বোনেরা পাচঁ প্রকার ছেলেকে বিয়ে করবেন না

বোনেরা পাচঁ প্রকার ছেলেকে বিয়ে করবেন না। নিজের বোন, মেয়েকেও এদের সাথে বিয়ে দেবেন না!!

🔘 ১- যে পুরুষ দাড়ি রাখে না, এবং সুন্নাত মোতাবেক চলে না। (দাড়ি কমপক্ষে এক মুষ্ঠি রাখা ওয়াজিব)

☆ হযরত ইবনে উমার (রাদিঃ) বর্ণনা করেন, রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) বলেছেন, তোমরা মোচ ছোট কর এবং দাড়ি বড় করো। [বুখারীঃ ২০০২]

🔘 ২- যে অসৎ উপায়ে উপার্জন করে। (ঘুষখোর, সুদখোর, সুদপ্রদানকারী, সুদী ব্যাংকের চাকরিজীবী, বিড়ি-সিগারেট বিক্রিকারী ইত্যাদি)

☆ রাসূল (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) বলেন, ফরযসমুহ আদায়ের পরে হালাল উপার্জন করা ফরয।

🔘 ৩- যে পুরুষ বাজে নেশা করে। অর্থাৎ মদ, সিগেরেট ইত্যাদি বিভিন্ন ধরনের নেশায় আসক্ত।

☆ রাসুল (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) বলেছেন, আমার প্রভু তাঁর মহা ক্ষমতার শপথ করে বলেছেন, আমার যে কোনো বান্দা এক ঢোক মদ পান করবে, আমি নিশ্চয় তাকে অনুরূপ পঁচা পুজ খাওয়াবো। [মিশকাতঃ ৩১৮]

🔘 ৪- যে পুরুষ নিজে পর্দা করে না এবং তার স্ত্রীকেও পর্দায় রাখতে চায় না। (পর্দা মানে শুধু চোখ নিচু রাখা কিংবা হিজাব পড়া না, বরং মাহরাম-গাইরে মাহরাম মেনে চলাও পর্দার অংশ)

☆ হুজুর পাক (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) বলেন, তিন প্রকার লোকের জন্য আল্লাহ জান্নাত হারাম করে দিয়েছেন। যথাঃ দৈনন্দিন মদ পানকারী, পিতামাতার অবাধ্যতাকারী এবং দাইয়ূস অর্থাৎ যে তার পরিবারের অপকর্মসমূহকে স্বীকার করে নেয়। অর্থাৎ তার পরিবারের অপকর্মসমূহকে দেখেও দেখে না। বাধা দান তো দুরে থাক উপরন্তু আশ্রয়/প্রশ্রয় দেয়।
.
🔘 ৫- যে পুরুষ টাকনুর নিচে কাপড় পড়ে। এবং মেয়েদের মত হাতে, কানে অলংকার ব্যবহার করে। (নারীর বেশধারণকারীকে লা’নাত দেয়া হয়েছে)

☆ হযরত আবু হুরাইরা (রাদিঃ) হতে বর্ণিত হয়েছে যে, হুযুর পাক (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) ইরশাদ করেছেন, যে ব্যক্তি অহংকারবশত পায়ের গিরার নিচে লুংগি বা পায়জামা ঝুলিয়ে দেয়, রোজ কিয়ামাতে আল্লাহ পাক তার দিকে ফিরে তাকাবেন না। [বুখারি, মুসলিম, মিশকাতঃ ৩৭৩]

এছাড়াও বিয়ের সময় পাত্রের আচার/আচরণ, লেনদেন কেমন ইত্যাদি বিষয় দেখে বিয়ে করবেন।

মেয়ের বাবাদের বলছি, পয়সাওয়ালা পাত্র দেখলেই মেয়েকে বিক্রি করে দিবেন না। পাত্রের দ্বীনদারিতাকে সর্বাগ্রে দেখুন। সরকারি চাকরি, ঢাকায় বাড়ি, ব্যাংকে জব, প্রবাসী, এসব দেখেই গলে যাবেন না। টাকাওয়ালা পাত্র দ্বীনদার না হলে সেই পরিবারে সত্যিকারের সুখ থাকবে না, আর দ্বীনদার পাত্র গরিব হলেও পরিবার হবে জান্নাতি ইনশাআল্লাহ্‌।

আল্লাহ আমাদের সবাইকে উত্তম জীবনসঙ্গী/সঙ্গিনী মিলিয়ে দিন.. আল্লাহুম্মা আমীন ||

(Y) শেয়ার করুন, বন্ধুদের সাথে ইনশাআল্লাহ্..!

Leave a Comment