ব্যবসায় ও বাণিজ্যিক আইন অনার্স ৩য় বর্ষ সাজেশন

অনার্স ৩য় বর্ষের ব্যবসায় ও বাণিজ্যিক আইন সাজেশন 2024

জাতীয় বিশ্ববিদ্যালয় অনার্স পাস এবং সার্টিফিকেট কোর্স ৩য় বর্ষের
BA, BSS, BBA & BSC অনার্স ৩য় বর্ষের
[২০১৩-১৪ এর সিলেবাস অনুযায়ী]
ব্যবসায় ও বাণিজ্যিক আইন (Business and Commercial Laws) সুপার সাজেশন
Department of : Accounting & Other Department
Subject Code: 232509
2024 এর অনার্স ৩য় বর্ষের ১০০% কমন সাজেশন

ব্যবসায় ও বাণিজ্যিক আইন অনার্স ৩য় বর্ষ সাজেশন, চূড়ান্ত সাজেশন অনার্স ৩য় বর্ষের ব্যবসায় ও বাণিজ্যিক আইন, অনার্স ৩য় বর্ষের ব্যবসায় ও বাণিজ্যিক আইন ব্যতিক্রম সাজেশন pdf, অনার্স ৩য় বর্ষের ১০০% কমন ব্যবসায় ও বাণিজ্যিক আইন সাজেশন

অনার্স ৩য় বর্ষের পরীক্ষার সাজেশন 2024 (PDF) লিংক

সর্বশেষ সংশোধিত ও সাজেশন টি আপডেটের করা হয়েছে 2024

ব্যবসায় ও বাণিজ্যিক আইন অনার্স ৩য় বর্ষ সাজেশন 2024

ক-বিভাগ: অতিসংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর

১. ব্যবসায় আইন কী?
উত্তর : ব্যবসায়ের প্রয়োজনে এক পক্ষ অন্য পক্ষের সাথে চুক্তি ও সরকারি বেসরকারি এবং ব্যবসায় সংক্রান্ত যাবতীয় নিয়ম, নীতি, শর্তাদেশকে ব্যবসায় আইন বলে।

২. চুক্তি কী?
উত্তর : আইনের দ্বারা বলবৎযোগ্য প্রতিটি সম্মতি ও প্রতিশ্রুতিকে চুক্তি বলে।

৩. প্রতিশ্রুতি কী?
উত্তর : একটি প্রস্তাব উপস্থাপনের পর অন্য কোনো ব্যক্তি কর্তৃক তা স্বীকৃতির মাধ্যমে যদি তা গৃহীত হয় তাকে প্রতিশ্রুতি বলে।

৪. কে স্বীকৃতি দিতে পারে?
উত্তর : যার উদ্দেশ্যে প্রস্তাব উত্থাপিত হয় শুধুমাত্র সে ব্যক্তিই স্বীকৃতি দিতে পারে।

৫. প্রতিদান কী?
উত্তর : প্রতিশ্রুতির বিনিময়ে যদি কিছু পাওয়া যায় তবে তাকেই প্রতিদান বলে।

৬. বৈধ চুক্তি কী?
উত্তর : একাধিক পক্ষের মধ্যে দায় সৃষ্টি ও নির্দিষ্ট করে যে সম্মতি সাধিত হয় তাকেই বৈধ চুক্তি বলে।

৭. বাজি ধরার চুক্তি কি?
উত্তর : চুক্তির উভয় পক্ষ ভবিষ্যতে অনিশ্চিত ঘটনাকে অবিহিত নিশ্চিত মনে করে সম্মতিতে আবদ্ধ হলে তাকে বাজি ধরার চুক্তি বলে।

৮. প্রতারণা কাকে বলে?
উত্তর : কোনো একপক্ষকে ঠকানো বা প্রবঞ্চনার উদ্দেশ্যে কোনো অন্যায় পন্থা অবলম্বন, মিথ্যে ভাষণ বা চতুরতার আশ্রয় গ্রহণ করাকে প্রতারণা বলে।

৯. জামিনের চুক্তি কী?
উত্তর : প্রদত্ত প্রতিশ্রুতি পালনে ব্যর্থ কোনো ব্যক্তির পক্ষে দায় পরিশোধের জন্য পাওনাদারকে প্রদত্ত প্রতিশ্রুতিকেই জামিনের চুক্তি বলে ।

১০. গচ্ছিত প্রদান কী?
উত্তর : বৈধ উদ্দেশ্যে একপক্ষ অপর পক্ষের কাছে কোনো পণ্য জামানত রাখলে তাকে গচ্ছিত প্রদান বলে।

১১. প্রতিনিধি কে?
উত্তর : অন্যের পক্ষ হয়ে যে ব্যক্তি কাজ সম্পাদন করে তাকে প্রতিনিধি বলে এবং কাজ করাকে প্রতিনিধিত্ব বলে।

১২. উপপ্রতিনিধি বলতে কী বুঝ?
উত্তর : যে ব্যক্তি প্রতিনিধিত্বের কাজে মূল প্রতিনিধি কর্তৃক নিয়োগপ্রাপ্ত হয় এবং তার নিয়ন্ত্রাধীনে কাজ করে তাকে উপপ্রতিনিধি বলে।

১৩. ক্ষমতার্পণ কী?
উত্তর : অপর কোনো ব্যক্তিকে মুখ্য ব্যক্তি তার আইনগত ক্ষমত প্রয়োগের অধিকার প্রদান করলে তাকে ক্ষমতার্পণ বলে।

১৪. কিস্তিবন্ধি ক্রয় কী?
উত্তর : যদি এমন হয় যে কিস্তিতে ক্রেতা পণ্যের মূল্য পরিশোধ করবে এবং পণ্যের দখল পেলে সেই সাথে তার মালিকানাস্বত্ব লাভ করবে এ মর্মে ক্রয় চুক্তি সম্পাদিত হলে, তাকে কিস্তিববন্ধি ক্রয় বলে।

১৫. কমিশন কী?
উত্তর : কোনো নির্দিষ্ট কাজের বিনিময়ে নির্দিষ্ট হারে অর্থ প্রদানকে কমিশন বলে।

১৬. ক্রেতার তিনটি অধিকারের নাম লেখ।
উত্তর : ক্রেতার তিনটি অধিকার হলো— i. পণ্য প্রাপ্তি, ii. পণ দিশি রো পরীক্ষা করার অধিকার ও iii. চুক্তি বর্জনের অধিকার।

১৭. চেক কাকে বলে?
উত্তর : চেক হচ্ছে লিখিত, লেখক কর্তৃক স্বাক্ষরিত এবং নির্দিষ্ট পরিমাণ অর্থ প্রদানের ক্ষেত্রে এক শর্তহীন আদেশ যা চাহিবামাত্র ব্যাংক বাহককে পরিশোধে বাধ্য থাকে।

১৮. চেকের ক্ষেত্রে ধারক কে?
উত্তর : চেকের ক্ষেত্রে ধারক ব্যাংক।

১৯. চেকে দাগ কাটা হয় কেন?
উত্তর : চেকের নিরাপত্তা বিধানের জন্য চেকে দাগকাটা হয়।

২০. যথাকালে ধারক কে?
উত্তর : প্রতিদানের বিনিময়ে শুধুমাত্র অর্থ পরিশোধের সময় যার নিকট হস্তান্তরযোগ্য দলিল থাকে তাকে যথাকালে ধারক বলে।

২১. বৈদেশিক বিনিময় বিল কী?
উত্তর : প্রস্তুতকারক কর্তৃক স্বাক্ষরিত যে লিখিত দলিলে কোনো নির্দিষ্ট পরিমাণ টাকা প্রদান করার জন্য কোনো নির্দিষ্ট ব্যক্তি বা প্রতিষ্ঠানের প্রতি শর্তহীন আদেশ প্রদান করা হয় তাকে বিনিময় বিল বলে।

২২. ট্রেডমার্ক কী?
উত্তর : ট্রেডমার্ক একটি শনাক্তকরণ চিহ্ন, নকশা, বা শব্দ সমিষ্টি যা কোনো নির্দিষ্ট উৎসের পণ্য বা সেবাকে অন্য উৎসের পণ্য বা সেবা সমূহ থেকে আলাদা করে।

২৩. প্রতারণামূলক সাদৃশ্য মার্ক কী?
উত্তর: প্রতারণামূলক সাদৃশ্য মার্ক অর্থ হলো এমন কোনো মার্ক যা কর্তৃক প্রতারিত বা বিভ্রান্ত হওয়ার সম্ভাবনা থাকে এবং যা এ আইনের অধীন নিবন্ধিত অন্য কোনো মার্কের সাথে মিল রয়েছে।

২৪. অংশীদারি চুক্তিপত্র বলতে কী বুঝ?
উত্তর : অংশীদারি ব্যবসায়ের বিধি-বিধানসমূহ যে দলিলে লিপিবন্ধ থাকে তাকে অংশীদারি ব্যবসায়ের চুক্তিপত্র বলে।

২৫. ট্রেড ইউনিয়ন কী?
উত্তর : ট্রেড ইউনিয়ন অর্থ ত্রয়োদশ অধ্যায়ের অধীনে গঠিত ও রেজিস্ট্রিকৃত শ্রমিকগণের বা মালিকগণের ট্রেড ইউনিয়ন এবং যে কোনো ট্রেড ইউনিয়ন ফেডারেশনও তার অন্তর্ভুক্ত হবে।

২৬. লে-অফ কী?
উত্তর : লে-অফ বলতে কয়লা শক্তি বা কাচামালের স্বল্পতা অথবা | মাল জমিয়া থাকা অথবা, যন্ত্রপাতি বা কলকব্জা-বিকল বা ভেঙে যাওয়ার কারণে কোনো শ্রমিককে কাজ দিতে মালিকের অক্ষমতা বা ব্যর্থতাকে বুঝায়।

২৭. পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫ অনুযায়ী বর্জ্যের সংজ্ঞা দাও।
উত্তর : “যেকোনো তরল, বায়বীয়, কঠিন তেজস্ক্রিয় পদার্থ, যা নির্গত, নিক্ষিপ্ত বা স্তূপীকৃত হয়ে পরিবেশের ক্ষতিকর পরিবর্তন সাধন করে।”

২৮. সালিশি, রোয়েদাদ কী?
উত্তর : সালিশি রোয়েদাদ হচ্ছে সালিশি বিষয়বস্তুর উপর সালিশ ট্রাইবুনাল কর্তৃক প্রদত্ত সিদ্ধান্ত।

২৯. সালিশি চুক্তি কী?
উত্তর : সালিশদার নিযুক্ত হোক বা না হোক বর্তমান বা ভবিষ্যত কোনো মতবিরোধ নিষ্পত্তির উদ্দেশ্যে লিখিত সম্মতি আকারে সালিশে পেশ বা উপস্থাপন করলে তাকে সালিশ চুক্তি বলে।

৩০. ‘ওলিগোপলি’ কী?
উত্তর : কিছু সংখ্যক ব্যক্তি বা প্রতিষ্ঠান যদি কোনো পণ্য বা সেবার বাজার নিয়ন্ত্রণ করে এমন কোনো অবস্থাকে ওলিগোপলি বলে।

সূত্র: courstika

আরো ও সাজেশন:-

Honors Suggestion Linksপ্রশ্ন সমাধান সমূহ
Degree Suggestion LinksBCS Exan Solution
HSC Suggestion Links2016 – 2024 জব পরীক্ষার প্রশ্ন উত্তর
SSC Suggestion Linksবিষয় ভিত্তিক জব পরিক্ষার সাজেশন

ব্যবসায় ও বাণিজ্যিক আইন অনার্স ৩য় বর্ষ সুপার সাজেশন PDF Download 2024

খ-বিভাগ: সংক্ষিপ্ত প্রশ্ন

১. চুক্তির আবশ্যকীয় চারটি উপাদান লেখ।
২. বাতিল ও বাতিলযোগ্য চুক্তির মধ্যে পার্থক্য দেখাও।
৩. “অতীত প্রতিদান বৈধ প্রতিদান” ব্যাখ্যা কর।
৪. “বিনা প্রতিদানে চুক্তি হয় না” -ব্যাখ্যা কর।

৫. বাতিল ও অবৈধ চুক্তির মধ্যে পার্থক্য দেখাও।
৬. বলপ্রয়োগ ও অনুচিত প্রভাবের মধ্যে পার্থক্য দেখাও।
৭. চুক্তির পরিসমাপ্তি বা অব্যাহতির সংজ্ঞা দাও।
৮. চুক্তি ভঙ্গের প্রতিকারগুলো কী?
৯. কে প্রতিনিধি নিযুক্ত করতে পারে?

১০. বিক্রয় ও বিক্রয় সম্মতির মধ্যে পার্থক্য দেখাও।
১১. ক্রেতা সাবধান নীতি ব্যতিক্রমসমূহ আলোচনা কর।
১২. দাগকাটা চেকের বৈশিষ্ট্যসমূহ আলোচনা কর।
১৩. চেক অমর্যাদার কারণসমূহ কী?
১৪. কী কী অবস্থায় অংশীদারি কারবারের বিলোপ সাধন ঘটে?

১৫. শ্রমিকদের ছুটির পদ্ধতি লেখ।
১৬. কিশোর শ্রমিক নিয়োগের ক্ষেত্রে বিবেচ্য বিষয়সমূহ কী কী?
১৭. সালিশ চুক্তির ধরন বর্ণনা কর।
১৮. সালিশি ট্রাইবুনাল কী?
১৯. প্রতিযোগিতা বিরোধী চুক্তি বলতে কী বুঝ?
২০. প্রতিযোগিতা আইনের উদ্দেশ্য আলোচনা কর।

PDF Download ব্যবসায় ও বাণিজ্যিক আইন অনার্স ৩য় বর্ষ সুপার সাজেশন 2024

গ-বিভাগ: রচনামূলক প্রশ্ন

১. “সকল চুক্তি সম্পত্তি কিন্তু সম্মতি নয়।” —উক্তিটি ব্যাখ্যা কর।
২. বিনিময় বিল ও চেকের মধ্যে পার্থক্য দেখাও।
৩. চুক্তি আইনের বৈশিষ্ট্যগুলো আলোচনা কর।
৪. বিদেশি রাজা রানি বা রাষ্ট্রদূত কর্তৃক চুক্তি সম্পাদন আলোচনা কর।

৫. মিথ্যা বর্ণনার পরিণাম আলোচনা কর।
৬. গচ্ছিত প্রদানের অপরিহার্য উপাদানসমূহ বর্ণনা কর।
৭. প্রতিনিধি কর্তৃক ক্ষমতার সীমা লঙ্ঘনের পরিণাম বর্ণনা কর।
৮. পণ্যের মালিকানা হস্তান্তরের সময় নির্ধারণের আবশ্যকতা আলোচনা কর।
৯. পণ্য বিক্রয় আইন অনুযায়ী অপরিশোধিত বিক্রেতার সংজ্ঞা দাও।
অথবা, অপরিশোধিত বিক্রেতা কে?

১০. অপরিশোধিত বিক্রেতার অধিকারসমূহ বর্ণনা কর।
১১. চেকের প্রতারণা ও জালিয়াতি প্রতিরোধে ব্যাংকের গৃহীত কার্যক্রম বর্ণনা কর।
১২. ট্রেডমার্ক এর শর্তগুলো ব্যাখ্যা কর। বাংলাদেশের বর্তমানে ক্রেতা সংরক্ষণ আইনগুলো আলোচনা কর।
১৩. গঠনাধীন কোম্পানি কর্তৃক প্রস্তাবিত ট্রেডমার্ক ব্যবহার সম্পর্কে আইনের বিধান বর্ণনা কর।

১৪. ট্রেডমার্ক নিবন্ধন কী?
১৫. তৃতীয় পক্ষের সাথে অংশীদারদের সম্পর্ক বর্ণনা কর।
১৬. শ্রমিকের কল্যাণমূলক ব্যবস্থা সম্পর্কিত বিধানসমূহ আলোচনা কর।
১৭. বাংলাদেশের শ্রম আইন, ২০০৬ অনুযায়ী শ্রমিকদের স্বাস্থ্যরক্ষা সংক্রান্ত বিধান ব্যাখ্যা কর।

১৮. পরিবেশের জন্য ক্ষতিকর ধোঁয়া সৃষ্টিকারী যানবাহন সম্পর্কে বিধি-নিষেধ উল্লেখ কর।
১৯. আদালত এবং হাইকোর্ট বিভাগের অন্তর্বর্তীকালীন আদেশ প্রদানের ক্ষমতা আলোচনা কর।
২০. সালিশি ট্রাইব্যুনালের সাধারণ দায়িত্ব আলোচনা কর।

[ বি:দ্র: উত্তর দাতা: রাকিব হোসেন সজল ©সর্বস্বত্ব সংরক্ষিত (বাংলা নিউজ এক্সপ্রেস)]

AVvXsEgZa0AtjxZuNeIYBtnQui6j yU3WE6Eak bnGOEwl8Mlp9fi 9fS8KHFMRS16Pg4iwyGXJ6VVYLtu
AVvXsEiPiMyibaBseuKP6ukY EqD5vHnYX1dOy7bye8GHcIkGVHycmzH5SsE9GYxx5jI6 8NrT7d3a4OGX6lBmPXQhogzpw6LDRJbpmcud9u00vNiMGwxKfpavbJnMiT8iAul2OPMxL7
AVvXsEgfPSy4 bhwgx8GIwCsoji4iDru6U91V7av79QvB8TTPuzgF6hpJWz1ptEgE TJQS1Cof N u w 0VjUl0KrNBp03mIaQLmZdcBBQxZP8swyN35Ah2 Lh ScX2Mfl

[ বি:দ্র:এই সাজেশন যে কোন সময় পরিবতনশীল ১০০% কমন পেতে পরিক্ষার আগের রাতে সাইডে চেক করুন এই লিংক সব সময় আপডেট করা হয় ]

খ বিভাগ

১। সম্মতির সংজ্ঞা দাও।

২। “অতীত প্রতিনিদন বৈধ প্রতিদান”-ব্যাখ্যা কর।

৩। বাতিল চুক্তিগুলাে কি কি? বাজি ধরার চুক্তি কী? জামিনের চুক্তি বলতে কী বােঝায়?

৪ । কে চুক্তি লালন করবে? প্রতারণা ও মিথ্যা বর্ণনার মধ্যে পার্থক্য দেখাও।

৫ নাবালকের চুক্তি সম্পর্কিত আইনের বিধানগুলাে কী কী?

৬। সায় ও সেচ্ছাসায় বলতে বুঝ? বল প্রয়ােগ ও অনুচিত। প্রভাবের মধ্যে পার্থক্য দেখাও।

৭। কখন একজন জামিনদার তার দায় হতে মুক্ত হয়?

৮। ক্ষতিপূরণ গ্রহীতার অধিকারগুলাে লিখ।

৯। প্রতিনিধির সংজ্ঞা দাও। কীভাবে প্রতিনিধিত্ব সৃষ্টি করা যায়?

১০। কখন প্রতিনিধি তৃতীয় পক্ষের নিকট ব্যক্তিগতভাবে দায়বদ্ধ হয়?

১১। বিক্রয় ও বিক্রয়ের সম্মতির মধ্যে পার্থক্য কী কী?

১২। ভাড়া ক্রয় এবং কিস্তিবন্ধীতে ক্রয় এর মধ্যে পার্থক্য দেখাও।

১৩। কখন মূখ্যশর্তকে গৌণ শর্ত হিসেবে বিবেচনা করা যায় ?

১৪। প্রত্যর্থপত্রের সংজ্ঞা দাও। প্রত্যর্থ পত্র ও বিনিময় বিলের পার্থক্য দেখাও।

১৫। ট্রেডমার্ক আইন, ২০০৯-এ নিবন্ধনের আবেদন কীভাবে করতে হয়?

১৬। অংশীদারী ব্যবসায়ীর বিলােপ সাধন কী? অংশীদারী | প্রতিষ্ঠানের বিলোপ সাধন পদ্ধতি বর্ণনা কর।

১৭। ২০০৬ সালের শ্রম আইন শ্রমিক সংঘ বলতে কী বুঝ?

১৮। শিল্পবিরােধ কী? শ্রমিকদের টির পদ্ধতি কনা ।

১৯। পরিবেশ সংরক্ষণ আইন ভঙ্গ দলে কী?

২০।“শুধুমাত্র মানসিক স্বীকৃতিই স্বীকৃতি নয়”-ব্যাখ্যা কর।

২১। ক্ষতিপূরণের চুক্তি ও জামিনের চুক্তির মধ্যে পার্থক্য কি কি?

২২। চেক অমর্যাদার কারণসমূহ কী কী? দাগকাটা চেক কী? দাগকাটা চেকের বৈশিষ্ট্য আলােচনা কর ।

২৩। বীমা চুক্তি ও বাঙ্গি চুক্তির মধ্যে পার্থক্য বর্ণনা কর।

2024 ব্যবসায় ও বাণিজ্যিক আইন অনার্স ৩য় বর্ষ সাজেশন পিডিএফ ডাউনলোড

গ – বিভাগ

১। বাতিল চুক্তির সংজ্ঞা দাও চুক্তি আইনে যে সকল চুক্তিকে বাতিল বলে ঘোষণা না হয়েছে সেগুলাে আলোচনা কর।

২। প্রস্তাবের সংজ্ঞা দাও। প্রস্তাব জ্ঞাপন কথন সম্পূর্ণ হয়? কিভাবে প্রস্তাব প্রত্যাহনি করা যায়?

৩। ঘটনা সাপেক্ষ চুক্তির শ্রেণিবিভাগ দেখাও।

৪। প্রতিদান কী? “বিনা প্রতিদানে চুক্তি হয় না”- এ নিয়মের ব্যতিক্রমসমূহ উদাহরণসহ বর্ণনা কর।

৫। বাতিল ও অবৈধ চুক্তির মধ্যে পার্থক্য দেখাও।

৬। মিথ্যা বর্ণনার শ্রেণিবিভাগ/ মিখ্যা বর্ণনার উপাদানগুলাে আলােচনা কর।

৭। কোন চুক্তি পালন করার প্রয়োজন নাই?

৮। ক, চুক্তির পরিসমাপ্তি মা অব্যাহতির সংজ্ঞা দাও।

খ, চুক্তির পরিসমাপ্তির উপায় বর্ণনা কর।

৯। গচ্ছিত প্রদান বলতে কী বােঝায়? গচ্ছিত প্রদানের অপরিহার্য উপাদানসমূহ বর্ণনা কর।

১০। “ক্রেতা সাবধান নীতি” বলতে কী বুঝ? ক্রেতা সাবধান নীতির ব্যতিক্যমসমূহ আলােচনা কর ।

১১। ক, পণ্য বিক্রয় আইন অনুযায়ী মূখ্য শর্ত ও গৌণ শর্ত আলােচনা কর ।
খ, কখন মুখশর্ত গৌণশর্ত হিসেবে গণ্য হতে পারে?

১২। পণ্য বিক্রয় অনুসারে ক্রেতা ও বিক্রেতার গর্তব্য বর্ণনা কর।

১৩। হস্তান্তরযােগ্য দলিলের সংজ্ঞit নাও। এর বৈশিষ্ট্য আলােচনা কর।

১৪। চেকের সংজ্ঞা দাও । চেকের বৈশিষ্ট্য বা বৈধ চেকের শর্তাবলী আলােচনা কর।

১৫। ক, হস্তান্তরযােগ্য ঋণের দলিল কী? বিভিন্ন প্রকার হস্তান্তরযোগ্য ঋণর দলিলের বর্ণনা দাও।
খ, হস্তান্তরযােগ্য দলিল আইন অনুযায়ী প্রত্যাখানের বিজ্ঞপ্তি কিভাবে দিতে হয়?

১৬। ট্রেডমার্ক এর শর্তগুলাে ব্যাখ্যা কর। বাংলাদেশের বর্তমান ক্রেতা সংরক্ষণ আইনগুলাে আলােচনা কর।

১৭। ২০০৯ সালের ট্রেডমার্ক আইন অনুযায়ী ট্রেডমার্ক নিবন্ধনের পদ্ধতি ও মেয়াদকাল বর্ণনা কর।

১৮। অংশীদার্ণী কারবারের বিলােপসাধন বলতে কী বুঝ? কী কী অবস্থায় এ ব্যবসায়ের বিলােপসাধন ঘটে?

১৯। অংশীদারী কারবারের বিলােপসাধনের পর অংশীদারদের পায়া ও অধিকার আলােচনা কর।

২০। শিশু ও কিশাের নিয়ােগের বাধা-নিষেধগুলাে আলােচনা কর।

২১। ক, বাংলাদেশের শ্রম আইন অনুযায়ী শ্রমিকের সংজ্ঞা দাও।
খ, শ্রমিকের চাকুরির অবসান সংক্রান্ত বিধানসমূহ বর্ণনা কর। |

২২। পরিবেশের সংজ্ঞা দাও। পরিবেশের জন্য ক্ষতিকর ধােয়া সৃষ্টিকারী যানবাহন সম্পর্কে বাধা-নিষেধ উল্লেখ কর।

২৩। পরিবেশের জন্য ক্ষতিকর সামগ্রী উৎপাদন, বিক্রয় ইত্যাদির উপর বাধা-নিষেধ আলােচনা কর।

২৪ । আর্বিট্রেশন কি? বিভিন্ন প্রকার আর্বিট্রেশন পদ্ধতিগুলাে উদাহরণসহ আলােচনা কর।

২৫। কমিশন গঠন সম্পর্কিত আইনের বিধান আলােচনা কর।

২৬। প্রতিযােগিতা আইন, ২০১২ এ কমিশন গঠন সম্পর্কিত ‘আইনের বিধান বর্ণনা কর।

২৭। ২০১২ সালের প্রতিযােগিতা আইন অনুযায়ী অভিযােগ, তদন্ত ও আদেশের বিধানাবলী বর্ণনা কর।

2024 জাতীয় বিশ্ববিদ্যালয়ের এর 2024 অনার্স ৩য় বর্ষের ব্যবসায় ও বাণিজ্যিক আইন পরীক্ষার সাজেশন, 2024 অনার্স তৃতীয় বর্ষ ব্যবসায় ও বাণিজ্যিক আইন সাজেশন,

Honors 3rd year Common Suggestion 2024

আজকের সাজেশান্স: Honors Business and Commercial Laws Suggestion 2024,ব্যবসায় ও বাণিজ্যিক আইন চূড়ান্ত সাজেশন 2024

Leave a Comment