মধ্যপ্রাচ্যে তেল সংকট হয় ,২০২১ সালে বৈধ পথে প্রবাসী রেমিট্যান্স আসে ,সাদা সোনা বলা হয় – চিংড়িকে, বন্যাপ্রবণ এলাকায় ব্যবহৃত ধানবীজ,গ্রিনিচের দ্রাঘিমা,আন্তজার্তিক তারিখ রেখা অতিক্রম করেছে,পৃথিবীর সর্বত্র দিন রাত্রি সমান হয়,ইউরেনাসের উপগ্রহের সংখ্যা

Advertisement

বিষয়: সাম্প্রতিক সাধারণ জ্ঞান প্রশ্ন এবং উত্তর ২০২২, ২০২২ সাম্প্রতিক সাধারণ জ্ঞান প্রশ্ন এবং উত্তর,সাম্প্রতিক গুরুত্বপূর্ণ সাধারণ জ্ঞান ২০২২,সাম্প্রতিক সাধারণ জ্ঞান থেকে গুরুত্বপূর্ণ ১০০টি এমসিকিউ

সাম্প্রতিক সাধারণ জ্ঞান প্রশ্ন এবং উত্তর ২০২২

১। রা‌শিয়া ইউক্রে‌নে সাম‌রিক অভিযান শুরু ক‌রে-২৪ ফেব্রুয়ারি-২০২২।

২। রাশিয়াকে সব ধরনের আন্তর্জাতিক প্রতিযোগিতা থেকে বহিষ্কার করেছে ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা (ফিফা) ও ইউরোপিয়ান ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা (উয়েফা)—২৮ ফেব্রুয়ারি ২০২২।

৩। ন্যাটোর বর্তমান সদস্য দেশ-৩০ টি।

৪। ইউক্রেন অলভিয়া বন্দরে আটকা পড়ে বাংলাদেশী জাহাজ -‘বাংলার সমৃদ্ধি’ (২৯ জন নাবিক নিয়ে)।

৫। ইউক্রেনের বন্দরে আটকে পড়া জাহাজে রকেট হামলায় নিহত বাংলাদেশি নাবিকের নাম–ইঞ্জিনিয়ার হাদিসুর রহমান।

৬। অলভিয়া বন্দরটি যে সাগরে অবস্থিত- কৃষ্ণসাগরে।

Advertisement

৭। বর্তমান World Food Programme (WFP) এর সভাপতি এবং দেশের- মো. শামীম আহসান, বাংলাদেশ

৮। হীরালাল সেন পদক-২০২২ পেয়েছেন – রেজওয়ান শাহরিয়ার সুমিত।

৯। রেজওয়ান শাহরিয়ার সুমিত ” হীরালাল সেন পদক -২০২২” পান যে চলচ্চিত্র জন্য- নোনা জলের কাব্য

১০। ‘জয় বাংলা’ কে জাতীয় স্লোগান হিসেবে মন্ত্রিসভায় অনুমোদন করা হয়– ২ মার্চ ২০২২

১১। দেশে প্রথমবারের মতো ই-সিম চালু করেছে মুঠোফোন অপারেটর “গ্রামীণফোন”(৭ মার্চ ২০২২)

১২। E-Sim=Embedded Subscriber Identity Module.

১৩। বর্তমান (১৩তম) প্রধান নির্বাচন কমিশনার-কাজী হাবিবুল আউয়াল ( অবসরপ্রাপ্ত সিনিয়র সচিব)

১৪। BPL- 2022 আসরে বরিশালকে ১ রানে হারিয়ে চ্যাম্পিয়ন কুমিল্লা ভিক্টোরিয়ান্স

১৫। আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ২০২২ উপলক্ষে মারমা ভাষায় নির্মিত প্রথম চলচ্চিত্র- গিরিকন্যা।

১৬। বাংলাদেশের মিডিয়া জগতে বিশেষ অবদানের জন্য ২২ তম আন্তর্জাতিক মাদার তেরেসা অ্যাওয়ার্ড পেয়েছেন- বসুন্ধরা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক সায়েম সোবহান আনভীর

১৭। রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে আধুনিক সময়ের ‘হিটলার’ হিসেবে আখ্যায়িত করেছেন ইউক্রেনের সাবেক প্রেসিডেন্ট পেত্রো পোরোশেঙ্কো।

১৮। বর্তমানে পোশাক রপ্তানিতে বাংলাদেশ অবস্থান – ২য় ১ম স্থানে – চীন এবং তৃতীয় স্থানে ভিয়েতনাম।

১৯। ২০২২ সালে COP-27 অনুষ্ঠিত হবে–মিশর

২০। ২০২৩ সালে COP-28 অনুষ্ঠিত হবে– সংযুক্ত আরব আমিরাত

২১। ১৫ তম ব্রিকস শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হবে ২০২৩ সালে দক্ষিন আফ্রিকাতে

২২। নিরাপদ শহর ২০২১ এর তালিকায় ১ম-আইসল্যান্ড , ২য়- সংযুক্ত আরব আমিরাত , ৩য়ঃ কাতার।
বাংলাদেশের অবস্থান – ১০৫ তম।

২৩। বেলারুশের গোমেল অঞ্চলে রাশিয়া ও ইউক্রেনের মধ্যকার প্রথম দিনের শান্তিপূর্ণ বৈঠক- ২৮ ফ্রেব্রুয়ারি, ২০২২ ।

২৪। দুটি নতুন পাবলিক বিশ্ববিদ্যালয় হবে – নওগাঁ এবং ঠাকুরগাঁও জেলায়।

Advertisement 2

২৫। ইউক্রেনে হামলার কারণে রাশিয়ার ওপর আন্তর্জাতিকভাবে নিষেধাজ্ঞা ঘোষণা করেছে – যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, নিউজিল্যান্ড, অস্ট্রেলিয়া, তাইওয়ান, জাপান।

২৬। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন, ইউক্রেনের যে দুইটি অঞ্চল কে স্বাধীন রাষ্ট্রের স্বীকৃতি দিয়েছেন – ‘দোনেৎস্ক’ ও ‘লুহানস্ক’

২৭। রাশিয়ার রাজধানীর নাম মস্কো এবং ইউক্রেনের রাজধানীর নাম-কিয়েভ। রাশিয়ার মুদ্রার নাম-রুবল এবং ইউক্রেনের মুদ্রার নাম-হিরভনিয়া

২৮। রাশিয়া ক্রিমিয়া দখল করে–২০১৪ সালে।

২৯। ২০০৪ সালে কমলা বিপ্লব অনুষ্ঠিত হয়–ইউক্রেনে

৩০। বিশ্বের ২য় বৃহত্তম তেল ও প্রাকৃতিক গ্যাস উৎপাদনকারী দেশের নাম- রাশিয়া।

৩১। দ্যা ইকোনমিস্ট ইন্টেলিজেন্ট ইউনিট এর তথ্য মতে গণতন্ত্র সূচকে বাংলাদেশের অবস্থান- ৭৫তম

৩২। ২০২২ সালে ফিফা ওয়াল্ড কাপ কাতারে অনুষ্ঠিত হবে-২১ নভেম্বর থেকে ১৮ ডিসেম্বর।

৩৩। বর্তমানে মাথাপিছু আয়___২৫৯১ মার্কিন ডলার এবং মাথাপিছু GDP___২৪৬২ মার্কিন ডলার।

৩৪। বিশ্বের প্রথম হাইড্রোজেন চালিত ট্রেন চলাচল শুরু হয়___জার্মানিতে।

৩৫। দেশের তৈরি প্রথম রকেট__ধূমকেতু

৩৬। বর্তমানে আপিল বিভাগে বিচারপতির সংখ্যা – ৮ জন

৩৭। দেশের ২৮ তম গ্যাসক্ষেত্র সিলেটের জকিগঞ্জে।

৩৮। দেশের সবচেয়ে বড় আন্ডারপাসের নাম- সুরসপ্তক(চালু ১২ জানুয়ারি ২০২২)

৩৯। দেশে আরও নতুন তিনটি সরকারি EPZ নির্মাণ করা হবে–গাইবান্ধা, যশোর ও পটুয়াখালী জেলায় (বর্তমানে সরকারি EPZ আছে ৮টি)

৪০. দেশে আরও দুটি পাবলিক বিশ্ববিদ্যালয় স্থাপন করা হচ্ছে। বিশ্ববিদ্যালয় দুটির একটি নওগাঁয় আর আরেকটি হবে ঠাকুরগাঁওয়ে।

৪১. বর্তমানে দেশে নিবন্ধিত রাজনৈতিক দল- ৩৯টি।

৪২. ২০২২ সালে জাতিসংঘের বার্ষিক চাঁদা না দেওয়ায় ১১টি দেশের ভোটাধিকার বাতিল করা হয়।

Advertisement 4

৪৩. বিশ্বের সর্ববৃহৎ মুক্তবাণিজ্য অর্থনৈতিক জোটের নাম- RCEP(সদস্য ১৫টি)

৪৪. ইন্দোনেশিয়ার বর্তমান রাজধানী স্থানান্তরিত করা হয়েছে___বোর্নিও দ্বীপের কালিমানতানে।

৪৫. ইন্দোনেশিয়ার নতুন রাজধানীর নাম– নুসানতারা (নামকরণ করেন প্রেসিডেন্ট জোকো উইদোদো।)

৪৬. আলোচিত ইউক্রেন পূর্ব ইউরোপের একটি দেশ যা সোভিয়েত ইউনিয়ন থেকে স্বাধীনতা পায়- ২৪ আগস্ট ১৯৯১ এবং সামরিক শক্তিতে ইউক্রেন বিশ্বে ২২তম দেশ।

৪৭. জাতিসংঘের ওয়ার্ল্ড হ্যাপিনেস রিপোর্ট ২০২২ অনুযায়ী সবচেয়ে সুখী দেশ-ফিনল্যান্ড। সবচেয়ে কম সুখী দেশ: আফগানিস্তান

৪৮. সুখী দেশের তালিকায় বাংলাদেশের অবস্থান ৯৪ তম। গত বছর ছিলো ১০১ তম।


আরও পড়ুন :-


৪৯. নারী বিশ্বকাপে পাকিস্তানকে ৯ রানে হারিয়ে বাংলাদেশের প্রথম জয়।

৫০. দক্ষিণ আফ্রিকাকে ৩৮ রানে হারিয়ে দক্ষিণ আফ্রিকার মাটিতে বাংলাদেশের প্রথম একদিনের ম্যাচ জয়। ম্যান অফ দ্য ম্যাচ- সাকিব আল হাসান।

সাম্প্রতিক সাধারণ জ্ঞান প্রশ্ন এবং উত্তর

১।. বাংলাদেশ যুক্তরাজ্যের বাজারে ২০২৭ সাল পর্যন্ত জিএসপি সুবিধা পাবে।

বঙ্গবন্ধ-২ স্যাটেলাইট উৎক্ষেপণ করা হবে ২০২৩ সালে।

২।বাংলাদেশ এলডিসি থেকে বেরিয়ে আসবে ২০২৬ সালে।

৩।বাংলাদেশ এলসিডিতে তালিকাভুক্ত হয় ১৯৭৫ সালে।

৪। বর্তমানে বাংলাদেশসহ এলডিসি থেকে উত্তরণের পথেই রয়েছে ৪টি দেশ।

৫।.মুজিববর্ষের স্মরনিকার নামঃ ‘ন্যায়কণ্ঠ’।

৬।. FAO এর ৩৬ তম সম্মেলন ২০২২ সালে অনুষ্ঠিত হবেঃ ঢাকা, বাংলাদেশ।

৭.. সেন্ট মার্টিন ও এর আশেপাশের ১,৭৪৩ বর্গ কিমি এলাকাকে ‘Marine Protected Area’ (MPA) ঘোষণা করা হয়েছে। ঘোষণাকাল : ৪ জানুয়ারি, ২০২২।

৮।. জাতীয় ফুটবল দলের বর্তমান প্রধান কোচ :

হাভিয়ের কাবরেরা (স্পেন)।

৯।. ২০২২ সালের কাতার বিশ্বকাপ ফুটবলের অফিসিয়াল ফুটবলের নাম ‘রিহলা’।

১০. ২০২২ সালের পোডাক্ট অফ দ্য ইয়ার বা বর্ষপণ্য ‘আইসিটি পণ্য ও সেবা’। ২০২১ সালে বর্ষপণ্য ছিলো ‘চামড়া ও চামড়াজাত দ্রব্য’।

১০. উদীয়মান অর্থনীতির দেশের তালিকায় বাংলাদেশ – ৯ম।

১১. ২০৩০ সালে বাংলাদেশ বৃহৎ অর্থনীতির দেশ হিসেবে হবে – ২৪ তম।

১২. পাসপোর্ট ইনডেক্স ২০২২ সালের তালিকার শীর্ষস্থানে যৌথভাবে আছে জাপান ও সিঙ্গাপুর।বাংলাদেশ ১০৩ তম।

১৩. বঙ্গবন্ধু জন্মশতবার্ষিকী উপলক্ষে নির্মিত চলচ্চিত্রের নাম – স্ফুলিঙ্গ।

১৪. Global Firepower Index-2022 বাংলাদেশ ৪৬তম। ১ম যুক্তরাষ্ট্র; সবশেষে ভুটান।

১৫. প্রথমবার মানুষের সাহায্য ছাড়া সফল অস্ত্রোপচার করেছে মার্কিন রোবট “STAR” (The Smart Tissue Autonomous Robot)

১৬. রিবা আন্তর্জাতিক পুরস্কারে ‘বিশ্বের সেরা নতুন ভবন’ হিসেবে স্বীকৃতি পেয়েছে সাতক্ষীরার শ্যামনগরের ফ্রেন্ডশিপ হাসপাতাল।

১৭. আইসিসি বর্ষসেরা ক্রিকেটার-২০২১ – শাহিন শাহ আফ্রিদি।

১৯. ইন্দোনেশিয়ার নতুন রাজধানী ‘নুসান্তারা’ (অবস্থান – বোর্নিও দ্বীপে)

২০. ১০৭ দেশের সমর্থনে জাতিসংঘে প্রথমবারের মতো সর্বসম্মতিক্রমে রোহিঙ্গা রেজ্যুলেশন গৃহীত হয়েছে ১৭ই নভেম্বর, ২০২১

২১।বাংলাদেশে করোনার প্রথম ট্যাবলেট ‘মলনুপিরাভির’ বাজারজাত করেছে বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস (৯ নভেম্বর)। নাম – ‘এমোরিভির ২০০

২২. ১ম বার ‘Indian Ocean Rim Association’ (IORA) এর চেয়ারম্যান হয়েছে বাংলাদেশ।

২৩. ১২ ডিসেম্বর ২০২১ সালে পরীক্ষামূলকভাবে ফাইভ-জি চালু হয়েছে বাংলাদেশে। ফাইভ-জি চালু করা মোবাইল অপারেটর হলো টেলিটক।


আরও পড়ুন :-


২৪. ২০২২ সালে কপ-২৭ মিশরে এবং ২০২৩ সালে কপ-২৮ সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠিত হবে।

২৫. ‘অ্যাসোসিও লিডারশিপ অ্যাওয়ার্ড-২০২১’ পুরস্কারে ভূষিত হয়েছেন সজীব ওয়াজেদ জয়।

২৬. COP-26 জলবায়ু সম্মেলনে বাংলা পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র – “নোনা জলের কাব্য” প্রদর্শিত হয়।

পরিচালক

– রেজওয়ান শাহরিয়ার।

২৭. বাংলাদেশের অর্থনীতির জিডিপি পরিমাপের নতুন ভিত্তি বছর

– ২০১৫-১৬

২৮. গ্রীন হাউস গ্যাস নি:সরণে শীর্ষ দেশ-  চীন।

২৯। প্রথম বাংলাদেশী প্রতিষ্ঠান হিসেবে ‘জাতিসংঘ জনসেবা পুরস্কার’ (UN Public Service Award) পেয়েছে ভূমি মন্ত্রণালয়।

৩০. বিশ্বে প্রথম বাংলাদেশি মালিকানাধীন কোম্পানি হিসেবে নিউইয়র্ক স্টক এক্সচেঞ্জে (নাসডাক) তালিকাভুক্ত হয়েছে ‘Fintech Ecosystem Development Corporation’.

৩১. ফ্রান্সের সাথে আর্থিক সহায়তা ও প্রযুক্তিগত সহযোগিতা সংক্রান্ত ৩টি চুক্তি স্বাক্ষর করেছে বাংলাদেশ (১০ নভেম্বর)।

৩২. বিশ্বের প্রথম কাগজবিহীন প্রশাসন চালু করে দুবাই

[ বি:দ্র: নমুনা উত্তর দাতা: রাকিব হোসেন সজল ©সর্বস্বত্ব সংরক্ষিত (বাংলা নিউজ এক্সপ্রেস)]

চাকরির পরিক্ষায় আসার মত কিছু গুরুত্বপূর্ণ সাধারণ জ্ঞান প্রশ্নোত্তর নিচে দেওয়া হলো।

১। মধ্যপ্রাচ্যে তেল সংকট হয় – ১৯৭৩ সালে।
২। ২০২১ সালে বৈধ পথে প্রবাসী রেমিট্যান্স আসে – ২২ বিলিয়ন ডলারের বেশি।
৩। সাদা সোনা বলা হয় – চিংড়িকে।
৪। বন্যাপ্রবণ এলাকায় ব্যবহৃত ধানবীজ – ব্রি ধান-৫২।
৫। গ্রিনিচের দ্রাঘিমা – ০ ডিগ্রি।
৬। আন্তজার্তিক তারিখ রেখা অতিক্রম করেছে – প্রশান্ত মহাসাগরের উপর দিয়ে।
৭। পৃথিবীর সর্বত্র দিন রাত্রি সমান হয় – ২৩ সেপ্টেম্বর।
৮। ইউরেনাসের উপগ্রহের সংখ্যা -২৭ টি।
৯। ইউরোপীয় বণিক গোষ্ঠী ভারতে আসে – মোগল।
১০। ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি প্রতিষ্ঠিত হয় – ১৬০০ সালে।
১১। পলাশীর যুদ্ধ সংগঠিত হয় – ১৭৫৭ সালে।
১২। ২০২০-২১ অর্থ বছরে দেশে মাথাপিছু আয় দাঁড়িয়েছে – ২৫৯১ ডলার।
১৩। পটুয়াখালীর পায়রা বন্দর থেকে ঢাকা পর্যন্ত রেললাইন নির্মান করবে – যুক্তরাজ্যভিত্তিক কোম্পানি আইএম পাওয়ার।
১৪। চট্টগ্রামের বাঁশখালীতে এলএনজিভিত্তিক – ৬০০ মে.ও বিদ্যুধ কেন্দ্র করবে সৌদি আরবেন অ্যাকুয়াপাওয়ার।
১৫। ২০২০-২১ অর্ত বছরের চুড়ান্ত হিসাবে জিডিপির প্রবৃদ্ধির হার – ৬.৯৪%
১৬। আফ্রিকা কাপ অব নেশনস জিতে – সেনেগাল।
১৭। প্রথম বাংলাদেশি নারী সাঁতারু হিসেবে সোনা জেতেন – মাহফুজা খাতুন, ২০১৬ সালে।

২০২১ সালের চাকরির পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ সাম্প্রতিক সাধারণ জ্ঞানঅন্যান্যঃ 

Advertisement 2

  • বাংলাদেশের ব্যাংক খাতের প্রথম নারী ব্যবস্থাপনা পরিচালক (MD) কে? – মাহতাব জাবিন
  • ২০২১ সালে হংকংয়ের আইনসভা লেজিসলেটিভ কাউন্সিলের সদস্য বাড়িয়ে কত করা হয় ? – ৯০
  • Pacific Islands Forum-এর নতুন মহাসচিব কে? – হেনরি পুনা (কুক দ্বীপপুঞ্জ)
  • কসোভোর পঞ্চম ও দ্বিতীয় নারী প্রেসিডেন্ট কে? – ভিজোসা ওসমানী
  • ভিয়েতনামের বর্তমান প্রেসিডেন্ট কে? – এনগুয়েন হুয়ান ফুক
  •  ২০২১ সালের বৈশ্বিক লিঙ্গবৈষম্য প্রতিবেদন অনুযায়ী নারী-পুরুষের সমতায় শীর্ষে কোন দেশ? -আইসল্যান্ড
  • ২০২১ সালের বৈশ্বিক লিঙ্গবৈষম্য প্রতিবেদন অনুযায়ী নারী-পুরুষের সমতায় সর্বনিম্ন কোন দেশ? – আফগানিস্তান
  • ২০২১ সালের বৈশ্বিক লিঙ্গবৈষম্য প্রতিবেদন অনুযায়ী নারী-পুরুষের সমতায় বাংলাদেশের অবস্থান কত? – ৬৫তম
  •  খেজুর উৎপাদনে শীর্ষ দেশ কোনটি? – মিশর
  •  নবম বাংলাদেশ গেমস কবে অনুষ্ঠিত হয়? – ১-১০ এপ্রিল ২০২১
  • নবম বাংলাদেশ গেমসে সর্বাধিক পদক লাভ করে কোন দল? -বাংলাদেশ আনসার ও ভিডিপি
  • নবম বাংলাদেশ গেমস এ দ্রুততম মানব হন কে? – মোহাম্মদ ইসমাইল
  •  নবম বাংলাদেশ গেমস এ দ্রুততম মানবী হন কে?  -শিরিন আক্তার
  •  ১ এপ্রিল ২০২১ নারী ক্রিকেটে ICC’র টেস্ট মর্যাদা লাভ করে কোন দেশ? -ওপরের সবগুলো
  • মােট কতটি দেশ ICC’র নারী ক্রিকেটের টেস্ট মর্যাদা লাভ করেছে? – ১৩টি
  •  ২৭ মার্চ ২০২১ পুরুষদের বিশ্বকাপ বাছাইয়ে প্রথম নারী হিসেবে ম্যাচ পরিচালনা করেন কে? – স্তেফানি ফ্রাপা (ফ্রান্স)
  • নাইজারের বর্তমান প্রেসিডেন্ট কে?  – মােহামেদ বাজৌম
  • কসোভোর বর্তমান প্রধানমন্ত্রী কে? – আলবিন কুর্তি
  • ভার্চুয়ালি দশম D-8 শীর্ষ সম্মেলন কবে অনুষ্ঠিত হয়? -৮ এপ্রিল ২০২১
  • ভার্চুয়ালি দশম D-8 শীর্ষ সম্মেলনের আয়ােজক দেশ কোনটি? -বাংলাদেশ
  •  একাদশ D-৪ শীর্ষ সম্মেলন কোথায় অনুষ্ঠিত হবে? – মিসর
  •  ৮ এপ্রিল ২০২১ D-8 এর চেয়ারম্যান হিসেবে দায়িত্ব গ্রহণ করেন কে?- শেখ হাসিনা (বাংলাদেশ)
  •  বাংলাদেশের বেসরকারি ব্যাংক খাতের প্রথম নারী ব্যবস্থাপনা পরিচালক (MD) কে? -হুমায়রা আজম
  • জার্মানির হাইডেলবার্গ বিশ্ববিদ্যালয় দক্ষিণ এশিয়া ইনস্টিটিউট বাংলাদেশ চেয়ারের জন্য মনোনীত হন কে?  – অধ্যাপক ড. হারুন-অর-রশিদ
  • স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী লোগো উন্মোচন করা হয়? -২৬ মার্চ ২০২১
  •  স্বাধীনতার সুবর্ণজয়ন্তী লোগোর নকশা করেন কে? – রামেন্দু মজুমদার ও প্রদীপ চক্রবর্তী
  • রাজশাহী সিল্ক ভৌগোলিক নির্দেশক (GI) পণ্য হিসেবে অন্তর্ভুক্ত করতে আবেদন করে কোন প্রতিষ্ঠান? – বাংলাদেশ রেশম উন্নয়ন বোর্ড
  •  বাংলাদেশে উদ্ভাবিত প্রথম জিরার জাত কোনটি? – বারি জিরা-১
  • মঙ্গল শোভাযাত্রা ১৪২৮ বঙ্গাব্দের প্রতিপাদ্য ‘কাল ভয়ংকরের বেশে এবার ওই আসে সুন্দর’– এটি কোন কবির রচনা থেকে নেওয়া হয়েছে? – কাজী নজরুল ইসলাম
  • বাংলাদেশে বাজেট : অর্থনীতি ও রাজনীতি’ বইটির লেখক কে? – আকবর আলি খান
  •  বর্তমানে বাংলাদেশ ও ভারতের মধ্যে চালু বর্ডার হাট কতটি? – ৭টি
  •  জাপান থেকে মেট্রোরেলের প্রথম ট্রেন দেশে আসে কবে? – ৩১ মার্চ ২০২১
  • কার্যালয়ের আন্তর্জাতিক – মার্কিন কেন্দ্রীয় গােয়েন্দা সংস্থার (CIA) অষ্টম পরিচালক কে? – উইলিয়াম জে, বার্নস
  • সংবাদ সংস্থা রয়টার্সের প্রথম নারী প্রধান সম্পাদক কে? – আলেসান্দ্রা গ্যালােনি
  •  ৩০ মার্চ ২০২১ কোন আরব দেশ ইসরাইলের নিজেদের প্রথম রাষ্ট্রদূত নিয়োগ দেয়? – বাহরাইন
  • ২৭ মার্চ ২০২১ কোন দুটি দেশ ২৫ বছর মেয়াদি কৌশলগত অংশীদারিত্ব চুক্তিতে স্বাক্ষর করে? – ইরান ও চীন
  •  মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের জলবায়ু বিষয়ক বিশেষ দূত কে?  – জন কেরি
  • বাজারে একচেটিয়াতন্ত্র কায়েমের অভিযোগে ৯ এপ্রিল ২০২১ চীন কোন প্রতিষ্ঠানকে ২৮০ কোটি ডলার জরিমানা করে? – আলিবাবা
  •  Checkbook Diplomacy কোন দেশের সঙ্গে সম্পর্কিত? – চীন
  •  মার্কিন সেনাবাহিনীর গুয়ানতানামাে বে কারাগারের টর্চার  ইউনিট হিসেবে কুখ্যাত গােপন শিবিরটির নাম কী? – Camp7
  •  ৫ এপ্রিল ২০২১ বিশ্বের কোন রাষ্ট্রপ্রধান ২০৩৬ সাল পর্যন্ত তার ক্ষমতায় থাকার আইন কার্যকর করে? – ভ্রাদিমির পুতিন (রাশিয়া)
  •  কিউবার কমিউনিস্ট পার্টির তৃতীয় ফাস্ট সেক্রেটারি কে?  – মিগেল দিয়াস কানেল
  • মিয়ানমারের আইন প্রণেতাদের নিয়ে Committee Representing Pyidaungsu Hluttaw (CRPH) কবে গঠিত হয়?  – ৫ ফেব্রুয়ারি ২০২১
  • ১৫ ফেব্রুয়ারি ২০২১ প্রথম দেশ হিসেবে Regional Comprehensive Economic Partnership (RCEP) অনুমােদন করে- থাইল্যান্ড
  • মিয়ানমারে জাস্তাবিরােধী ছায়া সরকার ন্যাশনাল ইউনিটি গভর্নমেন্ট কবে গঠন করা হয়? – ১৬ এপ্রিল ২০২১
  • D-8 এর পরবর্তী বা নতুন মহাসচিব কে? – ইসিয়াকা আবদুল কাদির ইমাম (নাইজেরিয়া)
  •  কোন দেশে D-৪ বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার উদ্যোগ নেয়া হয়েছে? – ইরান
  • এশীয় অবকাঠামো বিনিয়োগ ব্যাংকের (AIIB) বর্তমান সদস্য দেশ কতটি? -৮৬ টি
  • ৩০ মার্চ ২০২১ কোন দেশ AIIB’র ৮৬ তম সদস্যপদ লাভ করে? -আর্জেন্টিনা
  • বর্তমানে বিশ্বের শীর্ষ ধনী কে?  – জেফ বেজোস


আরও পড়ুন :-

চাকরির পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ সাম্প্রতিক সাধারণ জ্ঞান

যততম আসরবিষয়/খেলাস্থানসাল
৭মআইসিসি টি-২০  বিশ্বকাপভারত২০২১
৩২তমগ্রীষ্মকালীন অলিম্পিকটোকিও, জাপান২৩ জুলাই-৮ আগস্ট ২০২১
৪৭তমকোপা আমেরিকাআর্জেন্টিনা ও কলম্বিয়া২০২১
২য়বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপভারত২০২১
২২তমবিশ্বকাপ ফুটবলকাতার২০২২
১৩তমবিশ্বকাপ ক্রিকেটভারত২০২৩
৩৩তমগ্রীষ্মকালীন অলিম্পিকপ্যারিস, ফ্রান্স২০২৪
২৩তমবিশ্বকাপ ফুটবলকানাডা, যুক্তরাষ্ট্র, মেক্সিকো২০২৬
৩৪তমগ্রীষ্মকালীন অলিম্পিকলস অ্যাঞ্জেলস, যুক্তরাষ্ট্র২০২৮
নামতমস্থানসময়কাল
FAO (Aisa-Pasific Regional conference)৩৬তমবাংলাদেশ২০২২
আসিয়ান (ASEAN)৩৯তমবন্দর সেরি বেগওয়ান, ব্রুনাইনভেম্বর, ২০২১
আসিয়ান (ASEAN)৩৮তমবন্দর সেরি বেগওয়ান, ব্রুনাইএপ্রিল, ২০২১
BIMSTEC৫মশ্রীলংকা২০২১
COP26গ্লাসগো, স্কটল্যান্ড১-১২ নভেম্বর, ২০২১

আন্তর্জাতিক ডোপিং-বিরোধী সংস্থার সদর দপ্তর – লুজান, সুইজারল্যান্ড

কত সাল পর্যন্ত রাশিয়াকে সব ধরনের ক্রীড়া প্রতিযোগিতা থেকে নিষিদ্ধ করা হয় – ২০২৩

২০২২ কাতারে অনুষ্ঠিত বিশ্বকাপ ফুটবলে অংশ নিতে বা খেলতে পারবে না কোন দেশ – রাশিয়া

রাশিয়া কোন  আন্তর্জাতিক  সংস্থা কর্তৃক ২০২৩ সাল পর্যন্ত সব ধরনের ক্রীড়া প্রতিযোগিতা থেকে নিষিদ্ধ হয় – ডোপিং বিরোধী সংস্থা (ওয়াডা)

তৃতীয় পর্বঃ এক নজরে বাজেট ২০২১-২২ অর্থবছরঃ

বাংলাদেশের ৫০ তম বাজেটের শ্লোগানঃ ‘জীবন-জীবিকায় প্রাধান্য দিয়ে সুদৃঢ় আগামীর পথে বাংলাদেশ’বাজেটের পরিমাণঃ ৬ লাখ ৩ হাজার ৬৮১ কোটি টাকা [যা জিডিপির ১৭.৫%]রাজস্ব লক্ষ্যমাত্রা: ৩ লাখ ৩০ হাজার কোটি টাকাঘাটতি: ২ লাখ ১৪ হাজার ৬৮১ কোটি টাকা। যা জিডিপি’র ৬.২ শতাংশ।বাজেটে এডিপির পরিমাণঃ ২ লাখ ২৫ হাজার ৩২৪ কোটি টাকাজিডিপির প্রবৃদ্ধিঃ ৭.২%মূল্যস্ফীতিঃ ৫.৩%করমুক্ত আয়ের সীমা: বার্ষিক ৩ লাখ টাকাসর্বোচ্চ বরাদ্দঃ পরিবহন ও যোগাযোগ খাত [৬১ হাজার ৭২১ কোটি টাকা]দ্বিতীয় অবস্থানেঃ বিদ্যুৎ ও জ্বালানি খাতে [৪৫ হাজার ৮৬৭ কোটি ৮৪ লাখ টাকা]করোনা মোকাবিলায় বরাদ্দঃ ১০ হাজার কোটি টাকার তহবিলমুক্তিযোদ্ধাদের সম্মানী ভাতা: মাসিক ২০ হাজার টাকা

Paragraph & Composition/Application/Emali উত্তর লিংক ভাবসম্প্রসারণ উত্তর লিংক
আবেদন পত্র/প্রতিবেদন/ চিঠি ও ইমেল উত্তর লিংক প্রবন্ধ, অনুচ্ছেদ রচনা উত্তর লিংক

এখানে সকল প্রকাশ শিক্ষা বিষয় তথ্য ও সাজেশন পেতে আমাদের সাথে থাকুন ।

প্রশ্ন ও মতামত জানাতে পারেন আমাদের কে ইমেল : info@banglanewsexpress.com

আমরা আছি নিচের সামাজিক মাধ্যম গুলোতে ও

Advertisement 5

Advertisement 3

Leave a Comment