বিপরীত শব্দ চাকরির পরীক্ষার জন্য

কমন বিপরীত শব্দ চাকরির পরীক্ষার জন্য,Most Important বিপরীত শব্দ চাকরির পরীক্ষা

বিপরীত শব্দ চাকরির পরীক্ষার জন্য

বিপরীতার্থক শব্দ/ বিপরীত শব্দ

একটি শব্দের বিপরীত অর্থবাচক শব্দকে বিপরীতার্থক শব্দ বা বিপরীত শব্দ বলে ।

  • সাধারণত শব্দের শুরুতে অ, অন, অনা, অপ, অব, দূর, ন, না, নি, নির প্রভৃতি উপসর্গগুলো যুক্ত করলে শব্দের অর্থ না-বাচক বা নিষেধবোধক অর্থে রূপান্তরিত হয় । তাই শব্দের বিপরীত শব্দ তৈরিতেও এই উপসর্গগুলো ব্যবহৃত হতে দেখা যায় ।

যেমন- আগত – শব্দটির শুরুতে অন- উপসর্গটি যুক্ত হয়ে বিপরীত শব্দ হল- অনাগত ।

  • আবার যে সব শব্দের শুরুতে হ্যাঁ-বোধক উপসর্গ থাকে, তাদের শুরুর সেই উপসর্গের বদলে না-বোধক উপসর্গও ব্যবহৃত হতে দেখা যায় ।

যেমন- অনুরাগ- শব্দটি রাগ- শব্দমূলের পূর্বে অনু- উপসর্গ যুক্ত হয়ে গঠিত হয়েছে, যেখানে অনু- উপসর্গটি ইতিবাচক অর্থ প্রকাশ করেছে । এখন অনু-র পরিবর্তে বি- উপসর্গ ব্যবহার করলে, বিরাগ- শব্দে বি-উপসর্গটি নেতিবাচক অর্থ প্রকাশ করে, এবং শব্দটির অর্থ সম্পূর্ণ উল্টে যায় । অর্থাৎ, ইতিবাচক অনু- উপসর্গের বদলে নেতিবাচক বি-উপসর্গের ব্যবহারে বিপরীত শব্দ গঠিত হল ।

  • তবে সাধারণত, শব্দের বিপরীত শব্দগুলো অর্থের দিক থেকে বিপরীত অর্থবোধক হয়; না-বোধক বা নেতিবাচক হয় না । তাই, অধিকাংশ ক্ষেত্রেই এরকম কোন নিয়ম খাটে না । বরং অর্থের দিক থেকে যথাযথ বিপরীত শব্দটিই গৃহীত হয় ।

বিভিন্ন পরীক্ষায় আসা গুরুত্বপূর্ণ বিপরীত শব্দ, বিভিন্ন পরীক্ষায় আসা বিপরীত শব্দ pdf

মানুষের চেতনায় যত ভাব আছে, তার মধ্যে অনেক ভাবে পারস্পরিক তুলনা করা হয়। এই কারণে দেখা যায় কিছু শব্দের অর্থ পরস্পরের কাছাকাছি কোনো ধারণাকে প্রকাশ করে, আবার কিছু শব্দের অর্থ পরস্পরের বিপরীত ধারণাকে প্রকাশ করে। এই রকম দুটি শব্দ যদি পরস্পরের বিপরীত, উল্টো বা বিরোধী ধারণাকে প্রকাশ করে তাহলে ঐ শব্দদুটিকে পরস্পরের বিপরীত শব্দ বা বিপরীতার্থক শব্দ বলে।

2016 – 2024 সালের সকল নিয়োগ পরীক্ষার প্রশ্ন ও সমাধান পেতে ক্লিক করুন

# উগ্র-সৌম্য (ডাক বিভাগের পোস্টাল অপারেটর ২০১৬, ১৩তম শিক্ষক নিবন্ধন স্কল/সমপর্যায়, উপজেলা পরিসংখ্যান কর্মকর্তা ১০, প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক ১০, প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক ০৯)

# অর্বাচীন-প্রাচীন (জনপ্রশাসন মন্ত্রণালয়ের ব্যক্তিগত কর্মকর্তা ২০১৬, সহকারী রাজস্ব কর্মকর্তা ২০১৫, প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের সহকারী পরিচালক ০৭, রেজিস্টার্ড বেসরকারি প্রাথমিক শিক্ষক ১১, প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক (ইছামতি)’ ১০, প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক (বেলী) ০৯, প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক (শিউলী) ০৯)

# প্রাচী-প্রতীচী (৮ম বিজেএস (সহকারী জজ) ১৩)

# ‘নৈসর্গিক’ এর বিপরীতার্থক শব্দ: কৃত্রিম (সাধারণ পুলের আওতায় বিভিন্ন মন্ত্রণালয়ের সহকারী প্রোগ্রামার, উপসহকারী প্রকৌশলী, প্রশাসনিক কর্মর্তা ও ব্যক্তিগত কর্মকর্তা ২০১৬)

# ঔদ্ধত্য-বিনয় (স্বরাষ্ট্র মন্ত্রনালয়ের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিদর্শক ১৩, ৮ম বেসরকারী প্রভাষক নিবন্ধন প্রত্যয়ন পরীক্ষ ১২, রেজিস্টার্ড বেসরকারি প্রাথমিক শিক্ষক ১১)

# ক্ষীয়মাণ-বর্ধমান (NSI সহকারী পরিচালক ২০১৫, ২৫তম বিসিএস, প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক (শাপলা))

# যে শব্দজোড় বিপরীতার্থক নয়: হৃষ্ট-পুষ্ট (৩৫তম বিসিএস)

# উত্তপ্ত শব্দের বিপরীতার্থক শব্দ: শীতল (স্বাস্থ্য মন্ত্রণালয়ের উপসহকারী প্রকোশীলী ২০১৬)

# আবির্ভাব এর বিপরীত শব্দ-তিরোভাব (১৩তম শিক্ষক নিবন্ধন স্কুল/সমপর্যায় ২০১৬)

# ‘অলীক’ এর বিপরীত শব্দ-বাস্তব (১৩তম প্রভাষক নিবন্ধন পরীক্ষা কলেজ/সমপর্যায় ২০১৬)

# জঙ্গম-স্থাবর (২৪তম বিসিএস, তথ্য মন্ত্রণালয়ের (গণযোগাযোগ প্রশিক্ষণ) সহকারী পরিচালক ০১, প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক নিয়োগ ০৯)

# বিরক্ত-অনুরক্ত (জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের উপ-সহকারী প্রকৌশলী ২০১৫)

# গৃহী-সন্ন্যাসী (৩৩তম বিসিএস, খাদ্য অধিদপ্তরের উপ-খাদ্য পরিদর্শক ১২)

# চঞ্চল-অবিচল (খাদ্য অধিদপ্তরের উপ-খাদ্য পরিদর্শক’১২)

# ঐচ্ছিক-আবশ্যিক (পরিবার পরিকল্পনা অধিদপ্তর অফিস সহকারী কাম কম্পিউটার আপারেটর ’১১)

# মনীষা-নির্বোধ (পরিবার পরিকল্পনা অধিদপ্তর অফিস সহকারী কাম কম্পিউটার আপারেটর ’১১)

# প্রসন্ন-বিষণ্ন (প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক (পদ্মা) ’১২, প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক (শাপলা) ০৯)

# অনাবিল-আবিল (অর্থ মন্ত্রনালয়ের অফিস সহকারী ১১)

# আকস্মিক-চিরন্তন (রেজিস্টার্ড বেসরকারি প্রাথমিক শিক্ষক ১১)

# ধীর-অধীর (অর্থ মন্ত্রণালয়ের অফিস সহকারী ২০১১)

# নিরাকার-সাকার (প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক ২০১২)

# সঙ্কুচিত-প্রসারিত (চতুর্থ বিজেএস ২০০৯)

# শ্রীযুক্ত-শ্রীহীন (অর্থ মন্ত্রণালয়ের অফিস সহকারী ২০১১)

# হিত-অহিত (স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের আনসার ও ভিডিপি অধি.সার্কেল অ্যাড.২০১০)

# নির্মল-পঙ্কিল (প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক ২০১২)

# কুটিল-সরল (প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক ২০১২)

# অমৃত-গরল(ATEO ২০০৯)

# উৎকর্ষ-অপকর্ষ (অর্থ মন্ত্রণালয়ের অফিস সহকারী ১১)

# হর্ষ-বিষাদ (পরিবার পরিকল্পনা অধি.২০১১)

# অতিকায়-ক্ষুদ্রকায় (তথ্য মন্ত্রণালয়ের অধীন গণযোগাযোগ অধি. সহ. তথ্য অফিসার ২০১৩)

# ঝানু-অপটু (খাদ্য অধি. উপ-খাদ্য পরি.২০১২)

# সংশয়-প্রত্যয় (১১তম বিসিএস, পঞ্চম বিজেএস (সহকারী জজ)১০, সহকারী পল্লী উন্নয়ন কর্মকর্তা ২০১২)

# পাশ্চাত্য-প্রাচ্য ৯নবম শিক্ষক নিবন্ধন ১৩)

# তাপ-শৈত্য (১৫তম বিসিএস; দুর্নীতি দমন ব্যুরোর সহকারী পরিদর্শক ০৪)

# চিরন্তন-ক্ষণকালীন (প্রাক.প্রাথমিক সহকারী শিক্ষক’১৩ সুরমা)

আরো ও সাজেশন:-

অশন – অনশন

প্রতিযোগী – সহযোগী

শ্বাস – প্রশ্বাস

সমক্ষ – পরোক্ষ

হর্ষ – বিষাদ

সন্ধি – বিগ্রহ

সার্থক – ব্যর্থ

সদাচার – কদাচার

সমতল – বন্ধুর

হ্রাস – বৃদ্ধি

অনুগ্রহ – নিগ্রহ

অনুলোম – প্রতিলোম

অনুজ – অগ্রজ

অপকার – উপকার

অমৃত – বিষ, গরল

অনুরক্ত – বিরক্ত

অনুরাগ – বিরাগ

অণু – বৃহৎ

অভিজ্ঞ – অনভিজ্ঞ

অন্ত্য – আদ্য

অর্থ – অনর্থ

অসীম – সসীম

অধম – উত্তম

অর্বাচীন – প্রাচীন

অবিরল – বিরল

অধমর্ণ – উত্তমর্ণ

অনুকূল – প্রতিকূল

আসক্ত – বিরক্ত

অর্জন – বর্জন

অর্পণ – গ্রহণ

অলীক – সত্য

অম্ল – মধুর

অগ্র – পশ্চাৎ

অতিকায় – ক্ষুদ্রকায়

আশু – বিলম্ব

আপত্তি – সম্মতি

আকর্ষণ – বিকর্ষণ

আবির্ভাব – তিরোভাব

আদ্য – অন্ত্য

অবনত – উন্নত

অগ্রগামী – পশ্চাৎগামী

আগমন – প্রত্যাগমন

আচার – অনাচার

আবিল – অনাবিল

আস্তিক – নাস্তিক

আঁঠি – শাঁস

ইহ – পরত্র

ঈষৎ – অধিক

উচ্চ – নীচ

উপরোধ – অনুরোধ

উক্ত – অনুক্ত

ঈদৃশ – তাদৃশ

উগ্র – সৌম্য

উৎকর্ষ – অপকর্ষ

উপসর্গ – অনুসর্গ

ঋজু – বক্র

আসামি – বাদী

আবদ্ধ – মুক্ত

উজান – ভাটি

উদ্ধত – বিনীত

ঐহিক – পারত্রিক

করাল – সৌম্য

একমত – দ্বিমত

কর্কশ – কোমল

ক্রোধ – প্রীতি

ক্ষীণ – পুষ্ট

ক্ষয়িষ্ণু – বর্ধিষ্ণু

ক্ষয় – বৃদ্ধি

ক্ষীয়মাণ – বর্ধমান

গরিষ্ঠ – লঘিষ্ঠ

গুপ্ত – ব্যপ্ত

খাতক – মহাজন

গ্রহীতা – দাতা

গৃহী – সন্ন্যাসী

চেতন – জড়

চোর – সাধু

গৌণ – মুখ্য

চয় – অপচয়

চড়াই – উৎরাই

ঘাত – প্রতিঘাত

গুরু – লঘু

জঙ্গম – স্থাবর

জড় – চেতন

তীব্র – লঘু

তামসিক – রাজসিক

তস্কর – সাধু

টাটকা – বাসি

ঝুনা – কাঁচা

জন্ম – মৃত্যু

তাপ – শৈত্য

তিরস্কার – পুরস্কার

দুঃখ – সুখ

দুর্বার – নির্বার

দূর – নিকট

ধূর্ত – সাধু

নীরস – সরস

নশ্বর – শাশ্বত

নিত্য – নৈমিত্তিক

নিরাকার – সাকার

ধবল – কৃষ্ণ

দুর্লভ – সুলভ

নিঃশ্বাস – প্রশ্বাস

নিরর্থক – সার্থক

নিরক্ষর – সাক্ষর

নিরত – বিরত

প্রাচ্য – প্রতীচ্য

বন্ধুর – মসৃণ

পরকীয় – স্বকীয়

বিনীত – গর্বিত

অল্প – বেশি

আয় – ব্যয়

কাঁচা – পাকা

চঞ্চল – স্থির

বাঁচা – মরা

তরুণ – বৃদ্ধ

সত্য – মিথ্যা

স্বাধীন – পরাধীন

নতুন – পুরাতন

ইচ্ছা – অনিচ্ছা

পুরুষ – নারী

শত্রু – মিত্র

দেনা – পাওনা

সুশ্রী – বিশ্রী

নরম – কঠিন

হার – জিত

সবার আগে Google News আপডেট পেতে Follower ক্লিক করুন

সবার আগে Google News আপডেট পেতে Follower ক্লিক করুন

বিগত নিয়োগ পরীক্ষায় কমন বিপরীত শব্দ, বিগত সালে কমন বিপরীত শব্দ

আজকের : নিয়োগ পরিক্ষা আসা গুরুত্বপূর্ণ বিপরীত শব্দ এক সাথে,

Leave a Comment