Advertisement
ভোল্টেজ পরিমাপ করবে
উত্তর:
ভোল্টেজ মাপবার যন্ত্রের নাম ভোল্ট মিটার। এই ভোল্ট মিটারের টেস্ট প্রোব দুটি কে বিদ্যুতের উৎসের দুই প্রান্তে সংযুক্ত করে ভোল্টেজ পরিমাপ করতে হয়। নিচের চিত্রটি দেখলে বুঝতে সুবিধে হবে আশাকরি-
[Note: Sample Answer: Md Rakib Hossain Sojol (Bangla News Express)]
এখানে বিদ্যুৎ উৎস হিসেবে বামে পেন্সিল ব্যাটারি ও ডানে লিথায়াম আয়ন ব্যাটারি ব্যবহার করা হয়েছে। এর কানেকশন ডায়াগ্রাম যদি লক্ষ্য করি তাহলে তা নিচের চিত্রের মত দেখাবে। এখানে উল্লেখ্য যে মাল্টিমিটারের লাল প্রোব টি ব্যাটারির পজেটিভ প্রান্তে এবং কালো প্রোব টি নেগেটিভ প্রান্তে যাবে।
[Note: Sample Answer: Md Rakib Hossain Sojol (Bangla News Express)]
এছাড়াও আরো ভিন্ন ভিন্ন ভাবে ভোল্টেজ পরিমাপ করা সম্ভব। যেমন সার্কিট এর অভ্যন্তরে বিভিন্ন পার্টস ঠিকমত ভোল্টেজ পাচ্ছে কিনা প্রভৃতি। রিপেয়ারিং কাজের ক্ষেত্রে সার্কিট এর বিভিন্ন পার্টসের এবং গুরুত্বপূর্ণ অংশের ভোল্ট মেপে ত্রুটি নির্ণয় করা হয়।
ফিজিক্যাল ডিভাইস | তার টার্মিনাল জুড়ে ভোল্টেজ মধ্যে |
ভোল্টায়িক পাইল | 1.1 |
ব্যাটারি টর্চলাইট | 1.5 |
ক্ষারীয় ব্যাটারি | 1.25 |
সীসা অ্যাসিড সেল | 2 |
শহুরে নেটওয়ার্কের | 220 |
উচ্চ-ভোল্টেজ পাওয়ার লাইনে | 500000 |
একটি বজ্রঝড় মেঘ মধ্যে | উপর থেকে 100 মিলিয়ন |
[Note: Sample Answer: Md Rakib Hossain Sojol (Bangla News Express)]
H.S.C
Advertisement 2
- ভেক্টর রাশি ব্যাখ্যা ও তিন ফেস ষ্টার সংযোগ পদ্ধতি বৈশিষ্ট্য লিখবে
- এসি ডিসি ও পলিফেজ সার্কিট পাথক্য তৎখনিক মান, গড় মান, সবোচ্চ মান লিখবে
- ইনস্যুলেটিং ম্যাটেরিয়ালস্ সংজ্ঞা ও ইনস্যুলেটিং ম্যাটেরিয়ালস্ এর গুনাবলীর আলোকে বৈশিষ্ট্য সমূহ লিখবে
- হিস্টেরেসিস লস এর সংজ্ঞা ও হিস্টেরেসিস লস এর সংজ্ঞা সাপেক্ষে ব্যাখ্যা
- স্পেশালাইজেশন/ বিশেষায়িত ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স, ট্রেড -১ এ্যাসাইনমেন্ট উত্তর
- ফিউজ কাকে বলে?,ফিউজ এর গুনাবলি সাপেক্ষ কার্যাবলী
- এইচএসসি বিএম সেক্রেটারিয়াল প্র্যাকটিসেস(২৫১৮) এ্যাসাইনমেন্ট উত্তর
- নিচের তথ্যাবলি থেকে একটি কলেজের এইচএসসি (বি.এম) শাখার নভেম্বর মাসের বেতন বিবরণী প্রস্তুত কর, ২৩৪ নং জব ‘এ’ ১,০০০ একক পণ্য উৎপাদন করা হয়েছে।
- HSC BM Production Planning Controlling Assignment Answer Pdf Download
- বিএম-১১(খ) এইচএসসি বিএম প্রডাকশন প্লানিং কন্ট্রোল এন্ড কস্টিং এ্যাসাইনমেন্ট উত্তর
Advertisement 5
Advertisement
Advertisement 2
Advertisement 3
3 thoughts on “ভোল্টেজ পরিমাপ করবে”