বি.এস.এস অনার্স ১ম বর্ষ সাজেশন- ২০২০ সমাজবিজ্ঞান বিভাগ বিষয়: সমাজিক সমস্যা

বি.এস.এস অনার্স ১ম বর্ষ সাজেশন- ২০২০
সমাজবিজ্ঞান বিভাগ
বিষয়: সমাজিক সমস্যা
বিষয় কোড- ২১২০০৭

খ- বিভাগ
১। সামাজিক সমস্যার সংজ্ঞা দাও।

২। সামাজিক সমস্যার প্রধান কারনগুলো উল্লেখ কর।

৩। সামাজিক সমস্যা প্রতিরোধের কয়েকটি উপায়ের নাম লিখ।

৪। জনসংখ্যা বৃদ্ধি কি? জনসংখ্যা বৃদ্ধির ৫টি কারন লিখ।

৫। অতি নগরায়ন কি? অতিনগরায়নের বৈশিষ্ট্য লিখ।

৬। সংস্কৃতি কি? সংস্কৃতি ও সভ্যতার পার্থক্য লিখ।

৭। সাংস্কৃতিক বিশ্বায়ন কাকে বলে?

৮। সামাজিক অসমতা কি? সামাজিক অসমতার প্রকৃতি লিখ।

৯। লিঙ্গ বৈষম্য কি? বাংলাদেশের লিঙ্গ বৈষম্যের প্রভাব লিখ।

১০। ঐওঠ ও অওউঝ এর লক্ষন সমূহ লিখ।

১১। বয়স বৈষম্য বলতে কি বোঝায়?

১২। পরিবারের বিবর্তনের তত্ত¡গুলো লিখ।

১৩। শ্রমিক অসন্তোস কি? শ্রমিক অসন্তোসের প্রভাব লিখ।

১৪। বিচ্যুতি কি?

১৫। অপরাধ ও কিশোর অপরাধের পার্থক্য লিখ।

১৬। পতিতা ও পতিতাবৃত্তি কি?

১৭। বাংলাদেশে পরিবেশ বিপর্যয়ের কারন ও প্রতিরোধগুলো লিখ।

১৮। দূর্যোগ ব্যবস্থাপনা কি? দূর্যোগ ব্যবস্থার ধাপগুলো লিখ।

গ- বিভাগ

১। সামাজিক সমস্যা কি? বাংলাদেশে সামাজিক সমস্যার কারনসমূহ আলোচনা কর।

২। সামাজিক সমস্যা বিশ্লেষনে মূল্যবোধ সংঘাত তত্ত¡টি পর্যালোচনা কর।

৩। জনসংখ্যার ধারনা কি? পরিবেশের উপর জনসংখ্যা বৃদ্ধিও প্রভাব আলোচনা কর।

৪। নগরায়ন কি? বাংলাদেশে নগরায়নের সমস্যাবলি আলোচনা কর।

৫। বাংলাদেশে সমাজের উপর নগরায়নের প্রভাব আলোচনা কর।

৬। সংস্কৃতির অসম অগ্রগতি তত্ত¡টি আলোচনা কর।

৭। বিশ্বায়ন কি? বিশ্বায়নের ইতিবাচক ও নেতিবাচক দিকগুলো আলোচনা কর।

৮। সামাজিক অসমতা বলতে কি বোঝায়? সামাজিক অসমতার কারন সমূহ আলোচনা কর।

৯। শিক্ষা নীতি কি? ¯^াধীনতা-উত্তর বাংলাদেশের বিভিন্ন শিক্ষা কমিশন আলোচনা কর।

১০। পরিবার কি? পরিবারের কার্যাবলী আলোচনা কর।

১১। বাংলাদেশে অপরাধের কারণসমূহ ব্যাখ্যা কর।

১২। কিশোর অপরাধ কি? কিশোর অপরাধের কারনগুলো আলোচনা কর।

১৩। সামাজিক অসঙ্গতি কি? সামাজিক অসঙ্গতির প্রধান প্রধান কারনসমূহ আলোচনা কর।

১৪। মাদকাসক্তির সংজ্ঞা দাও। বাংলাদেশে মাদকাসক্তির কারনগুলো আলোচনা কর।

১৫। সামাজিক নিয়ন্ত্রন কি? সামাজিক নিয়ন্ত্রনের বাহনসমূহ লিখ।

১৬। জলবায়ু পরিবর্তন কি? জলবায়ু পরিবর্তনের কারনগুলো আলোচনা কর।

১৭। বাংলাদেশের প্রেক্ষিতে জলবায়ু পরিবর্তনের প্রভাব আলোচনা কর।

১৮। দুর্যোগ ব্যবস্থাপনা বলতে কি বুঝ? দূর্যোগ ব্যাবস্থাপনার পর্যায়গুলো কি কি? আলোচনা কর।

Leave a Comment