ব্যক্তি ও সমাজ জীবনে আলআসমাউল হুসনার প্রতিফলন ঘটানাের উপায় নির্ধারণ,আল্লাহ তায়ালার পাঁচটি পবিত্র গুণবাচক নাম রয়েছে তার একটি তালিকা তৈরি করে নামের অর্থ ব্যাখ্যা করতে হবে,আল্লাহর গুণবাচক নামের গুরুত্ব বর্ণনা করতে হবে

শ্রেণি: ৮ম/2022 বিষয়: ইসলাম ও নৈতিক শিক্ষা এসাইনমেন্টেরের উত্তর 2022
এসাইনমেন্টের ক্রমিক নংঃ 01
বাংলা নিউজ এক্সপ্রেস// https://www.banglanewsexpress.com/

সকল প্রকার সাজেশন: পিএসসি,জেএসসি,এসএসসি, এইচএসসি, অনাস , ডিগ্রী


এসাইনমেন্ট শিরোনামঃ

ব্যক্তি ও সমাজ জীবনে আলআসমাউল হুসনার প্রতিফলন ঘটানাের উপায় নির্ধারণ

শিখনফল/বিষয়বস্তুঃ

  • আল্লাহ তায়ালার কতিপয় গুণবাচক নামের অর্থ ব্যাখ্যা করতে পারবে
  • মহান আল্লাহর গুণবাচক নামে বিধৃত গুণ নিজ আচরণে প্রতিফলন ঘটাতে পারবে

অ্যাসাইনমেন্ট প্রণয়নের নির্দেশনাঃ

  1. আল্লাহ তায়ালার পাঁচটি পবিত্র গুণবাচক নাম রয়েছে তার একটি তালিকা তৈরি করে নামের অর্থ ব্যাখ্যা করতে হবে
  2. আল্লাহর গুণবাচক নামের গুরুত্ব বর্ণনা করতে হবে
  3. আল্লাহ তায়ালার পবিত্র গুণবাচক নামগুলাে নিজ জীবনে প্রতিফলনের উপায় বর্ণনা করতে হবে।
  4. সমাজ জীবনে আল আসমাউল হুসনার প্রভাব নিরূপণ করতে হবে

  • আল্লাহ তায়ালার পাঁচটি পবিত্র গুণবাচক নাম রয়েছে তার একটি তালিকা তৈরি করে নামের অর্থ ব্যাখ্যা করতে হবে

আমরা জানি, মহান আল্লাহ পাকের অনেক নাম রয়েছে। পবিত্র কুরআনে মহান আল্লাহর ৯৯টি নামের কথা উল্লেখ আছে। সেগুলোর মধ্যে আল্লাহর পাঁচটি গুণবাচক নাম এবং সেগুলোর অর্থ তুলে ধরা হলো:

আরবি নামবাংলা অর্থ
আল্লাহআল্লাহ, প্রভু
আর-রহমানসবচাইতে দয়ালু, কল্যাণময়, করুণাময়
আর-রহিমসবচাইতে ক্ষমাশীল
আল-মালিকঅধিপতি
আল-ক্বুদ্দুসপূতপবিত্র, নিখুঁত
  • আল্লাহর গুণবাচক নামের গুরুত্ব বর্ণনা করতে হবে

হযরত মুহম্মদ (সা:) বলেছেন, আল্লাহ তাআলার ৯৯টি গুণবাচক নাম রয়েছে। যে ব্যক্তি এ গুণবাচক নামগুলোর জিকির করবে; সে জান্নাতে যাবে।

আল্লাহ তাআলার গুণবাচক নাম সমূহের মধ্যে (اَلْمُوَخِّرُ) ‘আল-মুয়াখ্‌খিরু’ একটি। এ গুণবাচক নামের আমেল বান্দার সব কাজ সুন্দরভাবে সম্পাদিত হয় এবং আল্লাহর নৈকট্য লাভ হয়।

আল্লাহর গুণবাচক নাম (اَلْمُوَخِّرُ) ‘আল-মুয়াখ্‌খিরু’-এর জিকিরের আমল ও ফজিলত তুলে ধরা হলো-

উচ্চারণ: ‘আল-মুয়াখ্‌খিরু’
অর্থ: ‘শত্রুদেরকে দূরে নিক্ষেপকারী, অবকাশ দানকারী। প্রিয়নবি বলেছেন, হে আল্লাহ! আপনি অগ্রসরকারী এবং পশ্চাদগামীকারী। (বুখারি)

আল্লাহর ‍গুণবাচক নাম (اَلْمُقَدِّمُ)-এর আমল ও ফজিলত

* যে ব্যক্তি আল্লাহ তাআলার এ পবিত্র গুণবাচক নাম (اَلْمُوَخِّرُ) ‘আল-মুয়াখ্‌খিরু’ ১০০ বার পাঠ করবে; ওই ব্যক্তির অন্তর আল্লাহ ব্যতিত অন্য কারো সঙ্গে মিলবে না।

* আর যে ব্যক্তি প্রতিদিন আল্লাহ তাআলার এই পবিত্র গুণবাচক নাম (اَلْمُوَخِّرُ) ‘আল-মুয়াখ্‌খিরু’ ১০০ বার পাঠ করবে; ওই ব্যক্তি সব কাজ সুন্দরভাবে সম্পাদিত হবে।

* যে ব্যক্তি প্রতিদিন আল্লাহ তাআলার এই পবিত্র গুণবাচক নাম (اَلْمُوَخِّرُ) ‘আল-মুয়াখ্‌খিরু’ ৪১ বার পাঠ করবে; ওই ব্যক্তির আত্মা আল্লাহর অনুগত হয়ে যাবে।

আল্লাহ তাআলা মুসলিম উম্মাহকে তাদের কাজসমূহ সুন্দর ও নিখুঁতভাবে করতে, তাঁর অনুগত বান্দা হতে এবং নৈকট্য লাভে তাঁরই গুণবাচক নাম (اَلْمُوَخِّرُ) ‘আল-মুয়াখ্‌খিরু’ এর ছোট্ট আমলটি করার তাওফিক দান করুন।

  • আল্লাহ তায়ালার পবিত্র গুণবাচক নামগুলাে নিজ জীবনে প্রতিফলনের উপায় বর্ণনা করতে হবে।

অর্থ : : ( আমরা গ্রহণ করলাম ) “ আল্লাহর রং , আর রঙে আল্লাহ অপেক্ষা আর কে অধিকতর সুন্দর ? ” ( সূরা আল – বাকারা , আয়াত ১৩৮ ) 

আল্লাহর রং হলো আল্লাহর দীন ও তাঁর গুণাবলি । আর সর্বোত্তম গুণাবলিতো আল্লাহরই । সুতরাং আল্লাহর গুণাবলির অনুসরণ করলে উত্তম চরিত্রবান হওয়া সম্ভব । নিম্নেবর্ণিত আলোচনায় আমরা আল্লাহ তায়ালার কতিপয় গুণের সাথে পরিচিত হব ।

আল্লাহ তায়ালার পবিত্র গুণবাচক নামগুলো নিজ জীবনে প্রতিফলনের উপায় বর্ণনা করা হলোঃ আল্লাহতালা অতি ক্ষমাশীল । আমারা অনেকেই জানা – অজানায় অনেক গুনা করে ফেলি।তাই সবসময় আল্লাহর নওকট ক্ষমা চাইব।তিনি অতি ক্ষমাশীল।তিনি আমাদের ক্ষমা করে দেন।আমারও কেই কোন অন্যায় করলে তাকে ক্ষমা করে দিব।আবার , আল্লাহ কারো মুখাপেক্ষী নন।আমরা পরমুখাপেক্ষিতা বর্জন করব । আল্লাহ ব্যতীত আর কারো নিকট সাহায্য চাইব না।আল্লাহ অতি স্নেহশীল । আমরাও ছোটদের স্নেহ করবে।সুতরাং পরিশেষে বলা যায় যে , এইভাবে আমরা আল্লাহর গুণবাচক নামসমূহ নিজ জীবনে প্রয়োগ করব।

  • সমাজ জীবনে আল আসমাউল হুসনার প্রভাব নিরূপণ করতে হবে

সমাজ জীবনে আল আসমাউল হুসনার প্রভাব নিরূপণ করা হলোঃ আল্লাহর ‘ আসমাউল হুসনা ‘ বা সুন্দর নামসমূহ ও সুউচ্চ গুণসমূহের জ্ঞানার্জন করা মহোত্তম ও শ্রেষ্ঠতম জ্ঞানের অংশ । আল্লাহর প্রত্যেক নামের বিশেষ বৈশিষ্ট্য রয়েছে । তাঁর নামসমূহে প্রশংসা ও পূর্ণতার গুণ রয়েছে । প্রত্যেক সিফাতের নিজস্ব দাবীও রয়েছে । প্রত্যেক কর্মের ক্রিয়া রয়েছে , যা কর্মের অপরিহার্য অংশ । আল্লাহর সত্তা তাঁর নাম থেকে , আর নাম গুণাবলী ও এর অর্থ থেকে , তাঁর গুণাবলী আনুষঙ্গিক কর্ম থেকে এবং তাঁর কর্ম অত্যাবশ্যকীয় প্রভাব থেকে বিচ্ছিন্ন হয় না । এ সবকিছুই তাঁর নাম ও গুণাবলীর প্রভাব।আল্লাহর কর্মসমূহ প্রজ্ঞাময় ও কল্যাণজনক ।

তাঁর নামসমূহ সুন্দর । সুতরাং এগুলোর নিজস্ব কোন ক্রিয়া থাকবে না – এমনটি মনে করা অবাস্তব ও অযৌক্তিক । একারণে যারা আল্লাহকে আদেশ ,নিষেধ , সওয়াব ও শাস্তি প্রদান থেকে নিষ্ক্রিয় সাব্যস্ত করে , আল্লাহ তাদেরকে প্রত্যাখ্যান করেছেন । এরা আল্লাহর জন্য এমন কিছু বিষয় সাব্যস্ত করেছে যা তাঁর জন্য যথার্থ নয় । তিনি এসকল বিষয় থেকে পবিত্র ৷ এমন সাব্যস্তকরণ একটি গর্হিত কাজ । যারা এমন কিছু সাব্যস্ত করেছে তারা আল্লাহর সম্মান যাথাযথ নিরূপণ করতে পারেনি । তাঁর মর্যাদা যথাযথ অনুধাবন করতে পারেনি । যেমনটি নবুওয়াত , রামূল প্রেরণ ও কোরআন অবতরণকে যারা অস্বীকার করে তাদের সম্পর্কে আল্লাহ বলেছেন : { তারা আল্লাহকে যথার্থ মূল্যায়ন করতে পারেনি , যখন তারা বলল : আল্লাহ কোন মানুষের প্রতি কোন কিছু অবতীর্ণ করেননি । } [ সূরা : আল – আন’আম , আয়াত : ৯১ ]

তিনি সৃষ্টির কোন জিনিসের সাদৃশ্য গ্রহণ করেন নি , আর সৃষ্টির কোনকিছুও তাঁর সাদৃশ্য নয় । তিনি তাঁর নাম এবং গুণাবলীসহ সর্বদা ছিলেন এবং থাকবেন । -ইমাম আবু হানীফা ।

[ বি:দ্র: নমুনা উত্তর দাতা: রাকিব হোসেন সজল ©সর্বস্বত্ব সংরক্ষিত (বাংলা নিউজ এক্সপ্রেস)]


প্রশ্ন ও মতামত জানাতে পারেন আমাদের কে ইমেল : info@banglanewsexpress.com

আমরা আছি নিচের সামাজিক মাধ্যম গুলোতে ও


অন্য সকল ক্লাস এর অ্যাসাইনমেন্ট উত্তর সমূহ :-

  • ভোকেশনাল ও দাখিল ভোকেশনাল (১০ম শ্রেণির) অ্যাসাইনমেন্ট উত্তর লিংক
  • SSC ও দাখিল এসাইনমেন্ট উত্তর লিংক
  • HSC ও Alim এসাইনমেন্ট উত্তর লিংক
  • HSC (বিএম-ভোকে- ডিপ্লোমা-ইন-কমার্স) ১১শ ও ১২শ শ্রেণির অ্যাসাইনমেন্ট উত্তর লিংক
  • Class: 6 To 10 Assignment Answer Link

৬ষ্ঠ শ্রেণীর এ্যাসাইনমেন্ট উত্তর , ৭ম শ্রেণীর এ্যাসাইনমেন্ট উত্তর,

৮ম শ্রেণীর এ্যাসাইনমেন্ট উত্তর , ৯ম শ্রেণীর এ্যাসাইনমেন্ট উত্তর

১০ম শ্রেণীর এ্যাসাইনমেন্ট উত্তর


উন্মুক্ত বিশ্ববিদ্যালয় SSC এসাইনমেন্ট :উন্মুক্ত বিশ্ববিদ্যালয় HSC এসাইনমেন্ট
বিজ্ঞান ১ম ও ২য় বর্ষের এসাইনমেন্ট লিংক
ব্যবসায় ১ম ও ২য় বর্ষের এসাইনমেন্ট লিংক
মানবিক ১ম ও ২য় বর্ষের এসাইনমেন্ট লিংক
মানবিক ১ম ও ২য় বর্ষের এসাইনমেন্ট লিংক
বিজ্ঞান ১ম ও ২য় বর্ষের এসাইনমেন্ট লিংক
ব্যবসায় ১ম ও ২য় বর্ষের এসাইনমেন্ট লিংক

বাংলা নিউজ এক্সপ্রেস// https://www.banglanewsexpress.com/



Leave a Comment