ্ঠীর সংস্কৃতির উৎসবগত ভিন্নতা স রয়েছে । বাঙালি উৎসব গুলাের মধ্যে চৈত্র সংক্রান্তি নববর্ষ পহেলা ফাল্গুন ইত্যাদি উল্লেখযােগ্য অপরদিকে ক্ষুদ্র নৃগােষ্ঠীর সংস্কৃতির মধ্যে বৈসুক, বিজু, বৈসাবি ইত্যাদি উৎসব অন্যতম।

২। লােকবিশ্বাসগত ভিন্নতা): পূর্বে গ্রাম বাংলার মানুষের মাঝে লােকবিশ্বাস প্রবনতা বেশি থাকলেও বর্তমানে বাঙালি সংস্কৃতিতে আধুনিকতার ছোঁয়ায় তা দিন দিন উঠে যাচ্ছে । অপরদিকে অন্য সব ক্ষুদ্র নৃগােষ্ঠীর মতাে বাংলাদেশের ক্ষুদ্র নৃগােষ্ঠীর মানুষের মধ্যে নানাধরনের বিশ্বাস কাজ করে ।

৩। পােশাকগত ভিন্নতা : বাঙালি সংস্কৃতিতে বাঙালিরা সাধারণত পুরুষেরা লুঙ্গি, প্যান্ট, গেঞ্জি , মেয়েরা শাড়ি , সেলােয়ার কামিজ ইত্যাদি পরিধান করে । পক্ষান্তরে ক্ষুদ্র নৃগােষ্ঠীর সদস্যরা সিনােন, থামি, ওরাওঁরা ও শার্ট পরিধান করে ।

৪। খাদ্যগত ভিন্নতা : বাঙালি সংস্কৃতিতে যারা যার ধর্ম মতে হালাল থাবার গ্রহণ করে থাকে। পক্ষান্তরে কোনাে কোনাে ক্ষুদ্র নৃগােষ্ঠীর মানুষ বিশ্বাস করে একটি নির্দিষ্ট প্রাণী হচ্ছে তাদের গােত্রের প্রতীক। পাবর্ত্য চট্টগ্রামের ক্ষুদ্র নৃগােষ্ঠীর নাম্বি বা সিদোল অতি প্রিয় | ভাত থেকে বিশেষ প্রক্রিয়ায় তৈরি এক ধরনের পানীয় অধিকাংশ নৃগােষ্ঠীর মানুষের কাছে বিশেষ প্রিয়।

[ বি:দ্র: নমুনা উত্তর দাতা: রাকিব হোসেন সজল ©সর্বস্বত্ব সংরক্ষিত (বাংলা নিউজ এক্সপ্রেস)]


প্রশ্ন ও মতামত জানাতে পারেন আমাদের কে ইমেল : info@banglanewsexpress.com

আমরা আছি নিচের সামাজিক মাধ্যম গুলোতে ও

Advertisement 2


অন্য সকল ক্লাস এর অ্যাসাইনমেন্ট উত্তর সমূহ :-

  • ভোকেশনাল ও দাখিল ভোকেশনাল (১০ম শ্রেণির) অ্যাসাইনমেন্ট উত্তর লিংক
  • SSC ও দাখিল এসাইনমেন্ট উত্তর লিংক
  • HSC ও Alim এসাইনমেন্ট উত্তর লিংক
  • HSC (বিএম-ভোকে- ডিপ্লোমা-ইন-কমার্স) ১১শ ও ১২শ শ্রেণির অ্যাসাইনমেন্ট উত্তর লিংক
  • Class: 6 To 10 Assignment Answer Link

৬ষ্ঠ শ্রেণীর এ্যাসাইনমেন্ট উত্তর , ৭ম শ্রেণীর এ্যাসাইনমেন্ট উত্তর,

৮ম শ্রেণীর এ্যাসাইনমেন্ট উত্তর , ৯ম শ্রেণীর এ্যাসাইনমেন্ট উত্তর

১০ম শ্রেণীর এ্যাসাইনমেন্ট উত্তর

Advertisement 2


উন্মুক্ত বিশ্ববিদ্যালয় SSC এসাইনমেন্ট :উন্মুক্ত বিশ্ববিদ্যালয় HSC এসাইনমেন্ট
বিজ্ঞান ১ম ও ২য় বর্ষের এসাইনমেন্ট লিংক
ব্যবসায় ১ম ও ২য় বর্ষের এসাইনমেন্ট লিংক
মানবিক ১ম ও ২য় বর্ষের এসাইনমেন্ট লিংক
মানবিক ১ম ও ২য় বর্ষের এসাইনমেন্ট লিংক
বিজ্ঞান ১ম ও ২য় বর্ষের এসাইনমেন্ট লিংক
ব্যবসায় ১ম ও ২য় বর্ষের এসাইনমেন্ট লিংক

বাংলা নিউজ এক্সপ্রেস// https://www.banglanewsexpress.com/

Advertisement 5



Advertisement 3

Leave a Comment