ব্যবসায় কম্পিউটার সাজেশন ডিগ্রি ৩য় বর্ষের, ডিগ্রি ৩য় বর্ষ ব্যবসায় কম্পিউটার সাজেশন, জাতীয় বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি ৩য় বর্ষ ব্যবসায় কম্পিউটার সাজেশন

Advertisement

ব্যবসায় কম্পিউটার সাজেশন ডিগ্রি ৩য় বর্ষের, ডিগ্রি ৩য় বর্ষ ব্যবসায় কম্পিউটার সাজেশন, জাতীয় বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি ৩য় বর্ষ ব্যবসায় কম্পিউটার সাজেশন

ডিগ্রী পাস এবং সার্টিফিকেট কোর্স ৩য় বর্ষের
[২০১৩-১৪ এর সিলেবাস অনুযায়ী]
ব্যবস্থাপনা ৫ম পত্র সাজেশন ডিগ্রি ৩য় বর্ষের
ব্যবসায় কম্পিউটার [ Computers in Business] সাজেশন ডিগ্রি ৩য় বর্ষের
Subject Code: 132601
2024 এর ডিগ্রি ৩য় বর্ষের ১০০% কমন সাজেশন

সর্বশেষ সংশোধিত সাজেশন আপডেটের করা হয়েছে 2024

আজকের আলোচনা: জাতীয় বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি ৩য় বর্ষ ব্যবস্থাপনা ৫ম পত্র সাজেশন বিষয় কোড: ১৩২৬০১। বিষয়: ব্যবসায় কম্পিউটার।

ব্যবস্থাপনা ৫ম পত্র সাজেশন

ক-বিভাগ: অতিসংক্ষিপ্ত প্রশ্নোত্তর

১. কম্পিউটার কী?
উত্তর: কম্পিউটার হলো ইলেকট্রনিক যন্ত্র। ইহা ইলেকট্রনিক বর্তনী ও যান্ত্রিক সরঞ্জামের সমন্বয়ে সংগঠিত পোগ্রাম নিয়ন্ত্রিত অত্যাধুনিক ইলেকট্রনিক যন্ত্র।

২. মৌলিক গেইট কয়টি ও কী কী?
উত্তর: ৩টি যথা:- ১. অর গেইট, ২. অ্যান্ড গেইট ও ৩. নট গেইট।

৩. বাইনারী সংখ্যার ভিত্তি ২ কেন?
উত্তর: বাইনারি পদ্ধতিতে ০ এবং ১ এই দুটি অঙ্ক ব্যবহৃত হয় তাই এই বাইনারী সংখ্যার ভিত্তি ২।

৪. ALU- এর কাজ কী?
উত্তর: গাণিতিক ও যুক্ত মূলক কাজ ও ডেটা সঞ্চালন করা।

৫. OCR ও OMR কী?
উত্তর: OCR ও OMR উভয় ইনপুট ডিভাইস। OCR হলো Optical Character Reader. এবং OMR হলো Optical Mark Reader.

Advertisement

৬. ফ্লো- চার্ট কী?
উত্তর: কোনো প্রোগ্রাম রচনার জন্য পর্যায়ক্রমিকভাবে লিখিতঅ্যালগরিদমকে চিত্রের সাহায্যে প্রকাশ করাকেফ্লো- চার্ট বলে।

৭. কম্পিউটার প্রজন্ম কী?
উত্তর: কম্পিউটারের বিবর্তনের ইতিহাসকে পর্যায়ক্রমে ৬টি ভাগে ভঅগ করা হয়েছে। এই ভাগকে কম্পিউটার প্রজন্ম বলে।

৮. কয়েকটি Word Processing Software- এর নাম কী?
উত্তর: Word Star, Word Perfect, MS Word- ইত্যাদি।

৯. ইনফরমেশন ও ডেটার এর পার্থক্য কী?
উত্তর: ডেটার চাইতে তথ্য বৃহৎ ধারণা ডেটা তথ্যের একটি ক্ষুদ্র অংশ।

১০. কন্ট্রোল ইউনিট কী?
উত্তর: কন্ট্রোল ইউনিট হলো- কম্পিউটারের নিয়ন্ত্রণ অংশ। কম্পিউটারের যাবতীয় কাজ নিয়ন্ত্রণ এই অংশ।

১১. ভাইরাস কী?
উত্তর: ভাইরাস একটি ক্ষতিকারক প্রোগ্রাম যা কম্পিউটারের স্বাভাবিক কাজে বাধা সৃষ্টি করে।

১২. AI কী?
উত্তর: AI হলো- Artificial Intelligence.

১৩. VLSI কী?
উত্তর: VLSI হলো- Very large Scale Integration.

১৪. সুডো কোড কী?
উত্তর: প্রোগ্রামিংয়ের অ্যালগরিদমের বিকল্প হিসেবে সহজ সরল অথচ সংক্ষিপ্ত ভাষার গ্রোগ্রামের ধাপগুলো বর্ণনা করাই হলো সুডো কোড।

১৫. ইনফরমেশন সিস্টেম কী?
উত্তর: ইনফরমেশন সিস্টেম হলো মানুষ ও যন্ত্রপাতির সমন্বয়ে গঠিত অবস্থা যা ডেটা প্রক্রিয়া করন করে ব্যবহারকারীর ব্যবহার উপযোগী করে তুলে।

১৬. CAD কী?
উত্তর: কম্পিউটারের মাধ্যমে ডিজাইন/ নকশা ড্রাফটিং করার জন্য সফটওয়্যারকে বলে। যার পূর্ণরূপ হচ্ছে Computer Aided Design বা CAD।

১৭. DBMS কী?
উত্তর: DBMS হলো- Database Management System.

১৮. CRT মনিটর কী?
উত্তর: CRT মনিটর হলো- Cathode Ray Tube.

১৯. WAP কী?
উত্তর: Wireless Application Protocal.

১৯. VRAM কী?
উত্তর: VRAM হল Video Random Access Memory যা সাধারণত ভিডিও কার্ডে ব্যবহার করা হয়।

২০. DSS ও MIS কী?
উত্তর: DSS = Decision Support System হল একটি কম্পিউটার নিয়ন্ত্রিত ইনফরমেশন সিস্টেম। এটি ব্যবস্থাপকদের ভবিষৎ পরিকল্পনা নিতে সহায়তা করে। MIS হল ম্যাসেজম্যান্ট ইনফরমেশন সিস্টেম (এমআইএস) হলো কম্পিউটারভিত্তিক সিস্টেম যা প্রতিষ্ঠানের ব্যবস্থাপকদের ইনফরমেশন প্রদান করে।

২১. ESS কী?
উত্তর: সিনিয়র ম্যানেজার সিদ্ধান্ত গ্রহণ করার ক্ষেত্রে যে ইনফরমেশন সিস্টেম ব্যবহার করে তাকে ESS বলে।

২২. Ethice কী?
উত্তর: Ethice হলো ব্যবহারিক দর্শন শাস্ত্রের শাখা যেটি পেশা ও সামাজিক পেক্ষাপট অনুযায়ী কম্পিউটিং প্রফেশনালদের কিভাবে সিন্ধান্ত গ্রহণ করতে হবে সে বিষয়ে আলোচনা করা হয়।

Advertisement 2

২৩. ব্যবসা ক্ষেত্রে কম্পিউটারের ৫টি ব্যবহার লিখ।
উত্তর: ১. ব্যবসায়িক যোগাযোগ; ২. সংরক্ষিত দ্রব্যের হিসাব; ৩. বাজেট নিয়ন্ত্রণ; ৪. এয়ার লাই ও রেলওয়ের টিকিট বুকিং ও ৫. কর্মীদের বেতনের হিসাব।

২৪. বাইনারী সংখ্যার ভিত্তি ২ কেন?
উত্তর: বাইনারি পদ্ধতিতে ০ এবং ১ এই দুটি অংক ব্যবহৃত হয় তাই এই বাইনারী সংখ্যার ভিত্তি ২।

২৫. চিত্রভিত্তিক ও বর্ণভিত্তিক অপারেটিং সিস্টেমের পার্থর্ক কী?
উত্তর: চিত্রের মাধ্যমে কমান্ড প্রয়োগ করে কম্পিউটার পরিচালনা করা গেলে তাকে চিত্রভিত্তিক অপারেটিং সিস্টেম বলে। MS- DOS, UNIX, LINUX ইত্যাদি বর্ণভিত্তিক অপারেটিং সিস্টেমের উদাহরণ। প্রক্ষান্তরে, বর্ণভিত্তিক কমান্ড ব্যবহার করে কম্পিউটার পরিচালনা করা গেলে তাকে বর্ণভিত্তিক অপারেটিং সিস্টেম বলে। WINDOWS95, WINDOWS98, OS/2 WINDOWS NT ইত্যাদি চিত্রভিত্তিক অপারেটিং সিস্টেমের উদাহরণ।

২৬. ALU- এর কাজ কী?
উত্তর: ALU- এর কাজ হলো গাণিতিক ও যুক্তিমূলক কাজ করা।

২৭. ব্যবসা ক্ষেত্রে ইসফরমেশন সিস্টেমের প্রয়োজন কেন?
উত্তর: আধুনিককালে ব্যবসায় প্রায় সকল কাজই ইনফরমেশন সিস্টেমের উপর নির্ভর করে। দৈননিদন ব্যবসায়িক কর্মকান্ড সম্পাদন পরিকল্পনা প্রণয়ন এবং জটিল সিদ্ধান্ত গ্রহণে ইনফরমেশন সিস্টেম প্রত্যক্ষা বা পরোক্ষভাবে অবদান রাখছে। তাছাড়া প্রতিযোগিতায় টিকে থাকার জন্য ইনফরমেশন সিস্টেম নানা ধরনের তথ্য দিয়ে ব্যবসা- বানিজ্যকে সহায়তা করছে।

২৮. MS- word দিয়ে টেবিল তৈরির ধাপগুলো লিখ।
উত্তর: MS- word দিয়ে টেবিল তৈরির ধাপগুলো নিম্নরূপ: ১. মেনুবারের (Table) টেবিল মেনুতে ক্লিক করতে হবে। ২. Inert ক্লিক করে Table অপশনে ক্লিক করতে হবে। Insert Table নামে Dialogue Box টি দেখা যাবে। ৩. উক্ত Box এ Column এবং Row নম্বর ঘরে নির্দিষ্ট সংখ্যা সিলেক্ট করে (ধরি, ৫টা Column এবং ৪টা Row) Ok বাটনে ক্লিক করতে হবে। ৫টা Column এবং ৪টা Row বিশিষ্ট নিম্নরূপ টেবিল তৈরি হবে।

২৯. OAS ও TPS কী?
উত্তর: আধুনিককালে ব্যবসায় প্রায় সকল কাজই ইনফরমেশন সিস্টেমের উপর নির্ভর করে। দৈননিদন ব্যবসায়িক কর্মকান্ড সম্পাদন পরিকল্পনা প্রণয়ন এবং জটিল সিদ্ধান্ত গ্রহণে ইনফরমেশন সিস্টেম প্রত্যক্ষা বা পরোক্ষভাবে অবদান রাখছে। তাছাড়া প্রতিযোগিতায় টিকে থাকার জন্য ইনফরমেশন সিস্টেম নানা ধরনের তথ্য দিয়ে ব্যবসা- বানিজ্যকে সহায়তা করছে।

৩০. OR গেইট এর দুই চলকের জন্য সত্যক সারণী লেখ।
উত্তর: OR গেইট: অর গেইটে দু ইবা দুয়ের অধিক ইনপুট থাকতে পারে। কিন্তু এতে আউটপুট থাকবে একটি। যেকোন একটি ইনপুট সত্র হওয়ার কারণে আউটপুট সত্য হবে।অর গেইটে বীজগণিতীয় Function হল X= A+ B। এখানে + দিয়ে অথবা (OR) ক্রিয়া বুঝানো হয়েছে। A বা B যেকোন একটি মান 1 হল X=1

৩১. DTP কী?
উত্তর: DTP হল- Desktop Publication.

৩২. কী কী উপায়ে সিস্টেম বিশ্লেষণ করা যায়?
উত্তর: সিস্টেম বিশ্লষণ ৩টি উপায়ে বিশ্লেষণ করা যায়। যথা- ১. সিস্টেম সফটওয়্যার ও রক্ষণাবেক্ষণ, ২. সিস্টেম হার্ডওয়্যার রক্ষণাবেক্ষণ, ৩. সিস্টেম ম্যানুয়াল রক্ষণাবেক্ষণ।

৩৩. ERP কী
উত্তর: ERP হলো উৎপাদন পরিকল্পনা সংস্থা। যার র্পর্ণরূপ হলো- Enterprise Resource Planning.

খ- বিভাগ: সংক্ষিপ্ত প্রশ্নাবলী

১. ডিজিটাল কম্পিউটারের শ্রেণিবিভাগ আলোচনা কর।
২. তৃতীয় প্রজন্মের কমিউটারের বৈশিষ্ট্য লিখ।
৩. বাস কী? কম্পিউটারে বাসের শ্রেণীবিভাগ আলোচনা কর।
৪. প্যারালাল প্রসেসিং এর সুবিধা লিখ।
৫. প্রোটোটাইপিং কী?

৬. প্রোটোটাইপিং প্রসেসের বর্ণনা দাও।
৭. Dass কে কিভাবে বিজনেস সিস্টেমে সঠিকভঅবে কাজে লাগানো যায়?
৮. ডেটা মাইনিং থেকে কিভাবে বিজনেস ইনফরমেশন তৈরি করা হয়?
৯. সাইবার ক্রাইম বলতে কী বুঝায়?
১০. কয়েকটি সাইবার ক্রাইম উদাহরণসহ বর্ণনা কর।

১১. NAND গেইট এর সার্বজসীনতা প্রমাণ কর।
১২. NOR এর সত্যক সারণি লিখ।
১৩. পিন্টার কী? পিন্টার এর শ্রেণীবিভাগ আলোচনা কর।
১৪. CRT ও Flat- Pannel মনিটরের পার্থক্য কী?
১৫. অপারেটিং সিস্টেম কী? অপারেটিং সিস্টেম এর কাজ কী?

১৬. কন্ট্রোল প্রোগ্রাম কী? সংক্ষেপে লিখ।
১৭. মাইক্রো কাম্পউটারের বৈশিষ্ট্যগুলো বর্ণনা কর।
১৮. তৃতীয় ও চতুর্থ প্রজন্মের কাম্পউটারের বৈশিষ্ট্যগুলো লিখ।
১৯. হার্ডওয়্যার সফটওয়ারের মধ্যে পার্থক্য লিখ।
২০. ইম্প্যাক্ট ও নন- ইম্প্যাক্ট পিন্টারের মধ্যে পার্থক্য লিখ।

২১. Virtual মেমরি কী?
২২. ই- কমার্সের প্রকারভেদ আলোচনা কর।
২৩. বিভিন্ন প্রকার কমিউটার ক্রাইমের বর্ণনা কর।
২৪. ROM ও RAM এর মধ্যে পার্থক্য লিখ।
২৫. সফটওয়্যার কী? ইহার ব্যবহার বর্ণনা কর।

Advertisement 4

২৬. সিস্টেম সফটওয়্যার ও এ্যাপ্লিকেশন সফটওয়্যারের পার্থক্য লিখ।
২৭. সিস্টেম সফটওয়্যার কী?
২৮. কম্পাইলার ও ইন্টারপ্রিটারের মধ্যে পার্থক্য লিখ।

২৯. একটি প্রতিষ্ঠানের ম্যানেজমেন্ট স্তরগুলোর বর্ণনা কর।
৩০. ইনফরমেশন সিস্টেমের বিভিন্ন স্তরগুলোর বর্ণনা কর।
৩১. ডেটা ও ইনফরমেশনের পার্থক্য লিখ।
৩২. ডেটার প্রকারভেদ লিখ।

[ বি:দ্র: উত্তর দাতা: রাকিব হোসেন সজল ©সর্বস্বত্ব সংরক্ষিত (বাংলা নিউজ এক্সপ্রেস)]

গ-বিভাগ: রচনামূলক প্রশ্নাবলী

১. সংক্ষেপে সিস্টেম উন্নয়ন প্রক্রিয়া বর্ণনা কর।
২. পরিবর্তন পদ্ধতি কী? পদ্ধতিগুলো সংক্ষেপে আলোচনা কর।
৩. ই- কমার্স বিজনেস মডেল বর্ণনা কর।
৪. (ক) বিজনেস প্রসেসর রি-ইঞ্জিনিয়ারিং (BPR) এর উদ্দেশ্যগুলো লিখ।
(খ) সফটওয়্যার কী? সফটওয়্যারের শ্রেণীবিভাগ চিত্রের সাহায্যে বর্ণনা কর।

৫. (ক) এন্টারপ্রাইজ কম্পিউটিং কী? বিভিন্ন প্রকার এন্টারপ্রাইজ কম্পিউটিং এর বর্ণনা কর।
(খ) সিস্টেম বিশ্লষণ কী? সিস্টেম বিশ্লেষণের গুরুত্ব আলোচনা কর।
৬. হ্যাকিং কী? সংক্ষেপে বিভিন্ন প্রকার হ্যাকিং পদ্ধতির বর্ণনা দাও।
৭. তথ্য প্রযুক্তির নিরাপত্তা ব্যবস্থাপনার ৫টি পদ্ধতি বর্ণনা কর।
৮. কম্পিউটারের শ্রেণিবিভাগ আলোচনা কর।
৯. কম্পিউটারের বৈশিষ্ট্যগুলো বর্ণনা কর।

১০. কমিউটারে সংগঠন বর্ণনা কর।
১১. ডি-মরগ্যান সূত্র বিবৃত ও প্রমাণ কর।
১২. বিভিন্ন ধরনের ইনফরমেশন সিস্টেমের বর্ণনা কর।
১৩. ডকুমেন্ট প্রসেসিং কী? প্রসেসিংগুলোর বর্ণনা কর।
১৪. কম্পিউটার প্রোগ্রামিং ল্যাংগুয়েজের সুবিধা ও অসুবিধাগুলো বর্ণনা কর।
১৫. চিত্রভিত্তিক ও বর্ণভিত্তিক অপারেটিং সিস্টেমের মধ্যে পার্থক্য লিখ।
১৬. AI কী? AI কীভাবে ব্যবসায়িক ক্ষেত্রে ব্যবহার করা হয়?

১৭. ইনফরমেশন সিস্টেমে নিরাপত্তা ও নিয়ন্ত্রণের বিষয়গুলো বর্ণনা কর।
১৮. ব্যবসায় ক্ষেত্রে কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার আলোচনা কর।
১৯. তথ্য প্রযুক্তি ব্যবস্থাপনা কাকে বলে? উপাদানসমূহ আলোচনা কর।
২০. ব্যবসায় সিদ্ধান্ত সাহায্যকারী পদ্ধতি কেন ব্যবহৃত হয়ে থাকে?

২১. তথ্য প্রযুক্তির নিরাপত্তা ব্যবস্থাপনা নিয়ে আলোচনা কর।
২২. ব্যবসায় ক্ষেত্রে MICR এর ব্যবহার আলোচনা কর।
২৩. বার কোড রিডার কী? বার কোড রিডার কীভাবে ব্যবসা ক্ষেত্রে ব্যবহৃত হয়?
২৪. OMR ও OCR এর পার্থক্য লিখ।

জাতীয় বিশ্ববিদ্যালয়ের 2024 এর ব্যবস্থাপনা ৫ম পত্র সাজেশন ডিগ্রি ৩য় বর্ষের

Degree 3rd Year Common Suggestion 2024

পরীক্ষায় ভালো করতে অতিরিক্ত যা যা পড়বেন

বিষয়: ডিগ্রি তৃতীয় বর্ষের ১০০% কমন ব্যবস্থাপনা ৫ম পত্র সাজেশন

#ক_বিভাগ (অতি সংক্ষিপ্ত প্রশ্ন)

#বিষয়ঃ_ব্যবস্থাপনা_পঞ্চম_পত্র

১। ইনফরমেশন সিস্টেম কি? তথ্য ব্যয় কি? ই – কমার্স কি?

২। পূর্ণমাণঃ CPU, MICR, DOS, OCR, OMR, ERR,

৩। হার্ডওয়্যার, ফার্মওয়্যার ও হার্ডওয়্যার কি?

৪। ভার্চুয়াল মেমোরি কি? রেম ও রোম কি?

৫। মাইক্রোপ্রসেসর ও মাল্টিমিডিয়া কি?

৬। কয়েকটি ওয়ার্ড প্রসেসর প্রোগামের নাম লিখ।

৭। ফ্লোচার্ট কি? এলগরিদম কি? পোর্টাল কি?

৮। প্রোগ্রাম, প্রোগ্রামিং ও কম্পিউটার প্রোগ্রাম কি?

৯। 4GL, এসেম্বলার ও কম্পাইলার কি?

১০। অপারেটিং সিস্টেম কি? অপারেটিং কি?

১১। ফন্ট কি? ডকুমেন্ট প্রসেসিং কি?

১২। কয়েকটি ওয়ার্ড প্রসেসর প্রোগামের নাম লিখ।

১৩। স্প্রেডশীট ও ওয়ার্কশীট কি?

১৪। E-R ডায়াগ্রামের অর্থ কি? 3G, 4G কি?

১৫। ALLU এর কাজ কি? কম্পিউটার প্রজন্ম কি?

১৬। ভাইরাস Virus কি? সুডো কোড কি?

১৭। মৌলিক ও লজিক গেট কি ও কয়টি?

১৮। সাইবার ক্রাইম কি? MIS কি?

১৯। বিট, বাইট ও বাইনারি কি?

২০। ইউনিকোডের সুবিধা কি?

২১। কী বোর্ড কি? সিস্টেম বাস কি? মাউস কি?

২২। ই কমার্স ও ই বিজনেস কি?

২৩। কী বোর্ড ইনটারফেস কি? রানী কে?

২৪। বাইনারি সংখ্যার ভিত্তি ২ কেন?

২৫। স্ক্যানার কি ধরনের যন্ত্র।

খ_বিভাগ (সংক্ষিপ্ত প্রশ্ন)

১। ডেটা ও ইনফরমেশনের মধ্যে পার্থক্য লিখ।

২। RAM ও ROM এর মধ্যে পার্থক্য লিখ।

৩। প্রোগ্রাম কি? প্রোগ্রাম তৈরির ধাপগুলি বর্ণনা কর।

৪। স্প্রেডশীট কি? স্প্রেডশীটের ব্যবহার লিখ।

৫। কম্পিউটার কি? কম্পিউটারের বৈশিষ্ট্য ও ব্যবহার লিখ।

৬। অপারেটিং সিস্টেম কি? অপারেটিং সিস্টেমের কাজগু‌লো‌ লিখ।

৭। স্টান্ডার্ড ওয়ার্ড প্রসেসরের সুবিধা লিখ।

[ বি:দ্র: নমুনা উত্তর দাতা: রাকিব হোসেন সজল ©সর্বস্বত্ব সংরক্ষিত (বাংলা নিউজ এক্সপ্রেস)]

Advertisement 2

৮। ডেক্সটপ পাবলিশিং সম্পর্কে সংক্ষেপে আলোচনা কর।

৯। প্রোগ্রাম কি? একটি আদর্শ প্রোগ্রামের গুণাবলি লিখ।

১০। হার্ডওয়্যার ও সফটওয়্যারের মধ্যে পার্থক্য লিখ।

অথবা, ফার্মওয়্যার ও সফটওয়্যারের মধ্যে পার্থক্য লিখ।

১১। LAN ও WAN এর মধ্যে পার্থক্য লিখ।

১২। প্লটার কাকে বলে? প্লটারের ব্যবহার লিখ।

১৩। বর্ণভিত্তিক ও চিত্রভিত্তিক অপারেটিং সিস্টেমের পার্থক্য কি?

১৪। তথ্য ব্যবস্থা ও তথ্য প্রযুক্তির মধ্যে পার্থক্য কর।

গ_বিভাগ (রচনামূলক প্রশ্ন)

১।

ক) ডাটাবেজ ম্যানেজমেন্ট বলতে কি বুঝ? ডাটাবেজ ম্যানেজমেন্ট সিস্টেমের গঠন বর্ণনা কর। ১০০%

খ) ডাটাবেজ ম্যানেজমেন্ট সিস্টেমের ব্যবহার লিখ।

২।

ক) কম্পিউটার নেটওয়ার্ক কাকে বলে? কম্পিউটার নেটওয়ার্ক ঈ উদ্দেশ্যাবলি কি কি?

খ) কম্পিউটার নেটওয়ার্ক প্রকারভেদ আলোচনা কর।

৩।

ক) অপারেটিং সিস্টেম কি? অপারেটিং সিস্টেমের গুরুত্ব লিখ।

খ) মাল্টিপ্রসেসিং অপারেটিং সিস্টেম সম্পর্কে আলোচনা কর।

৪।

ক) ওয়ার্ড প্রসেসিং কি? ওয়ার্ড প্রসেসিং এর বৈশিষ্ট্যসমূহ লিখ।

খ) ফন্ট কি? ফন্টের গঠন ও প্রকারভেদ সবিস্তারে আলোচনা কর।

৫।

ক) প্যাকেজ প্রোগ্রাম কি? প্যাকেজ সফটওয়্যারের সুবিধা ও অসুবিধা লিখ।

খ) সিস্টেম সফটওয়্যার ও এপ্লিকেশন সফটওয়্যারের মধ্যে পার্থক্য লিখ।

৬।

খ) কম্পিউটার সংগঠন কি? কম্পিউটার সংগঠন আলোচনা কর।

খ) কম্পিউটার কি? ডিজিটাল কম্পিউটারের শ্রেণিবিভাগ লিখ।

৭।

ক) ইনফরমেশন সিস্টেম কি? ইনফরমেশন সিস্টেমের প্রকারভেদ আলোচনা কর। ১০০%

খ) ব্যবস্থাপনার বিভিন্ন স্তরে কি কি ধরনের ইনফরমেশন সিস্টেম প্রয়োজন? সংক্ষেপে আলোচনা কর।

৮।

ক) ডকুমেন্ট কি? ডকুমেন্ট সিলেক্ট করার পদ্ধতি আলোচনা কর।

খ) কম্পিউটারের সাহায্যে ডকুমেন্ট তৈরি করার পদ্ধতি সম্পর্কে লিখ।

৯।

ক) প্রোগ্রামিং ল্যাংগুয়েজ বা ভাষা কি? বিভিন্ন প্রকার প্রোগ্রামিং ভাষার বর্ণনা দাও।

খ) কম্পিউটার প্রোগ্রামিং ভাষার সুবিধা ও অসুবিধা লিখ।

১০।

ক) ম্যানুয়াল ডাটা প্রসেসিং কি? ডাটা প্রসেসিং এর ব্যবহার লিখ।

খ) ফাইল আপডেটিং কি? ডেটা ফাইলের প্রকারভেদ বর্ণনা কর।

১১।

ক) ফ্লোচার্ট কি? ফ্লোচার্টের শ্রেণিবিভাগ দেখাও।

খ) এলগরিদম ও ফ্লোচার্টের মধ্যে পার্থক্য লিখ।

১২।

ক) বিভিন্ন ধরনের ডাটার বর্ণনা দাও। ডাটা কি?

খ) ব্যবসা – বাণিজ্যে ইনফরমেশন টেকনলজির ভূমিকা আলোচনা কর। 

জাতীয় বিশ্ববিদ্যালয়ের 2024 এর ব্যবস্থাপনা ৫ম পত্র সাজেশন ডিগ্রি ৩য় বর্ষের

Degree 3rd Year Common Suggestion 2024

BA/BSS/BSC ডিগ্রী ৩য় বর্ষের সাজেশন 2024

বিষয়সুপার সাজেশন
ইংরেজি
Subject Code: 121101
সুপার সাজেশন লিংক
রাষ্ট্রবিজ্ঞান ৫ম পত্র Subject Code: 131901সুপার সাজেশন লিংক
রাষ্ট্রবিজ্ঞান ৬ষ্ঠ পত্র
Subject Code: 131903
সুপার সাজেশন লিংক
সমাজবিজ্ঞান ৫ম পত্র
Subject Code: 13200
1
সুপার সাজেশন লিংক
সমাজবিজ্ঞান ৬ষ্ঠ পত্র
Subject Code: 132003
সুপার সাজেশন লিংক
সমাজকর্ম ৫ম পত্র
Subject Code: 132101
সুপার সাজেশন লিংক
সমাজকর্ম ৬ষ্ঠ পত্র
Subject Code: 132103
সুপার সাজেশন লিংক
ইতিহাস ৫ম পত্র
Subject Code: 131501
সুপার সাজেশন লিংক
ইতিহাস ৬ষ্ঠ পত্র
Subject Code: 131503
সুপার সাজেশন লিংক
ইসলামের ইতিহাস ৫ম পত্র
Subject Code: 131601
সুপার সাজেশন লিংক
ইসলামের ইতিহাস ৬ষ্ঠ পত্র
Subject Code: 131603
সুপার সাজেশন লিংক
দর্শন ৫ম পত্র
Subject Code: 131701
সুপার সাজেশন লিংক
দর্শন ৬ষ্ঠ পত্র
Subject Code: 131703
সুপার সাজেশন লিংক
ভূগোল ও পরিবেশ ৫ম পত্র
Subject Code: 133201
সুপার সাজেশন লিংক
ভূগোল ও পরিবেশ ৬ষ্ঠ পত্র
Subject Code: 133203
সুপার সাজেশন লিংক
মনোবিজ্ঞান ৫ম পত্র
Subject Code: 133401
সুপার সাজেশন লিংক
মনোবিজ্ঞান ৬ষ্ঠ পত্র
Subject Code: 133403
সুপার সাজেশন লিংক
ইসলামিক স্টাডিজ ৫ম পত্র
Subject Code: 131801
সুপার সাজেশন লিংক
ইসলামিক স্টাডিজ ৬ষ্ঠ পত্র
Subject Code: 131803
সুপার সাজেশন লিংক
অর্থনীতি ৫ম পত্র
Subject Code: 132201
সুপার সাজেশন লিংক
অর্থনীতি ৬ষ্ঠ পত্র
Subject Code: 132205
সুপার সাজেশন লিংক
ব্যবস্থাপনা ৫ম পত্র
Subject Code: 132601
সুপার সাজেশন লিংক
ব্যবস্থাপনা ৬ষ্ঠ পত্র
Subject Code: 132603
সুপার সাজেশন লিংক
হিসাববিজ্ঞান ৫ম পত্র
Subject Code: 132501
সুপার সাজেশন লিংক
হিসাববিজ্ঞান ৬ষ্ঠ পত্র
Subject Code: 132503
সুপার সাজেশন লিংক
ফিন্যান্স এন্ড ব্যাংকিং ৫ম পত্র
Subject Code: 132401
সুপার সাজেশন লিংক
ফিন্যান্স এন্ড ব্যাংকিং ৬ষ্ঠ পত্র
Subject Code: 132403
সুপার সাজেশন লিংক
মার্কেটিং ৫ম পত্র
Subject Code: 132301
সুপার সাজেশন লিংক
মার্কেটিং ৬ষ্ঠ পত্র
Subject Code: 132303
সুপার সাজেশন লিংক
প্রাণিবিজ্ঞান ৫ম পত্র
Subject Code: 133101
সুপার সাজেশন লিংক
প্রাণিবিজ্ঞান ৬ষ্ঠ পত্র
Subject Code: 13310
3
সুপার সাজেশন লিংক
রসায়ন ৫ম পত্র
Subject Code: 132801
সুপার সাজেশন লিংক
রসায়ন ৬ষ্ঠ পত্র
Subject Code: 13280
3
সুপার সাজেশন লিংক
উদ্ভিদবিজ্ঞান ৫ম পত্র
Subject Code: 133001
সুপার সাজেশন লিংক
উদ্ভিদবিজ্ঞান ৬ষ্ঠ পত্র
Subject Code: 13300
3
সুপার সাজেশন লিংক
পদার্থবিজ্ঞান ৫ম পত্র
Subject Code: 132701
সুপার সাজেশন লিংক
পদার্থবিজ্ঞান ৬ষ্ঠ পত্র
Subject Code: 13270
3
সুপার সাজেশন লিংক
গণিত ৫ম পত্র
Subject Code: 13370
1
সুপার সাজেশন লিংক
গণিত ৬ষ্ঠ পত্র
Subject Code: 133703
সুপার সাজেশন লিংক

BA/BSS/BSC ডিগ্রী ৩য় বর্ষের সাজেশন 2024

Advertisement 5

Advertisement 3

Leave a Comment