অনার্স ৩য় বর্ষের বীমা ও ঝুঁকি ব্যবস্থাপনা সাজেশন 2024
জাতীয় বিশ্ববিদ্যালয় অনার্স পাস এবং সার্টিফিকেট কোর্স ৩য় বর্ষের BA, BSS, BBA & BSC অনার্স ৩য় বর্ষের [২০১৩-১৪ এর সিলেবাস অনুযায়ী] বীমা ও ঝুঁকি ব্যবস্থাপনা (Insurance & Risk Management) সুপার সাজেশন Department of : Management & Other Department Subject Code: 232609 |
2024 এর অনার্স ৩য় বর্ষের ১০০% কমন সাজেশন |
বীমা ও ঝুঁকি ব্যবস্থাপনা অনার্স ৩য় বর্ষ সাজেশন, চূড়ান্ত সাজেশন অনার্স ৩য় বর্ষের বীমা ও ঝুঁকি ব্যবস্থাপনা, অনার্স ৩য় বর্ষের বীমা ও ঝুঁকি ব্যবস্থাপনা ব্যতিক্রম সাজেশন pdf, অনার্স ৩য় বর্ষের ১০০% কমন বীমা ও ঝুঁকি ব্যবস্থাপনা সাজেশন,
অনার্স ৩য় বর্ষের পরীক্ষার সাজেশন 2024 (PDF) লিংক
সর্বশেষ সংশোধিত ও সাজেশন টি আপডেটের করা হয়েছে 2024
বীমা ও ঝুঁকি ব্যবস্থাপনা অনার্স ৩য় বর্ষ সাজেশন 2024
ক-বিভাগ: অতিসংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর
১. বিমা গ্রহীতা কে?
উত্তর : যে ব্যক্তি বা প্রতিষ্ঠান তার সম্পত্তি বা জীবন-এর ঝুঁকি চুক্তি অনুযায়ী বিমা প্রিমিয়ামের অন্যের উপর অর্পণ করে তাকে বিমা গ্রহীতা বলে।
২. পুনর্বিমা কাকে বলে?
উত্তর : পুনর্বিমা এমন একটি ব্যবস্থা যার মাধ্যমে একজন মূল বিমাকারী যিনি কোনো একটি ঝুঁকির বিপরীতে বিমা করেছেন, তিনি উক্ত ঝুঁকির একটি অংশের জন্য ভিন্ন একজন বিমাকারীর নিকট বিমা গ্রহণ করে।
৩. সদ্বিশ্বাস কী?
উত্তর : বিমাকারী ও বিমাগ্রহীতা চুক্তি সংশ্লিষ্ট বিষয়ে কোনোকিছু গোপন করে না, এ সংক্রান্ত বিশ্বাসকে সদ্বিশ্বাস বলে।
৪. বিমাযোগ্য স্বার্থ কী?
উত্তর : বিমাযোগ্য স্বার্থ হচ্ছে বিমাকৃত বিষয়বস্তুতে বিমা গ্রহীতার এমন একটি আর্থিক স্বার্থ যার অস্তিত্বে বা নিরাপদ বিদ্যমানতার বিমাগ্রহীতায় আর্থিকভাবে লাভবান হন এবং যার অনুপস্থিতি বা বিনাশে আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হন।
৫. জীবনবিমা বলতে কী বুঝ?
উত্তর : জীবনবিমা হলো এমন একধরনের চুক্তি যেখানে একপক্ষ প্রিমিয়ামের বিনিময়ে অপরপক্ষকে তার মৃত্যুর পর বা নির্দিষ্ট সময় শেষে পূর্ব নির্ধারিত পরিমাণ অর্থ প্রদান করতে প্রতিশ্রুতিবদ্ধ থাকে।
৬. নীট প্রিমিয়াম কী?
উত্তর : বিমা দাবি পরিশোধ করার জন্য বিমাগ্রহীতার নিকট হতে প্রাপ্ত প্রিমিয়াম এবং উক্ত প্রিমিয়ামের উপর সুদ যোগ করে যে তহবিল সৃষ্টি হয় তাকে নীট প্রিমিয়াম বলে।
৭. অন্তর্বর্তী বোনাস কাকে বলে?
উত্তর : জীবন বিমা ব্যবসায়ের দায় নির্ধারণ করার পূর্বেই যদি সম্ভাব্য মুনাফার উপর ভিত্তি করে বোনাস দেয়ার ঘোষণা দেয় তবে তাকে অন্তর্বর্তী বোনাস বলে।
৮. ঘোষ ও আগরওরালা তাদের গ্রন্থে কালের ভিত্তিতে মৃত্যুহার পঞ্জিকে কয়ভাগে ভাগ করেছেন?
উত্তর : ঘোষ ও আগরওরালা তাদের গ্রন্থে কালের ভিত্তিতে মৃত্যুহার পঞ্জিকে তিন ভাগে।
৯. নিট একক প্রিমিয়াম কাকে বলে?
উত্তর : নীট একক প্রিমিয়াম বলতে সেই প্রিমিয়ামকে বুঝায় যা বিমাকারী একত্রে বিমাগ্রহীতার কাছ থেকে পেয়ে থাকে এবং যা অর্জিত সুদসহ সৃষ্ট বিমাদাবি পূরণের জন্য পর্যাপ্ত হয়।
১০. গোষ্ঠী বিমা কী?
উত্তর : নিয়োগকারী ও বিমাকারীর মধ্যে সম্পাদিত চুক্তি বলে কর্মীদের জন্য গৃহীত ভবিষ্যৎ নিরাপত্তা বিমা হলো গোষ্ঠী বিমা।
১১. আজীবন বিমাপত্র বলতে কী বুঝ?
অথবা, আজীবন বিমাপত্র কী?
উত্তর : বিমাকৃত ব্যক্তির জীবনকাল পর্যন্ত চালু থাকে অর্থাৎ বিমাকৃত ব্যক্তি বেঁচে থাকা পর্যন্ত যে বিমাপত্রের দাবি পরিশোধ করা হয় না। এরূপ বিমাপত্র হলো আজীবন বিমাপত্র এক্ষেত্রে বিমাকৃত ব্যক্তির মৃত্যুতে শুধু তার মনোনীত ব্যক্তিকে বিমাদাবি পরিশোধ করা হয়।
১২. মৃত্যুহার পঞ্জি কী?
অথবা, মৃত্যুহার পঞ্জি কাকে বলে?
উত্তর : মৃত্যুহার পঞ্জি হলো অতীত মৃত্যুহারের ভিত্তিতে ভবিষ্যৎ মৃত্যুহার সম্পর্কে ধারণা করার জন্য একটি বিবরণী।
১৩. নৌ বিমা চুক্তির সংজ্ঞা দাও।
অথবা, নৌ-বিমা কী?
উত্তর : নির্ধারিত প্রিমিয়ামের বিনিময়ে নৌপথে চলাচলকারী জাহাজ ও জাহাজস্থিত পণ্যসামগ্রী বিমাকৃত ঝুঁকি দ্বারা আক্রান্ত হয়ে ধ্বংস বা ক্ষতিগ্রস্থ হলে তা ক্ষতিপূরণের প্রতিশ্রুতি দিয়ে যে বিমা চুক্তি করা হয় তাকে নৌ-বিমা বলে।
১৪. আংশিক ক্ষতি কী?
উত্তর : যদি কোনো বিমাকৃত বিষয়বস্তুর অংশ বিশেষ ক্ষতিগ্রস্থ হয় তাহলে তা আংশিক ক্ষতি বলে।
১৫. পণ্য নিক্ষেপ কী?
অথবা, সমুদ্রে পণ্য নিক্ষেপণ ?
উত্তর : ভয়াবহ সামুদ্রিক বিপর্যয়ের হাত থেকে জাহাজ ও জাহাজের মালামালের নিরাপত্তার জন্য বাহিত পণ্যের অংশ বিশেষ স্বেচ্ছায় সমুদ্রে ফেলে দেয়াই নিক্ষেপণ।
১৬. মূল্যায়িত বিমাপত্র কী?
উত্তর : যে নৌ-বিমাপত্রে বিমাগ্রহীতার বিষাকৃত বিষয়বস্তুর মূল্য নির্ধারণ করে সেই পরিমাণ অর্থ বিমাপত্রে বিমাকৃত অঙ্ক হিসাবে উল্লেখ করায় তাকে মূল্যায়িত বিমাপত্র বলে।
১৭. অগ্নি-বিমা কী?
উত্তর : যে বিমা চুক্তির মাধ্যমে বিমা গ্রহীতার সম্পদ ও সম্পত্তিকে অগ্নিজনিত ক্ষতির হাত থেকে রক্ষার জন্য আর্থিক প্রতিরক্ষামূলক ব্যবস্থা গ্রহণ করা হয় তাকে অগ্নি বিষা বলে।
১৮. আধুনিক অগ্নি-বিমার জনক কে?
উত্তর : লন্ডনের নিকোলাস বারবনকে আধুনিক অগ্নি-বিমার জনক বলা হয় ।
১৯. ভাসমান বিমাপত্র কী?
উত্তর : একই সম্পত্তি যদি বিভিন্ন স্থানে মজুদ থাকে এবং একই বিমাপত্রের আওতায় উক্ত বিক্ষিপ্ত সকল সম্পত্তি যদি বিমা করা হয় তবে তাকে ভাসমান বিমাপত্র বলে।
২০. অমূল্যায়িত বিমাপত্র কী?
উত্তর : যে বিমাপত্রের ক্ষেত্রে বিমা গ্রহণের সময় বিষয়বস্তুর মূল্যায়ন করা হয় না এবং মূল্যায়নের কাজ পরবর্তী সময়ে করার জন্য ব্যবস্থা থাকে তাকেই অ-মূল্যায়িত বিমাপত্র বলে।
২১. শস্য বিমা কী?
উত্তর : শস্য উৎপাদন যেমন ব্যবহৃত হয় তেমনি উৎপাদিত শস্যের ও মারাত্মক ক্ষতি সাধিত হয়ে থাকে। এরূপ ঝুঁকির জন্য যে বিমা করা হয় তাকে শস্য বিমা বলে।
২২. দায় বিমা কী?
উত্তর : যে বিমা চুক্তি দ্বারা কোনো দায়ী ব্যক্তির তার দায় বিমা কোম্পানির উপর বর্তানোর উদ্দেশ্যে বিমাপত্র গ্রহণ করে তাকে দায় বিমা বলে।
২৩. দূর্ঘটনা বিমা কী?
উত্তর : অপ্রত্যাশিত বিপদ বা ঝুঁকির বিপক্ষে আর্থিক প্রতিরক্ষা ব্যবস্থাকেই দূর্ঘটনা বিমা বলে।
২৪. সামাজিক বিমা কী?
উত্তর : বয়োবৃদ্ধতা, বেকারত্ব, স্বাস্থ্যহানি ইত্যাদি কারণে ব্যক্তিকে পার্থিকভাবে রক্ষা করার জন্য প্রচলিত বিমার বাইরে যে বিশেষ বিমার প্রচলন ঘটেছে তাকে সামাজিক বিমা বলে।
২৫. ডাক জীবন বিমা কাকে বলে?
অথবা, ডাক জীবনবিমার সংজ্ঞা দাও?
উত্তর : বাংলাদেশের অত্যন্ত প্রাচীন প্রতিষ্ঠান বাংলাদেশ ডাকঘর প্রবর্তিত ও প্রচলিত জীবনবিমা কার্যক্রম ডাকঘর জীবনবিমা নামে খ্যাত।
২৬. উপ-আদর্শিক ঝুঁকি বলতে কী বুঝ?
উত্তর : স্বাভাবিক মাত্রার চেয়ে অধিক ঝুঁকি সম্বলিত ঝুঁকিকে উপ-আদর্শিক ঝুঁকি বলে।
২৭. ঝুঁকি প্রিমিয়াম কী?
উত্তর : ঝুঁকি গ্রহণের জন্য ঝুঁকিহীন আয় অপেক্ষা বিনিয়োগকারীদের যে অতিরিক্ত প্রিমিয়াম প্রদান করা হয় তাকে ঝুঁকির প্রিমিয়াম বলে।
২৮. বিমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (IDRA) কী?
উত্তর : বাংলাদেশের বিমা শিল্পের তত্ত্বাবধানে, বিমা পলিসি গ্রাহক ও পলিসির অধীনে উপকার ভোগীদের স্বার্থ সংরক্ষণ এবং বিমা শিল্পের নিয়মতান্ত্রিক উন্নয়ন ও নিয়ন্ত্রণের লক্ষ্যে যে কর্তৃপক্ষ কাজ করে তাই হলো বিমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ বা IDRA.
২৯. CRAB-এর পূর্ণরূপ লিখ
উত্তর : CRAB-এর পূর্ণরূপ হলো- Credit Rating Agency of Bangladesh.
৩০. BIA-এর পূর্ণরূপ কী?
উত্তর : BIA-এর পূর্ণরূপ হলো- Bangladesh Insurance Academy.
Honors Suggestion Links | প্রশ্ন সমাধান সমূহ |
Degree Suggestion Links | BCS Exan Solution |
HSC Suggestion Links | 2016 – 2024 জব পরীক্ষার প্রশ্ন উত্তর |
SSC Suggestion Links | বিষয় ভিত্তিক জব পরিক্ষার সাজেশন |
বীমা ও ঝুঁকি ব্যবস্থাপনা অনার্স ৩য় বর্ষ সুপার সাজেশন PDF Download 2024
খ-বিভাগ: সংক্ষিপ্ত প্রশ্ন
১. বিমার সংজ্ঞা দাও।
২. পুনঃবিমা ও দ্বৈত বিমার মধ্যে পার্থক্য উল্লেখ কর।
অথবা, পুনঃবিমা ও দ্বৈতবিমার মধ্যে পার্থক্য দেখাও।
৩. “বিমা চুক্তি চূড়ান্ত সদ্বিশ্বাসের চুক্তি”-ব্যাখ্যা কর।
অথবা, বিমা চুক্তিকে চরম বিশ্বাসের চুক্তি বলা হয় কেন?
৪. পুনর্বিমা সুবিধা ও অসুবিধাগুলো উল্লেখ কর।
PDF Download বীমা ও ঝুঁকি ব্যবস্থাপনা অনার্স ৩য় বর্ষ সুপার সাজেশন 2024
৫. মৃত্যুহার পঞ্জির উপাদানগুলো আলোচনা কর।
৬. জীবন বিমা ও সাধারণ বিমার মধ্যে পার্থক্য দেখাও।
৭. নৌ বিপদ কী?
৮. নৌ-বিমার ক্ষেত্রে বিমাযোগ্য স্বার্থ কী কী?
৯. সামগ্রিক ক্ষতি ও আংশিক ক্ষতির মধ্যে পার্থক্য দেখাও।
অথবা, সামগ্রিক ক্ষতি ও আংশিক ক্ষতির মধ্যে পার্থক্য কী?
[ বি:দ্র: উত্তর দাতা: রাকিব হোসেন সজল ©সর্বস্বত্ব সংরক্ষিত (বাংলা নিউজ এক্সপ্রেস)]
১০. সামুদ্রিক ক্ষতির প্রকারভেদ বর্ণনা কর।
অথবা, সামুদ্রিক ক্ষতির প্রকারভেদ আলোচনা কর।
১১. অগ্নি অপচয়ের পরোক্ষ কারণসমূহ কী?
১২. সম্পত্তি দুর্ঘটনা বিমার প্রকারভেদ আলোচনা কর।
১৩. ঝুঁকি সৃষ্টিকারী উপাদানগুলো বর্ণনা কর।
১৪. বিমা ব্যবসায় বেসরকারীকরণের সুফল বর্ণনা কর।
১৫. জীবন বিমা তহবিল বলতে কী বুঝ?
2024 বীমা ও ঝুঁকি ব্যবস্থাপনা অনার্স ৩য় বর্ষ সাজেশন পিডিএফ ডাউনলোড
গ-বিভাগ : রচনামূলক প্রশ্ন
১. বিমাচুক্তির সংজ্ঞা দাও।
২. বিমা চুক্তির অপরিহার্য উপাদানসমূহ বর্ণনা কর।
৩. বিমা চুক্তির বৈশিষ্ট্য আলোচনা কর।
৪. বিমা চুক্তি ও বাজি চুক্তির মধ্যে পার্থক্য কী কী?
৫. মৃত্যুহার পঞ্জির গুরুত্ব আলোচনা কর।
৬. জীবনবিমা চুক্তির অত্যাবশ্যকীয় উপাদানগুলো আলোচনা কর।
অথবা, জীবনবিমা চুক্তির অত্যাবশ্যকীয় উপাদান কী কী?
৭. “নৌ-বিমা চুক্তি ক্ষতিপূরণের চুক্তি”—ব্যাখ্যা কর।
৮. নৌ-বিমা দাবি আদায়ে কী কী কাগজপত্র প্রয়োজন বর্ণনা কর।
৯. বিভিন্ন প্রকার অগ্নি বিমাপত্র সম্পর্কে আলোচনা কর।
অথবা, অগ্নি বিমার শ্রেণিবিভাগ আলোচনা কর।
১০. অগ্নিবিমার প্রাকৃতিক ও নৈতিক বিপদসমূহ আলোচনা কর।
১১. অগ্নিজনিত ক্ষতি কী?
১২. অগ্নিবিমায় অগ্নিকান্ডের কোন কারণটি অধিক গুরুত্বপূর্ণ এবং কেন?
১৩. গোষ্ঠী বিমার বৈশিষ্ট্যগুলো আলোচনা কর।
অথবা, গোষ্ঠী বিমার বৈশিষ্ট্যসমূহ উল্লেখ কর।
১৪. সম্পত্তি গোষ্ঠী বিমার গুরুত্ব আলোচনা কর।
১৫. ঝুঁকি ব্যবস্থাপনার পদক্ষেপসমূহ আলোচনা কর।
১৬. ঝুঁকি মোকাবেলার উপায় বা কৌশলগুলো আলোচনা কর।
১৭. ঝুঁকি ব্যবস্থাপনার সংজ্ঞা দাও।
অথবা, ঝুঁকি ব্যবস্থাপনা বলতে কী বুঝ?
১৮. ঝুঁকি ব্যবস্থাপনার কার্যাবলি আলোচনা কর।
১৯. বাংলাদেশে বিমা ব্যবসায়ের সমস্যা কারণ বর্ণনা কর।
অথবা, বাংলাদেশে বিমা ব্যবসায়ের সমস্যাগুলো কী?
২০. বাংলাদেশে বিমা ব্যবসায়ের সমস্যা সমাধানের উপায় আলোচনা কর।
অথবা, বাংলাদেশে বিমা ব্যবসায়ের সমস্যা নিরসনের উপায় আলোচনা কর।
2024 জাতীয় বিশ্ববিদ্যালয়ের এর 2024 অনার্স ৩য় বর্ষের বীমা ও ঝুঁকি ব্যবস্থাপনা পরীক্ষার সাজেশন, 2024 অনার্স তৃতীয় বর্ষ বীমা ও ঝুঁকি ব্যবস্থাপনা সাজেশন
Honors 3rd year Common Suggestion 2024
আজকের সাজেশস: অনার্স ৩য় বর্ষের বীমা ও ঝুঁকি ব্যবস্থাপনা স্পেশাল সাজেশন 2024,Honors Insurance & Risk Management Suggestion 2024