তুরস্কের প্রেসিডেন্ট রজব তৈয়ব এরদোগানের স্ত্রী এমিনি এরদোগান বিশ্বের সবচেয়ে প্রভাবশালী মুসলিম নারী নির্বাচিত হয়েছেন।
আন্তর্জাতিক থিঙ্ক ট্যাঙ্ক ইনস্টিটউট অব পিস অ্যান্ড ডেভলপমেন্ট (আইএনএসপিএডি) বিশ্বের শীর্ষ ১০ প্রভাবশালী মুসলিম ব্যক্তিত্বের তালিকা প্রকাশ করেছে। বিভিন্ন ক্ষেত্রে অবদানের জন্য সংস্থাটি তাদের এ তালিকায় রেখেছে। এমিনি তাদের মধ্যে একজন।
বেলজিয়াম ও পাকিস্তানে সংস্থাটির সদর দফতর রয়েছে।
সমাজে উন্নয়নমূলক বিশেষ করে নারীর ক্ষমতায়ন, সাংস্কৃতি, পরিবেশ এবং সামাজিক সচেতনতামূলক বিভিন্ন কাজ করে এই তালিকায় স্থান পেয়েছেন এমিনি।
সম্প্রতি গাম্বিয়ায় একটি মসজিদের নতুন সংস্করণের উদ্বোধন করেছেন তিনি।
এছাড়াও নারীর ক্ষমতায়ন নিয়ে কাজ করছে এমন কয়েকটি সংস্থার সাথেও যুক্ত আছেন এমিনি।
উল্লেখ্য, বিশ্বজুড়ে মুসলিমদের যে কোনো সমস্যায় তুর্কি প্রেসিডেন্ট এরদোগান ও তার স্ত্রী এমিনি সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন।
- Degree 3rd Year Exam Marketing 5th paper Suggestion
- ডিগ্রি ৩য় বর্ষের সাজেশন (১০০% কমন ডাউনলোড করুন), ডিগ্রি ৩য় বর্ষের পরীক্ষার সাজেশন [নিশ্চিত ১০০% কমন সকল বিষয়ে]
- ডেঙ্গু জ্বরের ইতিহাস, ডেঙ্গু জ্বর উইকিপিডিয়া
- ডেঙ্গু জ্বরের লক্ষণ ও চিকিৎসা
- BA/BSS/BBA ডিগ্রী ৩য় বর্ষের সাজেশন