প্রশ্ন সমাধান: বিচ্যুতি কী?,অপরাধ কী?,অপরাধ তত্ত্বের জনক কে?,ল্যামব্রোসোর মতে অপরাধের কারণ কী?,অপরাধকে বংশগত বলে মনে করেন কারা?,অপরাধের কারণ কী?
বিচ্যুতি কী?
উত্তর : সমাজে প্রচলিত রীতিনীতি, আদর্শ ও মূল্যবোধের পরিপন্থি আচরণই বিচ্যুতি।
অপরাধ কী?
উত্তর : নির্দিষ্ট সময়ে বিধিবদ্ধ প্রথা বা জনমতকে লঙ্ঘন করাকে সমাজে অপরাধ বলা হয় ।
অপরাধ তত্ত্বের জনক কে?
উত্তর : অপরাধ তত্ত্বের জনক সিজারে ল্যামব্রোসো।
ল্যামব্রোসোর মতে অপরাধের কারণ কী?
উত্তর : ল্যামব্রোসোর মতে, অপরাধের কারণ মানবদেহ থেকে উৎপত্তি হয়ে থাকে।
আরো ও সাজেশন:-
অপরাধকে বংশগত বলে মনে করেন কারা?
উত্তর : সমাজবিজ্ঞানী ও মনোবিজ্ঞানিগণ অপরাধকে বংশগত বলে মনে করেন।
অপরাধের কারণ কী?
উত্তর : দারিদ্র্য অপরাধের প্রধান কারণ।
রাজনৈতিক অপরাধ কী?
উত্তর : সমাজে প্রভাব-প্রতিপত্তি স্থাপনের জন্য আর্থিকভাবে শক্তিশালী হওয়ার সাথে সাথে রাজনৈতিকভাবেও
সমাজের কিছুসংখ্যক ব্যক্তি যখন আইনবিরোধী কর্মকাণ্ডে লিপ্ত হয় তাই রাজনৈতিক অপরাধ হিসেবে বিবেচিত।
শাস্তি কী?
উত্তর : রাষ্ট্র কর্তৃক অপরাধীর বিরুদ্ধে প্রতিকারমূলক ব্যবস্থাই হলো শাস্তি ।
সামাজিক নিয়ন্ত্রণ কী?
উত্তর : সামাজিক নিয়ন্ত্রণ কতকগুলো পদ্ধতি, প্রক্রিয়া, প্রস্তাবনা ও অনুকরণ নীতি যার মাধ্যমে সমাজস্থ মানুষের সমাজ
স্বীকৃত আচরণ পদ্ধতিতে সামঞ্জস্য বজায় থাকে ।
প্রত্যক্ষ সামাজিক নিয়ন্ত্রণ কার দ্বারা নিয়ন্ত্রিত হয়?
উত্তর : প্রত্যক্ষ সামাজিক নিয়ন্ত্রণ কোন প্রতিষ্ঠিত প্রতিষ্ঠানের দ্বারা নিয়ন্ত্রিত হয়ে থাকে।
পরোক্ষ সামাজিক নিয়ন্ত্রণ কিসের দ্বারা নিয়ন্ত্রিত হয়?
উত্তর : প্রধানত পরোক্ষ সামাজিক নিয়ন্ত্রণ ঐতিহ্য, সংস্কৃতি ও সভ্যতা দ্বারা নিয়ন্ত্রিত হয়ে থাকে।
লোকাচার কোন সমাজের সামাজিক নিয়ন্ত্রণের মাধ্যম?
উত্তর : লোকাচার ঐতিহ্যবাহী সমাজের সামাজিক নিয়ন্ত্রণের মাধ্যম।
[ বি:দ্র: নমুনা উত্তর দাতা: রাকিব হোসেন সজল ©সর্বস্বত্ব সংরক্ষিত (বাংলা নিউজ এক্সপ্রেস)]
লোকাচার কখন লোকনীতির পর্যায়ে পড়ে?
উত্তর : যখন সমাজে লোকাচারাগুলো অবশ্য পালনীয় মনে করা হয় তখন এটি লোকনীতির পর্যায়ে পড়ে।
সমাজে ব্যক্তিগত আদর্শকে গড়ে তুলতে কি প্রয়োজন?
উত্তর : সমাজে ব্যক্তিগত আদর্শকে গড়ে তুলতে শিক্ষা প্রয়োজন।
Sub-Culture Theory কাকে বলে?
উত্তর : সামাজিক বিচ্যুতির জন্য উপসংস্কৃতিকে দায়ী মনে করে বিচ্যুতি সংক্রান্ত যে তত্ত্ব প্রদান করা হয় তাকে
Sub-Culture Theory বলে।
বিচ্যুতির কারণ হিসেবে সামাজিক বিশৃঙ্খলাকে দায়ী করেন কে?
উত্তর : R. K. Merton বিচ্যুতির কারণ হিসেবে সামাজিক বিশৃঙ্খলাকে দায়ী করেন।
সামাজিক নিয়ন্ত্রণ সম্পর্কে কে সর্বপ্রথম গবেষণামূলক গ্রন্থ রচনা করেন?
উত্তর : সামাজিক নিয়ন্ত্রণ সম্পর্কে সমাজবিজ্ঞানী E. A. Ross সর্বপ্রথম গবেষণামূলক গ্রন্থ রচনা করেন।
সামাজিক নিয়ন্ত্রণ দক্ষ ও কার্যকর এজেন্সি কী?
উত্তর : জনমত সামাজিক নিয়ন্ত্রণের দক্ষ ও কার্যকর এজেন্সি।
রাষ্ট্র কী কী উপায়ে সামাজিক নিয়ন্ত্রণের কাজ করে?
উত্তর : রাষ্ট্র পুলিশ, আদালত ও কারাগার এই তিনটি উপায়ে সামাজিক নিয়ন্ত্রণের কাজ করে।
আত্মবাদী আত্মহত্যা কখন সংঘটিত হয়?
উত্তর : যখন ব্যক্তির উপর গোষ্ঠীর নিয়ন্ত্রণ দুর্বল হয়ে পড়ে তখন এ ধরনের আত্মহত্যা সংঘটিত হয়
পরার্থবাদী আত্মহত্যা কখন সংঘটিত হয়?
উত্তর : ব্যক্তির স্বার্থের চেয়ে সমাজের স্বার্থকে বেশি করে দেখলে এ ধরনের আত্মহত্যা সংঘটিত হয়।
ਜਨ ਗਤੀਵਿਲੀਟ ਜਸ : ਬਾਰੇ
Paragraph/Composition/Application/Email/Letter/Short Stories | উত্তর লিংক |
ভাবসম্প্রসারণ/প্রবন্ধ, অনুচ্ছেদ/ রচনা/আবেদন পত্র/প্রতিবেদন/ চিঠি ও ইমেল | উত্তর লিংক |
Anomic Suicide কখন সংঘটিত হয়?
উত্তর : সমাজের চলমান ধারার সাথে তাল মিলিয়ে চলতে না পারা এবং তাকে মেনে নিতে না পারার ফলে এ
ধরনের আত্মহত্যা সংঘটিত হয়। 52
প্যারোল ব্যবস্থা কী?
উত্তর : প্যারোল হচ্ছে সংশোধনের সে পদ্ধতি যা দণ্ডপ্রাপ্ত অপরাধীদের আংশিক দন্ডভোগ করার পর শর্তসাপেক্ষে
মুক্তিপ্রদানের ব্যবস্থা করা হয়।
প্রবেশন কী?
উত্তর : প্রবেশন হচ্ছে অভিযুক্ত অপরাধীদের জন্য অপরাধ সংশোধনের একটি নতুন ও কার্যকর পদ্ধতি ।
ইতিবাচক সামাজিক নিয়ন্ত্রণ কী?
উত্তর : সামাজিক নিয়ন্ত্রণের দিক থেকে সঠিক মনে করে স্বতঃস্ফূর্তভাবে যে সকল রীতিনীতি, আচার অনুষ্ঠান
মাধ্যম হিসেবে ব্যক্তি বা গোষ্ঠী মেনে চলে সেগুলো হচ্ছে ইতিবাচক সামাজিক নিয়ন্ত্রণ ।
নেতিবাচক সামাজিক নিয়ন্ত্রণ কী?
উত্তর : ইতিবাচক সামাজিক নিয়ন্ত্রণের প্রতি যখন ব্যক্তি বা গোষ্ঠীর মধ্যে অনীহা দেখা দেয় তখন নেতিবাচক
সামাজিক নিয়ন্ত্রণগুলো পরিলক্ষিত হয়।
অ-বিধিবদ্ধ বা আনুষ্ঠানিক সামাজিক নিয়ন্ত্রণ কী?
উত্তর : সামাজিক জীবনের মূল্যবোধের পরিপ্রেক্ষিতে গড়ে উঠা লোকনীতি, প্রথা, আচার, লোকাচার ইত্যাদি যা
সমাজবাদী সকলে স্বতঃস্ফূর্তভাবে সচরাচর মেনে চলে তাকে বলা হয় অবিধিবদ্ধ সামাজিক নিয়ন্ত্রণ ।
বিধিবদ্ধ বা আনুষ্ঠানিক সামাজিক নিয়ন্ত্রণ কী?
উত্তর : সমাজস্থ মানুষের পারস্পরিক সংহতি এবং শান্তি ও শৃঙ্খলা বজায় রাখার পরিপ্রেক্ষিতে সৃষ্ট আইনকানুন,
রীতিনীতি, সরকার ইত্যাদি হচ্ছে বিধিবদ্ধ সামাজিক নিয়ন্ত্রণ।
শাসনধর্মী সামাজিক নিয়ন্ত্রণ কী?
উত্তর : অসামাজিক কার্য থেকে নিবৃত্ত করার জন্য যখন বলপ্রয়োগ ও ভীতি সৃষ্টির সাহায্যে সমাজে নিয়ন্ত্রণ
পরিচালিত হয় তখন একে শাসনধর্মী সামাজিক নিয়ন্ত্রণ বলে।
আবেদনধর্মী সামাজিক নিয়ন্ত্রণ কী?
উত্তর : সমাজে ব্যক্তি যখন বৃহত্তর স্বার্থে সংগতি রেখে চলে তখন একে আবেদনধর্মী সামাজিক নিয়ন্ত্রণ বলে ।
প্রশ্ন ও মতামত জানাতে পারেন আমাদের কে ইমেল : info@banglanewsexpress.com
আমরা আছি নিচের সামাজিক যোগাযোগ মাধ্যমে গুলোতে ও
- এসি কারেন্ট ও ডিসি কারেন্ট
- ইজারা সম্পদ বিক্রয়ের উপর করের প্রভাব বিস্তারিত আলোচনা কর
- বিক্রয়ের উপরে করের প্রভাব বিস্তারিত আলোচনা কর
- ইজারার চলতি ও ইজারার অচলতি পার্থক্য । ইজারার চলতি vs ইজারার অচলতি পার্থক্য
- ইজারাদাতার অবশিষ্ট মূল্য সম্পর্কে আলোচনা কর
- ইজারা গ্রহীতার বইয়ের হিসাব সংরক্ষণের প্রক্রিয়া আলোচনা কর