বোঝা -শ্যামল বণিক অঞ্জন
সবার কাঁধেই দেখি বোঝা
আমি অবাক হয়ে,
পৃথিবীতে সবাই মোরা
যাচ্ছি বোঝা বয়ে।
বইছে কেউবা মনের বোঝা
কেউবা আবার ধনের,
কেউবা বইছে ঋণের বোঝা
বইছে কেউবা জনের।
বইছে কেউ কলঙ্কের বোঝা
কেউবা সুনামে,
কেউবা বইছে দায়ের বোঝা
পৃথিবীর মাঝখানে।
কেউবা বইছে জ্ঞানের বোঝা
কেউবা আবার খ্যাতির,
কেউবা বইছে আশার বোঝা
হয়ে যে অস্থীর।
কেউবা বইছে চাওয়ার বোঝা
কেউবা বইছে পাওয়ার,
বইছে কেউ সংসারের বোঝা
অশান্তিরই হাওয়ায়।
কেউবা বইছে শান্তির বোঝা
আছে বড় সুখে,
দু:খের বোঝা বয়ে চলে
কেউবা আবার বুকে।
- লেবু কি পারে করোনাধ্বংস করতে !!!
- Best FTP Servers in Bangladesh FTP + 200 High
- বিক্রয়ের উপরে করের প্রভাব বিস্তারিত আলোচনা কর
- ইজারার চলতি ও ইজারার অচলতি পার্থক্য । ইজারার চলতি vs ইজারার অচলতি পার্থক্য
- ইজারাদাতার অবশিষ্ট মূল্য সম্পর্কে আলোচনা কর