মাঠকর্ম কাকে বলে?,মাঠকর্ম কয় প্রকার ও কি কি? , মাঠকর্ম কত প্রকার? অথবা, ব্যবহারিক প্রশিক্ষণ কত প্রকার ও কি কি?

মাঠকর্ম কাকে বলে?,মাঠকর্ম কয় প্রকার ও কি কি? , মাঠকর্ম কত প্রকার? অথবা, ব্যবহারিক প্রশিক্ষণ কত প্রকার ও কি কি?

মাঠকর্ম কাকে বলে?
উত্তর : যে অনুশীলনধর্মী প্রক্রিয়ায় কোন বিষয়ের তাত্ত্বিক জ্ঞান ও কলাকৌশল মানবকল্যাণে বাস্তব ক্ষেত্রে প্রয়োগ করা হয় তাকে মাঠকর্ম বলে।

মাঠকর্ম কয় প্রকার ও কি কি? অথবা, মাঠকর্ম কত প্রকার? অথবা, ব্যবহারিক প্রশিক্ষণ কত প্রকার ও কি কি?
উত্তর : মাঠকর্ম দুই প্রকার। যথা-
১. নির্দিষ্ট মাঠকর্ম ও
২. চলমান মাঠকর্ম ।

নির্দিষ্ট মাঠকর্ম কি?
উত্তর : শিক্ষার্থীরা যখন একটি নির্দিষ্ট সংস্থায় দু’জন তত্ত্বাবধায়কের অধীনে মাঠকর্ম সম্পন্ন করার জন্য সংযুক্ত হয় তখন তাকে নির্দিষ্ট মাঠকর্ম বলে ।

চলমান মাঠকর্ম কী?
উত্তর : চলমান মাঠকর্ম হচ্ছে সেই ধরনের ব্যবহারিক প্রশিক্ষণ যেখানে একই সাথে শ্রেণিকক্ষের শিক্ষার সাথে সাথে ব্যবহারিক শিক্ষাও অর্জিত হয়।

আরো ও সাজেশন:-

মাঠকর্মের সূচনা হয় কখন?
উত্তর : শিল্প বিপ্লবোত্তর ইংল্যান্ডের সমাজ ব্যবস্থায় দরিদ্রদের সরাসরি প্রত্যক্ষণ ও সংস্কারের মাধ্যমে মাঠকর্মের সূচনা হয় ৷

মাঠকর্মের মূল লক্ষ্য কী?
উত্তর : মাঠকর্মের মূল লক্ষ্য হলো সমাজকর্মের তাত্ত্বিক জ্ঞানকে বাস্তবে প্রয়োগ করা।

‘Field work Manual’ গ্রন্থটি কে সম্পাদনা করেছেন? অথবা, Field work Manual – কে লিখেছেন?
উত্তর : Field work Mamual – গ্রন্থটি এম এ মোমেন লিখেছেন ।

মাঠকর্মের সর্বশেষ ধাপ কোনটি?
উত্তর : প্রতিবেদন লিখন ।

সমাজকর্মে সর্বপ্রথম পেশাগত শিক্ষার গুরুত্ব উত্থাপন করেন কে?
উত্তর : Anna L. Dawes.

[ বি:দ্র: উত্তর দাতা: রাকিব হোসেন সজল ©সর্বস্বত্ব সংরক্ষিত (বাংলা নিউজ এক্সপ্রেস)]

“মাঠকর্ম অনুশীলন হলো সমাজকর্ম শিক্ষার অবিচ্ছেদ অংশ”—উক্তিটি কার?
উত্তর : “মাঠকর্ম অনুশীলন হলো সমাজকর্ম শিক্ষার অবিচ্ছেদ অংশ”—উক্তিটি করেন Hollis and Taylor:

The Social Work Dictionary কার লেখা?
উত্তর : Robert L. Barker.

মাঠকর্মে কর্ম দিবস কত দিনত্ব অথবা, মাঠকর্মের সময়কাল লিখ ।
উত্তর : ৬০ কর্ম দিবস

Leave a Comment