বিজ্ঞানীরা এমন এক ধরনের ফেস মাস্ক আনতে যাচ্ছেন, যা করোনা ভাইরাসকে মেরে ফেলবে। ফলে বেঁচে যাবে বহু মানুষের জীবন।
এসব মাস্কে কেমিক্যালের একটি স্তর থাকবে। সেখানে করোনা ভাইরাস আটকে যাবে এবং এর মৃত্যু ঘটবে। এই মাস্ক তৈরির কাজ অনেকটাই এগিয়ে গেছে বলে জানানো হয়েছে।
যুক্তরাষ্ট্রের কেনটাকি বিশ্ববিদ্যালয়ের একদল বিজ্ঞানী নতুন একটি মেডিক্যাল মাস্ক নিয়ে কাজ করছেন।
করোনা ভাইরাসের গায়ে থাকা ‘এস-প্রোটিন’ স্পাইকের মাধ্যমেই এটি মানুষের শরীরে প্রবেশ করে।
বিজ্ঞানীরা বলছেন, নতুন মাস্কের মধ্যে এনজাইমের একটি স্তর থাকবে। এর মাধ্যমে করোনা ভাইরাসের প্রোটিন স্পাইক আলাদা হয়ে মারা যাবে।
কেনটাকি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক দিবাকর ভট্টাচার্য্য বলেন, যদি তাদের আবিষ্কার সফল হয়, তবে কয়েক লাখ স্বাস্থ্যকর্মী এসব মাস্ক ব্যবহার করতে পারবেন।
বিশেষ করে যারা সরাসরি করোনায় আক্রান্ত রোগীদের সেবা করছেন, তাদের জন্য এই মাস্ক খুবই জরুরি। এটা শুধু সঠিকভাবে ফিল্টারের কাজই করবে না, ভাইরাসকেও পুরোপুরি ধ্বংস করে দেবে।
তবে সব পরীক্ষা-নিরীক্ষা শেষে এই মাস্কটি আনতে তাদের আরও ছয় মাস সময় লাগবে বলে জানানো হয়।
- hsc result 2024
- বৃষ্টির আবহাওয়ায় আমার মোটরসাইকেলের যত্ন
- বাচ্চা নিতে কতবার সহবাস করতে হয়,বাচ্চা নেওয়ার জন্য কতবার সহবাস করতে হয়?
- কিভাবে মরিচা থেকে আপনার মোটরসাইকেলকে রক্ষা করবেন?, বাইকে মরিচা কিভাবে দূর করা যায় ?
- খিলাফত রাষ্ট্র ও আধুনিক মুসলিম রাষ্ট্র পার্থক্য । খিলাফত রাষ্ট্র vs আধুনিক মুসলিম রাষ্ট্র পার্থক্য