বেসরকারি সংস্থার কার্যাবলি আলোচনা কর, বেসরকারি সংস্থার কার্যক্রম বর্ণনা কর

N.G.O বা বেসরকারি সংস্থার কার্যাবলি আলোচনা কর। অথবা, বেসরকারি সংস্থার কার্যক্রম বর্ণনা কর।

দেশের অবহেলিত দরিদ্র জনগোষ্ঠীকে সহায়তা প্রদানের লক্ষ্যে এনজিও প্রতিষ্ঠিত হয়। এটি দেশের দরিদ্র ও ভূমিহীন জনগণকে স্বাবলম্বী করতে বিভিন্ন কার্যাবলি সম্পাদন করে থাকে।

বেসরকারি সংস্থার কার্যাবলি আলোচনা কর, বেসরকারি সংস্থার কার্যক্রম বর্ণনা কর

N.G.O বা বেসরকারি সংস্থার কার্যাবলি : নিম্নে এনজিও এর কার্যাবলি আলোচনা করা হলো :

১. জামানতবিহীন ঋণদান : বিত্তহীন পুরুষ ও মহিলাদের জামানতবিহীন ব্যাংকিং সুবিধা প্রদান করা এনজিওসমূহের প্রধান কাজ ।

২. সহজ শর্তমতে : দেশের ভূমিহীন ও দরিদ্র কৃষকদের মাঝে সহজ শর্তে ঋণ দান করে এনজিও-এর অন্যতম কাজ ।

৩. ঋণের সহজলভ্যতা : ঋণের সহজলভ্যতা নিশ্চিত করা এনজিওসমূহের অন্যতম কাজ ।

৪. আয় সৃষ্টিতে ঋণ প্রদান : দেশের অর্থনৈতিক উন্নয়নে বিভিন্ন আয় সৃষ্টিকারী কাজের জন্য বেকার যুবসমাজকে ঋণ প্রদান করে।

৫. পণ্য ঋণ প্রদান : এনজিও তার কিছু কিছু সদস্যদের মাঝে নগদ অর্থের পরিবর্তে ঋণ হিসেবে পণ্য প্রদান করে থাকে ।

৬. ঋণের যথাযথ ব্যবহার : ঋণগ্রহীতার ঋণের পর্যবেক্ষণ করা এনজিওসমূহের অন্যতম কাজ ।

৭. সদস্যদের দলীয় সংগঠন : এনজিওসমূহের অন্যতম কাজ হলো সদস্যদের দলীয়ভাবে সংগঠিত করা।

৮. আত্মনির্ভরশীল : এনজিওসমূহের আরেকটি কাজ হচ্ছে গ্রামের জনগোষ্ঠীর ঋণ সহায়তার মাধ্যমে আত্মনির্ভরশীল করে গড়ে তোলা।

৯. কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি : কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করা এনজিওসমূহের অন্যতম কাজ।

১০. দারিদ্র্য দূরীকরণ : গ্রামের শোষক শ্রেণির হাত থেকে দরিদ্র মানুষের অবমুক্ত করা এনজিওসমূহের একটি উল্লেখযোগ্য কাজ ।

উপসংহার : পরিশেষে বলা যায় যে, উপরিউক্ত কার্যক্রমগুলো বেসরকারি সংস্থার উন্নয়নমূলক কাজ। যা দরিদ্র জনগোষ্ঠীর উন্নয়নে সহায়তা করে ।

একাডেমিক শিক্ষা বিষয়ক লিখিত প্রশ্ন সমাধান পেতে ক্লিক করুন।

আর্টিকেলের শেষ কথাঃ বেসরকারি সংস্থার কার্যাবলি আলোচনা কর, বেসরকারি সংস্থার কার্যক্রম বর্ণনা কর, বেসরকারি সংস্থার কাজ গুলো কি কি, বেসরকারি সংস্থার উদ্দেশ্য ও কার্যাবলী

Leave a Comment