‘বিদ্যা অর্জনের জন্য পূজার চেয়ে বেশি প্রয়োজন নিজের প্রচেষ্টা’ উপরের বিষয়ে বিতর্কের একটি পক্ষের ও একটি বিপক্ষের স্ত্রীপ্ট লিখ।

শ্রেণি: ৬ষ্ঠ -2021 বিষয়: হিন্দু ধর্ম ও নৈতিক শিক্ষা এসাইনমেন্টেরের উত্তর 2021
এসাইনমেন্টের ক্রমিক নংঃ 03
বাংলা নিউজ এক্সপ্রেস

এসাইনমেন্ট শিরোনামঃ ‘বিদ্যা অর্জনের জন্য পূজার চেয়ে বেশি প্রয়োজন নিজের প্রচেষ্টা’ উপরের বিষয়ে বিতর্কের একটি পক্ষের ও একটি বিপক্ষের স্ত্রীপ্ট লিখ।

এসাইনমেন্ট সম্পর্কে প্রশ্ন ও মতামত জানাতে পারেন আমাদের কে Google News <>YouTube : Like Page ইমেল : assignment@banglanewsexpress.com

অনাসক্ত কর্ম সম্পর্কে শ্রীকৃষ্ণের বাণী সমূহ আমার ব্যক্তি জীবনে প্রয়ােগ শ্রীমৎ ভগবত গীতায় ঈশ্বরের কাছে নিজেকে সমর্পণ করে এবং ফলের আশা না করে নিজের কাজ করতে বলা হয়েছে। অর্থাৎ কাজটাই বড় , ফল যাই হােক না কেন । কর্মফল এর কথা চিন্তা করতে থাকলে কাজের প্রতি একাগ্রতা আসে না। এভাবে ফলের আশা না করে কাজ করাকে নিষ্কাম কর্ম বলে ।

[ বি:দ্র: নমুনা উত্তর দাতা: রাকিব হোসেন সজল ©সর্বস্বত্ব সংরক্ষিত (বাংলা নিউজ এক্সপ্রেস)]

এ প্রসঙ্গে শ্রীকৃষ্ণ বলেছেন, কর্মণ্যেবাধিকারন্তে মা ফলেষুকদাচন । মাকর্মফলহেতুভূমা তে সঙ্গোহস্রকর্মণি । (গীতা- ২/৪৭)। অর্থাৎ কর্মেই তােমার অধিকার , কর্মফলে কখনাে তােমার অধিকার নেই। কর্মফলে প্রতি তুমি আসক্ত হয়ে যেন নিজের কর্তব্যের প্রতি অবহেলা না করাে । ভগবান শ্রীকৃষ্ণের এই বাণী মেনে আমি আর্তের সেবায় নিজেকে নিয়ােজিত রাখবাে কখনাে ফলের আশা করবাে না। বর্তমানে কোভিড -১৯ এর এই কঠিন পরিস্থিতিতে , আমি সকলকে সচেতন করব এবং সকল মানুষের সেবায় নিজেকে। উজাড় করে দেব , কিন্তু তার পরিবর্তে আমি কখনাে কিছু পাওয়ার আশা করবনা ।

গীতা আমাদের অন্যায়ের বিরুদ্ধে দাঁড়াবার প্রেরণা দেয়। কারণ স্বয়ং ভগবান যুগে যুগে দুষ্টের দমন , শিষ্টের পালন এবং ধর্মরক্ষার জন্য পৃথিবীতে অবতার রুপে আসেন। শ্রীকৃষ্ণ বলেছেন যদা যদা হি ধর্মস্য গ্লানির্ভবতি ভারত । অভ্যুত্থানমধর্মস্য তদাত্মানং সৃজাম্যহম্ । পরিত্রাণায় সাধুনাং বিনাশয় চ দুষ্কৃতাং । ধর্মসংস্থাপনার্থায় সম্ভবামি যুগে যুগে ॥

[ বি:দ্র: নমুনা উত্তর দাতা: রাকিব হোসেন সজল ©সর্বস্বত্ব সংরক্ষিত (বাংলা নিউজ এক্সপ্রেস)]

(গীতা-৪/৭- ৮)। অর্থাৎ যখনই ধর্মের অধঃপতন হয় এবং অধর্মের অভ্যুত্থান তখনই সাধুদের পরিত্রান , দুষ্ট লােকদের বিনাশ এবং ধর্ম স্থাপন করার জন্য আমি এই পৃথিবীতে অবতীর্ণ হই। শ্রীকৃষ্ণর এই বাণী থেকে আমি আমার ব্যক্তি জীবনে যা প্রয়ােগ করব তা হল , কখনাে কোন অন্যায়ের বিরুদ্ধে মাথা নত করবনা , অন্যায়ের প্রতিবাদ। করব। অন্যথায় আত্মার ধ্বংস নেই। গীতার এই শিক্ষা আমাদের মৃত্যুকে ভয় না। করে ভালাে কাজে এগিয়ে যাওয়ার সাহস যােগায়।

গীতায় আরও বলা হয়েছে।

১। শ্রদ্ধাবান ও সংযমীই জ্ঞান লাভের সমর্থ হয়।

২। অনাসক্ত কর্মযােগী মােক্ষ লাভ করেন ।

৩। জ্ঞানীভক্তই তাকে হৃদয় অনুভব করেন।

৪। এই বিশাল বিশ্বে যা কিছু আছে সবই ঈশ্বরের মধ্যে বিদ্যমান ।

গীতার এই কথা থেকে আমি সংযম ও সাধনার দিকে মনােনিবেশ করব । জাগতিক বিষয়ের প্রতি নির্মোহ হওয়ার প্রেরণা পাই। ধর্ম অনুশীলনের কাজেবিচারে প্রবৃত্ত হই এবং অর্থহীন গতানুগতিক পথ পরিহার করে তত্ত্বের মর্মার্থ বুঝবার চেষ্টা করব । পরিশেষে বলতে পারি , অনাসক্ত কর্ম সম্পর্কে শ্রীকৃষ্ণের বাণী সমূহ শুনে আমি আমার ব্যক্তি জীবনকে সুন্দর ও পরিপূর্ণ করে তুলতে পারব ।

[ বি:দ্র: নমুনা উত্তর দাতা: রাকিব হোসেন সজল ©সর্বস্বত্ব সংরক্ষিত (বাংলা নিউজ এক্সপ্রেস)]

সবার আগে Assignment আপডেট পেতে Follower ক্লিক করুন

এসাইনমেন্ট সম্পর্কে প্রশ্ন ও মতামত জানাতে পারেন আমাদের কে Google News <>YouTube : Like Page ইমেল : assignment@banglanewsexpress.com

অন্য সকল ক্লাস এর অ্যাসাইনমেন্ট উত্তর সমূহ :-

  • ২০২১ সালের SSC / দাখিলা পরীক্ষার্থীদের অ্যাসাইনমেন্ট উত্তর লিংক
  • ২০২১ সালের HSC / আলিম পরীক্ষার্থীদের অ্যাসাইনমেন্ট উত্তর লিংক
  • ভোকেশনাল: ৯ম/১০ শ্রেণি পরীক্ষার্থীদের অ্যাসাইনমেন্ট উত্তর লিংক
  • HSC (বিএম-ভোকে- ডিপ্লোমা-ইন-কমার্স) ১১শ ও ১২শ শ্রেণির অ্যাসাইনমেন্ট উত্তর লিংক
  • ২০২২ সালের ১০ম শ্রেণীর পরীক্ষার্থীদের SSC ও দাখিল এসাইনমেন্ট উত্তর লিংক
  • ২০২২ সালের ১১ম -১২ম শ্রেণীর পরীক্ষার্থীদের HSC ও Alim এসাইনমেন্ট উত্তর লিংক

৬ষ্ঠ শ্রেণীর এ্যাসাইনমেন্ট উত্তর ২০২১ , ৭ম শ্রেণীর এ্যাসাইনমেন্ট উত্তর ২০২১ ,

৮ম শ্রেণীর এ্যাসাইনমেন্ট উত্তর ২০২১ , ৯ম শ্রেণীর এ্যাসাইনমেন্ট উত্তর ২০২১

উন্মুক্ত বিশ্ববিদ্যালয় SSC এসাইনমেন্ট :

উন্মুক্ত বিশ্ববিদ্যালয় HSC এসাইনমেন্ট :

Leave a Comment