Google Adsense Ads
“মা”…..?????
🧟♂তাসনিম জান্নাত নাইমা🧟♂
জানিনা কি হলো
আমার পৃথিবী হঠাৎ থমকে গেল!
ছিলে তুমি পাশে,
ছড়িয়েছো শুধু আলোর প্রভা আমার আকাশে।
দুঃখ তুমি বুঝতে দাওনি কভু
বলেছিলে আমার প্রাণের বিনিময় সন্তানের প্রাণটি ছেড়ে দাও প্রভু,
নিঃসার্থকতার স্বাক্ষর শুধু তুমি রাখতে পারো
এখন মনে হয় যদি সর্বস্ব দিয়ে তোমায় ভালবাসতে পারতাম আরো।
বলেছিলে আমার চোখের পানি দুর্বল করে তোমায়
তাহলে জলদি ফিরে এসে আবার খুকি বলে ডাকো আমায়,
আমার আকাশে সারাদিন চলে তোমার রঙের মেলা
জলদি তাহলে ফিরে এসে করো সেই আকাশে খেলা।
পরিনি এখনও তোমার দেওয়া সবচেয়ে সুন্দর জামা
পরবো যখন বলবে হেসে, “তোকে অনেক সুন্দর লাগছে মা”!
আমাকে সাজানোর কতো নিত্যনতুন পথ তুমি খুজো,
তোমার ইচ্ছে মাটি দিয়ে, আমার ইচ্ছে বুঝো।
বলেছিলে সবাইকে, চাইনা আমার হীরা, রত্ন, মণি
চিরকাল শুধু পাশে চাই তোকে আমার ছোট্ট খুকুমণি।
জানি না কি হলো
আমার পৃথিবী তোমার অগোচরে লাগছে বড়ই কলো!!
Google Adsense Ads
- স্বেচ্ছাসেবক সিএসআর রিপোর্ট এর বিতর্কসমূহ বর্ণনা কর
- সিএসআর এবং কর্পোরেট কৌশল বলতে কি বুঝায়
- কর্পোরেট সামাজিক দায়বদ্ধতার সূচক সমূহ কি কি
- PSC এর উপ সহকারী পদের প্রশ্ন উত্তর pdf ২০২৫
- ব্যবসার সামাজিক দায়িত্ব বলতে কী বোঝায়,কারবারের সামাজিক দায়িত্ব বলতে কি বুঝ
Google Adsense Ads