মাধ্যমিক ৬ষ্ঠ/ষষ্ঠ শ্রেণির তথ্য ও যোগাযোগ প্রযুক্তি ৬ষ্ঠ সপ্তাহের অ্যাসাইনমেন্টের সমাধান ২০২২,৬ষ্ঠ শ্রেণির তথ্য ও যোগাযোগ প্রযুক্তি ৬ষ্ঠ সপ্তাহের অ্যাসাইনমেন্টের সমাধান ২০২২, class 6 information and communication technology solution (6th week) 2022, class 6 information and communication technology answer 2022 [6th week information and communication technology solution 2022]

মাধ্যমিক ৬ষ্ঠ/ষষ্ঠ শ্রেণির তথ্য ও যোগাযোগ প্রযুক্তি ৬ষ্ঠ সপ্তাহের অ্যাসাইনমেন্টের সমাধান ২০২২,৬ষ্ঠ শ্রেণির তথ্য ও যোগাযোগ প্রযুক্তি ৬ষ্ঠ সপ্তাহের অ্যাসাইনমেন্টের সমাধান ২০২২, class 6 information and communication technology solution (6th week) 2022

শিক্ষা Assignment পরীক্ষা প্রস্তুতি

Google Adsense Ads

শ্রেণি: ৬ষ্ঠ/ 2022 বিষয়: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি এসাইনমেন্টেরের উত্তর 2022
এসাইনমেন্টের ক্রমিক নংঃ 01
বাংলা নিউজ এক্সপ্রেস// https://www.banglanewsexpress.com/

সকল প্রকার সাজেশন: পিএসসি,জেএসসি,এসএসসি, এইচএসসি, অনাস , ডিগ্রী


এসাইনমেন্ট শিরোনামঃ তথ্য ও যোগাযোগ প্রযুক্তির দৈনন্দিন ব্যবহারের আমাদের জীবনযাত্রার পরিবর্তন।

শিখনফল বিষয়বস্তু:

  • কোথায় কোথায় তথ্য ও প্রযুক্তি ব্যবহার করা যেতে পারে তা বর্ণনা করতে পারবে।
  • নিজের স্কুলে তথ্য ও যোগাযোগ প্রযুক্তির ব্যবহার নিয়ে একটি পোস্টার তৈরি করতে পারবে।

নির্দেশনা :

অ্যাসাইনমেন্ট সম্পন্ন করার জন্য নিচের ধাপগুলো অনুসরণ করতে পারবে।
১. ব্যক্তিগত সামাজিক যোগাযোগের তথ্য ও প্রযুক্তি ব্যবহার বর্ণনা
২. শিক্ষাক্ষেত্রে তথ্য ও যোগাযোগ প্রযুক্তির ব্যবহার ব্যাখ্যা।
৩. চিকিৎসা ক্ষেত্রে তথ্য ও যোগাযোগ প্রযুক্তির ভূমিকা ব্যাখ্যা।
৪. ব্যাংকিং ও তথ্য যোগাযোগ প্রযুক্তির গুরুত্ব ব্যাখ্যা


( ক ) নং প্রশ্নের উত্তরঃ ব্যক্তিগত ও সামাজিক যোগাযোগের ক্ষেত্রে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি :


ব্যক্তিগত ও সমাজ জীবনে সহজে যোগাযোগের ক্ষেত্রে তথ্য ও যোগাযোগ প্রযুক্তির ব্যবহার অনস্বীকার্য্য। এক্ষেত্রে মোবাইল ফোন একটি গুরুত্বপূর্ণ প্রযুক্তি। মোবাইলে কথা বলা বা এসএমএস দেওয়ার মাধ্যমে যোগাযোগ বৃদ্ধি পায়। মোবাইলে ইন্টারনেট ব্যবহার করে ই – মেইল বা চ্যাটিং করা যায়।

[ বি:দ্র: নমুনা উত্তর দাতা: রাকিব হোসেন সজল ©সর্বস্বত্ব সংরক্ষিত (বাংলা নিউজ এক্সপ্রেস)]

শুধু মোবাইল ফোন দিয়েই আমরা আজকাল একে অন্যের সাথে অনেক বেশি যোগাযোগ করতে পারি। তার সাথে এসএমএস , ই – মেইল , চ্যাটিং এমন কী সামাজিক যোগাযোগ নেটওয়ার্কের কথা যদি বিবেচনা করি তাহলে দেখতে পাবে যোগাযোগের ক্ষেত্রে একটা অনেক বড় পরিবর্তন এসেছে। সুতরাং , একথা বলার অপেক্ষা রাখে না যে , তথ্য ও যোগাযোগ প্রযুক্তি ব্যক্তিগত ও সামাজিক জীবনকে সহজ ও গতিশীল করেছে।


( খ ) নং প্রশ্নের উত্তরঃ শিক্ষাক্ষেত্রে প্রযুক্তির ব্যবহার :

শিক্ষাক্ষেত্রে এখন মাল্টিমিডিয়া প্রজেক্টরের সাহায্যে পড়াশুনার অনেক চমকপ্রদ ভিডিও দেখানো যায় , বিজ্ঞানের বিষয়গুলোকে বড় স্ক্রিনে প্রদর্শন করা যায় , শিক্ষার্থীরা এখন পরীক্ষার হলে গিয়ে খাতায় লেখার পরিবর্তে সরাসরি পরীক্ষায় অংশগ্রহণ করতে পারছে। বর্তমানে শিক্ষার্থীরা একটি জায়গায় অবস্থান করেও দেশ – বিদেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ভর্তির আবেদন করতে পারে প্রযুক্তির কল্যাণে।

[ বি:দ্র: নমুনা উত্তর দাতা: রাকিব হোসেন সজল ©সর্বস্বত্ব সংরক্ষিত (বাংলা নিউজ এক্সপ্রেস)]

এখন হয়তো শিক্ষার্থীদের স্কুলে ব্যাগ বোঝাই করে বই নিয়ে যেতে হয় , কিছুদিন পর তাও হয়তো প্রয়োজন হবে না। একটি ই – বুকের কল্যাণে তার তাদের সকল পাঠ্যবই ই – বুক আকারে সাথে নিয়ে ঘুরতে পারবে। এমনকি শুধু পাঠ্যবই নয় , লাইব্রেরির অনেক প্রয়োজনীয় বই এখন তারা প্রযুক্তির আশীর্বাদে ই – বুক আকারে সাথে নিয়ে ঘুরছে। এভাবেই শিক্ষাক্ষেত্রে প্রযুক্তিকে ব্যবহার করা হচ্ছে। সুতরাং , শিক্ষাক্ষেত্রে প্রযুক্তির ভূমিকা অপরিসীম।

( গ ) নং প্রশ্নের উত্তরঃ চিকিৎসাক্ষেত্রে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি :

আজকাল আইসিটি ব্যবহার না করে চিকিৎসার কথা কল্পনাও করা যায় না। কেউ যদি হাসপাতালে চিকিৎসা নিতে যায় , তখন তার সব ধরনের তথ্য সংরক্ষণ থেকে শুরু করে তার চিকিৎসার বিভিন্ন খুটিনাটি আইসিটি ব্যবহার করে সংরক্ষণ করা সম্ভব । দূর থেকে টেলিফোন ব্যবহার করেও স্বাস্থ্য সেবা দেওয়া যায়।

সেটার নাম দেওয়া হয়েছে টেলিমেডিসিন। কম্পিউটার দ্বারা রোগ নির্ণয় ও ওষুধের মান নিয়ন্ত্রণের কাজ করলে ভুল হবার সম্ভাবনা কম থাকে। এছাড়া কম্পিউটার নিয়ন্ত্রিত স্ক্যানার মস্তিষ্ক ও শরীরের অন্যান্য গুরুত্বপূর্ণ অংশ সূক্ষভাবে পরীক্ষা করে কোথাও কোনো অস্বাভাবিকতা আছে কিনা তা বলে দিতে পারে। এছাড়াও বর্তমানে ক্যান্সার রোগের চিকিৎসা ও টিউমারের গঠন প্রকৃতি সম্পর্কে কম্পিউটারের সাহায্যে গবেষণা করা যাচ্ছে।

[ বি:দ্র: নমুনা উত্তর দাতা: রাকিব হোসেন সজল ©সর্বস্বত্ব সংরক্ষিত (বাংলা নিউজ এক্সপ্রেস)]


( ঘ ) নং প্রশ্নের উত্তরঃ ব্যাংকিং – এ তথ্য ও যোগাযোগ প্রযুক্তির গুরুত্বঃ


একটা সময় ছিল যখন মানুষকে ব্যাংক থেকে টাকা তুলতে সেই ব্যাংকে যেতে হতো , যেখানে তার ব্যাংক অ্যাকাউন্টটি খোলা হয়। কিন্তু আধুনিকতার ছোঁয়ায় ব্যাংকিং – এর ক্ষেত্রেও বৈপ্লবিক পরিবর্তন নিয়ে এসেছে। ব্যাংকিং ক্ষেত্রে ইন্টারনেট ব্যবহারের ফলে এখন প্রায় সব ব্যাংক অনলাইন হয়ে গেছে। ফলে ঐ সমস্ত ব্যাংকের গ্রাহকরা ঐ ব্যাংকের যে কোনো শাখা হতে টাকা তুলতে পারেন।

এমনকি ব্যাংক কার্ড দিয়ে এটিএম মেশিন থেকে যেকোনো সময় টাকা তোলা যায়। ইদানিং মোবাইল টেলিফোন ব্যবহার করেও ব্যাংকিং শুরু হয়েছে। অনলাইন ব্যাংকিং দিয়ে দিনরাত চব্বিশ ঘন্টার যেকোনো সময় টাকা তোলা যায়। আবার যে সব ব্যাংক অনলাইন হয়ে গেছে সেগুলোতে দেশের যেকোনো শাখা হতে টাকা তোলা যায়। পরিশেষে বলা যায় , তথ্য ও যোগাযোগ প্রযুক্তি ব্যাংকিং এর ক্ষেত্রকে অধিকতর গতিশীল করেছে। মানুষের নিকট ব্যাংকিংকে অতি সহজ করে দিয়েছে।

[ বি:দ্র: নমুনা উত্তর দাতা: রাকিব হোসেন সজল ©সর্বস্বত্ব সংরক্ষিত (বাংলা নিউজ এক্সপ্রেস)]


প্রশ্ন ও মতামত জানাতে পারেন আমাদের কে ইমেল : info@banglanewsexpress.com

আমরা আছি নিচের সামাজিক মাধ্যম গুলোতে ও


অন্য সকল ক্লাস এর অ্যাসাইনমেন্ট উত্তর সমূহ :-

  • ভোকেশনাল ও দাখিল ভোকেশনাল (১০ম শ্রেণির) অ্যাসাইনমেন্ট উত্তর লিংক
  • SSC ও দাখিল এসাইনমেন্ট উত্তর লিংক
  • HSC ও Alim এসাইনমেন্ট উত্তর লিংক
  • HSC (বিএম-ভোকে- ডিপ্লোমা-ইন-কমার্স) ১১শ ও ১২শ শ্রেণির অ্যাসাইনমেন্ট উত্তর লিংক
  • Class: 6 To 10 Assignment Answer Link

৬ষ্ঠ শ্রেণীর এ্যাসাইনমেন্ট উত্তর , ৭ম শ্রেণীর এ্যাসাইনমেন্ট উত্তর,

৮ম শ্রেণীর এ্যাসাইনমেন্ট উত্তর , ৯ম শ্রেণীর এ্যাসাইনমেন্ট উত্তর

১০ম শ্রেণীর এ্যাসাইনমেন্ট উত্তর


উন্মুক্ত বিশ্ববিদ্যালয় SSC এসাইনমেন্ট :উন্মুক্ত বিশ্ববিদ্যালয় HSC এসাইনমেন্ট
বিজ্ঞান ১ম ও ২য় বর্ষের এসাইনমেন্ট লিংক
ব্যবসায় ১ম ও ২য় বর্ষের এসাইনমেন্ট লিংক
মানবিক ১ম ও ২য় বর্ষের এসাইনমেন্ট লিংক
মানবিক ১ম ও ২য় বর্ষের এসাইনমেন্ট লিংক
বিজ্ঞান ১ম ও ২য় বর্ষের এসাইনমেন্ট লিংক
ব্যবসায় ১ম ও ২য় বর্ষের এসাইনমেন্ট লিংক

বাংলা নিউজ এক্সপ্রেস// https://www.banglanewsexpress.com/

Google Adsense Ads



Google Adsense Ads

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *