ভালোবাসার অপমান
মোঃ ফিরোজ খান
ভালোবাসা ভুল নয়;মিথ্যে নয় আমার প্রেম
ভালোবাসার অহংকারী বড় লোকী মেম
যতদিন থাকবো বেঁচে এই দুনিয়ার বুকে
ভালোবেসে যাবো তাকে চির সুখে দুঃখে।
যেদিন দেখলাম তাকে আমার দুচোখে
সেদিন থেকে আশ্রয় হল আমার ছোট বুকে
বুঝতে পারলোনা মেম আমার ভালোবাসা
ছেড়ে দেয়নি আমি বেঁচে থাকার আশা।
যাকে দিলাম মন প্রাণ কবিতার ভাষায়
সে দিলো কষ্ট আমায় ডেকে তার আঙ্গিনায়
অপেক্ষা ধৈর্য ছিলো ভালোবাসার জন্য
বেঁচে আছি তার অপেক্ষায় খেয়ে দুটি অন্য।
কি করে সইবো আমি কবিতা্য অপমান
হ্নদয় জুড়ে আছে সে দুচোখের পাতায়
একদিন ভালোবাসা জানি সত্য হয়ে আসবে
সেদিন ভালোবাসার জন্য সে শুধু কাদঁবে।
প্রশ্ন ও মতামত জানাতে পারেন আমাদের কে ইমেল : info@banglanewsexpress.com
আমরা আছি নিচের সামাজিক যোগাযোগ মাধ্যমে গুলোতে ও
- AEO vs SEO গুগল ট্রাফিক
- বাংলাদেশের সেরা FTP সার্ভারগুলি এক সাথে
- Best FTP Servers in Bangladesh FTP + 200 High
- BA/BSS/BBA ডিগ্রী ৩য় বর্ষের সাজেশন
- adult ftp server
- FTP Server