মধ্যযুগে ইউরোপে ব্যক্তির মর্যাদা কিভাবে নিরূপণ করা হতো?, মধ্যযুগের ইউরোপীয় সমাজের তিনটি এস্টেটের নাম কী?,মধ্যযুগের ইউরোপীয় সমাজে সম্পদের উৎস কী ছিল?,জাতিবর্ণ কেমন গোষ্ঠী?

মধ্যযুগে ইউরোপে ব্যক্তির মর্যাদা কিভাবে নিরূপণ করা হতো?, মধ্যযুগের ইউরোপীয় সমাজের তিনটি এস্টেটের নাম কী?,মধ্যযুগের ইউরোপীয় সমাজে সম্পদের উৎস কী ছিল?,জাতিবর্ণ কেমন গোষ্ঠী?

সামাজিক স্তরবিন্যাস কাকে বলে?
উত্তর : সামাজিক স্তরবিন্যাস বলতে সমাজে ব্যক্তি, গোষ্ঠী এবং শ্রেণির অসম অবস্থান বা অসম মর্যাদার বিন্যাস বুঝায় ।

স্তরবিন্যাসের ভিত্তি কী?
উত্তর : সমাজস্থ মানুষের মনোভাব, অনুমোদন বা মূল্যায়নই সামাজিক স্তরবিন্যাসের ভিত্তি

সর্বজনীন সামাজিক কাঠামোর স্বাভাবিক রূপ কী?
উত্তর : সর্বজনীন সামাজিক কাঠামোর স্বাভাবিক রূপ হচ্ছে সামাজিক স্তরবিন্যাস।

সামাজিক স্তরবিন্যাসের চারটি প্রধান ধরন কী কী?
উত্তর : সামাজিক স্তরবিন্যাসের চারটি প্রধান ধরন হচ্ছে দাসপ্রথা, এস্টেট প্রথা, জাত বা জাতিবর্ণ, শ্রেণি ও মর্যাদাগোষ্ঠী।

পৃথিবীর প্রাচীন সভ্যতা কিসের উপর প্রতিষ্ঠিত ছিল?
উত্তর : পৃথিবীর প্রাচীন সভ্যতা দাসপ্রথার উপর প্রতিষ্ঠিত ছিল।

দাসের সংজ্ঞা দাও?
উত্তর : দাস হচ্ছে এমন এক ব্যক্তি যাকে সমাজের আইন এবং প্রথা অন্যের সম্পত্তি হিসেবে বিবেচনা করে।

মধ্যযুগে ইউরোপে ব্যক্তির মর্যাদা কিভাবে নিরূপণ করা হতো?
উত্তর : মধ্যযুগে ইউরোপে জন্মগতভাবেই ব্যক্তির মর্যাদা নিরূপণ করা হতো।


আরো ও সাজেশন:-

মধ্যযুগের ইউরোপীয় সমাজের তিনটি এস্টেটের নাম কী?
উত্তর : মধ্যযুগের ইউরোপীয় সমাজ অভিজাত শ্রেণি, যাজক শ্রেণি ও সাধারণ শ্রেণি এ তিনভাগে বিভক্ত ছিল।

মধ্যযুগের ইউরোপীয় সমাজে সম্পদের উৎস কী ছিল?
উত্তর : ভূমিই ইউরোপীয় মধ্যযুগের সম্পদের উৎস।

জাতিবর্ণ কেমন গোষ্ঠী?
উত্তর : জাত বা জাতিবর্ণ একটি বদ্ধগোষ্ঠী।

জাতিবর্ণ বলতে কী বুঝায়?
উত্তর : জাতিবর্ণ বলতে বুঝায় অন্তর্গোত্র বিবাহভিত্তিক এমন একটি গোষ্ঠী, যার একটি সাধারণ নাম থাকে। যার সদস্যতা জন্মসূত্রে লাভ করতে হয়। যার সদস্যদের সামাজিক মেলামেশার ক্ষেত্রে কতিপয় নিয়ম-বিধি মেনে চলতে হয়।

হিন্দুসমাজ মর্যাদার ভিত্তিতে কী কী ভাগে বিভক্ত?
উত্তর : হিন্দুসমাজ মর্যাদার ভিত্তিতে চার ভাগে বিভক্ত। যথা: ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য,

“A caste is doubtlessly a Closed status group” এ কথাটি কে বলেছেন?
উত্তর : A Caste is doubtlessly a closed status group একথাটি Max Weber বলেছেন ।

[ বি:দ্র: উত্তর দাতা: রাকিব হোসেন সজল ©সর্বস্বত্ব সংরক্ষিত (বাংলা নিউজ এক্সপ্রেস)]

শ্রেণি কী?
উত্তর : শ্রেণি বলতে বুঝায় কোন এক মূল্যবোধের উপর নির্ভরশীল একটি জনগোষ্ঠী যারা অন্যান্য জনগোষ্ঠী থেকে আলাদা।

কার্ল মার্কস সামাজিক শ্রেণি বলতে কাদের বুঝিয়েছেন?
উত্তর : সামাজিক শ্রেণি বলতে সম্পত্তির মালিকানা, ভূমিদাস, কৃষককুল ও শ্রমিকদের বুঝিয়েছেন।

মার্কস বুর্জোয়া ও পলেটারিয়েট বলতে কাদের বুঝিয়েছেন?
উত্তর : মার্কস বুর্জোয়া বলতে মালিক বা পুঁজিপতিকে এবং পলেটারিয়েট বলতে শ্রমিক গোষ্ঠীকে বুঝিয়েছেন।

ম্যাক্স ওয়েবারের মতে স্তরবিন্যাসের কারণ কী?
উত্তর : ম্যাক্স ওয়েবার মনে করেন যে, শ্রেণি বা দলের ক্ষমতা এবং ক্ষমতার ব্যবহার হলো সমাজের মধ্যে স্তরবিন্যাসের কারণ।

সামাজিক গতিশীলতা কী?
উত্তর : সামাজিক পদমর্যাদার এক অবস্থান থেকে অন্য অবস্থানে পরিবর্তনকে সামাজিক গতিশীলতা বলা হয়।

অনুভূমিক গতিশীলতা কাকে বলে?
উত্তর : একই সামাজিক স্তরের মধ্যে সমমর্যাদাসম্পন্ন একটি পদ পরিবর্তন করে আর একটি পদে যাওয়াকে
অনুভূমিক গতিশীলতা বলে ।

উলম্বী গতিশীলতা কাকে বলে?
উত্তর : কোন ব্যক্তির একটি সামাজিক স্তর থেকে অন্য সামাজিক স্তরে পরিবর্তন হওয়াকে উলম্বী গতিশীলতা বলে ।

আপনার জন্য আমাদের ক্যাটাগরি


প্রশ্ন সমাধান
সাজেশন
চাকরি
ধর্ম
মতামত
শিক্ষা
শিক্ষা সংবাদ
নিয়োগ পরীক্ষা
জানা অজানা
Writing Side
অনার্স ও মাস্টার্স
এইচ এস সি
এসএসসি
ডিগ্রি ও উন্মুক্ত
স্বাস্থ্য
উদ্ভিদ ও প্রাণী
ঔষধি গুন
গোপন সমস্যা
রূপচর্চা
রেসিপি
রোগ প্রতিরোধ
রচনা ,প্রবন্ধউত্তর লিংক ভাবসম্প্রসারণউত্তর লিংক Paragraphউত্তর লিংক
আবেদন পত্র ও Applicationউত্তর লিংক অনুচ্ছেদ রচনাউত্তর লিংক Compositionউত্তর লিংক
চিঠি Letterউত্তর লিংক প্রতিবেদনউত্তর লিংক CVউত্তর লিংক
ইমেলEmailউত্তর লিংক সারাংশ ও সারমর্মউত্তর লিংক Seen, Unseenউত্তর লিংক
Essayউত্তর লিংকCompleting Storyউত্তর লিংকDialog/সংলাপউত্তর লিংক
অনুবাদউত্তর লিংকShort Stories/Poems/খুদেগল্পউত্তর লিংকSentence Writingউত্তর লিংক

প্রশ্ন ও মতামত জানাতে পারেন আমাদের কে ইমেল : info@banglanewsexpress.com

আমরা আছি নিচের সামাজিক যোগাযোগ মাধ্যমে গুলোতে ও

Leave a Comment