বাংলাদেশে নারী শিল্পোদ্যোক্তা প্রতিবন্ধকতা গুলো বর্ণনা কর, বাংলাদেশে মহিলা শিল্পোদ্যোক্তার সমস্যাসমূহ বর্ণনা কর, বাংলাদেশে উদ্যোক্তা হওয়ার পথে বাধাগুলো কী?,বাংলাদেশে নারী শিল্পোদ্যোক্তা হওয়ার পথে বাধাগুলো কী?

প্রশ্ন সমাধান: বাংলাদেশে নারী শিল্পোদ্যোক্তা প্রতিবন্ধকতা গুলো বর্ণনা কর, বাংলাদেশে মহিলা শিল্পোদ্যোক্তার সমস্যাসমূহ বর্ণনা কর, বাংলাদেশে উদ্যোক্তা হওয়ার পথে বাধাগুলো কী?,বাংলাদেশে নারী শিল্পোদ্যোক্তা হওয়ার পথে বাধাগুলো কী?

বর্তমান সমাজব্যবস্থায় বা অর্থনীতিতে মহিলা উদ্যোক্তাদের উপস্থিতি অপরিহার্য বলে গণ্য করা হয়। তবে মহিলা উদ্যোক্তারা বিভিন্ন ধরনের সমস্যার সম্মুখীন হয়ে থাকে। নিম্নে মহিলা উদ্যোক্তার সমস্যাসমূহ আলোচনা করা হলো :

১. পুরুষের আধিপত্য। গুরুদের আধিপতার কারণে মহিলারা ভালোভাবে ব্যবসার পরিচালন। অনেক সময় মহিলারা বৈরী আচরণের মুখে পড়ে বিতবোদ করেন এবং তারা নিজেদের যোগ্যতা ও সাगा করতে পারে না।

২. পরিবারের বন্ধন : বিবাহিত মহিলা উদ্যোকারে পরিবার ও ব্যবসায় প্রতিষ্ঠানের মধ্যে বারসাম্য রক্ষা করে চলতে হয়, খুবই কষ্টসাধ্য ব্যাপার। অনেক সময় মহিলা উদ্যোক্তারা পরিবার থেকে ব্যবসায় পরিচালনা করার बना কान गागा সহযোগিতা পান না ।

৩. শিক্ষার অভাব : মহিলা উদ্যোক্তারা ব্যবসায় প্রযুক্তি ও বাজার সম্পর্কে স্বাভাবিকভাবেই কম সচেতন। ফলে প্রাতিষ্ঠানিক শিক্ষায় মহিলা উদ্যোক্তারা পিছিয়ে না থাকলেও বাস্তব জীবনের শিক্ষায় পিছিয়ে থাকার কারণে নতুন উদ্যোগ গ্রহণে অগ্রসর হতে পারেন না ।

৪. অর্থায়ন সমস্যা : মহিলা উদ্যোক্তারা ব্যবসায়ে যথাযन অর্থায়ন করতে পারে না। ব্যবসায়ের অর্থায়নের জন্য তাদেরকে পরিবারের পুরুষ সদস্যদের নিকট দ্বারস্থ হতে হয়। আবার বাহ্যিক উৎস এবং বাণিজ্যিক ব্যাংকসমূহ থেকে অর্থ ঋণের মাধ্যমে সংগ্রহ করতে গিয়েও মহিলা উদ্যোক্তারা নানাবিধ সমস্যার সম্মুখীন হয়ে থাকেন।


আরো ও সাজেশন:-

৫. কাঁচামালের অভাব : মহিলা উদ্যোক্তাদের পক্ষে কাঁচামাল সংগ্রহ করা যথেষ্ট কষ্টসাধ্য ব্যাপর। এ কারণেই মহিলা উদ্যোক্তা দ্বারা পরিচালিত প্রতিষ্ঠানসমূহ সাধারণত প্রয়োজনীয় কাঁচামাল ও উপকরণের অভাবে ভোগে এবং তারা বিকল্প উৎস থেকে কাঁচামাল সংগ্রহ করতে পারে না ।

৬. সীমিত গতি : মহিলা উদ্যোক্তার জন্য একটি অন্যতম প্রধান সমস্যা হচ্ছে সীমিত গতি। কেননা ব্যবসায়ের কারণে রাতে যাতায়াত ও ভ্রমণ করা প্রয়োজন হতে পারে। কিন্তু সামাজিক নিরাপত্তাহীনতার কারণে মহিলা উদ্যোক্তারা অনেক সময় তাদের পণ্য যথাযথবাবে উপস্থাপন করতে পারে না।

[ বি:দ্র: নমুনা উত্তর দাতা: রাকিব হোসেন সজল ©সর্বস্বত্ব সংরক্ষিত (বাংলা নিউজ এক্সপ্রেস)]

৭. ঝুঁকি বহনে অসমর্থন : আমাদের দেশে মহিলারা সংরক্ষিত জীবন ধারণ করে তারা অপেক্ষাকৃত কম শিক্ষিত এবং অর্থনৈতিকভাবে নির্ভরশীল। এসব কিছু তাদেরকে চলমান ব্যবাসয় প্রতিষ্ঠানের ঝুঁকি বহেন অসমর্থ করে তোলে ।

৮. তীব্র প্রতিযোগিতা : বর্তমান যুগ তীব্র প্রতিযোগিতার যুগ। এ যুগে মহিলা উদ্যোক্তারা তাদের উৎপাদিত পণ্য বাজারজাতকরণের সময় তীব্র প্রতিযোগিতার সম্মুখীন হন। পলে কমবেশি সকল মহিলা উদ্যোক্তার অস্তিত্ব প্রশ্নের সম্মুখীন হয়ে পড়ে।

উপসংহার : পরিশেষে বলা যায় যে, মহিলা উদ্যোক্তারা উপরিউক্ত বিভিন্ন সমস্যা মোকাবিলা করে থাকে। এসব সমস্যা ছাড়াও অপর্যাপ্ত অবকাঠামোগত সুবিধাদি, ক্ষমতার ঘাটতি, সামাজিক মনোভাব, কম উচ্চাকাঙ্ক্ষ এবং আর্থসামাজিক বাধাসমূহ ও মহিলা উদ্যোক্তার জন্য ব্যবসায়ে প্রবেশের অন্তরায় হিসেবে বিবেচিত হয় ।

প্রশ্ন ও মতামত জানাতে পারেন আমাদের কে ইমেল : info@banglanewsexpress.com

আমরা আছি নিচের সামাজিক যোগাযোগ মাধ্যমে গুলোতে ও

Leave a Comment