ভূমি বলতে শুধু মাটিকে বােঝায় না – বক্তব্যটির যথার্থতা বিশ্লেষণ করুন। উদাহরণসহ উৎপাদনের উপকরণগুলাের তুলনামূলক গুরুত্ব বিশ্লেষণ করুন।

শ্রেণি: ১১শ/hsc/ উন্মুক্ত-2021 বিষয়: উৎপাদন ব্যবস্থাপনা ও বিপণন ১ম পত্র এসাইনমেন্টেরের উত্তর 2021
এসাইনমেন্টের ক্রমিক নংঃ 02 বিষয় কোডঃ 1888
বিভাগ: বাণিজ্য শাখা
বাংলা নিউজ এক্সপ্রেস// https://www.banglanewsexpress.com/

এসাইনমেন্ট শিরোনামঃ ভূমি বলতে শুধু মাটিকে বােঝায় না – বক্তব্যটির যথার্থতা বিশ্লেষণ করুন। উদাহরণসহ উৎপাদনের উপকরণগুলাের তুলনামূলক গুরুত্ব বিশ্লেষণ করুন।

এসাইনমেন্ট সম্পর্কে প্রশ্ন ও মতামত জানাতে পারেন আমাদের কে Google News <>YouTube : Like Page ইমেল : assignment@banglanewsexpress.com

উৎপাদনের কাজে ব্যবহৃত হয় এমন সবকিছুই উৎপাদনের উপকরণ হিসেবে বিবেচিত। উৎপাদন বলতে কোনো কিছু সৃষ্টি করাকে বুঝায়। কিন্তু বাস্তবে মানুষ কোনো কিছু সৃষ্টি বা ধ্বংস করতে পারে না। সে শুধু প্রকৃতি প্রদত্ত বস্তুর আকার-আকৃতি পরিবর্তন করে ব্যবহার উপযোগী পণ্যে রূপান্তর করে মাত্র।

মানুষ কর্তৃক এরূপ রূপান্তরকেই উৎপাদন বলা হয়। তবে যেকোনো বস্তু আপনা-আপনি উৎপাদিত হয় না। উৎপাদন করতে হলে কতকগুলো উপকরণ বা উপাদান ব্যবহার করতে হয়। যেমন- ফসল উৎপাদিত করতে হলে কেবল ভূমি হলে চলবে না, সেখানে কৃষকের শ্রম, মূলধন ও সংগঠন লাগবে। আবার কারখানার উৎপাদন করতে হলে শুধুমেশিন (মূলধন) থাকলে চলবে না, সেখানে ভূমি, শ্রম ও সংগঠনের প্রয়োজন পড়বে। অর্থনীতির দৃষ্টিকোণ হতে উৎপাদনের চারটি গুরুত্বপূর্ণ উপাদান হলো- ভূমি, শ্রম, মূলধন এবং সংগঠন। এদের মধ্যে কোনো কোনোটি প্রাকৃতিক এবং কোনো কোনোটি অপ্রাকৃতিক।

তাই ব্যাপকভাবে বলা যায়, যে সকল প্রাকৃতিক এবং অপ্রাকৃতিক উপকরণের সাহায্যে পণ্য বা সেবার রূপগত ও গুণগত পরিবর্তন করে মানুষের ব্যবহার উপযোগী করে তোলা যায় তাদেরকে একত্রে উৎপাদন উপকরণ বলা হয়।

ভূমির ধারণা : সাধারণ অর্থে, ভূমি বলতে পৃথিবীর ভূ-পৃষ্ঠ বা স্থলভাগকে বুঝায়। কিন্তু প্রকৃতপক্ষে ভূমি হলো প্রকৃতি প্রদত্ত সকল সম্পদ যা উৎপাদন কাজে ব্যবহৃত হয়। যেমন- মাটি, পানি, আলো, বাতাস, নদী-সমুদ্র, পাহাড়-পর্বত, বনজ সম্পদ, সূর্যকিরণ ইত্যাদি।

[ বি:দ্র: নমুনা উত্তর দাতা: রাকিব হোসেন সজল ©সর্বস্বত্ব সংরক্ষিত (বাংলা নিউজ এক্সপ্রেস)]

ভূমির বৈশিষ্ট্য

ভূমি হলো মানুষের জন্য প্রকৃতি প্রদত্ত বিশেষ উপহার। যা ছাড়া পৃথিবীর অস্তিত্ব কল্পনা করা যায় না। ভূমি বলতে শুধু পৃথিবীর উপরিভাগকে বোঝায় না বরং প্রকৃতি প্রদত্ত সকল সম্পদ, যেমন- মাটি, পানি, আলো, বাতাস, নদ-নদী, সমুদ্র, আবহাওয়া, জলবায়ু ইত্যাদিকে বোঝায়। নিচে বিভিন্ন দৃষ্টিকোণ থেকে ভূমির বৈশিষ্ট্যসমূহ আলোচনা করা হলো

১. প্রকৃতির দান (: ভূমি এমন একটি উপাদান যা মানুষ সৃষ্টি করতে পারে না। এটি সৃষ্টিকর্তা কর্তৃক মানুষের জন্য এমন একটি বিশেষ উপহার যার ওপর ভিত্তি করে আমরা বেঁচে আছি। প্রকৃতির দান বা উপহার হিসেবে এর কোনো উৎপাদন খরচ নেই। মাটির উর্বরাশক্তি, সূর্যের আলো, আবহাওয়া, জলবায়ু, বৃষ্টিপাত, খনিজ সম্পদ, বনজ সম্পদ প্রভৃতি সৃষ্টিকর্তা মানুষকে অবাধে দান করেছেন।

২. উৎপাদন ব্যয় নেই (ঘড় চৎড়ফঁপঃরড়হ ঈড়ংঃ): ভূমি প্রকৃতির এমন একটি উপাদান যা মানুষ কখনোই সৃষ্টি করতে পারেনি এবং পারা সম্ভবও না। যার ফলে এর কোনো উৎপাদন ব্যয় বা খরচ নেই।

৩. আদিম ও অক্ষয় (ঙৎরমরহধষ ধহফ ওহফবংঃৎঁপঃরনষব): ভূমি পৃথিবীর সবচেয়ে আদিম ও অক্ষয় উপাদান। অধ্যাপক ডেভিড রিকার্ডোর মতে, “ভূমির উর্বরাশক্তি আদিম এবং অবিনশ্বর।” তিনি এ ধারণার ওপর ভিত্তি করে খাজনা তত্ত্ব প্রদান করেন। কিন্তু তার এই ধারণাটি পুরোপুরি সত্যি নয়। কেননা অন্যান্য প্রাকৃতিক সম্পদের মতো ভূমিরও উৎপাদন ক্ষমতা হ্রাস পায়। যেমন- একই জমি বার বার কর্ষণের ফলে জমির উৎপাদন শক্তি হ্রাস পেতে থাকে তবে অন্যান্য উপকরণের তুলনায় ভূমি অবিনশ্বর।

৪. গুণগত ভিন্নতা : ভূমি প্রকৃতির দান হলেও এর গুণগত ভিন্নতা রয়েছে। যেমনবাংলাদেশে রাজশাহীর ভূমি আম উৎপাদনের জন্য যতোটা উপযোগী, সেই তুলনায় অন্যান্য অঞ্চলের ভূমি আম উৎপাদনে ততোটা উপযোগী নয়। তাছাড়া উর্বরা শক্তির দিক থেকেও সকল ভূমির উৎপাদন ক্ষমতা এক রকম নয়। অবস্থানগত কারণে শিল্পাঞ্চলের ভূমি অনেকের কাছে মূল্যমানের হলেও পল্লী অঞ্চলের ভূমি আবার ততোটা মূল্যমানের নয়।

৫. বিকল্প ব্যবহার : পৃথিবীতে প্রতি বছর জনসংখ্যার পরিমাণ বৃদ্ধি পাচ্ছে। কিন্তু ভূমির পরিমাণ কখনো বৃদ্ধি পাচ্ছে না। জনসাধারণের সুযোগ-সুবিধা অনুযায়ী ভূমির বিকল্প ব্যবহার প্রত্যক্ষ করা যায়। যেমন- একটি জমিতে ধান চাষ করা গেলেও প্রয়োজনের তাগিদে ঐ একই জমিতে কেউ ধান ভাঙ্গার কল (ধান থেকে চাল তৈরি করার মেশিন) স্থাপন করতে পারে।

পরিশেষে বলা যায়, ভূমি অবিনশ্বর, যার কোনো ক্ষয় নাই অর্থাৎ ভূমি প্রকৃতি প্রদত্ত সম্পদ যা চিরস্থায়ী। আরো স্পষ্ট করে বলতে গেলে, ভূমির ক্ষয় পরিলক্ষিত হলেও তা কখনো ধ্বংস হয় না। এর যোগান সীমাবদ্ধ হলেও ভূমি প্রকৃতি প্রদত্ত এমন এক ধরনের সম্পদ যার ওপর ভিত্তি করে পৃথিবীর সকল কার্যক্রম পরিচালিত হচ্ছে।

[ বি:দ্র: নমুনা উত্তর দাতা: রাকিব হোসেন সজল ©সর্বস্বত্ব সংরক্ষিত (বাংলা নিউজ এক্সপ্রেস)]

সবার আগে Assignment আপডেট পেতে Follower ক্লিক করুন

এসাইনমেন্ট সম্পর্কে প্রশ্ন ও মতামত জানাতে পারেন আমাদের কে Google News <>YouTube : Like Page ইমেল : assignment@banglanewsexpress.com

অন্য সকল ক্লাস এর অ্যাসাইনমেন্ট উত্তর সমূহ :-

  • ২০২১ সালের SSC / দাখিলা পরীক্ষার্থীদের অ্যাসাইনমেন্ট উত্তর লিংক
  • ২০২১ সালের HSC / আলিম পরীক্ষার্থীদের অ্যাসাইনমেন্ট উত্তর লিংক
  • ভোকেশনাল: ৯ম/১০ শ্রেণি পরীক্ষার্থীদের অ্যাসাইনমেন্ট উত্তর লিংক
  • ২০২২ সালের ভোকেশনাল ও দাখিল (১০ম শ্রেণির) অ্যাসাইনমেন্ট উত্তর লিংক
  • HSC (বিএম-ভোকে- ডিপ্লোমা-ইন-কমার্স) ১১শ ও ১২শ শ্রেণির অ্যাসাইনমেন্ট উত্তর লিংক
  • ২০২২ সালের ১০ম শ্রেণীর পরীক্ষার্থীদের SSC ও দাখিল এসাইনমেন্ট উত্তর লিংক
  • ২০২২ সালের ১১ম -১২ম শ্রেণীর পরীক্ষার্থীদের HSC ও Alim এসাইনমেন্ট উত্তর লিংক

৬ষ্ঠ শ্রেণীর এ্যাসাইনমেন্ট উত্তর ২০২১ , ৭ম শ্রেণীর এ্যাসাইনমেন্ট উত্তর ২০২১ ,

৮ম শ্রেণীর এ্যাসাইনমেন্ট উত্তর ২০২১ , ৯ম শ্রেণীর এ্যাসাইনমেন্ট উত্তর ২০২১

বাংলা নিউজ এক্সপ্রেস// https://www.banglanewsexpress.com/

উন্মুক্ত বিশ্ববিদ্যালয় SSC এসাইনমেন্ট :

উন্মুক্ত বিশ্ববিদ্যালয় HSC এসাইনমেন্ট :

Leave a Comment