ব্যাংক ঋণ গ্রহণের বিবেচ্য বিষয়সমূহ আলোচনা কর, ব্যাংক ঋণ গ্রহণে বিবেচ্য বিষয়গুলো আলোচনা কর,ব্যাংক ঋণ মঞ্জুরে বিবেচ্য বিষয়সমূহ

প্রশ্ন সমাধান: ব্যাংক ঋণ গ্রহণের বিবেচ্য বিষয়সমূহ আলোচনা কর, ব্যাংক ঋণ গ্রহণে বিবেচ্য বিষয়গুলো আলোচনা কর,ব্যাংক ঋণ মঞ্জুরে বিবেচ্য বিষয়সমূহ

ব্যাংক ধার করা অর্থের ধারক। তারা পরের ধনে পোদ্দারি অর্থাৎ জনগণের আমানত দ্বারা ব্যবসায় করে থাকে । সুতরাং ঋণ প্রদান করার সময় ব্যাংককে নানা রকম বিচার বিবেচনা করতে হয়। কোনো ত্রুটিপূর্ণ ঋণদান নীতি ব্যাংককে বিপদে ফেলতে পারে ।

ব্যাংক ঋণ গ্রহণে বিবেচ্য বিষয়সমূহ : ঋণ মঞ্জুরের সময় ব্যাংককে যে সমস্ত বিষয়গুলো বিচার বিবেচনা করতে হয় নিম্নে উপস্থাপন করা হলো :

১. তারল্য নীতি : চাহিবামাত্র আমানতকারীদের অর্থ ফিরিয়ে দিতে ব্যাংক বাধ্য। সুতরাং, তার তারল্য নীতি বিবেচনা করে ঋণ প্রদান করতে হয়। নতুবা ব্যাংকের সুনাম নষ্ট হয়। এজন্য ব্যাংক সাধারণত স্বল্পমেয়াদে ঋণদান করতে অধিক আগ্রহী ।


আরো ও সাজেশন:-

২. নিরাপত্তা : ঋণদানকালে ব্যাংকের অন্যতম প্রধান বিবেচ্য বিষয় হলো অর্থের নিরাপত্তা। এ কারণে ব্যাংক উপযুক্ত জামানতের বিপরীতে ঋণ প্রদান করে থাকে। কারণ পরবর্তীতে ঋণগ্রহীতা ঋণ প্রদানে ব্যর্থ হলে ব্যাংক উক্ত জামানত বিক্রয় করে, ঋণের টাকা আদায় করতে পারে।

৩. ঋণগ্রহীতার চরিত্র : ঋণ মঞ্জুর করার পূর্বে ঋণগ্রহীতার চরিত্র বিবেচনা করতে হয়। চরিত্র বলতে এখানে তার নৈতিক চরিত্র, সততা, আর্থিক সচ্ছলতা, ঋণ ব্যবহারের সামর্থ্য ইত্যাদিকে বুঝে থাকি । ঋণ মঞ্জুরের জন্য এটা খুবই গুরুত্বপূর্ণ।

৪. ঋণের উদ্দেশ্য : ঋণগ্রহীতা তার ঋণ কোন খাতে ব্যবহার করবে তা পর্যালোচনা করা ব্যাংকের দায়িত্ব। সাধারণত উৎপাদনশীল ও সামাজিক কাম্য খাতে ঋণদান করা উচিত।

৫. ঋণের পরিমাপ : ব্যাংক সাধারণ এক ব্যক্তিকে অধিক ঋণ প্রদান করতে চায় না বরং একাধিক ব্যক্তিকে অল্প অল্প ঋণ দিতে অধিক আগ্রহী ।

৬. মুনাফার্জন : ব্যাংকের প্রথম ও প্রধান উদ্দেশ্য হলো মুনাফার্জন। তাই মুনাফার্জনের কথা মাথায় রেখে ব্যাংককে ঋণ প্রদান করতে হয়। কেননা, আমানতকারীর প্রদত্ত সুদ ও ঋণগ্রহীতার প্রাপ্ত সুদের পার্থক্যই হলো ব্যাংকের মুনাফা। তাই ব্যাংক চায় অধিক হারে সুদ আদায় করতে।

৭. জামানতের প্রকৃতি : ব্যাংককে ঋণ প্রদানের সময় ঋণের বিপরীতে জামানতের প্রকৃতি সম্পর্কে বিবেচনা করতে হয়। ব্যাংক উপযুক্ত জামানত ছাড়া ঋণ প্রদানে অনীহা প্রকাশ করে। কারণ উপযুক্ত জামানতের বিপক্ষে ঋণ সহজে ফেরত পাওয়ার সম্ভাবনা থাকে ।

উপসংহার : পরিশেষে বলতে পারি যে, ঋণদানের মাধ্যমে মুনাফার্জনের উপরই যেহেতু ঋণদানের সফলতা নির্ভর করে, সুতরাং শুধু ঋণ দিলেই চলবে না। তা আদায় করার ক্ষমতা ব্যাংকের থাকতে হবে। তবেই ব্যাংকের সফলতা আশা করা যাবে।

প্রশ্ন ও মতামত জানাতে পারেন আমাদের কে ইমেল : info@banglanewsexpress.com

আমরা আছি নিচের সামাজিক যোগাযোগ মাধ্যমে গুলোতে ও

Leave a Comment