দিনাজপুর শিক্ষাবোর্ডে এসএসসি ফরম পূরণের সময় বৃদ্ধি সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ড দিনাজপুর এর ওয়েবসাইটে ২০২১ সালের এসএসসি পরীক্ষার ফরম ফিলাপ এর সময় বৃদ্ধি করে বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়।
মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বাের্ড, দিনাজপুর এর এসএসসি পরীক্ষা-২০২১ এর ফরমপুরণ সংক্রান্ত জরুরী বিজ্ঞপ্তিতে বলা হয়-
২০২১ সালের এসএসসি পরীক্ষার বিলম্ব ফি ছাড়া ফরমপুরণ অনিবার্য কারণবশতঃ আগামী ২৫/০৩/২০২১ পর্যন্ত বর্ধিত করা হলাে।
ফরমপূরণের সময় এসএসসি পরীক্ষার্থী সিলেক্ট করে সােনালী সেবা প্রিন্ট বের করার সময়সীমা ২৭/০৩/২০২১ তারিখ পর্যন্ত এবং প্রিন্টকৃত সােনালী সেবার মাধ্যমে ফি ব্যাংকে জমাদানের শেষ তারিখ ২৮/০৩/২০২১।
বিলম্ব ফিসহ ফরমপুরণ আগামী ২৮/০৩/২০২১ তারিখ থেকে ০৪/০৪/২০২১ তারিখ পর্যন্ত করা যাবে এবং ০৫/০৪/২০২১ তারিখের মধ্যে সােনালী সেবা বের করে ব্যাংকে ফি জমাদান করতে হবে।
উক্ত তারিখের মধ্যে সােনালী সেবার মাধ্যমে ফি ব্যাংকে জমা না করলে পরবর্তীতে আর কোন ফরম পুরণ করা যাবে না।
এ বিষয়ে প্রয়ােজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট সকল শিক্ষা প্রতিষ্ঠান প্রধানকে নির্দেশক্রমে অনুরােধ করা হলাে।
ফরমপুরণ বিজ্ঞপ্তির স্বারক নং ৪ মাউশিববাদি/পনি/পরী/এসএসসি/২০২১/৩৫১৯(২৫০), তারিখঃ ০৮/০২/২০২১ খ্রিঃ এর অন্যান্য বিধি-বিধান বলবৎ থাকবে।
মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বাের্ড, দিনাজপুর এর এসএসসি পরীক্ষা-২০২১ এর ফরমপুরণ সংক্রান্ত জরুরী বিজ্ঞপ্তিটি
নিয়োগ পরিক্ষা
- পরীক্ষার প্রশ্ন সমাধান ২০২১ সামরিক ভূমি ও ক্যান্টনমেন্ট অধিদপ্তর (DMLC) এর নিয়োগ
- Current Affairs March 2021 | কারেন্ট অ্যাফেয়ার্স মার্চ ২০২১
- কারিগরি শিক্ষা অধিদপ্তরের নিয়োগ পরীক্ষার প্রশ্ন সমাধান (বিকাল)- ২০২১
- মাত্র ২ সপ্তাহেই প্রিলি প্রস্তুতি গুছিয়ে নিবেন যেভাবে
- কারিগরি শিক্ষা অধিদপ্তরের নিয়োগ পরীক্ষার প্রশ্ন সমাধান- ২০২১।।Technical Education Department Recruitment Exam Question Solution – 2021
- কারেন্ট অ্যাফেয়ার্স মার্চ ২০২১।। Professor’s Current Affairs 2021 PDF Free Download
- LGED এর হিসাব সহকারী পদের প্রশ্ন সমাধান ২০২১, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর
- 42 তম বিসিএস প্রাথমিক প্রশ্ন সম্পূর্ণ সমাধান
- Question Full Solution 42nd BCS Preliminary
- জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা (NSI) সহকারী পরিচালক লিখিত পরীক্ষার প্রশ্ন- ২০১৯
1 thought on “মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বাের্ড এসএসসি পরীক্ষা ফরমপুরণ -২০২১”