ভালোবাসার অপমান কবিতা লেখক মোঃ ফিরোজ খান, কবিতা: ভালোবাসার অপমান কবি মোঃ ফিরোজ খান, মোঃ ফিরোজ খানের লেখা কবিতা ভালোবাসার অপমান, নতুন কবিতা ভালোবাসার অপমান

Google Adsense Ads

ভালোবাসার অপমান

মোঃ ফিরোজ খান

ভালোবাসা ভুল নয়;মিথ্যে নয় আমার প্রেম
ভালোবাসার অহংকারী বড় লোকী মেম
যতদিন থাকবো বেঁচে এই দুনিয়ার বুকে
ভালোবেসে যাবো তাকে চির সুখে দুঃখে।

যেদিন দেখলাম তাকে আমার দুচোখে
সেদিন থেকে আশ্রয় হল আমার ছোট বুকে
বুঝতে পারলোনা মেম আমার ভালোবাসা
ছেড়ে দেয়নি আমি বেঁচে থাকার আশা।

যাকে দিলাম মন প্রাণ কবিতার ভাষায়
সে দিলো কষ্ট আমায় ডেকে তার আঙ্গিনায়
অপেক্ষা ধৈর্য ছিলো ভালোবাসার জন্য
বেঁচে আছি তার অপেক্ষায় খেয়ে দুটি অন্য।

কি করে স‌ইবো আমি কবিতা্য অপমান
হ্নদয় জুড়ে আছে সে দুচোখের পাতায়
একদিন ভালোবাসা জানি সত্য হয়ে আসবে
সেদিন ভালোবাসার জন্য সে শুধু কাদঁবে।

প্রশ্ন ও মতামত জানাতে পারেন আমাদের কে ইমেল : info@banglanewsexpress.com

আমরা আছি নিচের সামাজিক যোগাযোগ মাধ্যমে গুলোতে ও

Google Adsense Ads

Google Adsense Ads

Leave a Comment